MS Word-এ বাংলা লিখুন নিশ্চিন্তে

মাইক্রোসফট ওয়ার্ড একটি বিখ্যাত সফটওয়্যার। প্রতিনিয়তই আমরা কোন না কোন কাজে এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। বিশেষ করে প্রিন্ট এর কাজে ওয়ার্ড খুবই কার্যকরী।

বিজয় বাংলা সফটওয়্যারের মাধ্যমে বাংলাদেশে বাংলা লেখার আবির্ভাব হয়। তবে কালের সাথে সাথে এখন ইন্টারনেটেও বাংলা ব্যবহার করা হচ্ছে কিন্তু এই বাংলা হচ্ছে ইউনিকোডভিত্তিক বাংলা যা বিজয়ের পূর্ববর্তী সংস্করণগুলো সাপোর্ট করে না। তবে সমস্যা হচ্ছে বর্তমানে অনলাইনে লেখালেখি করতে গেলে ইউনিজয় বা ফোনেটিকের সাহায্য নিতে হয়। যদিও আমি এখনো বিজয়ের লে-আউটে লিখি কারণ মাঝেমধ্যে কোনকিছু বাংলায় প্রিন্ট করতে গেলে প্রিন্টিংয়ের দোকানগুলোতে ইউনিকোড কী জিনিস সেটাই চিনে না, থাকা তো দূরের কথা। তাই বিজয়ের উপরই নির্ভর করতে হয়। তাই আমি বিজয় লে-আউটে লেখার জন্য অভ্র'র উপর নির্ভরশীল।

যাই হোক, আমরা যতই ইউনিকোড নিয়ে কথাবার্তা বলি না কেন, বিজয়ের চল এখনো বাজার থেকে উঠে যায়নি। তাই বিষয়টা প্রয়োজন মনে করে এই টিউনটা লিখলাম।

আমরা যারা প্রায়শঃই বিজয় ব্যবহার করে এমএস ওয়ার্ড এ বাংলা লিখে থাকি, তাদের অনেকেই একটি সাধারণ সমস্যার সম্মুখীন হই, সেটি হচ্ছে অক্ষর পরিবর্তন হয়ে যাওয়া। বিশেষ করে আপনি যখন কোন শব্দের শেষাক্ষরটি 'র' লিখে একটি স্পেস দিবেন, তখন দেখবেন সেই 'র' অক্ষরটি 'ও' অক্ষরে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এরকম আরো অনেক বর্ণই পরিবর্তন হয়ে যাচ্ছে যার কারণে আপনার লেখা হয়ে যাচ্ছে ধীর এবং মাঝেমধ্যে এই ভুলগুলো ডকুমেন্টে থেকেই যাচ্ছে।

আসুন জেনে নিই কীভাবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। প্রথমে ওয়ার্ড ওপেন করে টুলস মেনু থেকে অটোকারেক্ট অপশনটি সিলেক্ট করুন। নীচের মত একটি অপশন বক্স ওপেন হবে।


লক্ষ্য করুন, এখানে যতগুলো টিকচিহ্ন দেবার ব্ক আছে সবগুলো ডিফল্ট অবস্থায় টিক দেয়া থাকবে। অক্ষর পরিবর্তন হয়ে যাওয়ার মত সমস্যার সমাধান করার জন্য আপনাকে টিকচিহ্নগুলো উঠিয়ে দিয়ে ওকে করতে হবে।

আশা করছি এবার আর এজাতীয় বিরক্তিকর সমস্যার সম্মুখীন হচ্ছেন না।

Level 0

আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যত যাই হোক একদিন সবই ইউনিকোডে হয়ে যাবে।

ওফহো! সবকটা চেক তোলার দরকার কি?

বিশেষ করে প্রথমটা তোলার এক্কেবারেই প্রয়োজন নেই। বরং এটা অসুবিধাজনক। যেমন 1st লিখলে st অংশটুকু সুপারস্ক্রিপ্ট হয়ে যায় অটোমেটিকালি এটা যদি নরমাল করতে চায় তাহলে ইউজার st এর উপর মাউস নিলে নরমাল করার একটা অপশন দেখায়। আপনি এই অপশন ডিসেবল করতে বলছেন কেন?

আমার মনে হয়- Capitalize first letter of sentences এবং Capitalize first letter of table cells দুটি চেকবক্স তুলে দিলেই হলো। আমারটায় এটাই করেছি দেখা যাচ্ছে। তাহলে ইংরেজিতে যেমন নির্ভুল টাইপ করা যাবে তেমনি বাংলায়ও কোনো সমস্যা হবে না আশাকরি।

@শফিউল
একমত। তবে সময় লাগবে।
প্রিন্টিং-এর লোকেরা এখনও ইউনিকোড গ্রহণ করতে সাহস পাচ্ছে না।

িবজয় ছাড়া অন্য েকান উপােয় বাংলা েলখার ধারণা েনই, এ িবযেয় প্রয়জনীয় েলখা চাই্

Level 0

বহুতই পুরানো সমাধান – নতুন কি? শিরোনাম দেখে ভেবেছিলাম নতুন কিছু। যাই হোক, ধন্যবাদ।

ভাল হইেছ ।

Level 0

ভাল লাগল

ধন্যবাদ

Level 0

Microsoft Office Word 2013 এ অটো কারেক্ট অপশন কোথায় থাকে ?

খুবই সুন্দর একটি টিউন।
যারা এ ধরনের টিউন পড়তে চান বা ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স করতে চান। নিচের লেখাটি কপি করে গুগল বা ইউটিউবে সার্চ করে ভিজিট করার আমন্ত্রন।
epay_J-mSns