আপনি কি একজন মুভিখোর? আপনার পিসির সব মুভিগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে দেখুন এই টিউন!

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

টেকটিউনস এর ব্যাপারে আর কিছু বলছি না। 😛 প্রকৃতি যেমন তার আপন গতিতে চলে তেমনি টেকটিউনসও তার নিজ গতিতেই চলবে। আমাদের আক্ষেপে টেকটিউনসের কিছু আসে যায় না। এবার আসি আমার টিউনের বিষয়ে।

মুভি পছন্দ করে না বা মুভি দেখে না এমন মানুষ খুজে পাওয়া কঠিন। অনেকে কম্পিউটার কিনে শুধু মাত্র গান বা মুভি দেখার জন্য।

টেরাবাইট হার্ড ডিস্কের এই যুগে কম্পিউটারে মুভি রাখা যায় অসংখ্য। তাই হঠাৎ করে নির্দিষ্ট মুভি খুজে পেতে মাঝে মাঝে বেগ পেতে হয়। আচ্ছা এমন হলে কেমন হয় ধরুন আপনার পিসিতে ৫০০ মুভি আছে। আর মুভিগুলো ক্যাটাগরি অনুযায়ি থরে থরে ভাবে সাজানো আছে। শুধু তাই না মুভির পোস্টার সহ এমনকি IMDb রেটিংও আছে।

আপনি যদি একজন মুভিখোর অর্থাৎ আপনার কম্পিউটারে অনেক মুভির কালেকশন থাকলে অবশ্যই আপনি এমন কিছু খুজছেন। আর এই সকল সুবিধা দিবে Movie Monkey নামের অসাধারন এই সফটওয়্যার।

একনজরে Movie Monkey ফিচারগুলোঃ

  • অটোমেটিক মুভি এড।
  • ক্যাটাগরি অনুযায়ি মুভি লিস্ট।
  • IMDb রেটিং সুবিধা।
  • Watchlist তৈরি করার সুবিধা।
  • টাইটেল,ইয়ার বা রেটিং অনুযায়ি দেখার সুবিধা।
  • মুভি ব্যানার সুবিধা।
  • লিস্ট থেকেই মুভি চালু করার সুবিধা।
  • আরও কত কি!

বিস্তারিত দেখুন এখানে।

অটোমেটিক মুভি এড।

ক্যাটাগরি অনুযায়ি মুভি লিস্ট।

IMDb রেটিং সুবিধা।

Watchlist তৈরি করার সুবিধা।

কিভাবে ব্যবহার করতে হবে এইতো? জাস্ট সফটটি ওপেন করে File>Import movies থেকে আপনার মুভি ড্রাইব বা ফোল্ডার শুধু একবার দেখিয়ে দিন। ব্যাস বাকি কাজ সে নিজে নিজেই করবে। তবে মাঝে মাঝে মুভির নামের শেষে dvd rip, 720 ইত্যাদি টাইপ লিখা থাকলে একটা লিস্ট আসবে। সেখানে ডাবল ক্লিক করে ঐ টাইপ লিখাগুলো মুছে দিন।
আর হ্যা প্রথমবার মুভিগুলো এড করতে নেট লাগবে।

আমার কম্পিউটারের ৫৫০ মুভির কিছু অংশ দেখুন।

ডাউনলোডঃ
MOVIE MONKEY সাইজ মাত্র ১০ মেগাবাইট।
আর হ্যা এটা পুরাই ফ্রী। :D

আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যোবায়ের সামুতেই তোমার পোস্ট পড়ে ডাউনলোড করেছিলাম, কিন্তু আমার পিসিতে কাজ করলনা কেনও বুঝলাম না, ফোল্ডার দেখিয়ে দিলে আর কিছুই হয়না, স্ক্যানিং ফোল্ডারস চলতেই থাকে, আর হেং করে 🙁

এই সমস্যা শুধু আমার পিসিতেই, কাজে অন্যরা নিশচিন্তে ইউজ করতে পারেন, ভালো সফট 🙂

Level 0

এটা খুজছিলাম। ধন্যবাদ আপনাকে হাসান ভাই 😀

ধারুন জিনিস, সেয়ার করার জন্য ধন্যবাদ ।

হাসান ভাই আপনি তো দেখি animated movie এর ভক্ত।আমিও আপনার মত।আমি animated movie,আর kids মুভি এর collection করছি।আর আপনার টিউনটা কিন্তু ফাটাফাটি।ভাল থাকবেন।

ধন্যবাদ।

দেখি কিছু হয় কি না। ভাল জিনিস বোঝা যাচ্ছে, আমার এক পিসি, ভাল জিনিসেও সমস্যা করে।

"টেকটিউনস এর ব্যাপারে আর কিছু বলছি না। 😛 প্রকৃতি যেমন তার আপন গতিতে চলে তেমনি টেকটিউনসও তার নিজ গতিতেই চলবে। আমাদের আক্ষেপে টেকটিউনসের কিছু আসে যায় না"
ভাই আমি আপনার এই কথার সাথে পুরোপুরি একমত , মডারেটর ভাইরা একটু কষ্ট করে ফেসবুকে একটু খোচা মারলে আমাদেরকে আর
পেরেসানির মধ্যে থাকতে হতোনা 😥 😥
যাইহোক সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ………

টেকটিউনসের সকল টিউনার ও ভিসিটরগন সুন্দরবনকে এস.এম.এস এর
মাধ্যমে ভোট দেওয়া থেকে বিরত থাকুন । কারন জানতে নিচে দেখুন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে এস,এম,এস ব্যাবসা ও এর পুরো ধান্দাবজী
https://www.techtunes.io/news/tune-id/80694/

মন্তব্যে দেখি খরা চলতেছে। 🙁 নাহ কিছু দিন পরেই টিউন করা শুরু করবো।

ভাই আপনার টিউন ভাল না হয়ে উপায় নেই, তবে এই মুহুর্তে ডাউনলোড দিতে পারছিনা, বাংলালায়নের ডেটা শেষ। তবে ১৫ তারিখের পর ডাউন লোড করবো। আর একটা কথা; মিষ্টি দোক

ভাই আপনার টিউন ভাল না হয়ে উপায় নেই, তবে এই মুহুর্তে ডাউনলোড দিতে পারছিনা, বাংলালায়নের ডেটা শেষ। তবে ১৫ তারিখের পর ডাউন লোড করবো। আর একটা কথা; মিষ্টি দোকানেই থাকে, তবে আপনি ঠিকানে দিলে আপনাকে সাথে করে খেয়ে আসতে পারি। অপেক্ষায় রইলাম।

    রোজা ঠিক মতো রাখছেনতো? নাকি সারা দিন মিষ্টি খেয়ে দিন পার করছেন? 😛 😛
    রোজা রাখেন ভাল মতো আল্লাহ মিষ্টির ব্যবস্থা করবেন। 😀

ধন্যবাদ হাসান যোবায়ের ভাই ………….:)

অনেক ধন্যবাদ হাসান ভাই, এবার যদি আমার দুই পোর্টেবল ডিস্কে রাখা মুভিগুলোর একটা গতি হয়।

যোবায়ের ভাই ধন্যবাদ, আমি বিরাট মুভি খোর, প্রায়ই মুভি গুলোর ফোল্ডার তালগোল পাকিয়ে ফেলি, দেখি সফট টা কি রকম কাজে লাগে, আপনাকে একটু কষ্ট দেই, ডাউনলোড করার জন্য কয়েকটা একশন / ফিকশন মুভির লিস্ট দিতে পারবেন ??

Level 0

অনেক ভাল লাগলো।ধন্যবাদ শেয়ার করার জন্ন।ভাই আপনার মুভি গুল কি শেয়ার করা জায়

Level 0

ধন্যবাদ ভাই,

ধন্যবাদ আমি ব্যবহার করি Movie Collector।

Level 0

অনেক আগে থেকে ইউজ করি কিন্তু আমারটা তে imdb রেটিং আর story lineup আসে না!

খুবই উপকারী একটা সফটওয়্যার দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ…

ভাইয়া মাঝে মাঝে কিছূ মুভি কোন ভাবেই নেয় না, এর উপায় কি ?

Level 0

outstanding

Level 0

পুরা ১ টেরা ফুল। সাথে ল্যাপটপ এর ৩২০ এর অর্ধেক রানিং। নিজেই কোন মুভি কই রাখসি খুজে পাই না। should be helpful for me. thanks

Level 0

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

vhi ami age windows 7 ulimate a babhohar korachi kintu akhon windows 7 eternity kori akhon movie monkey kaj kore na ki korbo vhi

প্রথমেই টিপু ভায়ের কমেন্ট দেখে মনটা ভীষন ভারী হয়ে গেল :'(

সন্দর টিউন , তবে আমি পিসিতে ছবি রাখি না ।

ধন্যবাদ @ যোবাইর

ভাই আমার জন্য মনেহয় এটা ১০০% কাজে লাগবে।
আপনাকে অনেক ধন্যবাদ।

সুন্দর টিউন, কাজের জিনিস। আমার কাছে ১০০০ মুভি আছে। এতোদিনে একটু অরগানাইজ করা গেলো।

Level 0

Thanks via…………………..

@যোবয়ের ভাই
আপনি আমার কমেন্তস এর জয়াব দেন্নাই …………?

আবার বলি please আপনি nokia n S603rd edition নিয়া কাজ শুরু করেন……
মজার software দেন………

IMDb টা কি ?

অনেক ভাল কিন্তু আমি পুরোপুরি বুঝিনায়… মানে কী সফ্টওয়্যার টা দিয়ো ড্রাইভ এর যাইগা মারবেনা..
একটু বুঝায়া বলবেন কি?

    @রুবিসা: মানে হলো আপনার পিসিতে যে মুভিগুলা সেভ করা আছে তার কভার পিকগুলা এই সফটওয়্যার ডাউনলোড করে সাজিয়ে রাখবে।
    ব্যবহার করেন তাহলেই বুঝবেন।

Level 0

ভাই আপনার কালেকশনের এনিমেটেড মুভির নামগুলা শেয়ার করতে পারেন ? একটা একটা কইরা ডাউনলোড করতাম ।

Level New

হাসান ভাই, একই টিউন আগে হয়েছে https://www.techtunes.io/download/tune-id/77088/

সেখানে আপনি কমেন্ট ও দিয়েছিলেন । তাহলে আবার আপনি করতে গেলেন যে?? LOL

সালাম যোবায়ের ভাই।
আপনি কি একজন মুভিখোর? কথা টা পড়ে হাস্তে হাস্তে পড়ে যাচ্ছি!
মুভি খামু না!

আপনার কম্পিউটার স্ক্রীন সর্ট দেখে বুঝলাম আম্পনি মুভি কোর! ৫৫০টা মুভি!

Level 0

সুন্দর টিউন, কাজের জিনিস……….but vai eta deye to movie open kore dekhbo kivabe?

যোবায়ের ভাইয়া, আপনার টিউনটার স্ক্রীনসর্ট গুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আর আপনার এনিমেটেড মুভি কালেকশন দেখে বড়ই লোভ হচ্ছে…. 🙁

Level 0

simply fantastic

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য।

Level 0

সুন্দর পোস্ট… আমিও অ্যানিম্যাটেড মুভির চরম ভক্ত… মোটামুটি সব অ্যানিম্যাটেড মুভিই কালেকশনে আছে…। অল ইন ব্লু রে 🙂

Level 0

Thanks হাসান যোবায়ের (আল-ফাতাহ্)

এত্ত মুভি দেখেন ❓ ❗ ❓ 😯
আপনি নিশ্চয়ই চশমা পরেন, তাই না? 😛 😀 😆
টিউন চ্রম সেটা আর না-ই বা বললাম। 😉
ধন্যবাদ। 🙂

Level 0

Ami amar sgh t959v smartphone e T.T porte parcina. Could any1 help me out.plz

hang kortese i mean atkaye jachche majhe modhdhe jokhon muvi load hoy

এটা দিয়ে সব মুভি ইনডেক্স হচ্ছেনা।

ধন্যবাদ

Just Cool

waw brother kaya chisj dya apne
joootillllllllll……..thanks

Level 0

জটিল একটা জিনিস দিলেন। আমি তো চরম মুখিখোর মানুষরে ভাই। ব্যাপক কাজে লাগবে বলে মনে হচ্ছে। ধন্যবাদ।

ভাই আমি মুভি মানকি ডাউনলোড করেছি। আমার সমস্যা হচ্ছে আমি যদি কোন মুভি এড করি ইন্টানেট থাকা অবস্থায় তাহলে সেই মুভির নামের বদলে অন্য মুভির নাম এবং ছবি প্রদশন করছে। দয়া করে সাহায্য করুন।
আমার ইমেল: [email protected]

Level 0

tnx…..bro….its awsome

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…