
স্বাগতম আপনাকে টেকটিউনস পরিবারে । আজকে আপনাদের সাথে একটা জিনিসের পরিচয় করিয়ে দিবো যার দ্বার কালারফুল মজিলা ব্যাবহার করতে পারবেন ।
সবাইকে সালাম ও
শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।
আমরা যারা ইন্টারনেট ব্যবহার
করি তাদের মধ্যে অধিকাংশই মজিলা ফায়ার ফক্স ব্যবহার করি।
আমি আজ আমাদের এই প্রিয় ব্রাউজার টির জন্য নিয়ে এলাম এমন এক এড অন্স যেটা ইন্সটল করা হলে আপনি যতগুলো ট্যাব খুলবেন প্রত্যেকটির
আলাদা আলাদা একটি কালার আসবে।
যা দেখতে খুবই সুন্দর লাগবে।
এটি পেতে এখানে
http://www.binaryturf.com/free-software/colorfultabs-for-firefox
করে এড অন্সটি ডাউনলোড করে ইন্সটল করার পর আপনার মজিলা রিস্টার্ট করবেন ব্যস দেখবেন আপনার প্রত্যেকটি ট্যাব আলাদা আলাদা কালার হয়ে গেছে।
ব্যক্তিগত ভাবে আমার খুব ভালো লেগেছে। তাই আপনাদের কে জানালাম দেখুনতো আপনার ভালো লাগে কি না।
ভালো লাগলে অবশ্যই কমেন্টের
মাধ্যমে জানাতে ভুলবেন না।
সময় পেলে আমার সাইটে একটু বেরিয়ে আসুন ।
http://www.TipsTune.Com
আমি TipsTune.Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 132 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।