ছোট্ট কিন্তু খুব ই উপকারি

আস-সালামুআলাইকুম, আশা করি ভালো এবং সুস্থ আছেন সবাই। আজ কয়েকদিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে তাতে করে বাইরে বের হওয়া বিশাল কষ্টের ব্যপার। কথাও বের হওয়ার জন্য রেডি হয়ে দেখলেন বৃষ্টি আপনার আগে থেকেই প্রস্তুত! কেমন লাগবে তখন? যাক কথা বাড়িয়ে লাভ নাই, আপনাদের সময়ের দাম আছে তাই সময় নষ্ট না করে কাজের কথায় আসি। এখন প্রযুক্তির ছোয়া আছেনা সব জাইগায়। যারা নিয়মিত পিসি তে নেট ইউজ করেন তাদের জন্য এই Extension টা শেয়ার করলাম, যদিও এখন Smartphone এ Weather জানা যায়, তবু এটি Collection-এ রাখতে পারেন। Advance Weather Status জানার জন্য এটি একটি চমৎকার Extension.  Extension টির  নাম হচ্ছে Forecastfox, Download & Install Kore করে নিচের মত করে Configure করে নিবেন। এটি Firefox 30 এর পরের Version গুলোতে চলেনা তবে Search করে দেখতে পারেন, আর  Google Chrome-এ নিয়মিত আপডেট পাওয়া যায়। এর পরের টিউন টা করব Microsoft Outlook - এ ই-মেইল ID কনফিগারেশন নিয়ে, দেখাব কিভাবে আপনার Gmail, Hotmail, Yahoo Mail Microsoft Outlook'-এর মাধ্যমে ইমেইল পাঠাতে ও পড়তে পারবেন সেই সাথে ব্যকআপ রাখার সুবিধা। Both For POP & IMAP. Oh Sorry! Here Is The Download Link :

Firefox: https://addons.mozilla.org/en-US/firefox/addon/forecastfox-weather/?src=ss

Google Chrome : https://chrome.google.com/webstore/detail/forecastfox-lite/miooijfbinpacpdpfpgpjigoajajelpo?hl=en-US

অথবা Extension এর সাইট এ গিয়ে Search করলেই পেয়ে যাবেন। কনো সমস্যা হলে জানাবেন আমার জানা থাকলে অবশ্যই সমাধান দিব।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজ এই পর্যন্ত, সবাই অনেক ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।

 

 

 

 

 

 

Level 2

আমি Rumi PK। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Rajshahi University Of Engineering & Technology. Depart. Of Electronics & Telecommunication Engineering.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস