প্রসঙ্গঃ লিবার্টি রিসার্ভ। কি হতে যাচ্ছে লিবার্টি রিসার্ভের ভবিষ্যৎ?

আজকের দিনের সবচেয়ে হট টপিক হল লিবার্টি রিসার্ভ। শিডিউল হোক আর আনশিডিউল মেইনটেন্যান্স হোক, সার্ভার নিয়ে মাঝে-সাঝেই ঝামেলা করে থাকে লিবার্টি রিসার্ভ। বিনা নোটিসে কয়েক মাস আগে ৬ দিন অফলাইনে ছিল তারা। অধিকাংশ লিবার্টি রিসার্ভ ব্যবহারকারীরা লিবার্টি রিসার্ভের এই মেইনটেন্যান্সের ব্যপারে অভ্যস্ত হয়ে গেছেন। আজ থেকে কেউই ভিজিট করতে পারছেন না ওয়েবসাইটটি। যদিও গুজবে ভাসছে লিবার্টি রিসার্ভের প্রধান আর্থার বুদোভস্কি বেলানচুককে (৩৯) শুক্রবার স্পেন থেকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও কোস্টারিকার পুলিশের যৌথ তদন্তে তার বিরুদ্ধে অর্থ জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। বুদোভস্কিতে গ্রেফতার করার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে জনপ্রিয় অনলাইন অর্থ লেনদেন করার জন্য বিখ্যাত libertyreserve.com ওয়েবসাইটটি বন্ধ হয়ে গেছে। লাইসেন্স ছাড়াই অর্থ লেনদেন ব্যবসা করায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল বুদোভস্কি ও তার সহকারী কেতসকে।

সত্যিই কি বন্ধ হয়ে গেছে লিবার্টি রিসার্ভ?

কিন্তু এর সবই কিছু আন্ডারগ্রাউন্ড ওয়েবসাইটে পাওয়া খবর। মেগাআপলোড.কম এর মত ফাইল শেয়ারিং ওয়েবসাইট যখন বন্ধ হয়ে গিয়েছিল, তখন বিখ্যাত সব নিউজ পোর্টাল BBC, CNN, Al-Jajira তে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল তার এবং কেসের অগ্রগতি নিয়ে। কিন্তু লিবার্টি রিসার্ভের মত একটি জনপ্রিয় পেমেন্ট প্রসেসর যখন বন্ধ করে দিল, তখন শুধুমাত্র Ticotimes, Bubblews সহ আরও ২-১ টি সাইটে নিউজ আসলো তখন তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। প্রশ্ন হল সত্যিই কি গ্রেফতার হয়েছেন লিবার্টি রিসার্ভ প্রধান আর্থার বুদোভস্কি বেলানচুক? FBI থেকেও কোন অফিসিয়াল নোটিস পাওয়া যায়নি। পাওয়া যায়নি মেগাআপলোডের মালিক কিমের মত গ্রেফতারের সময় কোন ছবিও।

আরও খবর শোনা যাচ্ছে লিবার্টি রিসার্ভ হ্যাক করে অন্য সার্ভারে হোস্ট করে দিয়েছে FBI কিংবা অন্য হ্যাকাররা। কিন্তু তার পক্ষেও কোন বিশ্বাসযোগ্য খবর পাওয়া যাচ্ছে না। বাতাসে আজ যা ছড়াচ্ছে তার বেশিরভাগই গুজব। বিপক্ষ কোম্পানির রেপুটেশন ডাউনটাইমের সুযোগ নিয়ে প্রতিপক্ষ কোম্পানির সাবোট্যাজের ঘটনার নজির পূর্বেও রয়েছে। সবচেয়ে বড় যে প্রশ্নটা থেকে যায় তা হল লিবার্টি রিসার্ভ কি ফিরে আসবে?

কি হতে পারে এর প্রভাব?

বাংলাদেশে লিবার্টি রিসার্ভের অসংখ্য ব্যবহারকারী রয়েছে। লিবার্টি রিসার্ভ ফিরে না আসলে তাদের ক্ষতির অঙ্কটি হবে অনেক বড়। কিন্তু বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সেই অঙ্কটি অনেক ছোট। নাইজেরিয়া, ইন্ডিয়া, ফিলিপাইনসহ বিশ্বের অনেক দেশে লিবার্টি রিসার্ভের ব্যবহার অত্যন্ত ব্যাপক। শুধু যে ফরেক্স ট্রেডিংয়ে ডিপোজিটের কারনে লিবার্টি রিসার্ভ ব্যবহৃত হয় তা নয়, অনলাইন পোকার, গ্যাম্বলিং, ই-কমার্স সাইট, পিটিসি, ডোমেইন-হোস্টিং প্রভাইডারসহ অনলাইনের গুরুত্বপূর্ণ অনেক ব্যবসার বেশীরভাগ পেমেন্ট প্রসেস হয় লিবার্টি রিসার্ভের মাধ্যমে। তাই এরকম অবস্থায় লিবার্টি রিসার্ভ বন্ধে তাদের প্রতিক্রিয়া হবে অনেক ব্যাপক। মোটকথা লিবার্টি রিসার্ভের এই অনুপস্থিতিতে খুশি নয় অধিকাংশ অনলাইন ওয়ার্কাররা।

ট্রেডারডের শঙ্কা ও কি হতে পারে বিকল্পঃ

লিবার্টি রিসার্ভের এই হঠাৎ অনুপস্থিতিতে শঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই। তাদের প্রশ্ন অনলাইনে কাজ করা কি তাহলে আর নিরাপদ নয়? ভেরিফিকেশন, সিকিউরিটি এবং মানির সোর্স দেখিয়ে মানিবুকারস অনেকের অ্যাকাউন্টই বন্ধ করে দিচ্ছে। নেটেলারও ভেরিফাই ছাড়া কোন অ্যাকাউন্ট অনুমোদন করে না। তাই অনেকেই পড়েছেন চিন্তায়। ভেরিফাই ছাড়াই ব্যবহার করা যেত বলে লিবার্টি রিসার্ভের ব্যবহার ও জনপ্রিয়তা ছিল ব্যাপক। যদি আর না ফেরে লিবার্টি রিসার্ভ, তবে বিকল্প হিসেবে বাংলাদেশ থেকে ফরেক্স ট্রেডিংয়ের লেনদেনের জন্য নিরাপদ হিসেবে ধরা যায় মানিবুকারস এবং নেটেলার। মাস্টারকার্ড এবং বিভিন্ন সুবিধার জন্য আমরা নেটেলারকেই এগিয়ে রাখছি মানিবুকারস থেকে। কিন্তু ভেরিফাই করা আবশ্যক হবে এই মাধ্যমগুলো ব্যবহার করলে। ডিপোজিট-উইথড্র করার জন্য কোন মেথডগুলো সুবিধাজনক তা নিয়ে শীঘ্রই বিডিপিপসে বিস্তারিত পোস্ট আসছে।

ফিরবে কি লিবার্টি রিসার্ভ?

যদি সার্ভারজনিত কোন সমস্যা হয়ে থাকে, তবে আমরা আশা করতে পারি শীঘ্রই ফিরবে লিবার্টি রিসার্ভ। যদিও তাদের ব্লগে সবসময় মেইনটেনেন্স আপডেট দেয়া হয়, সেটিও এখন ভিজিট করা যাচ্ছে না। আর যদি আইনি কোন সমস্যা সত্যিই ঘটে থাকে, তবে ইউজারদের জন্য খারাপ সংবাদ। লিবার্টি রিসার্ভের প্রধানের অনুপস্থিতিতে চলবে কিনা লিবার্টি রিসার্ভ সে প্রশ্ন থেকে যায়। যথাযথই উত্তর না। কিন্তু আইনি মোকাবেলায় মোড় ঘুরলে আবারও ফিরতে পারে লিবার্টি রিসার্ভ, কিন্তু হয়তো তা হবে সময় সাপেক্ষ।

লিবার্টি রিসার্ভ দিয়ে ব্রোকারে ডিপোজিট রয়েছে যাদেরঃ

সবচেয়ে বড় চিন্তায় রয়েছে তারা যাদের বিভিন্ন ব্রোকারে ডিপোজিট রয়েছে লিবার্টি রিসার্ভের মাধ্যমে। তারা ভাবছেন কি হবে তাদের উইথড্রের পদ্ধতি। সাধারনত সব ব্রোকারের নিয়ম হল আপনি যেই পেমেন্ট মেথড দিয়ে ডিপোজিট করবেন, তাতেই উইথড্র করতে হবে। কিন্তু ধারনা করা হচ্ছে অধিকাংশ ব্রোকারই তাদের ট্রেডারদের সুযোগ দিবে বিকল্প পদ্ধতিতে উইথড্র করার জন্য। এ ব্যাপারে Xemarkets এর সাথে কথা বলা হলে তারা জানান ট্রেডারদের জন্য যেটা ভালো হবে, সেই ব্যবস্থাই নেয়া হবে। এর আগেও লিবার্টি রিসার্ভের সমস্যার ব্যাপারে তাদের সাথে কথা বলা হলে তারা জানান, এ ধরনের সমস্যা হলে তারা ব্যাংক উইথড্র বা অন্য মাধ্যমে উইথড্রয়ের ব্যাপারে সাহায্য করবে। লিবার্টি রিসার্ভ যদি কয়েকদিনের মধ্যে না ফেরে তবে ব্রোকারগুলোর উইথড্র পদ্ধতি কেমন হবে সেই ব্যাপারে সব ব্রোকারের সাথে আলোচনা করে বিডিপিপসে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে। লিবার্টি রিসার্ভের মাধ্যমে ডিপোজিট করে ব্রোকার থেকে উইথড্রয়ের ব্যাপারে কেউ সমস্যার মুখোমুখি হলে বিডিপিপস মডারেটর টিমের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। আমরা ব্রোকারের সাথে এই ব্যাপারে কথা বলে তাদের উইথড্রয়ের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো।

সবার একটিই এখন কামনা, দ্রুত ফিরে আসুক লিবার্টি রিসার্ভ। লিবার্টি রিসার্ভের ব্যাপারে নতুন আপডেট পোস্ট আসবে শীঘ্রই। এখন অপেক্ষার পালা সত্যিই কি হতে যাচ্ছে লিবার্টি রিসার্ভের ভাগ্যে। সঠিক তথ্য জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটি দিন।

সুত্রঃ পোস্টটি প্রথমে বিডিপিপসে প্রকাশিত এবং টেকটিউনসের জন্য পরিমার্জিতরুপে প্রকাশিত হল।

Level 0

আমি তানভীর জেড আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ameture Forex Trader!!! Moderator @ BDPIPS.COM


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এ সম্পর্কে কস্টা রিকায় সংবাদ সম্মেলনের একটি ভিডিও দেখুনঃ এখানে
গুগল ট্রান্সলেটরে ভিডিও এর নিচের লেখা গুলো ট্রান্সলেট করলে কিছুটা ধারনা পাওয়া যাবে।

আর আমি অন্য এক জায়গায় এই ট্রান্সলেটর পেলামঃ
Yes this website gives the the chance as a member to open an account where you can deposit money and then use it to make payments or withdraw it as cash.

… This enterprise was closed due to the investigation that were taking place here and in the USA, it fires its employees in 2011, basically because they didn’t get the license from the deputy.

In Costa Rica servers, documents, computers and telephones were seized. On top of that vehicles Roll Royce and Jaguar valued at a bit less than half of million us dollars.

… The case remains open in Costa Rica and the assistance of the United States has been requested. In this case it was the United Sates who asked to international collaboration to do these raids.

On another hand the man arrested in Spain remains under the jurisdiction of the United States.

আমি যা পেলাম Liberty Reserve Is Down And Owner Arrested
একাউন্টে যে ডলার আছে তা উইথড্র করার একটা সুযোগ দেয়া উচিৎ ।বাকিটা খোদা ভরসা ।