এবার আয় হবেই ।আয় করুন গ্রীণ রেড দিয়ে ।এডসেন্সের ছোট্ট বিকল্প ।

আমরা অনেকেই গুগল এডসেন্সের কথা জানি ।কিন্তু এটির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটি বাংলা সাইটে ব্যবহার করা যায়না ।
আমরা অনেকেই ইংরেজীতে তেমন দক্ষ নয় ।কিন্তু বাংলায় মোটামুটি টিউন লিখতে পারি ।তাহলে চলুন একটি ব্যক্তিগত ব্লগ বানিয়ে আয় শুরু করি ।
যা দরকারঃ
* একটি বাংলা ওয়েবসাইট

* মোটামুটি পপুলারিটি
ভাল পোস্ট ও শেয়ারিং করলে বেশি দিন লাগবেনা ।
* একটি পেইড ডোমেইন ।
আপাতত সাবডোমেইন নিয়েও কাজ চালাতে পারেন ।

কিভাবে আয় করবেন ?
চলুন জানা শুরু করি ।
প্রথম ধাপঃ রেজিষ্টার

* এই সাইটটিতে যান ।
* এড ক্লোজ করে প্রবেশ করুন
* Register করুন ।
* যা তথ্য চাইবে সেগুলো যথাযথ ভাবে পুরন করে রেজিষ্টার কম্প্লিট করুন ।
* ইমেইলের কনফার্মমেশন মেইল থেকে গিয়ে কনফার্ম করুন ।

এড কোড যেভাবে পাবেনঃ

* রেজিষ্ট্রেশন শেষ হলে লগইন করুন
* Add Your Website অপশনে ক্লিক করুন
* আপনার ওয়েবসাইটের তথ্য দিয়ে ফরমটি ফিলআপ করুন ।
* সাবমিট করুন ।

কয়েকটা দিন অপেক্ষা করুন ।প্রতিদিন Manage Your Website অপশনে গিয়ে দেখবেন যে আপনার এড আবেদন এপ্রোভ হয়েছে কিনা ।
আশা করি ২থেকে ৩দিনের মধ্যে এপ্রোভ হয় যাবে ।

যেভাবে এড কোড বসাবেনঃ

আপনাকে প্রথমে একটা বড় জাভাস্ক্রিপ্ট কোড দেবে ।আপনি কোডটি আপনার সাইটের ট্যাগটির ঠিক উপরে বসিয়ে দিবেন ।ওয়ার্ডপ্রেস ব্লগে এটি footer.php ফাইলে পাবেন ।
এবার
এরকম এডপ্লেস কোড পাবেন ।ঐটা আপনার সাইটের যেখানে বিজ্ঞাপন সো করাতে চান ,সেখানে বসিয়ে দিন ।
আশা করি বুঝতে পেরেছেন ।না পারলে আমাকে বলবেন ।
আল্লাহ হাফেজ ।

Level 0

আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওরা পার ক্লিক এ কত টাকা দেয় এটা বললেন না কেন । আমরা কি করে বুঝব যে ওরা কত peyment করে প্রতি ক্লিক এ ,।

    Level 0

    ওরা ক্লিকে টাকা দেয়না ।দেয় ইমপ্রেসন হিসেবে ।

THANKS

Level 0

adf.ly লিংক ব্যবহার করা নীতিমালা বিরোধী। টিউনটি আপডেট করে প্রকাশ করা হল। -মডারেটর সোর্ডফিশ

আপনার একটা কথা ভুল হইসে । ভুলটি হচ্ছে [এটি বাংলা সাইটে ব্যবহার করা যায়না] এটা। অবশ্যই Adsense বাংলা সাপোর্ট করে । বিশ্বাস না হলে http://mytunesbd.blogspot.com এটি দেখতে পারেন অথবা টেক টিউন কেই দেখুন । উপরে লিঙ্ক টি ত সাব ডোমেইন । ধন্যবাদ ।

    Level New

    @জাহিদ হাসান: এডসেন্স এখন পর্যন্ত বাংলা কিংবা হিন্দি ভাষা সাপোর্ট করেনা। আপনি অবশ্যই বাংলা সাইটে কোড বসাতে পারেন, কিন্তু সেটা গুগলের চোখ এড়িয়ে। যখন গুগল আপনার সাইট রিভিউ করবে তখন আপনার এডসেন্স একাউন্ট পেন্ডিং কিংবা ডিজাবেল করার ক্ষমতা তারা রাখে। গুগল কি বলে সেটা পড়ে নিন।
    http://support.google.com/adsense/bin/answer.py?hl=en&answer=9727
    আমি নিজেও বাংলা সাইটে এডসেন্স ব্যবহার করেছি সাময়িকভাবে। তারমানে এইটা না কাজটা গুগলের দৃষ্টিতে বৈধ।

Level New

কিন্তু সমসসা হলো এই ধরনের এডসেন্স কোম্পানি গুলো খুবই অল্প পে করে প্রতি ক্লিক এ

ধন্যবাদ।
সহজেই আয় করতে যে কেউ ঘুরে আসতে পারেন……।
http://amarbhuvon.blogspot.com