
টপিকটা পুরনো। তবুও মনে হল আবার আপনাদের স্মরণ করিয়ে দেয়া দরকার। আসলে আমিও পেপাল নিয়া সমস্যায় পরছি যে কারনে আপনাদের শরণাপন্ন হলাম। আমরা সবাই জানি পেপাল না থাকাতে আমাদের কত সমস্যায় পরতে হচ্ছে। এই যেমন আমার সমস্যাটায় ধরেন। কয়েকদিন আগে শখের বসে fiverr.com এ জয়েন করলাম । ৫/৭ দিন পরেই দেখি কয়েকটা কাজের অর্ডার পেলাম। fiverr.com এ প্রতিটা কাজের রেট ৫ ডলার। আমার একটা ৫ ডলারের কাজ করতে সময় লেগেছিল ৩ ঘন্টার মত। কাজ করে দেয়ার পর বায়ার দেখি আবার একটা অর্ডার দিয়েছে এবং বলেছে আগামী ৬ মাস সে আমাকে দিয়ে একই ধরনের কাজ করাবে। কিন্তু সমস্যা হল fiverr.com শুধুমাত্র পেপালে পেমেন্ট দেয়।
এখন আমি fiverr.com রে ক্যামনে বুঝায় যে, ওরে ব্যাটা আমরা বাংলাদেশি। এই সব সম্ভবের দেশে সবকিছু সম্ভব হলেও পেপালের অতি তারাতারি আসা সম্ভব না। এখন আপনারাই বলে দেন পেপালের এই সমস্যার সমাধান আমি কিভাবে করি? অনেকেই বলল এ বছরের শেষের দিকে পেপাল আসবে। কিন্তু এখন পর্যন্ত কোন খবর নাই।ভাই যারা জানেন বাংলাদেশ থেকে কিভাবে পেপালে ডলার আনতে হয়, দয়াকরে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভাই যারা অভিজ্ঞ এবং পেপালের বাংলাদেশে আসার সর্বশেষ অবস্থাটা জানেন দয়াকরে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
you can try payoneer master card…(r kaj korte thakun…money jomte thak..akbare withdraw dien paypal asle..best wishes for you)