নতুন ফ্রিল্যান্সারদের হতাশা তাড়ানোর উপায় এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস

আমি সাধারনত অভিজ্ঞদের জন্য লিখিনা। কারন আমি নিজেই খুব বেশি অভিজ্ঞ না। বরাবরের মতই নতুনদের জন্য ভালো কিছু টিপসঃ

ওডেস্কে প্রথম কাজ পাওয়ার প্রায় ১ বছর পুরন হল যদিও চেষ্টা করছি সেই ২০১২ সালের প্রথম দিক থেকেই। যাইহোক এই ১ বছরে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করছি।

১। প্রথম কাজ পাবেন যেভাবে(আদি প্যাঁচাল)ঃ

এইটায় একটু বড় সমস্যা। নিচের উপায় গুলো ফলো করতে পারেন।

** প্রথমে কাজ শিখতে হবে। মনে রাখবেন কাজ না জেনে বিড করা মহাপাপ :p =D ।

**প্রফেশনাল মানের একটা প্রোফাইল তৈরি করতে হবে।

**এমন কভার লেটার লেখা শিখতে হবে যেন বায়ার আপনার পিছে দৌড়ায়। =D

**অনেকেই মনে করে কম রেটে বিড করলেই কাজটা পেয়ে যাব। এক সময় আমিও তাই ভাবতাম। কিন্তু আসল ঘটনা হল বায়াররা কম রেটের চেয়ে কম্পেটিটিভ রেট পছন্দ করে। যেমনঃ কোন এক্সপার্ট যদি $১০ কোন কাজ করে তাহলে আপনার উচিত হবে $৮ এ বিড করা। এর নিচে কখনোই নয়।

** বিড করার সময় দ্রুত বিড করবেন যেন প্রথম ২০ জন অ্যাপ্লিকেন্টের মধ্যে আপনিও থাকেন।

 

 

২।হতাশা কিভাবে দূর করবেনঃ

অনেকেই ১ম কাজ না পেয়ে হতাশ হয়ে পড়েন আবার এমন অনেকেই আছেন যারা প্রথম ২-৪ টি কাজ ভালভাবেই সম্পন্ন করার পর নতুন কাজ না পেয়ে হতাশ হয়ে পড়েন। প্রথম কাজ না পাওয়ার কারন হল আপনার প্রোফাইল এবং কভার লেটারে সমস্যা আছে সাথে আপনার কপালে একটু প্রব্লেম আছে। :p

এবার এই লেখার সব চেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই মনে করেন ১ম কাজ ভালোভাবে করে দিতে পারলেই লাইন ক্লিয়ার। তারপর শুধু কাজ আর কাজ। কিন্তু আসল কাহিনী হল এইটা ভুল। আপনি যদি নিজেকে আপডেট না করতে পারেন তাহলে আপনাকে দিয়ে আর হবে না। তবে এইটা ঠিক ১ম কাজ এবং ভালো ফিডব্যাক পরবর্তী কাজ পেতে ভালো সাপোর্ট দেয়। প্রথম ৫-১০ টি কাজ আপনাকে কস্ট করেই নিতে হবে।

আপনি ২-৪ টা কাজ পাওয়ার পর নতুন কাজ না পেয়ে যদি অবসর জীবন যাপন করেন (আমিও এক সময় করেছি =D ) তাহলে আপনার জন্য পরামর্শ হল ভাইজান আপনার বায়ুতে একটু সমস্যা আছে। আপনার বায়ু পরিবর্তন করতে হবে 🙂 মানে একটু নির্জনে গিয়ে নিজেকে নিয়ে ভাবুন। আপনার কি কি ঘাটতি আছে সেই জিনিস গুলো খুঁজে বের করুন এবং সেগুল দূর করুন। তারপর ধৈর্য ধরে আবার শুরু করুন।

 

 

৩। কাজের রেট যেভাবে বাড়াবেনঃ

আমি একটা জিনিস ফলো করি আপনিও করতে পারেন। সেটা হল ধরুন আপনি একটা কাজ করছেন তাহলে আপনার উচিত হবে নতুন আরেকটি ভালো রেটের কাজের সন্ধান করা (যদি সময় মেইন্টেইন করতে পারেন)। যেহেতু আপনি একটি কাজ করছেন তাই আপনার কাছে টাকা আছে তার মানে আপনার হতাশা নেই। ভাবটা এমন হবে যেন ২-১ টা কাজ না পাইলেও ব্যাপার না।

 

 

৪। একটা আজগুবি উপদেশঃ

ফ্রিল্যান্সারদের ফিক্সড কোন ইনকাম নেই। তাই এক মাসে কত ইনকাম করলেন সেটা না ভেবে বাৎসরিক একটা হিসাব নিকাশ করবেন দেখবেন ভাল একটা অ্যামাউন্ট দাঁড়াবে। আর হ্যাঁ কাজ করে কিছু টাকা ব্যাংকে রাখবেন =D । টাকা না থাকলে আবার কিন্তু হতাশা পেয়ে বসে।

(সব গুলোই আমার ক্ষেত্রে প্রমানিত)

একান্ত আলসেমির জন্য কোন ইমেজ দিতে পারলাম না দুঃখিত 🙁

 

 

লেখকঃ মাহমুদুল হাসান

ফেইসবুকে আমি

Level 0

আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ধন্যবাদ আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য

কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলার জন্য ধন্যবাদ।
আমি ফ্রিল্যাঞ্চার নই, বাট আগ্রহ আছে…… দেশের চাকুরীর যা অবস্থা 🙁
ভালো একটা গাইডলাইন এর অপেক্ষায় বহুদিন… কোথা থেকে শুরু… কেমতে কি বুঝিনা তেমন কিছুই

    @Little Scientist: “আমি ফ্রিল্যাঞ্চার নই, বাট আগ্রহ আছে…… দেশের চাকুরীর যা অবস্থা”

    Vai job na hole freelancing korben??? Ata kon doroner cinta. Akojon freelancer kokhonoi job korbay na. Karon freelancing ar basui $$$, subida.

    Apni starting a PPD Networking astay paren. Detail http://www.maxppd.com

    @Little Scientist: শুরু করেন।

      @মাহমুদুল হাসান: Hasi pawer kisu nai. Karon apni freelancing a new.

        @শাহনেওয়াজ রহমানী: পোস্টের প্রথমেই বলা আছে এই পোস্ট অভিজ্ঞদের জন্য না। তো ভাই আপনি অভিজ্ঞ মানুষ এই পোস্টে কি করেন? আমার পরিচিত কমপক্ষে ৫০ জন ফ্রিল্যান্সার আছে যারা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন। তো এতেতো সমস্যার কিছু দেখি না। আমি নিজে ফুল টাইম ফ্রিল্যান্সার বাট অনেকেই এইটা পার্ট টাইম হিসেবে করে। এমনকি বেসিসের অ্যাওয়ার্ড পাওয়া আমার এক ফ্রেন্ডও চাকুরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করে। ও একজন মনোরোগ বিশেষজ্ঞ, ফ্রিল্যান্সার এবং একজন উদ্যোক্তা। সো নিজের জানার ভান্ডারটা আগে সমৃদ্ধ করেন।

        আর হাসি পেল এই কারনে যে আপনি লিখেছেন-“Duti sompurno different PROFFECTION.”
        ভাই PROFFECTION মানেটা কি? এই একটা ইংরেজীই আপনার সম্পর্কে অনেক ধারনা দেয়।

Level 0

ভালই বলেছেন

অনেক সজানো গোছানো এবং সুন্দর পোস্ট। ধন্যবাদ…