রোহোস মিনিড্রাইভ:এক অসাধারণ ইউসবি সিকিউরিটি সিস্টেম

প্রিয় টেকটিউনস বন্ধুরা কেমন আছেন আপনারা? আমরা আমাদের ইউসবি ডিভাউসের ডেটা অনেক কারণে বিশেষ ভাবে সংরক্ষণ করতে চাই। এর জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি। আজকে আমি এরকম একটি সফটওয়্যার নিয়ে কথা বলব যার মাধ্যমে আপনি আপনার ইউসবি ডিভাইসের ডেটা সম্পূর্ণ আলাদা পার্টিশনে সংরক্ষণ করতে পারবেন এবং কারোর সাধ্য নেই তা বের করা। ইউসবি ডিভাইস হারিয়ে গেলেও কোন সমস্যা নেই।

বেশি কথা না বলে রোহোস নামের এই সফটওয়্যারটি প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন। এরপর এটি ইন্সটল করুন। ইন্সটল হয়ে গেলে একটি ডায়ালগ বক্স আসবে। এরপর আপনার ইউসবি ডিভাইসটি আপনার পিসির সাথে কানেক্ট করুন। ডায়ালগ বক্সে Set up USB key নামের অপশনে ক্লিক করুন।

186.jpg

এরপর আরেকটি ডায়ালগ বক্স আসবে। যেখানে Change নামে দুটি অপশন রয়েছে, নিচের Change অপশনটিতে ক্লিক করুন।

264.jpg

Disk letter-এ ক্লিক করে নতুন যে ডিস্ক মাই কম্পিউটারে তৈরি হবে তার নাম ঠিক করি। Disk size-এ কতটুকু অংশ আমরা মূল ইউসবি ডিভাইস থেকে সরিয়ে নতুন ডিস্কে রাখব তা নির্ধারণ করতে হবে। যেমন-কোন ব্যক্তির পেন ড্রাইভ 2 Gb, আর ঐ ব্যক্তি যদি চায় সে 1Gb আলাদা তার প্রয়োজনীয় ডেটা নতুন ডিস্কে রাখবে তাহলে সে Disk size 1000 মেগাবাইট লিখবে, এখানে সবসময় মেগাবাইটের হিসেবে লিখতে হয়।

349.jpg

সব কাজ হয়ে গেলে ok দিতে হবে। এরপর পাসওয়ার্ড চাইবে এবং পাসওয়ার্ড কনফার্ম করতে হবে। এরপর Create Disk দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, আর দেখুন মজা।

436.jpg

534.jpg

আপনার মাই কম্পিউটারে একটি নতুন ডিস্ক তৈরি হয়েছে।

m1.jpg

এবার আপনি আপনার ইউসবি ডিভাইসে ঢুকে দেখুন Rohos mini নামে একটি অপশন রয়েছে।

n.jpg

এটি ডাবল ক্লিক করুন এবং পূর্বের পাসওয়ার্ড প্রদান করুন। কী লগারের হাত থেকে বাচার জন্য পাসওয়ার্ডের পাশে অন স্ক্রীন কী-বোর্ডের অপশন রয়েছে সেখান থেকেও পাসওয়ার্ড প্রদান করে ok দিন।

630.jpg

এরপর দেখুন আপনার টাস্ক বারে ক্লকের পাশে রোহোসের একটি আইকন এসেছে।

t.jpg

এবার আপনার যা সংরক্ষণের প্রয়োজন অর্থাৎ যা ডাইড করে রাখতে চান তা নতুন যে ডিস্ক তৈরি হয়েছে যেখানে কপি-পেস্ট করুন। এবার আপনার এই ডেটা কখনই ইউসবি ড্রাইভে পাবে না। এবার টাস্ক বারে যে আইকনটি ছিল তা রান করে Disconnect অপশন থেকে Disconnect করে দিন, এবার নতুন তৈরি সেই ডিস্ক ও চলে যাবে।

727.jpg

আপনার সেই ডেটা কেউ আর খুঁজেও পাবে না। আবার connect অপশন দিলে পাসওয়ার্ড চাইবে, তখন পাসওয়ার্ড দিয়ে connect করলে আবার ডিস্ক শো করবে।

822.jpg

এরপর কেউই আপনার এই ডেটা দেখতে পারবে না আর আপনি যেকোন কম্পিউটারে তা দেখতে পারবেন। আপনি প্রয়োজন মত আপনার পাসওয়ার্ড পরিবর্তন ও করতে পারবেন। দেখলেন কাজটি কত সহজ অথচ কত নিরাপদ। এর মাধ্যমে আপনার যেকোন জরুরী ডেটা সংরক্ষণ করতে পারেন খুব সহজে।

Level 0

আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবেই সুন্দর জিনিস।ধন্যবাদ শেয়ার করার জন্য।

জটিল বস! এটারই তো দরকার ছিল। ধন্যবাদ

ইয়াসিন আরাফাত ভাই ভাল একটি সফট নিয়ে টিউন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদিও আগে এটা নিয়ে একবার টিউন হইছে(https://www.techtunes.io/how-to/tune-id/22708/) তবে আপনারটা আরো বেশী বিস্তারিত ভাবে উপস্থাপিত হইছে।
এখন আমার জানা দরকার,এটা কি pro version কারন ফ্রিতে দুই জি,বির উপরে কাজ হয়না।

মাই কম্পিউটারে ইউ এস বি এর যে স্পেস ব্যাবহার করবো তা কি ইউএসবি থেকে মাইনাস হয়ে যাবে? অথ্যাৎ ১এম বি বা যে স্পেস ব্যবহার করা হোক না কেন।

Level 0

ধন্যবাদ
অনেকদিন পর
এখন কি আর টিউন করতে ভাল লাগেনা??

    কেন LuckyFM ভাই আপনারা টিউন না করলে আমরা পাব কোথায় থেকে।

    ভাই সাহায্য করেন দয়া করে,আমি আমার পিসিতে একটা সফট ইন্সটল করার পর ৪০ জিবির হার্ডডিস্ক প্রায় ৩৯ জিবি দেখায় কিন্তু এটার আগে ২০ জিবির কাছাকাছি দেখাইত এখন আমি এই বেপারে কি করতে পারি।আমি সফটটা রিমোভ করে দিয়েছি তার পরও একই অবস্থা।

    LuckyFM ভাই তা না আসলে সারা দিন কলেজ আর স্যারদের বাসায় যাওয়ার পর আর টিউন করতে ইচ্ছা করে না।

Re Arafat naki re? Ki mone kore 😉

    আপনাদের কথা অনেক মনে পড়ে তাই টিউন করলাম। সামনে আরো ভালো টিউন করার চেষ্টা করব।

132 টা টিউন করলেন অথচ টপ টিউনারের ঘরে আপনার নাম নেই !!! কি অবাক করা বিষয় !!!!

খুবই সুন্দর জিনিস।ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাল টিউন, ধন্যবাদ আপনাকে।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

আরাফাত ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে । অনেকদিন ধরে এইরকম একটা Solid জিনিস খুঁজতেছিলাম ।

Level 0

ধন্যবাদ আপনাকে ভাল টিউন।

সফটওয়্যারটি কাজের।লেখাটি http://cae.com.bd নামক সাইটে অনেক আগে প্রকাশ হয়েছে।ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 2

ইয়াসিন আরাফাত ভাই ভাল একটি সফট নিয়ে টিউন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আরও ভাল কিছু পাব বলে আশা রাখি।

এই ধরনের কিছু চমৎকার টিউন এর জন্যই টেকটিউনস এ আসি।
অভিনন্দন আপনাকে টিউনটি নির্বাচিত হওয়ায়।

Level 0

ভাই এই সফট টা কি প্রতিবার আলাদা আলাদা ভাবে অন্ন কিম্পউটার এ সেটাপ দিতে হবে ?

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

আরাফাত ভাই আইছে নাকি !! ভাই কত দিন পর ??? জ়টিলস টিউন !!

Bhai Ai prothom amar mone hoy apni nije akta tune korlen ::Baki guli sob onnoder tune>Thanks<

http://www.rafsanchowdhury.blogspot.com

VisiT nOw

    রফসন ভাইয়া আমাকে এই প্রথম কেউ বলল যে আমি টিউন কপি করি এই ধরণের বাজে কথা বলে টেকটিউনসের পরিবেশ নষ্ট না করলেই ভালো আর একটি কথা ভীজিট নাউ এই ধরণের লিঙ্ক না দেওয়াই ভালো।

ইহা বড়ই জটিল ……………….

THANK U

Level 2

আসলেই জটিল জিনিস

Level 3

অনেক উপকারি টিউন কিন্ত ইমেজ মিসিং! কেন???