পোর্টফোলিও! কেন করবেন, কিভাবে করবেন!!

চলুন আগে জেনে নেই পোর্টফোলিও কি?
অনেকেই হয়তো জানেন, তারপরও নতুনদের সুবিধার্থে বলছি। ব্যক্তিগত পোর্টফোলিও সাইট হচ্ছে এমন একটি সাইট যা একজন ব্যক্তির কর্মগুনকে বিশ্বের কাছে উপস্থাপন করার সুযোগ করে দেয়, যেখানে তিনি নিজেই একটি ব্র্যান্ড।। সে ব্যক্তি হতে পারেন গ্রাফিক ডিজাইনার, লেখক, ফটোগ্রাফার কিংবা যে কোন পেশাজীবী।

এখন বলি, পোর্টফোলিও কেন করবেন। আসলে একজন ক্লাইন্ট আপনার কভার লেটার এ লিখা রচনা কিংবা সার্টিফিকেট দেখতে চায় না। এতকিছু দেখার সময়ও ক্লাইন্টের হাতে থাকেনা। ক্লাইন্ট দেখতে চায় আপনি কি কাজ করেন, কেমন করে করেন। সেটাই যদি আপনি আপনার ওয়েবসাইটে তুলে ধরতে পারেন তবেই কাজ পাবার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনি হয়তো বলতে পারেন, আমার ওডেস্ক একাউন্টের পোর্টফোলিওই তো অনেক ভারি। তবে নতুন করে সাইট খোলার ঝামেলায় যাব কেন?
হ্যা দরকার আছে, কারণ ওডেস্কের প্রোফাইল দেখতে ক্লাইন্টের বেশি সময় ব্যয় করতে হয় তাছাড়া লোড হতেও সময় নেয়। অপরদিকে পোর্টফোলিও সাইট এর একটি লিঙ্কই আপনার পরিচয় তুলে ধরবে।

কি কি দেয়া যেতে পারে...

১. আপনার কাজ করা প্রোজেক্টের লিষ্ট
২. প্রোজেক্টের ছবি
৩. কাজটাকে যতটুকু সম্ভব বর্ণনা করুন (পয়েন্ট ওয়াইজ)
৪. ওডেস্কে/মার্কেটপ্লেসে ফিডব্যাক থাকলে সেটার লিঙ্ক দিন।
৫. কাজের রেট, বোনাস, কমেন্টস ইত্যাদি।

তবে আপনার পোর্টফোলিও সাইটে ভুলেও কোন কন্টাক্ট নাম্বার কিংবা ইমেইল কিংবা স্কাইপ আইডি দিবেন না, এটা ওডেস্ক পলিসি ভায়োলেশন।

কোথায় আপলোড করবেন?

নেট এ অনেক ফ্রি হোস্টিং সাইট আছে, খুব সহজেই কনফিঊসড হয়ে পরবেন কোনটা রেখে কোনটাতে খুলবেন। তাই পোর্টফোলিও আপলোড করার জন্যে তিনটি নামকরা ফ্রি হোষ্টিং সাইট দিয়ে দিলামঃ

• Coroflot http://www.coroflot.com/
• Carbonmade http://carbonmade.com/
• Krop http://www.krop.com/creativedatabase/

কিছু ভাললাগা পোর্টফোলিও সাইটের এড্রেসঃ
http://buero-buero.org/
http://thuytruc.me/
http://jtcdesign.com/

মনে রাখবেন, ফ্রিল্যান্সিং যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয়। এখানে আপনাকে আপনার দক্ষতার পাশাপাশি যোগ্যতাও প্রমাণ করতে হবে। প্রতিযোগীতায় টিকতে হবে বিশ্বব্যাপী।

শুভ কামনা আপনাদের জন্য, হ্যাপি ফ্রিল্যান্সিং।

লিখাটি এখানে প্রথম প্রকাশিত

Level New

আমি DevsTeam Institute। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থাঙ্কস ফর শেয়ার 🙂