সুখবর – নতুন যারা অনলাইনে ইনকাম করতে আগ্রহী তাদের জন্য Part-1

নতুন যারা অনলাইনে ইনকাম করতে আগ্রহী তারা এই টিউন পড়ে অনেক উপকার হবে।

কিছুদিন ধরে পিটিসি আর পিটিসি। এই পিটিসি , এমএলএম , ক্লিক অনলাইন ইনকাম এর কেরিয়ার হতে পারে না। আপনার অজান্তে আপনার সুন্দর একটা কেরিয়ার নষ্ট করে দিচ্ছে। আপনি কি হারাচ্ছেন নিজেই জানেন না।এসব (পিটিসি , এমএলএম , ক্লিক) এর কাজ করে আপনার কিছুই হবে না।

আর নয় ভুল পথে, সময় হয়েছে সুন্দর একটি Freelancing কেরিয়ার গঠনের। আপনি যদি Freelancing কেরিয়ার গঠন করতে আগ্রহী হন, তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে।

  • প্রথমে আপনাকে ঠিক করতে হবে যে, ওয়েবের বিশাল জগতে আপনার পছন্দের Part কোন টি? (Graphics Design, Web Design, Web Developing, SEO)
  • এবার পছন্দের বিষয়ে Learning করতে থাকুন ।( “Learning before earning” আপনি যদি কিছুই বা না জানেন তাহলে কিভাবে কাজ করবেন?)
  • ৩ থেকে ৪ মাস আপনার পছন্দের বিষয়ে এক টানা কাজ করুন। “মনে রাখবেন আজকে না হলে আগামি দিন হবে ইনশাআল্লাহ”
  • Freelancing কেরিয়ার এর জন্য কিছু ফ্রিতে কাজ করুন। যা আপনি portfolio হিসাবে ব্যবহার করতে পারবেন।
  • এখন আপনি রেডি কাজ করার জন্য, এবার আপনাকে সিধান্ত নিতেন হবে আপনি কোথায় কাজ করবেন?( odesk , freelancer , 99designs  )
  • Freelance সাইট গুলোতে আপনার প্রফাইল ১০০% করুন।
  • অনেক সাধনার সাথে বিট করতে থাকুন “ কাজ পাওয় এত সহজ না, কাজ না পেলে হতাশ হবেন না না না না না না এবং না। আজ না হলে কাল, কাল না হলে কোন এক দিন কাজ পাবেন। একবার কাজ পেলে আর পেছনে তাকাতে হবে না 😀 ”
  • ভুলে এবং চুলে হাল ছাড়বেন না। যারা সফল হয়েছে তাদের সাথে যোগাযোগ রাখুন। তাদের চরম কঠিন দিন গুলো জানুন, আপনার সাথে মিলিয়ে দেখুন।

আল্লাহ আমাদের সফল হওয়ার তওফিক দিন- আমিন

Level 0

আমি Abdul Mannan Asif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল কিছু করতে গেলে অনেক কষ্ট পোহাতে হয়, কিন্তু একটা সময়ের পর কাজের ফলটা চরম আনন্দ দেয় :) মুখবইয়ে আমি ২০১১ইং খেকে টেকটুইটস এবং টেকপৃথিবীতে এডমিন, ২০১২ইং থেকে NanoItBD তে Executive Programmer হিসাবে কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউন টি আর একটু বড় হলে ভাল হত। তার পর ও ভাল হইছে ধন্যবাদ।

Level 0

ebookbd ভাই আপনের শাতে আমি একমত শবাই শুধু বলে এটা করেন ওটা কিন্তু করেন কাজ কি করে করতে হয় তা বলে না দইয়া করে পোস্ট করার আগে কাজের কথা ও বলবেন । বাংলা হলে ভাল হয় ।

Level 0

আমাদের দেশে আপনার মত বিশেষজ্ঞ উপদেশদাতা অনেক আছে যারা ফ্রীতে আনলিমিটেড উপদেশ দেয়। এতই যখন দেশের জনগনের উপকার করার শখ তাহলে একটা দাতব্য কোচিং সেন্টার খুলেন ফ্রী কাজ শিখান, ফ্রী ২-৩ টা কাজ দেন। জানি এটা কখনোই করবেননা, কারন মানুষকে ফ্রী উপদেশ দেয়ার সময় সবারই থাকে কিন্তু ফ্রী কাজ শেখানোর সময় থাকেনা। আমি জানি আমার এই প্রশ্নগুলোর কোন যুক্তিসন্গত উত্তর আপনি দিতে পারবেননা। কারন আমার এই প্রশ্ন আপনার কমন পরেনাই।

ভাই আমি ওয়েব ডিজাইন শিখতে চাই, আমার দ্বারা কি ওয়েব ডিজাইন শিখা সম্ভব কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা ছাড়া??????? যদি সম্ভব হয় তাহলে আমাকে/আমাদেরকে ওয়েব ডিজাইন এর উপর আপনার কাছে প্রয়োজনীয় এমন একটি টিউটোরিয়াল এর লিংক দিতেন তা হলে অনেক দুয়া করতাম।

Level 0

ভাইয়া আপনি জতগুলা কাজের কথা বলসেন তার কনটাই আমি পারি না, হ্যাঁ ওগুলা শিকতে চাই তার আগে আমি কোন কাজ পেতে পারি like টাইপিং এর কোন কাজ ex:ডাটা এন্ট্রি, captcha এন্ট্রি, এই ধরনের। যদি আপনি দিতে পারেন তাহলে অনেক উপকার হবে ধন্যবাদ।

vai chaliye jan.R apanake china china lagtase… Valo thakben

Level 0

আমি ফটোশপ জানি ভালই। আর কি শিখলে আমার আয় করা সহজ হবে। দয়া করে জানাবেন।