ফরেক্স বিগেনার টু প্রফেশনাল ট্রেডিং [পর্ব-০৬] :: ফান্ডামেন্টাল এনালাইসিস: ইকোনমিক ক্যালেন্ডার

ফরেক্স বিগেনার টু প্রফেশনাল ট্রেডিং

ভালো এনালিস্ট হউন, সহজ ট্রেডিং করুন। একটু সময় নিয়েই এগুতে থাকুন, ফরেক্স কঠিন নয়। হতে পারে আমরা কঠিন করে চিন্তা করি অথবা সহজ করে শেখার সুযোগ পাই না  অথবা তাড়াহুড়ো কিংবা অতি মাত্রার উৎসাহ আমাদের খতির মূল কারন হয়। তাই  প্রথমে শিখুন, শিখুন এবং শিখুন ! বিডিফরেক্সপ্রো'র সাথেই থাকুন এবং ফরেক্সকে সহজ করে শিখুন।  আর প্রশ্ন করতে চাইলে কিংবা যদি ট্রেডারদের সাথে আপনার কোন সমস্যা বিষয়ক আলোচনা করে সমাধান নিতে চান তাহলে আলোচনা শুরু করুন।

ইকোনমিক ক্যালেন্ডারঃ

হল বিভিন্ন ঘটনা নির্ণয়ে মার্কেট মুভিং এর সম্ভব্য প্রতিফলন বা ফলাফল তথ্য । এই ক্যালেন্ডারে সময় অনুযায়ী নির্দিষ্ট কোন ইভেন্টের ইফেক্ট কি হয় এবং হতে পারে তার একটি রিপোর্ট প্রদান করে। যা দেখে ট্রেডাররা বুঝতে পারে যে পরবর্তী মার্কেট ট্রেন্ড কি হতে পারে এবং সে অনুযায়ী তারা মার্কেটে প্রবেশ করে। এই ক্যালেন্ডারে সময় সময়ের বিশ্বব্যাপী ভিবিন্ন ইভেন্টের ফোরকাস্ট করা হয়।

ইকোনমিক ক্যালেন্ডার তৈরি করেন অভিজ্ঞ ইকোনমিস্টসরা, পূর্ববর্তী মাসের ডাটা নিয়ে ফিউচার মার্কেট মুভমেন্ট এর একটি ফোরকাস্ট প্রদান করা হয় এই ডাটায়।

ইকোনমিক ক্যালেন্ডারের মূল পয়েন্টগুলো হলঃ

   Date — Time — Currency — Data Released — Actual — Forecast — Previous

 

কিভাবে ইকোনমিক ক্যালেন্ডার রীড করবেন ?

আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে কারেন্সি নিয়ে ট্রেড শুরু করতে যাচ্ছেন সে সময়ে  ঐ কারেন্সি’র কোন হাই ইম্পেক্ট আছে কিনা, একচুয়াল নিউজ রিলিসের সময় মার্কেট অনেক বেশি ভলাটাইল থাকে। আর মার্কেট ভলাটিলিটি স্ট্রেনথ নির্ভর করে রিলিস নিউজটি কতটা চমকপ্রদ তার উপর। ততক্ষণ পর্যন্ত ঐ নিউজটি চমকপ্রদ থাকে(Factor of Surprised)যেখানে ট্রেডাররা একচুয়াল রিলিস ডাটার সাথে ফোরকাস্ট কমপেয়ার করে। মিডিয়াম ইমপেক্ট ডাটা একটি হাই ইম্পেক্টে যাওয়া পর্যন্ত বিবেচনায় রাখতে পারেন। এবং বেশির ভাগ সময়ে লো ইম্পেক্ট ডাটা ফরেক্স মার্কেটে তেমন কোন উল্লেখযোগ্য পরিবর্তন করে না।

  • Previous: ফরেক্স ক্যালেন্ডারের প্রিভিয়াস কলাম লাস্ট রিলিস ডাটা প্রকাশ করে।
  • Forecast: ডাটা নির্দেশ করে ইকোনমিস্টসদের মার্কেট প্রিডিকশনে আজকের মার্কেট মুভমেন্ট বা মার্কেট ইম্পকেট রেইট কেমন।
  • Actual: এবং সর্বশেষ একচুয়াল ডাটা আপডেট করা হয়। নিউজ রিলিসের সাথে সাথে মুহূর্তের মধ্যে ফোরকাস্ট ভেলুর সাথে কম্পেয়ার করা হয়। তারপর উক্ত ডাটার পজেটিভনেস এবং নেগেটিভনেস বিচার করে কোন কারেন্সিকে কতটুকু ইম্পেক্ট করছে তা নিশিত করা হয়। এবং ফাইনালি ট্রেডাররা সেই ইকোনমিক ডাটা নিয়ে ট্রেডে প্রবেশ করে যার যার এনালাইসিস এবং অভিজ্ঞতা নিয়ে।

আসুন এইবার একটি ইকোনমিক ক্যালেন্ডার দেখি কিভাবে আপনি এই ক্যালেন্ডার এর মাধ্যমে মার্কেট পাওয়ার বুঝবেন এবং এতক্ষণের আলোচনার বাস্তব প্রমান দেখবেন।  উদহারন হিসেবে আমি  http://www.forexfactory.com ব্যাবহার করছি কারন এই সাইটটিতে ডাটা প্রেজেন্টেশন খুব সুন্দর ভাবে করা হয়েছে সাথে অনন্যা সুবিধাও সাইটটিকে করেছে আরো ইফেক্টিভ।

সাইটে প্রবেশ করে ক্যালেন্ডার ট্যাব ক্লিক করলে নিচের চিত্রটি দেখবেন।

ডেইট এবং টাইম অনুসারে ঐ দিনের কারেন্সি ইমপ্যাক্ট টাইটেলড করা হয়েছে ডিটেইলস, একচুয়াল, ফোরকাস্ট, প্রিভিয়াস এবং গ্রাফ আর মাধ্যমে। তার আগে আপনাকে আপনার কম্পিউটারের ঘড়ির সাথে এই ওয়েব সাইটের ঘড়ির টাইমটা সেট করে নিতে হবে যাতে করে আপনি যে রিজিওন এ আছেন সেই রিজিওন আর টাইম অনুসারে নিউজগুলো পান, সে জন্য উপরের অংশে টাইমে সিলেক্ট করুন।

এরপর , বাংলাদেশের সাথে সময় মেলানোর জন্য Almaty, Dhaka, Colombo

টাইমজোন থেকে বাংলাদেশ টাইমজোন অর্থাৎ GMT+6 সিলেক্ট করুন এবং DST অফ করে Save Changes এ ক্লিক করে আবার ক্যালেন্ডারে চলে আসুন।

আপনি যখন ক্যালেন্ডারে প্রবেশ করবেন তখনকার সময়ের বা তার পরবর্তী যে কারেন্সিতে কোন ইমপ্যাক্ট থাকবে তা Impact  কলামে ৩টি ভিন্ন কালার আর মাধ্যমে প্রকাশ করবে। যেমনঃ

RED Color = High Impact

Light Orange Color = Medium Impact

Yellow Color = Low Impact

অর্থাৎ তিনটি ভিন্ন ভিন্ন কালার তিন লেভেলের ইমপ্যাক্ট এর আশা করছে ঐ সময়ে মার্কেট নিউজ প্রকাশের উপর। তাহলে আপনি যে কারেন্সি নিয়ে ট্রেড করার আশা করছেন তার ইমপ্যাক্ট কি তার ডিটেইলস দেখে নিয়ে ট্রেড করতে পারেন। কারেন্সি ইমপ্যাক্ট ডিটেইলস এর জন্য ঐ কারেন্সির Open Details এ ক্লিক করুন। নিচের চিত্রের মত আসবে...

এখানে ঐ কারেন্সির ভিবিন্ন ফ্লো ডিটেইলস ইনফরমেশন দেখাচ্ছে এবং খেয়াল করুন, Usual Effect কলামে একটি মেইজারমেন্ট দেখাচ্ছে, Actual >  forcast = Good for Currency; এর মানে হল ফোরকাস্ট ভেলুর চেয়ে যদি Actual বেশি হয় তাহলে তা ঐ কারেন্সির জন্য ভালো।

এইবার নিচের চিত্রটি খেয়াল করুন।

তাহলে USD কারেন্সিতে যখন নিউজটি প্রকাশ হয় তখন Forecast করা হয়েছিল -44.28 কিন্তু পরে দেখা গেল তা Actual এসেছে -42.08 তার মানে এই নিউজে USD কারেন্সির জন্য যে রুপ আশা করা হয়েছিল তা হয় নি। কারন Forecast এর চেয়ে Actual খারাপ এসেছে। আর Previous হিসেবে যে ভেলুটি দেখতে পাচ্ছেন তা হল ঐ নিউজের বিগত দিনের Actual ভেলু।

ফরেক্স ব্রোকার সহ ফরেক্স বিষয়ক ভিবিন্ন ওয়েবসাইটে নানামুখী ফরেক্স ইনফরমেশন পাওয়া যায় সেইজন্য প্রয়োজন নিয়মিত ভাবে ঐ সব সাইট ভিজিট করা এবং বিষয়গুলো ভালোভাবে পড়া। যাহোক এখন তেমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যেখানে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বেসিস এনালাইসিসে Daily ফোরকাস্ট সহ Weekly ফোরকাস্ট এর মাধ্যমে আপনাকে সব সময় ফরেক্স মার্কেট এর সাথে আপডেট রাখবে।

http://www.forexcrunch.com  এ গিয়ে Daily মেন্যু থেকে EUR/USD Daily ক্লিক করুন।

এখানে একনজরে প্রথমে একটি বেসিক ব্রিফিং সহ, আলাদা ভাবে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস রিপোর্ট পাবেন। অর্থাৎ টেকনিক্যাল টার্মে ঐ কারেন্সির পরবর্তী মুভমেন্ট লেভেল গুলোর আগাম গতিবিধি নির্ধারণ করে তার ভেলু গুলো দেওয়া হয়েছে চার্ট এর মাধ্যমে।

ফান্ডামেন্টাল এনালাইসিসে টাইম অনুসারে নিউজ Cause সহ এর সম্ভব্য ইমপ্যাক্ট ভেলু ফোরকাস্ট করা হয়েছে।

এবং সবশেষে ঐ কারেন্সি সম্পর্কে পরবর্তী ভিবিন্ন নিউজ ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে যা ঐ কারেন্সির পরবর্তী মার্কেট মুভমেন্ট সম্পর্কে আপনাকে আরো একধাপ এগিয়ে নিবে।

এই ধরণের আরো অনেক সাইট রয়েছে যা বলে শেষ করা যাবে না। মূলত কথা হচ্ছে এ রকম কয়েকটি সাইট এর সাথে রেগুলার টাচ রেখে ভিবিন্ন কারেন্সির মুভমেন্ট সম্পর্কে সজাগ থাকলে সফল ভাবে ট্রেড করতে আপনার এর কিছু লাগবে না।

বি.দ্রঃ ইকোনমিক নিউজ ইমপেক্ট > মার্কেট ভলাটিলিটি বৃদ্ধি > ২-৩ মিনিটের মধ্যে হাইস্ট ভলাটিলিটি > এবং পরবর্তী ৫-১০ মিনিটের মধ্যে আস্তে আস্তে কারেকশন

সৌজন্যে : বিডিফরেক্সপ্রো.কম

Level 0

আমি এম হাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apnar ai udduk k sagoto janai, ashakori sobai forex sommonde jante parbe a tune thake

Level 0

It is too much helpful….

Level 0

is there any forex news site in bangla, which will hepl for forex news trade?