
আমাদের অনেকের ই ভার্চুয়াল ডলার কেনা বেচা করার দরকার হই বিশেষ করে ফ্রীলাঞ্চের দের জন্যে। আমার একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরছি। ফেসবুক এ অনেক গ্রুপ আছে যেখানে ডলার কেনা বেচা হয়ে থাকে। এখানে বলে রাখা ভাল যে আমি এক জন ফ্রীলাঞ্চের অ্যান্ড কাজ করি প্রাই ৪ বছর হইল।
অনেক সময় এ client এর কাছ থেকে Paypal এ পেমেন্ট নিতে হই। Paypal এ তাই সবসময় ই ডলার থাকে। তো বিক্রি করার জন্যে বিজ্ঞাপন দিলাম। আমাকে এক ভাই সাভার থেকে ফোন দিয়ে বলে আমি আর্মি অফিসার আমাদের Paypal ডলার প্রাই লাগে এবং খুব দরকার। ওই দিন শুক্রবার হওয়াই সে আমাকে পরের দিন ইভেনিং ব্যাংকিং এ টাকা দিতে চাই। কি মনে করে বিশ্বাস করে দিয়ে দিলাম ২৫০$. অবশেষে তার আর দেখাই নাই।
১। যার সাথে কেনাবেচা করবেন তার ফেসবুক এর প্রোফাইল ভাল করে দেখেন কথাই পরে বা পরত, কি করে, স্ট্যাটাস আপডেট কেমন, ফ্রেন্ড দের সাথে ফেসবুক এ কমেন্ট কেমন, প্রোফাইল কত দিনের ইত্তাদি।
২। সবসময় চেষ্টা করবেন সরাসরি deal করতে।
৩। যদি গ্রুপ থেকে কিনতে অর বিক্রি করতে চান তাহলে গ্রুপ এ তার বেপারে পোস্ট দেয়া সবার কাছে জানতে চাবেন বিশসস্ত কিনা।
৪। সরাসরি লেনদেন এর জন্যে নিরাপদ লোকেশান বেছে নিবেন, সন্ধার পর অথবা রাত এ লেনদেন না করাই ভাল।
৫। ফোন এ ভাল করে কথা বলে নিবেন, তার পরিচয় ভাল করে জেনে নিবেন। মনে রাখবেন কথা বললে লোক চেনা টা একটু ইজি হই। রেফেরেঞ্চ নিতে পারলে আর ও ভাল হই।
৬। এখন অনেকেই (বিশেষ করে এক্সপার্ট প্রতারক রা) ভিন্ন পন্থা ব্যবহার করছে ( ভিওআইপি এবং এসএমএস)।
৭। প্রতারক রা অনেক সময় কম অথবা বেশি দামে ক্রয় অথবা বিক্রয় করতে চাই যেন আপনি রাজি হন। এইটা ও মাথায় রাখতে পারেন। মনে রাখবেন একটু কম বা বেশি দামে বিক্রি অথবা কেনার থেকে ধরা না খাওয়া ভাল।
৮। Paypal কেনার বিষয় একটু বেশি সতর্ক হন কারন Paypal এ Dispute দিয়ে অনেকে ডলার ফেরত নিয়ে যাই।
আমার এই খারাপ অবিজ্ঞতা থেকে অনেক কিছু জানা হইল। আমি চাই না আমার মত আর কেউ ধরা খাই।
আমি কিছু দিন হইল একটা বিজনেস পেজ করলাম এই সুবিধা দেওয়ার লক্ষে। আমার লক্ষ্য মূলত ফ্রীলাঞ্চার দের কে সাহায্য করার এবং অনেকেই আছে যারা ইন্টারনেট থেকে ডলার এর অভাবা কিছু কিনতে পারে না তাদের সাহায্য করা।
যারা বিশ্বস্ত কাঊ কে খুজতেছেন অথবা রেগুলার লেনদেন করতেচান তাদের জন্যে এই পেজ টা খুব উপকারি হবে বলে আশা করতেছি।
https://www.facebook.com/BDDollarSupport
সবাইকে ধন্যবাদ
অ্যাডমিন
আমি BestESolutionsBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a freelancer working through different freelancing site since 2009.
ami apnake advance bkash kore taka pathabo….amake paypal dia akta jinish kine deben????