গুগল এডসেন্স এপ্রোভ হয়ে থাকেন বা আবেদন করে থাকেন তবে পরবর্তী ধাপ গুলো জেনে নিন ।

আপনি ইতিমধ্য গুগল এডসেন্স এপ্রোভ হয়ে থাকেন বা আবেদন করে থাকেন তবে পরবর্তী ধাপ গুলো জেনে নিন ।

আপনার এডসেন্স একাউন্ট নিয়মিত চেক করুন . যখন আপনার গুগল এ্যাডসেনস ১০ ডলার জমা হবে তখনি গুগল আপনার ঠিকানা ভেরিফাই করতে একটি কার্ড পাঠাবে যাতে একটি পিন নাম্বার দেয়া থাকবে ।এখন অটোমেটিক ভাবে আপনার গুগল এডসেন্স ড্যাশবোর্ডে একাউন্ট হোল্ড করার বার্তা প্রর্দশন করবে ,আর যদি আপনি এডসেন্স চেক পেতে চান অবশ্যই হোল্ড রিমুভ করতে হবে ।
আসুন দেখি কিভাবে গুগল এডসেন্স হোল্ড রিমুভ করতে হয় ?

আগেই বলেছি যখন আপনার একাউন্টে হোল্ড বার্তা দেয়া হয়েছে তখনি আপনাকে পিন নাম্বার পাঠানো হয়েছে .যা আপনি ২০ থেকে ২৮ দিনের মধ্য হাতে পাবার কথা । এবার গুগল এডসেন্সে লগইন করে হোল্ড লেখা বা মাই একাউন্ট ক্লীক করুন ও আপনার কাছে আসা পিন নাম্বাটি প্রবেশ করুন .মনে রাখবেন তিনবার ভুন পিন প্রবেশ করলে একাউন্ট ব্যানড করে দিবে ।
আমার কাছে পাঠানো প্রথম পিনটি আমি পাইনি .এজন্য আবার পিন নাম্বারের জন্য আবেদন করেছি (পর পর ৩বার পিন নাম্বারের জন্য আবেদন করতে পারবেন)যদি তিন বার আবেদন করে পিন না পান তবে আমার গুরু শাকিল আরেফিন ভাইয়ের মতে ম্যানুয়ালি করতে হবে তাহলো এডসেন্স সাপোর্ট সেন্টারে মেইল করে বলুন স্থানীয় পোষ্ট সমস্যায় আমি পিনটি পাইনি .দেখবেন ওরা আপনাকে ম্যানুয়ালি করতে মেইল পাঠিয়েছে ব্যস আপনার জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে ঐ মেইলে এটাচ করে রিপ্লাই করুন এবার পিনের কাজ শেষ ।
হোল্ড রিমুভ করতে আরো ২টা অপশন সম্পন্ন করতে হবে ।

এবার আপনি কিভাবে আপনার চেক আনতে চান
A.ষ্ট্যান্ডাড ডেলিভারী
B.সিকিউরিটি ডেলিভারি
তা মার্ক করে কনফার্ম করুন ।
সিকিউরিটি ডেলিভারি হলো আপনি ৭ দিনের মধ্যে DHL কুরিয়ারে চেক হাতে পাবেন এজন্য ২৮ ডলার চার্জ দিতে হবে ।

ষ্ট্যান্ডাড ডেলিভারী
২০ থেকে ৩০ দিনের মধ্য চেক হাতে পাবেন ডাকযোগে এজন্য কোন চার্জ নেই ।

সবশেষ ধাপ
আপনার ট্যাক্স ইনফরমেশন চাইবে
ইউএস

নন ইউএস

আপনি নন ইউএস
সিলেক্ট করুন পরিবর্তীতে ভালভাবে বুঝে সব অপশনে শুধু NO মার্ক করুন ।
এজন্য বুঝে দিবেন ,মাঝে মাঝে বিভিন্ন পরিবর্তন আসতে পারে ।
কনর্ফাম করলে আপনাকে একটি এইমর্মে পেজ দিবে সাক্ষর করতে যে আমি কোন ভাবেই আমেরিকার সাথে ব্যবসায়িক বা অন্যকোন ভাবে জড়িত নই ।
এবার আপনার একাউন্ট যে নাম আছে তা লিখুন
যেমন আমার একাউন্ট নাম Md Rubel Ahmed
আমি এভাবে লিখে জমা দিয়েছি । এবার দেখুন আপনার হোল্ড লেখা আর নেই ।

আমার ব্লগ দেখতে পারেন

Level 0

আমি imran001। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good

vai amar adcence account aprove hoice but amr address ta now bd te korte sai se jonno ki korte hobe?????

ভাই আমাকে কি শাকিল আরেফিন ভাইয়ের নাম্বার টা দেওয়া যাবে ? আমি একটু সমস্যায় আছি । দিলে আমার উপকার হবে।
আমি অ্যাড্রেস টা দিছি যার ।সে অন্য দেশ এ চলে গেছে । আমি কি বাংলাদেশ এর অ্যাড্রেস দিতে পারবো ? আর দিলে কেমন করে দিব ? ওখান এ তো country change এর কোন option nai. please help me
my email id: [email protected]
Number : 01717545153 name rony. please help me.