দ্রুততম বিশ্বরেকর্ড সমূহ…………….

সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে মানুষকে নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হয়। সময় যেমন কারও জন্য থেমে থাকে না তেমনি সময়ের সাথে মেনে চলাটাই বুদ্ধিমানের কাজ। মানুষ সবসময়ই চায় যেন সে পৃথিবীর সেরা একজনে পরিনত হতে পারে। তাই অক্লান্ত পরিশ্রম করে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে আমাদের জীবনযাত্রাকে সহজ করছে। তাই আজ ভিন্ন ধরনের একটি টিউন করতে চাচ্ছি। হয়ত টিউনের বিষয়বস্তুগুলো সাধারন জ্ঞানের সাথে মিলে যায় তারপরও.........................

পৃথিবীর দ্রুতগতি সম্পন্ন মানুষঃ

উসাইন বোল্ট পৃথিবীর সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন মানুষ। যিনি মাত্র ৯.৬৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। তার পূরাববর্তী দ্রুতগতির রেকর্ড ছিল ৯.৭২ সেকেন্ড।

পৃথিবীর দ্রুতগতি সম্পন্ন মহিলাঃ

আমেরিকান বংশদ্ভুত ফ্লোরেন্স গ্রীথ-জয়নার হলেন পৃথিবীর দ্রুতগতি সম্পন্ন মহিলা। দৌড়ে তার বিশ্বরেকর্ড হল ১০.৪৯ সেকেন্ড ১০০ মিটার অতিক্রম করেন যা তিনি ১৯৮৮ সালের ১৬ই জুলাই রেকর্ডটি গড়েছিলেন।

বিশ্বের দ্রুতগতিসম্পন্ন সাতারুঃ


অস্ট্রেলীয়ান ইয়ামন সুলিভান পৃথিবীর দ্রতগতি সম্পন্ন সাতারু। ৫০ মিটার ফ্রিস্টাইল সাতারে ২০০০ সালের অলিম্পিক গেমসে ২১.২৮সেকেন্ড নিয়ে বিশ্বরেকর্ড গড়েন।

দ্রুতগতিসম্পন্ন গাড়িঃ


SSC Ultimate Aero TT বর্তমানের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন গাড়ি। এটা ঘন্টায় ৪১৩ কিলোমিটার গতি উঠিয়ে বিশ্বরেকর্ডের পাতায় নাম লিখায়।

দ্রুতগতির মোটরবাইকঃ


Suzuku Hayabusa GSX1300R নামের বাইকটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন বাইক। যা ঘন্টায় ৩৩৪ কিলোমিটার গতি উঠিয়ে বিশ্বরেকর্ড করেছিল।

দ্রুতগতিসম্পন্ন উড়োজাহাজঃ

বানিজ্যিক উড়োজাহাজের মধ্যে সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন উড়োজাহাজ হল বোয়িং ৭৪৭। এই উড়োজাহাজের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ১০৯৩ কিলোমিটার।

দ্রুতগতিসম্পন্ন হেলিকপ্টারঃ

Westland ZB500 নামের হেলিকপ্টারটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন হেলিকপ্টার যা ঘন্টায় ২৪৯.১ মাইল বা ৪০০.৮ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম।

দ্রুতগতিসম্পন্ন রেলগাড়িঃ

ফ্রান্সের Train a Grande Vitesse নামের রেলগাড়িটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন রেলগাড়ি। ঘন্টায় ৫৭৪.৮ কিলোমিটার গতি উঠিয়ে বিশ্বরেকর্ড করেছিল।

দ্রুতগতিসম্পন্ন যুদ্ধ ট্যাংকঃ

S 2000 Peacekeeper নামের ট্যাংকটি ঘন্টায় ৮২.২৩ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। এটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ট্যাংক।

ভূমির দ্রুতগতিসম্পন্ন প্রানীঃ

ভূমির মধ্যে চিতাবাঘ সবচেয়ে দ্রুতগামী প্রানী। এটি ঘন্টায় ১২০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। চিতাবাঘ শিকার করার সময় প্রথম ৩ সেকেন্ডে ঘন্টায় ০ ( শূন্য ) কিলোমিটার থেকে ১১০ কিলোমিটার গতি উঠাতে পারে।

দ্রুতগতিসম্পন্ন পাখিঃ

প্যারেগ্রাইন ফ্যালকন নামের বাজপাখিটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন পাখি। যা ঘন্টায় ৩২২ কিলোমিটার অতিক্রম করতে সক্ষম।

জলজ দ্রুতগতিসম্পন্ন প্রানীঃ

সেইল মাছ পৃথিবীর সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন জলজ প্রানী। এই মাছের সর্বোচ্চ গতি ঘন্টায় ১১০ কিলোমিটার

দ্রুতগতিসম্পন্ন গ্রহঃ


সৌরজগতের মধ্যে সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন গ্রহ হচ্ছে মার্কারী। এই গ্রহটি সেকন্ডে ৪৭.৩৬ কিলোমিটার বা ২৯.৪২ মাইল সূর্য্যের চারপাশে নিজ অক্ষে ভ্রমন করে।

একদিনের ক্রিকেটে দ্রুততম অর্ধশত রানঃ

শ্রীলংকান ব্যাটসম্যান সানাথ জয়সুরিয়া ১৯৯৬ সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৭ বল মোকাবিলা করে বিশ্বের দ্রুততম হাফ সেঞ্চুরী করেন।

টেস্ট ক্রিকেটে দ্রুততম অর্ধশত রানঃ


টেস্ট ক্রিকেটের ইতিহাসে জ্যাক ক্যালিস সবচেয়ে দ্রুত অর্ধশত রান করেন। জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ২৪ বল মোকাবিলা করে ৫টি ছয় এবং ৩টি চারের সাহায্য অর্ধশতরান করেন।

একদিনের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরীঃ

পাকিস্তানী ব্যাটসম্যান শহীদ আফ্রিদী বিশ্বের দ্রুততম সেঞ্চুরী করেন। ১৯৯৬ সালে শ্রীলংকার বিপক্ষে মাত্র ৩৭ বল মোকাবিলা করে তিনি শতরান পূরন করেন।

টেস্টে দ্রুততম সেঞ্চুরীঃ

ভিভিয়ান রিচার্ড ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে এন্টিগুয়া স্টেডিয়ামে মাত্র ৫৬ বল মোকাবিলা করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরী করেন।

বলিংয়ে দ্রতগতির বিশ্বরেকর্ডঃ


ক্রিকেটের বলিং ইতিহাসে শোহেব আখতারের চেয়ে বেশী গতি এখন পর্যন্ত কেউ উঠাতে পারে নি। এজন্য অবশ্য শোহেব আখতারতে গতির রাজাও বলা হয়ে থাকে। তিনি ইংলান্ডের বিপক্ষে ২০০৩ সালে ঘন্টায় ১৬১ কিলোমিটার গতি উঠিয়ে একদিনের ক্রিকেট ম্যাচে বিশ্বকে চমকে দেন। অবশ্য টেস্টে ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ কিলোমিটার গতিতে বল করে বিশ্বরেকর্ড করেন।

ওয়ানডে এবং টেস্টে দ্রুততম ৫০০ উইকেট শিকারঃ

মুত্তিয়া মুরালিধরন টেস্ট ক্রিকেটে মাত্র ৮৭ ম্যাচ খেলে ৫০০ উইকেট শিকার করেন এবং মাত্র ৩২৪ টি ম্যাচ খেলে ওয়ানডে ক্রিকেটে ৫০০ উইকেট শিকার করেন।

সকলকে ধন্যবাদ................................................

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তথ্যবহুল টিউন। আগে এর কোন কিচ্ছুই জানতাম না। শেয়ার করার জন্য হাসিব ভাইকে অনেক ধন্যবাদ।

পুরাই জটিল টিউন।
ধন্যবাদ হাসিব ভাই। 😀

    মিয়া আর কয়েকটা টিউন কইরা টপটেন-এ উঠে আস…………………. জলদি টিউন করো……………..

ভাইয়া তথ্যের মধ্যে একটি জিনিষ উল্লেখ করেননি
যাইহোক আমি উল্লেখ করে দেই
<<<<<<<< দ্রুততম ২০০ টিউনের মালিক হাসিব ভাইয়া >>>>>>>>>>>>

SSC Ultimate Aero TT বর্তমানের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন গাড়ি। এটা ঘন্টায় ৪১৩ কিলোমিটার গতি উঠিয়ে বিশ্বরেকর্ডের পাতায় নাম লিখায়

এইডা দেইখা তো … [মূমুর্ষ]

মচতকার পোস্ট 🙂

খুব সুন্দর টিউন। এমন নতুন নতুন আপডেট চাই।

ভালো লাগলো ভাইয়া। শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

পুরা পাঙ্খা টিউন… ভালো লাগলো হাসিব ভাই… 😀

ভালো লাগলো। ধন্যবাদ।

পাকিস্তানের ওয়াসিম আকরাম শোহেব আখতর। পাকিস্তানী ব্যাটসম্যান শহীদ আফ্রিদী আমার প্রিয় খেলোয়ার।

ধন্যবাদ হাসিব ভাই

হাসিব.. আবার জ্বলে উঠলে নাকি.. 😉

    মেহেদী ভাই চেষ্টা করছি ভাল টিউন করার, জানিনা কতটা পারছি কোয়ালিটি মেনটেইন করতে……….

চরম z z z… টিউন হাসিব ভাই…
একসাথে পাইয়া খুব খুশি। প্রিয়তে নিলাম।
ধন্যবাদ ব্রাদার…

Level 0

জটিল একটা তথ্যবহুল টিউন, বেশ ভাল লাগল, আজ সানাথ জয়সূরিয়ার শেষ ম্যাচ, কে কে দেখবেন ?? আমিতো আমার সকল কাজ ফেলে আজ সন্ধ্যা ৬ টা থেকে বসে পড়ব।

বিশ্বের সবচেয়ে দ্রুততম (টপ) টিউনার-

হাসিব

উনি টেকটিউনস এ সবচেয়ে বেশি টিউনের মাধ্যমে টপটিউনার হয়ে বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন। এর আগে "টিনটিন" নামক একজন টিউনার টপে ছিলেন 😉

    সাইফুল টিনটিন ভাইয়ের টিউনগুলো পড়ে দেখ একেবারে ফাটাফাটি………… টেকটিউনসের একজন বেষ্ট টিউনার হল এই সোহান মানে টিনটিন ভাই।

আবারো হাসিব ভাইএর টিউন পেয়ে ভাল লাগলো।
ভাই একটা রেকর্ড কিন্তু উল্লেখ করেন নাই …… টেকটিউনসে দ্রুততম সময়ে ২০০ টিউন এর রেকর্ডটি কার?

Level 0

অনেক সুন্দর হয়েছে।এরকম টিউন টিটি আশা করে।

আপনার নাম দেন নাই কেন ভাই? আপনিও তো অনেক গতি সম্মত টপটিউনার (টেকটিউনস)

চমৎকার টিউন পুরাই জটিল, ধন্যবাদ!

Level 0

আমার জানা মতে সবচেয়ে দ্রুগতির সাতারু হলেন মাইকেল ফেল্পস।

অনেক সুন্দর টিউন।

Level New

A++ সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর টিউন।

ধন্যবাদ , জটিল………..

এই পোস্ট দেখে নিজে দ্রুততম কিছু হওয়ার ইচ্ছা হইতেছে।বাট হমুটা কি? 🙄

ধন্যবাদ শেয়ারের জন্য। 😀

অসাধারণ টিউন ! মারাত্তক হইছে, প্রিয়তে নিলাম, আর নির্বাচিত করলাম এটাকে !

জোসস টিউন।

একটা তথ্য ভুল আছে।ওয়ানডেতেও দ্রুতত্ম ৫০০ উইকেটের মালিক মুরালি। এত তথ্য শেয়ার করার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।

    তথ্যটি আপডেট করা হয়েছে। ধন্যবাদ…………..

Level 0

ভাই বিমানের মধ্যে কনকর্ড তো জানতাম শব্দের থেকেও দ্রুত চলে।

Level 0

ভালা হইছে……ভালা হইছে……। আর পুরাই দ্রুতগতিতে নির্বাচিতটিউন ।

Level 0

chorom ekta tune hoisa.Onek kisui jan tam na ekhon janlam

Level New

কিছু বলার অপেক্ষা রাখে না , তবে আমার জানা মতে যুবরাজ সিং ১৩ বলে হাফ সেঞ্চুরি করেন ইংল্যন্ড এর বিপেক্ষ

    @শুভ: যুবরাজ সিং ১২ বলে টি ২০ ম্যাচে হাফ সেঞ্চুরি করেন

অসাধারণ তথ্যবহুল টিউন! ধন্যবাদ হাসিব…

Level 2

সরাসরি প্রিয়তে !!

অসাধারণ টিউন ধন্যবাদ আপনাকে

Level 0

Many Many Thanks

জটিল একটা টিউন করছেন। অনেক ভাল লাগলো। ক্যারি অন বস……………

Onek kisu janlam. Thanks.

খুব ভাল হয়েছে ভাই । দ্রুত তম কমেন্ট কারি হতে পারলাম না ।

Khub sondur hoyeche Hasib vai. Apnader moto quality somponno Tunerder Tuner asay thaki sobsomoy..!!

চরম টিউন হাসিব ভাই…..
দ্রুততম বিমান Concorde(কনকর্ড)……গতি: 2172 kmph/1350 mph….বর্তমানে বন্ধ…

মোটরবাইক আর গাড়িটা কি এক ঘন্টার জন্য ধার দেয়া যাবে? 😛
হাসিব ভাই ব্যাক ইন অ্যাকশন 😉

সুন্দর !

Level 0

দ্রুততম বিশ্বরেকর্ড সমূহ…………… nice tune .I go to ahead fastest tech-tunes tuner

Level 0

moja pelam tnk u…………….

ভাই অনেক কিছূ জানলাম.ধন্যবাদ

অনেক ধন্যবাদ এমন তথ্যবহুল টিউনের জন্য

oo

অনেক ধন্যবাদ ভাই সুন্দর টুইন্টির জন্য

Level 0

2cellent hoyeche………

Level 0

ভাল হয়েছে ….চালিয়ে যান।

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…

অনেক সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ।

free graphics template ডাউনলোড করতে এই সাইটে ভিজিট করুন: https://www.graphicstemplate.com/