একজন হতাশাগ্রস্থ ফ্রিল্যান্সার থেকে সফল ফ্রিল্যান্সার হওয়ার গল্পঃ আমি এবং ওডেস্ক

হ্যাঁ গল্পটা আমারই। গল্পটা ভেবে রেখেছিলাম ৬ মাস আগে। প্রতিজ্ঞা করেছিলাম যেদিন সফল হব সেদিনই এইটা শেয়ার করবো। একদিন এই গল্প লেখার মত সাহস ছিলনা আমার কিন্তু স্বপ্ন ছিল। আসলে এইটাকে গল্প বলা ভুল হবে, এটাতো বাস্তব।

শুরুর কথাঃ

আমার শুরুটা হয়েছিল ভুল পথে। প্রথম আমার ব্যাক্তিগত কম্পিউটার কিনি ২০০৯ এর সেপ্টেম্বরে। তার আগে শুধু পত্রিকায় পড়তাম অনলাইনে কাজ করে নাকি টাকা পাওয়া যায়। ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহ ছিল। তাই ভাবলাম আমিও অনলাইনে কাজ করব আর টাকা কামাবো।

২০১১ সালের নভেম্বর। কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে ভাল ধারনা ছিল না। তারপরেও বিশাল একটা সুযোগ পেলাম টাকা ইনকাম করার। আর তা হল ক্লিক করে টাকা আয় করার। বহু কষ্টে ৫০,০০০ টাকা যোগার করে নেমে পরলাম ক্লিক মারতে। মনে মনে ভাবলাম আমারে আর ঠেকাই কে? খালি টাকা আর টাকা। বাবা মার অমতে আমার প্রেমিকাকে বিয়েও করে ফেললাম।

কিন্তু আমার ভুল ভাঙতে সময় লাগেনি। ৩-৪ মাস পরে ক্লিক কোম্পানি উধাও। নেমে এলাম বাস্তবের জমিনে।

হতাশাঃ

শুরু হল জীবন সংগ্রাম। জীবনটা দুর্বিষহ হয়ে উঠল। আগে কোচিং করাতাম। বিয়ের পর সেটা বন্ধ করে দিয়েছিলাম। পালিয়ে বিয়ে করেছিলাম বলে লোকলজ্জার ভয়ে সেটা আর ব্যক্তিগতভাবে চালু করতে পারিনি। কয়েকটা বড় ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল ক্লিক বাহিনীতে যোগ দেওয়ার পর। তারা শুধু বলত ভাই কাজ দিব তোমাকে। এভাবে কেটে গেল ৩-৪ মাস। কিন্তু কাজ আর পেলাম না। প্রচন্ড টাকার অভাব দেখা দিল। সেই দিন গুলো বর্ণনা করার ভাষা আমার নাই। শুধু একটা উদাহরন দেয় তাহলে বুঝতে পারবেন। আমার স্ত্রী কলেজে পড়ে। একদিন ১০ টা মাত্র টাকার জন্য আমার স্ত্রী কলেজে যেতে পারেনি।

সংগ্রামঃ

লোকলজ্জার ভয় ফেলে আমার এক ছোট ভাইয়ের কোচিং এ আবার পড়ানো শুরু করলাম। এত হতাশার মাঝেও আমি কিন্তু হাল ছারিনি। একদিন এক ভাইয়ের কাছে থেকে টেক-ইনফো বিডি নামের একটা ওয়েব সাইটের কথা শুনলাম। সেখান থেকে পেলাম টেকটিউনসের সন্ধান। এখানে এসে আমার উপলব্ধি হল যে আমি একজন মূর্খ। আমি আসলে কিছুই জানি না। তারপর বিভিন্ন ব্লগ পড়ে, গুগলে খুঁজে অনেক কিছু শিখতে লাগলাম। কিন্তু শিখতে গেলে তো মডেমে টাকা তুলতে হবে। সেই টাকা যোগাড় করাও আমার কাছে ছিলো কষ্টসাধ্য। এরপর captcha2cash নামক একটা ওয়েব সাইটে ক্যাপচা এন্ট্রির কাজ শুরু করলাম। ১০০০ ক্যাপচার জন্য $১। কিন্তু আসলে তারা ২০০০ ক্যাপচা এন্ট্রি করলে $১ দিত যা করতে আমার প্রায় ৬-৭ ঘণ্টা সময় লাগত। ও হ্যাঁ এর মধ্যে ওডেস্কে একটা অ্যাকাউন্টও করেছিলাম। কিন্তু প্রোফাইলটা ছিল হ-য-ব-র-ল। পরে টেকটিউনসে বিভিন্ন লেখা পড়ে আমার প্রোফাইলটাকে মোটামোটি একটা লুক দিলাম। শুরু করলাম বিড আর বিড। এক সময় বিড করতে করতে যখন আমার পীঠ বাঁকা হয়ে যাওয়ার উপক্রম হল তখন আশা ছেড়ে দিয়ে ভাবলাম ব্লগিং শুরু করব। অন্তত বিড করার ঝামেলা নাই।

ঠিক তখনি আমার পরিচিত এক ছোট ভাই(ওডেস্কে আমার সিনিয়র) একটা মারাত্মক সাজেশন দিল। ও আমাকে বলেছিল ভাই জীবনে যাই করেন, সেইটা প্রফেশনাল ভাবে করেন। ব্যাস! এই একটা কথায় আমাকে বদলে দিল। এরপর শুধু একটা কথায় মাথায় রেখেছি। ফ্রিল্যান্সিংই হবে আমার ক্যারিয়ার। যে করেই হোক আমি একদিন সফল হবই ইনশাল্লাহ।

সফলতার শুরু যেখানেঃ

আমি আমার প্রোফাইলটা আরেকটু ঘষামাজা করে আবার নতুন টেকনিকে বিড করা শুরু করলাম। আল্লাহর রহমতে এক সপ্তাহের মধ্যেই আমার প্রথম কাজটা পেয়ে গেলাম।

কাজটা হল eBay Australia এর প্রোডাক্ট অ্যানালাইসিস এবং রিসার্চ করা। প্রথম ২ দিন কাজটা বুঝতে পারিনি। তাছাড়া প্রথম কাজ বলে আমি একটু উত্তেজিতও ছিলাম। কিন্তু আমার ভাগ্য ভাল ছিল। কারন আমার বায়ার অসাধারন ভাল ছিল। সে আমাকে কাজের সব কিছুই ২-৩ বার ভাল করে বুঝিয়ে দিল। এবং আমি কাজটা করতে সমর্থ হলাম। সে ৪ জনকে হায়ার করেছিল। তার মধ্যে আমিই সবচাইতে বেশী কাজ করি। কাজটা ছিল $১/ঘণ্টা। আমি ৭০ ঘন্টা কাজ করেছিলাম। বায়ার আমার কাজে খুশি হয়ে আমাকে ৫ * ফিডব্যাক দিল এবং খুব ভাল একটা কমেন্ট করল।

এবার ভাবলাম আরতো চিন্তা নাই। আমার আর কাজের অভাব হবেনা। কিন্তু না অভিজ্ঞতা কম বলে পরবর্তী ২ মাসে আর কাজ পেলাম না ওডেস্কে। এদিকে fiverr.com একটা অ্যাকাউন্ট করে কয়েক দিনের মধ্যে ১০ টা কাজ পেলাম। এরপর ওডেস্কে আবার শুরু করলাম তুমুল প্রফেশনালভাবে। এইবার শুধু কাজ করা নয়, কাজ পাওয়ার এবং কাজ ধরে রাখারও কিছু টেকনিক শিখলাম।

বর্তমানঃ

এখন আল্লাহর রহমতে কাজ সব সময় থাকে। আমি মুলত ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রির কাজ করি। মাঝে মাঝে কাজের চাপ খুব বেড়ে যায়। মাসে ২০০ ঘন্টার বেশি কাজ করিনা। কারন আমার একটা ব্লগ আছে। ওইটাতে একটু সময় দেই। কোন এস,ই,ও না করেও শুধুমাত্র কনটেন্টের জোরে সেদিনের সেই মূর্খ লোকটার ব্লগ এখন গুগলের প্রথম পাতায় ২য় অবস্থানে আছে কয়েকটা কিওয়ার্ডের জন্য।

আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আর আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন।

উপসংহারঃ

আমি কোন প্রতিষ্ঠান বা বড় ভাইয়ের থেকে ট্রেনিং নিয়ে কাজ শিখিনি। যা শিখেছি তা সবই ইন্টারনেট থেকে। টেকটিউনসেরও বড় অবদান আছে এতে। ধন্যবাদ টেকটিউনস পরিবারের সকল ব্লগারদের যারা বিনা স্বার্থে মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। বিশেষ ধন্যবাদ জানাই আমার ছোট ভাই মাহবুব আর ফিহাদকে যারা আমার বিপদে সাহায্য করেছে।

পরিশেষে একটা কথায় বলবো পরিশ্রম করুন সফলতা আসবেই। কারন আল্লাহ কেবল পরিশ্রমী ব্যাক্তিদেরই ভাগ্য পরিবর্তন করে।

Level 0

আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার জীবনের ঘটনা টা মনকে নাড়া দিল।

Level 0

আপনার ওডেস্ক প্রোফাইল একটু শেয়ার করবেন প্লিজ

Level 0

Thanks For share your story….as like as my story …Just some different now i am working monthly 150-200 hour on odesk. ..and difference in marriage sector..Lol ..ha ha …

    @nurhasan: যত তারাতারি সম্ভব বিয়েটা করে ফেলুন। কারন বিপদে শুধু আমি একা পরব কেন? 🙂

ভাই বাপ-মারে কামডা মোটেও ভালো করেন নাই ।যদি পারেন মাফ করায়ে নিয়েন নাইলে জীবনে পস্তাবেন। আপনার Life এবং Freelancing Life দুটাই সফল হোক।
সুন্দর টিউনটির জন্য ধন্যবাদ ।

    @Tahajib Alam: ভাইরে আমার বাপ-মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাপ-মা। সেই কবেই মাফ করে দিয়েছে। দোয়া করবেন বাবা-মার মুখ যেন উজ্জ্বল করতে পারি। ধন্যবাদ।

Level 0

স্বল্প কথায় খুব সুন্দর টিউন,পিডিএফ করে রাখলাম।

Great inspiring tune.It will surely enhance brave on me. 😀 😀

Tune ti pore onek valo laglo. Congratulation vai.

Level 0

ওয়াও জটিল লিখেসেন ভাই 😛

Level 0

ভাই
আপনার জীবনের সংগে আমার জীবনের অনেক মিল পেলাম,আহ্ কি যে কষ্ট,
এখন অবস্য অনেক ভালো আছি , যে হালেই থাকেন ভালো থাকার চেষ্টা করবেন ।
ধন্যবাদ । [email protected]

    @zaman: হ্যাঁ আল্লাহর রহমতে এখন ভালই আছি। জামান ভাই আপনার কমেন্টটা পড়ে ভাল লাগলো।

Level 0

Vai tune ta pore ato valo laglo.New id khule thanks janalam.
Thanks for such inspirational post.

    @thestupid: ভাই টিউনটি লিখতে আমার প্রায় ৫ ঘন্টা লেগেছে। আপনার এই কমেন্টটা পড়ে কি যে ভাল লাগল ভাই বলে বোঝাতে পারবনা। আমার টিউন করা সার্থক। ধন্যবাদ।

Level 0

টিউন পড়ে ভাল লাগল । আপনার ফোন নামবার টা দিলে খুব ভাল হয় আমি নেটে কাজ করতে চাই [email protected]

টিউনটি পড়ে ভালো লাগল। আমি প্রতিদিনি টেকটিউনসে বেশ কয়েকবার ঢুঁ মারি। যদিও ফ্রিল্যান্সিং এর ব্যাপারে আমার তেমন আইডিয়া নেই তারপরও বিভিন্ন মানুষের সাফল্য পড়ে আনন্দ পাই। ফ্রিল্যান্সিং জিনিসটা একবার বুঝতে চেয়েছিলাম কিন্তু সুযোগ হয়ে উঠেনি। আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতা পড়ে অনেক কিছু পরিষ্কার হলো। ধন্যবাদ

    @মুশফিকুর রহমান আবীর: অন্যের আনন্দে যে আনন্দ পায় সেইতো প্রকৃত মানুষ ভাই। এক সময় আমিও আপনার মতই ছিলাম। আমিও শুধু টিউন পড়ে আর পরিশ্রম করেই এ পর্যন্ত এসেছি। ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ মাহমুদ ভাই এমন একটি সফল কাহিনী আমাদের সাথে ভাগাভাগি করার জন্য। এমন একটা কাহিনী সত্যিই দরকার ছিল আমার মত হতাসদেরকে অনুপ্রেরণা দেয়ার জন্য। আজই প্রথম এই সাইট এ রেজিস্ট্রেশন করেছি। এবং প্রথম কমেন্টটা আপনার লেখাতে করেছি। এজন্য একটা ধন্যবাদ আমাকে আপনার দিতেই হবে!! না দিলে জোর করে নিব!! :*

    @smamkasemi: ধন্যবাদ ভাই। হতাশা শব্দটা আপনার ব্রেইন থেকে মুছে ফেলুন। দেখবেন একদিন সফল হবেনই। আর আপনার কমেন্টটা সেরা কমেন্ট।

Level 0

আপনি অনেক গুছিয়ে সুন্দর করে তুলে ধরেছেন আপনার সফলতা ও ফ্রিল্যান্সিংয়ে আমাদের কি করতে হবে সেটা ও ভালো ভাবে ই বুঝাতে পেরেছেন……।।

সুন্দর একটি অনুপ্রেরনামূলক পোষ্ট । প্রিয়তে রাখলাম । চালিয়ে যান, আর নতুনদের জন্য নতুন নতুন পোষ্ট লিখুন । আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন । আপনার একটি দিক নির্দেশনামূলক পোষ্ট একজন মানুষের জীবন পাল্টে দিতে পারে । আপনার ভবিষৎ জীবন সুখের হোক ।

kub kub valo laglo

পুরাই অস্থির। দারুন লাগল। অনেক ধন্যবাদ আপনাকে আর শুভকামনা রইল

কোপাইয়া কাজ করেন মাম্মা

Level 0

আপনার টিউনটি পড়ে ইমোশনাল হয়ে পড়লাম।
আমার বর্তমান অবস্থা প্রায় আপনার প্রথম দিকের অবস্থার মত। ২০১০ সালে অনেক আম্মার কাছ থেকে টাকা নিয়ে কম্পিউটার কিনেছিলাম, আম্মাকে বলেছিলাম অনলাইনে কাজ করে টাকা কামাতে পারব। কিন্তু তখন বুজিনি এ পথ এত কঠিন। ওয়েব সাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর কাজ শিখেছি। কিন্তু শুধুমাত্র অভিজ্ঞতার অভাবে ফ্রীল্যান্সিং শুরু করতে পারছিনা। কিভাবে কোথায় থেকে শুরু করব বুজতে পারছিনা। ফ্রিল্যান্সিং এ অভিজ্ঞ এমন কারো সাথেও তেমন জানাশুনা নেই। পারলে আমাকে একটু উপকার করবেন। আমার মেইল”[email protected]

    @RUSSELL007: মানুষ হয়ে মানুষের উপকার কেন করবোনা ভাই? অবশ্যই করব। আপনি কি গুগল টক ইউজ করেন?

Level 0

আমি জানি ভাই অই ক্লিক কম্পানি কি হয় Dolancer না হয় Skylancer কি ভাই ঠিক বললাম????

russell007 ভাইয়ের মত আমিও একই প্রবলেমে আছি, আমাকে যদি একটু হেল্প করতে,!! অভাব আমার জীবনে এমন ভাবে আক্রমণ করে যে সামান্য পড়ালেখার খরচও চালাতে পারচি না,হাতখরচ তো পরের কথা,!!!
তবে আপনার এই শিক্ষা মূলক পোস্ট থেকে হাজারো মানুষ অনুপ্রেরণা পাবে বলে আমার বিশ্বাস,!!!
পারলে এই অভাগা কে একটু সাহায্য কইরেন, চির কৃতজ্ঞ থাকবো।
আমার ইমেল [email protected]

ভাইয়া , আপনার জীবনী পরে প্রথমে খুব খারাপ লাগছিল। পরে অবশ্য খুবই ভাল লাগলো এই ভেবে যে at last আপনি successful হয়েছেন। আমার আবস্থাও খুব খারাপ। বুঝে উঠতে পারছি না যে কিভাবে freelancing শুরু করব। জানি সবাই আপনার কাছে guideline চাচ্ছে, ব্যস্ততার কারণে হয়তো সবাইকে আপনি হেল্প করতে পারবেন না। freelancing নিয়ে আপনার কাছে আমার কয়েকটি প্রস্ন ছিলো।কিছু suggestion ও দরকার। kindly আমাকে help করুন। আমার মেইল – [email protected]।আপনার মেইল এর অপেক্ষায় রইলাম।
আপনার

সমস্যা নাই ভাই। ব্যাস্ততার মাঝে না হয় আমার ছোট ভাইদের জন্য একটু সময় ব্যয় করলাম। আপনি কি গুগল টক ইউজ করেন?

ভাই আমার অবস্থাও আপনার প্রথম দিকের অবস্থার মত। মাঝে মাঝে খুব হতাশ হয়ে যাই, মনে হয় যে পারবো না। তবে আমার আগ্রহ আছে এবং চাই একদিন এই কাজে প্রফেশনাল হবো ইনশা আল্লাহ! সবাই আমার জন্য দোয়া করবেন!

আমি ব্লগিং এর দ্বারা ভাগ্যচাকা ঘোরাতে ইচ্ছুক,দোয়া করবেন ভাইজান 😎

Level 0

ভাই আপনার জীবনের গল্প আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের অনুপ্রেরণা হয়ে থাকবে।

ধন্যবাদ

ভাই এই Click আপনার মত আমাকেও সর্বস্বান্ত করেছে। পার্থক্য হল আপনি আজ নিজেকে সফল করতে পেরেছেন আর আমি পারিনি। তবে আপনার এই গল্পটা আমার জীবনের গল্প হউক এটাই চাই।

খুব সুন্দর একটি টিউন হয়েছে। অনেকে আপনার এই গল্প থেকে শিখতে পারবে।

অসাধারণ লাগলো আপনার টিউন পড়ে!

Level 0

vai amio apner moto early marriage …bt apni sofol ami sofol na…vai pls kichu kaj den… আমি o নেটে কাজ করতে চাই [email protected]

    @rafa: অন্য কেউ আপনাকে কাজ ধরে দিবে। এই মন মানসিকতা ত্যাগ করুন। বরং আপনিই অন্য আরেক জনকে কাজ দিবেন কিভাবে সেই চিন্তা করুন। আপনি পারবেন।

Level 0

mon bhalo kore dioya ekta tune.

Level 0

ভাই আমার অবস্থা আপনার ১ম দিককার মত ….আমার পিসি সেই ২০০৭ থেকে কিন্তু কিছুই করতে পারি নি ….পিটিসি সাইট + মাইক্সোওয়ার্কাস থেকে কিছু কামাই করেছিলাম …সেই সব টাকা + নিজের জমানো সব টাকা ক্লাব এ্যাসটেরিয়া নামক একটা ফেইক সাইটে এ দিয়ে ধরা খাইসি 🙁 ….. আমি আসলে জানিই না যে কোনটা (গ্রাফিক্স/এসইও/ওয়েব ডেভেলপ ইত্যাদি) আমার জন্য ভাল হবে (মানে কাজ করে আনন্দ পাব/ মনে হবে এই কাজটা আমার জন্য ভাল )…সারাদিন পিসির সামনে পড়ে থাকি …গেম খেলি ফেসবুক চালাই আর হতাশায় ভুগি ….এখন অবশ্য আর কোন চেষ্টাই করি না ফ্রিল্যান্সিং এ …বাসার সবাই আমি নিজেও আমাকে নিয়ে হতাশ /////// আপনার লেখা ভাল লাগল …..

    @ian: ভাই বসে বসে শুধু ফেইসবুকিং করলে হবেনা ভাই। আগে শুরুটা করেন তারপর সব পরিষ্কার হয়ে যাবে। আর হতাশা বলে শব্দটা আপনার মাথা থেকে ডিলিট করে দেন। কঠোর পরিশ্রম করুন। সফলতা আসবেই। কি আছে এর শেষ দেখে ছাড়বেন।

Level 0

ভাই মোবাইল ফোন নাম্বার দেওয়ার জন্য ধন্যবাদ । আপনার কাছ থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চায় । আপনি কখন ফ্রি থাকেন জানালে ভাল হয় ভাল থাকবেন । আল্লাহ আপনার মঙ্গল করুন

Level 0

Amar o’Desk profile 30% a atke ase. R baraite partesi na. Koyekta bid koira data entry kaj paicilam, pore job details dekhi captcha entry kaj korte koy. Ami buyer k pore na kore diyesi j ami catcha entry job korbo na. Ami EXCEL, HTML valo par. CSS & PHP on going.

মাম্মা জোশ হইছে

ভাল লাগল আপনার টিউনটি পড়ে । আপনার মত আমারও অনলাইন আয় শুরু হয়েছিল PTC দিয়ে । কিন্তু কয়েকদিন যাওয়ার পর টেকটিউনসের টিউনার ভাইদের টিউন পড়ে জানতে পারলাম যে -“PTC is nothing but waste of time” এবং প্রকৃত ফ্রিল্যান্সিংটা কি সেটা বুঝতে শুরু করলাম । এখন web-designing শেষ করে developing শিখছি।আশা করি আল্লাহর রহমতে আপনার মত একদিন সফল হব ।

Level 0

অসাধারন লিখেছেন ভাই। বড় ভাল লাগলো । দোয়া করি যাতে আরও এগিয়ে যেতে পারেন

Level 0

ভালো লাগলো পড়ে।আরো উন্নতি করেন সেই দোয়া করি।

Level 0

vai apnar mobile number ki dea jabe khub upokar hobe.

Level 0

vai number ta diean.amaermail [email protected]

প্রকৃত সাধারণ। কষ্টের ফল বিফলে যায় না।

ওডেস্ককে আমি আভিজ্ঞতার আভাবে কাজ পাই নে বলে এখন খুব একটা বিড করি না। তবে আপনার কথা শুনে সত্তিই আত্মবিশ্বাস বাড়ল।
আর দোয়া করি যেনো আরও সফলতা পান।

airom try na thanke vai success ase na……….. apnar success kamona kori.

bdpips24.blogspot.com

Level 0

vai amake add krte paren gtalk e [email protected]

Level 0

ভাই, আপনার লেখা পড়ে নতুন করে শুরু করার প্রেরনা পেলাম। আমি কয়েকমাস আগেই ওডেস্ক এ অ্যাকাউন্ট করেছিলাম আর বিড ও করেছি অনেক। আজ পর্যন্ত একটা কাজ ও পাই নি। খুবই হতাশ হয়েছিলাম। কিন্তু আপনার কথা শুনে মনে হল যে আবার ও শুরু করা উচিত। এ ব্যাপারে আপনি যদি আমাকে কিছু পরামর্শ দিয়ে সাহায্য করতেন তাহলে খুবই উপকৃত হতাম। আমার ইমেইল আইডিঃ mohsin.phy.du AT gmail DOT com আপনার ইমেইল এর অপেক্ষায় থাকব। ধন্যবাদ।

Level 0

জি হ্যা। আপনি আমাকে add দিতে পারেন।

Level 0

vai ami html,css,jquiry sikechi.kintu akon ki korbo bojte parcina.plz help me.aponar mobile num dian plz.my email id;[email protected]

ভাই অনেক ভাল লাগলো আপনার পোস্টটি পড়ে । আসলেই ধরয ও পরিশ্রমই পারে জীবনকে পালটে দিতে ।

vai fahmidur.shakil ei skype te add den plz

plz othoba fahmidur freeloaded ei fb te add den….plz mahmud vai

Khub valo laglo doa kori agie jan. Ar amaro ektu shahos barlo.
Apnara oneke to pc kinechen kintu shey samotho nai.

Asole, amr obostha onkta apnar motoi.freelancing er bisoy apnar kas theke ki kono help pete pari..?? Possible hole 1tu janaben.korte cai onk kisui bt nanan manus nanan kothe bole.so, apnar kas theke jantam ei bisoye…