
ফ্রিল্যান্সার = Time-For-Money, উদ্যোক্তা = System-For-Money। এই টিউনে বাস্তব উদাহরণ, স্কেলিং পার্থক্য, এবং ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা হওয়ার ৪টি সহজ স্টেপ পাবেন। সময় বাঁচান, সিস্টেম বানান, আয় বাড়ান।
আপ ফ্রিল্যান্সিং করছেন বলে কি নিজেকে উদ্যোক্তা মনে করছেন? সেটা শুনে খারাপ লাগতে পারে — কিন্তু অনেকেই ভুল বোঝে।
অনেক মানুষ ফ্রিল্যান্সিংকে উদ্যোক্তা ভাবেন। ফলে:
এগুলোই Time-For-Money Trap।
চাইলে আসল পার্থক্য এক মিনিটে জানেন? দুইটি বাস্তব উদাহরণ পড়ুন — রহিম vs করিম — এবং নিজের জন্য সোজা সিদ্ধান্ত নিন: আপনি কোনটা হতে চান?
গ্রাফিক ডিজাইন করে, মাসে ৫–৬ প্রোজেক্ট, আয় ৫০–৬০k। ১ সপ্তাহ অসুস্থ হলে মাসিক আয় পড়ে ২০k।
সংক্ষিপ্ত ফর্মুলা: time → Money
একটি Agency, ৩ জন ডিজাইনার Hired। করিম Marketing & Client Management করে; ছুটিতেও আয় চলে।
সংক্ষিপ্ত ফর্মুলা: system → Money
আপনি যদি ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা হতে চান, শুরু করুন এই ৪টি স্টেপ দিয়ে:
ফ্রিল্যান্সিং বা উদ্যোক্তা—দুইটাই সম্মানজনক। কিন্তু নিজেকে ভুল লেবেল দেন না। যদি আপনি প্রকৃতপক্ষে ফ্রিল্যান্সার, তাহলে তা গর্বের বিষয়। আর যদি উদ্যোক্তা হতে চান, তাহলে উল্টোটা ভাবুন—system, Team, Sop.
আপনি কোন পথে আছেন—ফ্রিল্যান্সার না উদ্যোক্তা? টিউমেন্টে লিখুন: “freelancer” বা “entrepreneur”
ফ্রিল্যান্সার বনাম উদ্যোক্তা, Freelancer vs Entrepreneur, ফ্রিল্যান্সিং টিপস, কিভাবে উদ্যোক্তা হবেন, Scale Business, System for Money
#freelancer #entrepreneur #digital Marketing #scale Your Business #freelance to Founder #business Tips #sop #team Building
আমি Diya। Social Media marketing, Lum IT Hub, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 মাস 2 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।