ফরেক্স নিয়েই সবকিছু [পর্ব-১৭]

অনেকদিন পর আবার টেকটিউনসে টিউন করা। অনেকে ফোন করে অভিযোগ করে বললেন কেন টেকটিউনসে টিউন করছি না। তাই আবার শুরু করলাম। আগের টিউনগুলো ছিল ফরেক্সের বেসিক এবং টেকনিক্যাল বিষয় নিয়ে। এখনকার বেশিরভাগ টিউন হবে ফান্ডামেন্টাল বিষয় নিয়ে। তাই ফরেক্স ট্রেডার ছাড়াও আন্তর্জাতিক অর্থনীতি যাদের ভাল লাগে, তাদের কাছে টিউনগুলো ভাল লাগবে আশা করি।

পৃথিবীর প্রায় সব দেশেই সেন্ট্রাল ব্যাংক রয়েছে। দেশের অর্থনীতিতে সেন্ট্রাল ব্যাংকের বিভিন্ন ভূমিকা রয়েছে, কিন্তু এর প্রধান কাজ হল দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা। আর সে জন্যই দেশের অর্থনীতি একটি সুদৃঢ় অবস্থানে নিয়ে যেতে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময় বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহন করে। আর সেই পদক্ষেপগুলোই বিভিন্নভাবে ফরেক্স মার্কেটে নানা প্রভাব ফেলে।

সেন্ট্রাল/কেন্দ্রীয় ব্যাংক কি?

দুজন ব্যক্তি ভালভাবেই সেন্ট্রাল ব্যাংকের সংজ্ঞা দিয়ে গেছেন।

সেন্ট্রাল ব্যাংক হলো ঋণের সর্বশেষ আশ্রয়স্থল - অধ্যাপক হট্টে
সেন্ট্রাল ব্যাংক হলো একটি ঋণ নিয়ন্ত্রণকারী ব্যাংক - অধ্যাপক শ

তাই বলে এখনই ভেবে বসবেন না যে বন্ধু-বান্ধব টাকা ধার না দিলে সেন্ট্রাল ব্যাংকের কাছে গিয়ে হাজির হবেন।  😛

সেন্ট্রাল ব্যাংকের কাজঃ

সেন্ট্রাল ব্যাংককে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। যেমন সেন্ট্রাল ব্যাংকঃ

  • দেশে নোট ও মুদ্রার প্রচলন করে।
  • বৈদেশিক মুদ্রার সঞ্চিতি সংরক্ষণ করে। বাংলাদেশ ব্যাংক সর্বদা দেশে বৈদেশিক মুদ্রার রিসার্ভ বাড়ানোর কাজ নিয়ন্ত্রন করে। অন্য দেশের সেন্ট্রাল ব্যাংকগুলোও বৈদেশিক মুদ্রার ব্যাপারে তাদের নীতিমালা ঠিক করে এবং বিষয়গুলো নিয়ন্ত্রন করে।
  • মুদ্রানীতি প্রণয়ন ও ব্যবস্থাপনা করে। দেশের অর্থনীতিতে সমতা বিধান ও মূল্যস্তর স্তিতিশীল রাখে। দেশের মুদ্রা বাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে।
  • তালিকাভুক্ত ব্যাংকগুলোর রিজার্ভ সংরক্ষণ করে। বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোর কার্যাবলী নিয়ন্ত্রন করে এবং তাদের রিসার্ভ সংরক্ষণ করে থাকে। অন্যান্য সেন্ট্রাল ব্যাংকগুলোও এভাবে অন্যান্য ব্যাংকগুলোর কিছু কার্যাবলী নিয়ন্ত্রন করে থাকে।
  • দেশের ঋণের পরিমাণ কাম্যস্তরে বজায় রাখে। অন্যান্য দেশ থেকে কি পরিমাণ ঋণ নেয়া হবে, কিভাবে খরচ হবে ইত্যাদি নির্ধারণ করে। ফিসকাল সমস্যা নিয়ন্ত্রনে পদক্ষেপ গ্রহন করে।
  • সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেট নির্ধারণ করে।

ফরেক্স মার্কেটে প্রভাবঃ

মুদ্রা ছাপানোঃ দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সেন্ট্রাল ব্যাংক নোট এবং মুদ্রা ছাপায় এবং সংকট সামাল দেয়ার চেষ্টা করে। আমরা যে কিছুদিন পর পর নতুন নতুন নোট দেখতে পাই, তা বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক - বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানেই হয়ে থাকে। যখন সরকার বন্ড বিক্রি করে লোণ পরিশোধ করতে পারেনা, তখন মুদ্রা ছাপিয়ে অবস্থা সামাল দেয়ার চেষ্টা করে। কিন্তু অতিরিক্ত মুদ্রা ছাপানোর ফলে অর্থনীতিতে খারাপ প্রভাব পড়ার সুযোগ থাকে।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনঃ বাজারে অতিরিক্ত মুদ্রার সরবরাহ বেড়ে গেলে মুদ্রাস্ফীতি বা Inflation বেড়ে যায়। এতে মুদ্রার মান কমে জায় এবং কারেন্সি দুর্বল হয়ে পরে। সেন্ট্রাল ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনে কাজ করে থাকে।

ইন্টারেস্ট রেট নির্ধারণঃ সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেট নির্ধারণ করে থাকে। ইন্টারেস্ট রেট বৃদ্ধির মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক নতুন ইনভেস্টরদেরকে মার্কেটে বিনিয়োগ করতে উৎসাহী করে তোলে। ফলে ঐ দেশের অর্থনীতি শক্তিশালী হয় এবং কারেন্সিও শক্তিশালী হয়। অপরদিকে ইন্টারেস্ট রেটের হার কমাতে থাকলে 'ইকনোমিক বাবল' হওয়ার সুযোগ থাকে।

ফিসক্যাল সমস্যা সমাধানঃ ফিসক্যাল বা জাতীয় ঋণ কমিয়ে আনার ব্যাপারে সেন্ট্রাল ব্যাংক কাজ করে এবং নীতিমালা নির্ধারণ করে।

ক্যাশ রিসার্ভ রেশিওঃ ক্যাশ রিসার্ভ রেশিও নির্ধারণের মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক মার্কেটে মানি সাপ্লাই নিয়ন্ত্রন করে।

এছাড়াও সেন্ট্রাল ব্যাংক নানা কাজ করে থাকে। ফরেক্স ইকনোমিক ক্যালেন্ডারে দেখবেন প্রায় প্রতিদিন সেন্ট্রাল ব্যাংকের পরিচালনা পর্ষদের বিভিন্ন মিটিং থাকে। এসব মিটিংয়ে এই সকল বিষয় নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

ইন্টারেস্ট রেট বাড়ানোর ব্যাপারে কথা বললে বা ইঙ্গিত দিলে বা মুদ্রা ছাপানোর কথা বললে তা কারেন্সিকে শক্তিশালী করে। এটাকে More hawkish than expected বলা হয়। ইন্টারেস্ট রেট কমানোর ব্যাপারে কথা বললে বা নেতিবাচক ইঙ্গিত দিলে তা কারেন্সিকে দুর্বল করে। এটাকে More Dovish than expected বলা হয়। এসব ইকনোমিক ইভেন্ট ফরেক্স মার্কেটে ভাল প্রভাব ফেলে থাকে।

বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, প্রতিষ্ঠার সাল ও মুদ্রার নাম :

বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের মালিকানার ধরন :

মজার বিষয় হল যে অনেক দেশের সেন্ট্রাল ব্যাংক সরকারী মালিকানাধীন নয়। এগুলো বেসরকারি কিংবা বাণিজ্যিক ব্যাংকের মালিকানাধীনও হয়ে থাকে। এমনকি আমেরিকার ফেডারেল রিসার্ভ সিস্টেমও একটি বাণিজ্যিক ব্যাংকের মালিকানাধীন।

পোস্টটি পোস্টটি বিডিপিপসে প্রকাশিত।

Level 0

আমি তানভীর জেড আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ameture Forex Trader!!! Moderator @ BDPIPS.COM


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আজকে সম্ভবত বেসিক ধারণাটা দেয়ার চেষ্টা করলেন। পরবর্তীতে ডিটেইলস পাব আশা করি। ওহ্! বলা হয়নি। আমি এখন মনেপ্রাণে ফরেক্স শেখার চেষ্টা করছি। মাস দুয়েক আগে প্রথম শুরু করেই বোকার মতো রিয়াল ফরেক্সে নেমে পড়েছিলাম। দুই বারে 10 দলার করে মোট 20 ডলার খুইয়ে এখন চোখ-কান খোলা রেখে ডেমো ভালোভাবে প্র্যাকটিস করে আত্মবিশ্বাসী না হওয়া পর্যন্ত রিয়েলে যাব না। আশা করি নিয়মিত আপনার কাছ থেকে টিউন পেতে থাকব।

    @tanvirbd5: তাও রক্ষা ২০ ডলারের ওপর দিয়েই গেছে। অনেকে প্রথমেই $১০০০-$২০০০ নিয়ে নেমে অনুধাবন করতে পারে। কিন্তু একটা বিষয় সত্যি, কিছু লস না খেলে পরবর্তীতে রুলস মেনে চলার অভ্যাসটা গড়ে ওঠে না।

Level 0

ভাই, ফরেক্স ট্রেডিং কি ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম? কিসের জন্য হালাল না হারাম তাও ব্যাখ্যা করে দিয়েন?

Amar mone hoy halal.