ফায়ারফক্স ১৭……ব্রাউজার এর থেকেও বেশি কিছু

আজ অনেক দিন পর টিউন করছি।বলতে গেলে টিউন করে জ্ঞান না দিয়ে প্রযুক্তির ছাত্র হিসেবে নতুন নতুন জিনিশ শিখতে আমার ভাল লাগে।
তাহলে আজকের প্রসঙ্গে আসি। আপনারা অনেকেই হয়তবা ফায়ারফক্স ১৭ তে আপগ্রেড করেছেন।কিন্তু আপনি কি এর নতুন সুবিধা এবং অসুবিধা সম্পরকে জানেন।এই নিএ আজকের টিউন সাজিয়েছি।

ফেসবুক মেসেঞ্জার ঃ
নতুন ফায়ারফক্স এ আপনি ফেসবুক মেসেঞ্জার পাবেন।মানে আপনি একিসাথে একই পেয এ নেট ব্রাউয করে পারবেন এবং ফেসবুক চালাতে পারবেন।আপ্নি এখানে সরাসরি আপডেট পাবেন।
>প্রথমে এই লিঙ্ক এ যান
>তারপর turn on ক্লিক করুন

এরপর আপনি আপনার ব্রাউযার এর উপর নোটিফিকেশন বার দেখতে পাবেন।এটিকে রিমুভ করতে চাইলে আইকন এ ক্লিক করে রিমুভ করে দিন।

ফায়ারফক্স ১৭ তে আর কিছু পরিবর্তন আনা হয়েছে।
>এড্রেস বার এর আইকন গুল বড় করে দেখায়।
> Mac OS X 10.8. এর নোটিফিকেশন সেন্টার এ added support
>developer tool মানে inspect element এ গ্রাফিকাল পরিবর্তন আনা হয়েছে।

ফায়ারফক্স ১৭ এর অসুবিধা ঃ
>আপনি যদি অপারেটিং সিস্টেম এর লক প্রোফাইল দিয়ে এটি ওপেন করতে চান তাহলে  এটি ক্রাশ করবে
>
যাদের নেট স্পীড কম তাদের জন্য ভারী গ্রাফিচাল ওয়েবসাইট দেখা কিছুটা কষ্ট হবে
>উইন্ডোজ এ যদি আপনি ফায়ারফক্স ১৭ তে আপগ্রেড করার পর "system restore"  করেন তাহলে আপনি আর autometic আপডেট করতে পারবেন না।

এই ছিল আজকের টিউন।এ সম্পর্কে কমেন্ট করে জানান।আর এমন আর ও ট্রিক্স এর জন্য চলে জান http://www.facebook.com/CY133R পেয টি তে
তাহলে আল্লাহ হাফেয।

Level 0

আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

firefox 19.

i can bet you are using a beta version cause the realese version is now the latest of 17.0.1
don’t use beta ..it contains bugs

Level 0

Dhonnobad.

google r browser taie better