মজিলা ফায়ারফক্সকে অন্ধকারে এবং সহজে পড়ার উপযোগী করে নিন সাথে অসাধারন সব থিম। আপনি ফায়ারফক্সে মুগ্ধ হতে বাধ্য।

ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে একেক জনের পছন্দ একেক রকম। শুরুর দিকে যখন এত ব্রাউজার ছিল না তখন সবাই কম্পিউটারে
ডিফল্ট হিসেবে থাকা Internet Explorer ব্যবহার করত। প্রথম Mozilla Firefox আসার পরে তুমুল জনপ্রিয়তা পেলেও কিছুদিনেই
তাতে ভাটা পরে Google Chrome, Maxthon, Saffari ইত্যাদি ব্রাউজার আসার পর থেকে।

কিন্তু মজিলাও আর পিছিয়ে নেই। এটিও অন্যান্য ব্রাউজারের মত প্রয়োজনীয় অনেক সুবিধা যোগ করছে।

যারা Night Plan নেট ব্যবহার করেন বা রাতে নেট সার্ফ করেন তাদের চোখ কম্পিউটারের আলোতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশী ক্ষতি করে। এই সমস্যা সমাধানের জন্য মজিলা ফায়ারফক্স ব্রাউজারের অসাধারন একটি এক্সটেনশন আছে। তার নাম হল- Blank Your Monitor and Easy Reading

এটি ব্যবহার করে দিনে ও রাতে চোখের কম ক্ষতি করেই ব্রাউজ করা যায়।
এর আরেকটা সুবিধা হল- এটা দিয়ে যেকোনো লেখা সিলেক্ট করে প্রয়োজন মত বড় করে পড়া যায়।

স্ক্রিনশট-

ফায়ারফক্সে অনেক সুন্দর সুন্দর থিম দেয়ার ব্যবস্থা আছে।

এইখানে ক্লিক করে পছন্দের থিম ফায়ারফক্সের সাথে অ্যাড করে নিন সব বৈচিত্র্যময় থিম।

Level 0

আমি নাজমুল হোসেন শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।