কখনো কি মনে হয় বেশ কিছু বিষয় এর উপর আপনি খুব বিরক্ত !
বন্ধু-বান্ধব , অভিভাবক অভিভাবিকা , সমাজের উপরে আপনি তিত বিরক্ত। তাদের বিরুদ্ধে রয়েছে আপনার হাজারো অভিযোগ ! আসুন তাহলে নীচের ছবি গুলিকে একটু দেখে নিই-
আমার আপনার সকলের দেশেই সর্বদা রয়েছে –দুই ধরনের সমাজ চিত্র। আমরা সর্বদা শুধু উপরতলার মানূষগুলির কথা ভাবি আর মনে মনে হয়তো হতাশা গ্রস্ত হয়ে পড়ি , হয়তো বা তাদের উপরে নীরবে বর্ষণ করি অভিসম্পাত।হয়তো বা মহান স্সৃষ্টিকর্তার উপরে হয় অভিমান!
কিন্তু মনে রাখবেন আপনি পৃথিবীর ৩০ % ভাগ্য বানদের মধ্যে অন্য তম ।আর বাকি ৭০ % মানুষের কাছে আপনার অবস্তাটাও একটা একটা স্বপ্নে পাওয়া আলাদিনের প্রদীপের দানের মত।
আমার আপনার সন্তান সন্ততি বা ভাই –বোনেরা কি একই পড়া বার বার পড়তে বিরক্ত?
কিন্তু একই কয়েনের উলটো পিঠটা একটু দেখুন –এরা কিন্তু পড়তে চাই , এদের কোন বিরক্তি নেই।
কারো সন্তানের গ্রীন ভেজিটেবলস নয় , পেস্ট্রীও নয় পিজা ই তার প্রথম পছন্দ ।
এদের কোনো পছন্দ নেই !
কেউ বা সন্তান দের ডায়েটিং এ এ রেখেছেন – যদি সোনা মনি একটু বাল্কি হয়ে যায় !
এরা ডায়েটিং বোঝে না – এরা শুধুই খেতে চায়!
কোনো কোনো বাবা মায়ের সন্তানের প্রতি অতি যত্ন, অতি ভালোবাসা (Super protection ) - তাদের সন্তানদের ই বিরক্তির কারন হয়ে দাঁড়ায়।
কারোর বাবা মা ই নেই !
কেউ কেউ একই একই ভিডিও গেম খেলে বোর হয়ে যায়।
এদের গেমের নতুন কোনো অপশন্ ই নাই !
আপনি যখন Adidas বা Nike পছন্দ করছেন তখন আপনার সন্তানের পছন্দ হয়তো Reebok
এদের কিন্তু একটিই ব্র্যান্ড !
বাবা মা যখন গেম বা টিভি ছেড়ে এদের ঘুমোতে যেতে বলে এরা অনেক আপসেট হয়।ঘুমোতে যেতেই চায় না ।
কে ? কে ? এদের উঠাবে বলেন ! এরা যে ঘুম থেকে উঠতেই চায় না !
তাই -
DON’T COMPLAIN...
AND IF, INSPITE OF EVERYTHING, YOU KEEP GETTING YOURSELF WORRIED...
LOOK AROUND YOU.. THANK ALLAH !
FOR EVERYTHING THAT HE ALLOWS YOU TO HAVE IN THIS BRIEF LIFE...
এই চিত্রকল্প যদি কয়েক সেকেন্ড ও আপনাকে ভাবায় তবেই এই টিউনের সার্থকতা ।
সকলেই ভালো থাকবেন , অপরকে ভালো থাকতে সাহায্য করবেন ।
*** এই টিঊন টি যদি কিছুক্ষনের জন্য মন ভারী করে দেয় , যদি কিছুক্ষনের জন্যেও আপনাকে ভাবায় তবে আপনার সেই সংবেদনশীল মননের জন্য আমার এই ধরনের আরো তিনটি টিউনের লিঙ্ক এখানে দিলাম -সময় পেলে একটু দেখবেন ,
https://www.techtunes.io/reports/tune-id/90226/আসুন নিজেদের ছবি একটু আয়নায় দেখি! কি বলছে ওই আরশি ? আয়না কি সঠিক কথাই বলে?চোখের জল কিম্বা পানি সে তো নোণতাই রয়ে যায়……।ভালো থাকবেন । দোয়া করবেন ।খোদা হাফেজ ।
আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 709 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .
vaiiii asole thik……… amra sotti nijer k amader uporer sathe kolpona kori………… r vabi amrai buji duniyate osohay..otooco amader theke oneke ace jader kotha chinta korle buja jay amra koto tuku shukhe aci………… allahr dorbare onek onek shukriya aday kori…………………..