অনলাইনে ডলার বেচাকিনায় আপনি কতভাবে প্রতারিত হতে পারেন,ভাবছেন কখনও?

যারা Free Launching,Odesk,বিভিন্ন PTC সাইট,ফরেক্স ট্রেড, Affiliate Marketing সহ অনলাইনে আমার মত টুকটাক কাজ করে থাকেন।তাদের প্রায় Liberty Reserve,Paypal,Payza,Moneybookers এর মাধ্যমে Dollar বেচাকিনা করতে হ্য়।বাংলাদেশে যেহুতু এইগুলো থেকে টাকা তোলা ও লোড দেয়া সময় ও ব্যয় সাপেক্ষও তাই অনেকে আমরা নিজেদের মধ্যে লেন দেন করেন।অনেকেই আমরা অনলাইনে লেনদেন করতে গিয়ে ধরা খেয়েছি।আমিও খেয়েছি ২বারে ১১০০০ টাকা।আমার কিছু বন্ধুরাও খাইছে।কিন্তু কি করার আছে ,উপায় নাই লেনদেন করতেই হয়।যাই হোক এখন আমরা ফেসবুকের একটা  বিশ্বত্ব পেইজ এর মাধ্যমে অনলাইনে লেনদেন করি।এখনো পর্যন্ত ধরা খাই না।দোয়া করবেন।যাই হোক আমার ও বন্ধুদের বাস্তব অভিজ্ঞতা  থেকে লিখছি আপনি কি ধরনের প্রতারনার শিকার হতে পারেন ।

১।ধরুন আপনি Dollar Sell করবেন।বিভিন্ন জায়গায় অনলাইনে এড দিলেন ।অবশেষে ত্রেতাও পেলেন।চ্যাট হল,ফোনে কথাও হল।আপনার বিশ্বাস হল। Dollar পাঠিয়ে দিলেন।আশায় আছেন টাকা আসবে।কিন্তু এল না।এটা কমন প্রতারণা।প্রতি ৫ টা প্রতারণার ৩ তাই এই টাইপের।

২।আপনি Dollar Buy করবেন।বিভিন্ন জায়গায় এড দিলেন।একজন ফোন দিল।বলল “আপনাকে অনেক কম রেটে Dollar দিবো।কিন্তু আমার কাছে Dollar নাই।হোল সেলার থেকে এনে দিতে হবে।সুতরাং আগে আপনাকে টাকা দিতে হবে।আমার কাছে থাকলে ত এখনি দিয়ে দিতাম”।আপনি সরল বিশ্বাসে টাকা দিয়ে দিলেন।আপনার মত বড় বোকা আর কেও নাই।

৩।ধরুন কারও সাথে আপনি ১০০ Dollar Buy করবেন বলে ঠিক করলেন।কিন্তু আপনি তাকে বিশ্বাস করতে পারছেন না।সে বলল “বিশ্বাস না করলে আপনি আগে ২০ Dollar এর টাকা পাঠান আমি আপনাকে Dollar সাথে সাথে পাঠাচ্ছি।আপনার দরকার টা বেশি বলে আপনি পাঠাবেন এবং সাথে সাথে Dollar পেয়েও যাবেন।বিশ্বাস অর্জন হল ,বাকি ৮০ Dollar এর টাকাও পাঠিয়ে দিলেন।অতঃপর খেলেন ধরা।১০০ Dollar এর টাকায় কিনলেন ২০ Dollar ।এটাকে বলে স্মার্ট প্রতারণা

৪।আপনি অবশেষে খুব ভাল বিশ্বস্ত কাউকে পেলেন এবং টুকটাক লেনদেন করলেন কিছুদিন।খুব ভাল একটা সম্পর্ক হল।চ্যাট ,ফোনে কথা প্রায়ই হয়। একদিন সে বলল “একজন বিপদে পড়ে Dollar Sell করছে,অনেক কম দামে ৬০ টাকা করে।প্রায় ১০০০ Dollar ।ইস টাকা থাকলে আমি নিয়ে নিতাম।শেষে আপনাকেই প্রস্তাব করে বসবে।সাথে এও বলল আপনি নিলে কিন্তু আমার হাতে টাকা আসলে কিন্তু আমকে কিছু Dollar পাঠাতে হবে।আপনি হয়ত ভাববেন এত টাকা এখন হাতেও নেই আবার এত বড় সু্যোগ।আপনি নিজের সব টাকা সাথে আরও বন্ধুবান্ধব থেকে ধার নিয়ে দিলেন কমদামে Dollar আশায়।পরদিন দেখলেন আপনার এতদিনের বিশ্বস্ত ব্যক্তিটি ফোন বন্ধ করে দিয়েছে ।এখন আর চুল ছিড়েও লাভ নাই।ভাববেন এতদিন তো কোন ২ নাম্বারি করল না।আরে মিয়া ওই লোক তো এতদিন আপনার টাকা পয়সার অবস্থা দেখতেছিল।এটারে কয় সর্বশান্ত প্রতারণা।

৫।অল্প কয়েক দিন হল এই স্টাইল শুরু হইল।আপনি সরাসরি Dollar কিনতে গেলেন ফেস টু ফেস আরকি।কিন্তু আপনাকে স্বাগত জানাইল একদল ছিনতাইকারী।ব্যাস আপনি খালি পকেটে বাসায় চলে আসবেন।এই টাইপের প্রতারকরা আপনাকে শুধু টোপ হিসাবে ব্যবহার করবে।


তাই বলে ডলার নিয়ে বসে থাকব লেন দেন হবে না?তা তো হয় না।লেন দেন অবশ্যই হবে তা নিয়ে কিছু সাবধানতা অবল্ম্ববন করতে হবে…সেটা নিয়ে আগামি পর্বে লিখার ইছে আছে।

Level 0

আমি nir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডিজিটাল যুগে ডিজিটাল প্রতারণা । পড়ে ভাল লাগলো বিষয়গুলো জানা হল। যদিও কোনদিন ইনকাম করি নাই শিখছি মাত্র।

কি ধরণের সাবধানতা অবলম্বন করলে নিরাপদে লেনদেন সম্ভব, সেটাও আমাদের জানান। টিউনের বিষয়টি পড়লাম। সকলের সতর্কতা প্রয়োজন।

    Level 0

    @রুপালি গিটার: সামনে করব।আমার profile এ একটা ব্লগ এর ঠিকানা দেয়া আছে ।ওখানে গেলে আরও জানতে পারবেন।

Level 0

তাহলে আমরা কিভাবে লেনদেন করব

    Level 0

    @koluma17: সামনে এটা নিয়ে টিউন করব।আমার profile এ একটা ব্লগ এর ঠিকানা দেয়া আছে ।ওখানে গেলে আরও জানতে পারবেন।

সব থেকে বড় কথা, বিশ্বস্ত লোক ছাড়া লেনদেন করাটা বোকামী। আর বেশী লোভের পাল্লায় পড়ে অনেকে সর্বশান্ত হয়। যাই হোক আজ পর্যন্ত কোন বিপদে পড়ি নাই। টিউনার কে ধন্যবাদ।

    Level 0

    @সুমির: @সুমির: সহমত।তবে অনেক সময় দরকার সময়ে বিশ্বস্ত লোক এর কাছে ডলার থাকে না।

      @nir:
      তা ঠিক। আপনি যেটা বলেছেন, সেটা ডলার কেনার ক্ষেত্রে প্রযোজ্য। আর ডলার কিনতে হলে একেবারে শেষ সময়ে না কিনে হাতে কিছুদিন সময় নিয়ে কিনুন আপনার পরিচিত লোকের কাছ থেকে। তাহলে প্রতারিত হবার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। কারন আমি নিয়মিত ডলার সেল করি। অনেককে দেখি যাদের খুব বেশি জরুরী, তাদের অনেক সময় এইটুকু বিচার করার ক্ষমতা থাকে না।নতুন কারো সাথে লেনদেন করলে অবশ্যই আগে ব্যাংক ডিপোজিট নেই। অতপর ডলার দেই, তা না হলে না। কারন পেপালে ডলার থাকলে আর যাই হোক ওটার কোন মাইর নেই…

        Level 0

        @সুমির:আপনার ডলার বিক্রির জন্য শুভ কামনা।বেশিরভাগ নতুনরাই ধরা খায়।টাকা দিয়া ধরা খায়।সবাই তো আপনার মত ভালো না।কিছু প্রতারক ও আছে।।