ফরেক্স নিয়েই সবকিছু [পর্ব-১৮]

RSI নামক একটি ইন্ডিকেটরের সাথে প্রায় সবাই পরিচিত হলেও সেই ইন্ডিকেটরটি অনেকেই মেটাট্রেডারে খুজে পান না। কারন মেটাট্রেডারে ইন্ডিকেটরটি রয়েছে Relative Strength Index নামে। Custom ইন্ডিকেটরের কালেকশন থেকে অবশ্য আপনি RSI খুজে পাবেন, কিন্তু মনের মত করে RSI এর ভ্যালুগুলো ব্যবহার করতে চাইলে আপনাকে Oscillators থেকে Relative Strength Index ইন্ডিকেটরটি সিলেক্ট করতে হবে।

কেন RSI?

একটি পেয়ারের অবস্থা কি সেটা অনেকটাই বোঝা যায় RSi ইন্ডিকেটরের সাহায্যে। পেয়ারটি ওভারবট (over-bought) নাকি ওভারসোল্ড (over-sold) সে সম্পর্কে আপনি ধারনা পেতে পারেন এই RSI ইন্ডিকেটর থেকে। বলে রাখা ভাল শুধু ওভারবট কিংবা ওভারসোল্ড দেখেই ট্রেড না দেয়াই ভাল। আপনি যদি ইন্ডিকেটর ব্যবহার করতে চান, ট্রেড সম্পর্কে নিশ্চিত হবার জন্য আপনাকে ব্যবহার করতে হবে কয়েকটি ইন্ডিকেটর। শুধু ১টি ইন্ডিকেটর দেখেই ট্রেডের সিদ্ধান্ত নেবেন না। ইন্ডিকেটরগুলো শুধুমাত্র মার্কেটের বিভিন্ন পরিস্থিতি আপনাকে বর্ণনা করে, তাই মার্কেটের পরবর্তী গতিবিধি সম্পর্কে আপনি ইন্ডিকেটর থেকে ধারনা নিতে পারেন, কিন্তু যদি মনে করেন ইন্ডিকেটর দেখেই ট্রেড দিয়ে দিবেন, নিজের অ্যানালাইসিস ছাড়া, তবে লসের সম্ভাবনাটাই বেশি হতে পারে।

ছবি পোস্ট করা হয়েছে

Over Bought (ওভারবট)

চার্টে ৭০ এর যে লেভেল লাইনটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ওভারবট লাইন। এর ওপর RSi এর লাইনটি (চার্টে বেগুনি লাইন) থাকলে ধরে নেয়া হয় মার্কেট ওভারবট। অর্থাৎ, মার্কেটে বায়ারদের সংখ্যা বেশি। প্রাইস বাড়ছে, কিন্তু পেয়ারটি অতিরিক্ত মুল্ল্যায়িত হচ্ছে। শেয়ার মার্কেটে থেকে এটি ভাল বোঝা যায়। ধরুন, কোন শেয়ারের দাম ১০০ থেকে বেড়ে হঠাৎ ১৭০ হয়ে গেল। ১৭০ এ যখন প্রাইস, তখন শেয়ারটি তার তুলনায় অনেক বেশি দামে বিক্রয় হচ্ছে। তাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় buyer রা বাই ট্রেড ক্লোজ করে দিয়ে সেল ট্রেডে দেয়। তাই প্রাইস কমে যায়। মার্কেট যখন ওভারবট থাকে, তখন বাই ট্রেড ক্লোজের জন্য চিন্তাভাবনা শুরু করে সেলের জন্য ভাল পয়েন্ট খোজা শুরু করে বেশিরভাগ বুদ্ধিমান ট্রেডার। কিছু কিছু ট্রেডার অবশ্য ৭০ এর পরিবর্তে ৮০ লেভেলটি ব্যবহার করেন।

Over Sold (ওভারসোল্ড)

চার্টে ৩০ এর যে লেভেল লাইনটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ওভারসোল্ড লাইন। এর নিচে RSi এর লাইনটি (চার্টে বেগুনি লাইন) থাকলে ধরে নেয়া হয় মার্কেট ওভারসোল্ড। অর্থাৎ, মার্কেটে সেলারদের সংখ্যা বেশি। পেয়ারটির প্রাইস তার তুলনায় অনেক বেশি কমে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট ওভারসোল্ড অবস্থায় থাকলে দেখা যায় পরবর্তীতে শীঘ্রই প্রাইস আবার বাড়তে শুরু করে। তাই মার্কেট যখন ওভারসোল্ড থাকে, তখন সেল ট্রেড ক্লোজের জন্য চিন্তাভাবনা শুরু করে বাইয়ের জন্য ভাল পয়েন্ট খোজা শুরু করে বেশিরভাগ বুদ্ধিমান ট্রেডার। কিছু কিছু ট্রেডার অবশ্য ৩০ এর পরিবর্তে ২০ লেভেলটি ব্যবহার করেন।

Confirmation Line (কনফার্মেশন লাইন)

কিছু কিছু ট্রেডাররা অবশ্য ৭০ এবং ৩০ ছাড়াও একটি অতিরিক্ত ৫০ ভ্যালুর RSI লেভেল ব্যবহার করেন। এই ৫০ লেভেলটি সাধারনত বাই বা সেলের কনফার্মেশনের জন্য ব্যবহৃত হয়।

ট্রেডের সিদ্ধান্ত নেয়ার জন্য RSI না ব্যবহার করাই উত্তম। আপনি বাই বা সেল করতে চাইলে, সেক্ষেত্রে ট্রেড এন্ট্রি সঠিক হচ্ছে কিনা তা বোঝার জন্য অন্যান্য ইন্ডিকেটরের পাশাপাশি আপনি RSi এর সহযোগিতা নেবেন।

RSI এর গঠনঃ

RSI ইন্ডিকেটরে ২টি সমান্তরাল লাইন থাকে। এদের আলাদা আলাদা ২টি ভ্যালু রয়েছে। সংখ্যাগুলো হচ্ছে ৩০ এবং ৭০. RSi এর লাইনটি যখন ৭০ ক্রস করে ওপরে উঠে যায়, তখন তাকে ওভারবট বলা হয় এবং তখন বাই করা কিছুটা ঝুঁকিপূর্ণ। এই অবস্থা থেকে প্রাইস আবার কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই এখান থেকে সেল করলে লাভের সুযোগ থাকে। আবার যখন RSi এর লাইনটি যখন ৩০ ক্রস করে নিচে নেমে যায়, তখন তাকে ওভারসোল্ড বলা হয় এবং তখন সেল করা কিছুটা ঝুঁকিপূর্ণ। এই অবস্থা থেকে প্রাইস আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই এখান থেকে বাই করলে লাভের সুযোগ থাকে।

৫০ ভ্যালুর RSI লাইনটি চার্টে থাকে না। আপনাকে এটি অতিরিক্তভাবে যোগ করে নিতে হবে। Charts > Indicator list > Relative Strength Index > Edit > Levels > Add > 50 ভ্যালু দিন। তাহলে আপনি নিচের মত আপনার RSi চার্ট উইন্ডোতে দেখতে পাবেন।

ছবি পোস্ট করা হয়েছে

RSI দিয়ে বাইয়ের সিদ্ধান্তঃ

বাস্তবে ট্রেড করতে গেলে সিদ্ধান্ত নেয়া অতটা সহজ নয়। কারন RSI এর লাইনটি ৩০ এর নিচে চলে আসলেই বাই করার জন্য তা নিরাপদ নয়। কারন ওভারসোল্ড অবস্থায় প্রাইস আরও কমতে পারে এবং অনেক সময় ওভারসোল্ড অবস্থায় অনেকদিন থাকতে পারে। তাই আপনাকে অপেক্ষা করতে হবে RSI এর রেখাটি কখন ৩০ এর লাইনটি ব্রেক করে আবার ওপরে উঠবে। ৩০ ব্রেক করে উপরে উঠতে থাকলে আপনি বাই করতে পারেন। কিন্তু ৫০ ক্রস করে ওপরে উঠলে বাই করে প্রফিট করার সুযোগ বেশি থাকে।

ছবি পোস্ট করা হয়েছে

চার্টে দেখুন ৩০ লাইনের নিচে RSI এর রেখাটি ছিল। ৩০ লাইন ক্রস করে যখন রেখাটি ৫০ ক্রস করে ওপরের দিকে উঠে, প্রাইসও পর্যায়ক্রমে বাড়তে থাকে। আপনার কাছে যখন সম্ভাব্য ট্রেন্ড বাই মনে হবে, তখন যদি RSI এর রেখাটি ৫০ ক্রস করে ওপরে উঠে, তাহলে বাই করার জন্য সিদ্ধান্ত নিতে পারেন।

RSI দিয়ে সেলের সিদ্ধান্তঃ

RSI এর লাইনটি ৭০ এর ওপরে চলে আসলেই সেল করার জন্য তা নিরাপদ নয়। কারন ওভারবট অবস্থায় প্রাইস আরও বাড়তে পারে এবং অনেক সময় ওভারবট অবস্থায় অনেকদিন থাকতে পারে। তাই আপনাকে অপেক্ষা করতে হবে RSI এর রেখাটি কখন ৭০ এর লাইনটি ব্রেক করে আবার নিচে নামবে। ৭০ ব্রেক করে নিচে নামতে থাকলে আপনি সেল করতে পারেন। কিন্তু ৫০ ক্রস করে নিচে নামলে সেল করে প্রফিট করার সুযোগ বেশি থাকে।

ছবি পোস্ট করা হয়েছে

চার্টে দেখুন ৭০ লাইনের ওপরে RSI এর রেখাটি ছিল। ৭০ লাইন ক্রস করে যখন রেখাটি ৫০ ক্রস করে নিচের দিকে নামে, প্রাইসও পর্যায়ক্রমে কমতে থাকে।

আপনার কাছে যখন সম্ভাব্য ট্রেন্ড সেল মনে হবে, তখন যদি RSI এর রেখাটি ৫০ ক্রস করে নিচে নামে, তাহলে সেল করার জন্য সিদ্ধান্ত নিতে পারেন।

Level 0

আমি তানভীর জেড আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ameture Forex Trader!!! Moderator @ BDPIPS.COM


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বেসিক শিখতে চাইলে ঘুরে আসতে পারেন http://www.banglaforexschool.com/index.php/courses

Level 0

খুব ভালো লাগল। পরবর্তী টিউনের জন্য অপেক্ষায় রইলাম।

খুব ভালো লাগল। পরবর্তী টিউনের জন্য অপেক্ষায় রইলাম।

01674086126

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।