আমিও ফোরেক্স এ নাম লেখালাম…

২০০৯ এর আগষ্ট থেকে অনলাইন আর্নিং এর সাথে জড়িত আছি। ঐ সময় পেপারে এক এড দেখে গুলশানের এক সেমিনারে জয়েন করি। সেখানেই প্রথম ওডেস্ক সম্পর্কে জানতে পারি। তার পর থেকে নানা প্রতিকুলতা সত্ত্বেও লেগে আছি এবং পড়াশুনা শেষ করে এটাই পেশা হিসাবে বেছে নি।

ফরেক্স সম্পর্কে ২ বছর আগেই শুনেছিলাম কিন্তু এটা কি, কিভাবে করতে হয় জানা ছিল না, কিন্তু খুব ইচছা ছিল ফরেক্স এ ট্রেড করার। অবশেষে আমার এক বন্ধুর সহযোগীতায় ফরেক্স বুঝতে শুরু করি। প্রথমে ডেমো দিয়ে শুরু করি।

বেশ কিছুদিন ডেমো প্র্যাকটিস করার পর একটু কনফিডেন্ট আসলো, যে এখন ফরেক্স এ ইনভেষ্ট করা যায়। বন্ধুর প্রত্যক্ষ সহযোগীতায় নেমে পড়লাম ফরেক্স দুনিয়ায়।

net  ফরেক্স নিয়ে বেশ কিছু পোষ্ট দেখেছে ্যা আমার খুব কাজে লেগেছে।

যারা নতুন তারা ফরেক্স নিয়ে আমার এ্ই ব্লগ টা দেখতে পারেন  http://mybanglaforex.blogspot.com/

**রাজশাহীর কেউ ফরেক্স বিষয়ে জানতে চাইলে আমার সাথে সরাসরি যোগা্যোগ করতে পারেন, যতটুকু পারি সাহা্য্য করবো।**

Level 0

আমি arhasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hi I am a freelancer.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার ও ইচ্ছা আছে, কিন্তু ডেমোটা দিন আমরা প্রেক্টিস করি।

Level 0

ভাই আমি প্রায় ১ মাস ধরে ডেমোটা প্রেক্টিস করছি কিন্তু বেশি বুঝিনা আপনি মোটা মোটি বুঝি । সেল করেছি বাই করেছি কিন্তু কোন প্রফিট প্লাস কোনটা মাইনাস । মানে আমি মনে হয় বেশি বুঝিনা । আপনার একটূ হেল্প পেলে ভাল হত প্লিস আপনার মোবাইল নাম্বার ট আমাকে দেন । [email protected]

ভাই সবিই বুঝলাম। । কিন্তু ডলার কিনব কোথাথেকে। ।

all kinds of information about Forex trading email me: [email protected]

Level 0

Arhasanভাই কি বলে আপনাকে কৃতজ্ঞতা জানাব ,ঠিকমত ভাষা খুজে পাচ্ছি না ৷ আপনার এই টিউনটা পড়ে FOREX সম্পর্কে আমি অনেক গুরুত্বপূর্ন তথ্য জানতে পারলাম ৷ আশাকরি যখন প্রয়োজন হবে তখন আপনার সাহায্য পাব ৷ শুভেচ্ছা রইলো, আরো নতুন টিউন দিন ৷