ভুমিকা টানতে ইচ্ছে করছে না, সহজভাবে নিচের পয়েন্টগুলো অনুসরন করলে কাজের ঝামেলা অনেকটা কমে যাবে। অনেকে অনেক ভাল ডিজাইনার হওয়ার পরও সুবিধা বঞ্চিত হয়। নিজেকে প্রকাশ করারও দরকার পরে-এ ব্যাপারে দ্বিতীয় অংশের আলোচনা দেখুন।
হাজার হাজার ডিজাইন ব্লগ /প্রতিষ্ঠান যেথানে আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন। বা কার সমস্যার সমাধান দিতে পারেন।
বিভিন্ন অলাইন ম্যাগাজিনে লেখা লেখি করুন। লেখা প্রকাশ পাওয়া একটু কস্ট সাধ্য হলেও আপনাকে খুব সহজে সবার মাঝে পরিচিতি করতে পারে আপনার কিছু ডিজাইন সহ ম্যাগাজিনের লেখা।
মেগাজিনে নিজেকে ঊপস্তাপন কিছু কাজ সহ ই-বুক তৈরী করুন। শুধু মাত্র ভলো মানের ডিজাইন গুলোই সেখানে প্রকাশ করবেন। সুন্দর ব্যাক গ্রাউনড সহ ই-বুক ডিজান করুন।
আপনার কাজের বর্ণনা অভিজ্ঞতা সেরা কাজ ও কালেকশন নিয়ে একটি ডিজাইন বই প্রকাশ করুন।
ডিজাইন সম্পর্কিত ওয়েবসাইট খুলতে ও দৈনন্দিন কাজে বর্ণনা দিতে পারেন। সাইটটি অবশ্যই নান্দনিক ও ব্যতিক্রম ডিজাইনের ভরা থাকতে হবে।
আমার লেখাগুলো ই-মেইলেই মাধ্যমে পেতে সাবক্রাইব করতে পারবেন। নতুন লেখা প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার কাছে তার একটি কপি যাবে। আপনি চাইলে সহজেই ই-মেইলের মাধ্যমে নিউজলেটার পাওয়া বন্ধ করতে পারবেন।
ইলাস্ট্রেটর ও ফটোশপ ব্যবহারকারীদের সাধারন ভুলগুলো নিয়ে আলোচনা।
তথ্য সূত্র: ছবিগুলো ফ্লিকার থেকে নেয়া, লেখাটি অনুমোতি সাপেক্ষে এখান থেকে নেয়া।
আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub
ধন্যবাদ মাহাবুব ভাই
এত সুন্দর করে গুছিয়ে লেখার জন্য৷
আরো নতুন কিছুর অপেক্ষায় তো অবশ্যই রইলাম৷