নিচে আলোচিত ৩০টি প্রয়োজনীয় টুলস দ্বারা আপনি জানতে পারবেন কিভাবে ওয়েব পেজ তৈরী করতে হয়, এর জন্য কি কি টুলস লাগবে, কোথায় সেগুলো পাবেন,কিভাবে আপলোড করতে হয়,ম্যানেজ করার টুলস,জনপ্রিয়তার মাপকাঠি এবং সার্চ ইন্জিনে কিভাবে নিবন্ধন করতে হয় ইত্যাদি।যারা ওয়েব পেজ নিয়ে কাজ করতে চান তাদের এটি কাজে আসবে আশা করি।
ড্রিমওয়িভার-ওয়েব সাইট প্যাকেজ তৈরী করার জন্য খুবই জনপ্রিয়।
হটস্ক্রিপ্ট – আপনার সাইটকে আকর্ষনীয় করার জন্য উম্মক্ত স্ক্রিপ্ট। (মুক্ত)
এইচটিএমএল কীট -ওয়েব পেজ কোডিং করার টুলস।
অটোরিপ্লেস-একাধিক ওয়েব পেজের টেক্সসমুহ সহজেই বদল করার জন্য। (মুক্ত)
ন্যামো ওয়েব এডিটর- ওয়েব সাইট তৈরী করার টুলস।
নোটপ্যাড++- নোটপ্যাড থেকে অধিকতর উন্নত সংস্করন। (মুক্ত)
সেরিফ ওয়েবপ্লাস-ওয়েব পেজ তৈরী করার সফটওয়্যার।
অ্যাডোবে ফটোশপ-জনপ্রিয় ইমেজ এডিটিং সফটওয়্যার।
কুলটেক্স-অনলাইন লোগো গ্রাফিকস তৈরী করার জন্য। (মুক্ত)
ইরফানভিউ- ইমেজ এডিটিং সফটওয়্যার। (মুক্ত)
পিক্সি-যেকোন রংয়ের এইচটিএমএল মান জানার জন্য।(মুক্ত)
সেরিফ ড্রপ্লাস-গ্রাফিকস এডিটিং সফটওয়্যার।
কনট্রিবিউট-সহজেই সাইট এবং ব্লগ হালনাগাদ করার জন্য।
কফিকাপফ্রিএফটিপি-ওয়েব সাইট আপলোড এবং ব্যবস্হাপনা (মুক্ত)
ইমেল চেক-স্প্যামাররা আপনার ওয়েব সাইট ইমেল এড্রেস দেখতে পায কি না তা যাচাই করা (মুক্ত)
ফায়ারফক্স ওয়েব ডেভেলপার এক্টেনশন-ওয়েব সাইট প্রকাশনা বা তৈরী (মুক্ত)
ফাইলজিলা-ওয়েব সাইট ফাইলস আপলোড এবং ব্যবস্হাপনা (মুক্ত)
লিংক পপুলারিটি-আপনার ওয়েব সাইট সার্চ ইন্জিনের নিকট কতটা জনপ্রিয় তা যাচাই করার জন্য।(মুক্ত)
অ্যালেক্সা টুলবার-অ্যালেক্সা সাইট তথ্যের জন্য(মুক্ত)
লিংক্স ব্রাউজার-টেক্স ব্রাউজারে আপনার কেমন দেখাবে তা যাচাই করে দেখা(মুক্ত)
ডব্লিউথ্রিসি ভ্যালিদেটর-আপনার পেজের কোডিংয়ের মান যাচাই করা(মুক্ত)
ফ্লাশ প্রো(প্রিমিয়ার ফ্লাশ তৈরী করার সফটওয়্যার
সুইস ম্যাক্স-ফ্লাশ ফাইল তৈরী করার টুলস।
এফোরডেক্স-কাঠামো(টেম্পলেট) ব্যবহার করে সহজেই ফ্লাশ সাইট তৈরী করা।
ডিভআইও-ডিজিটাল ক্যামেরা থেকে ভিডিও এভিআই তে নেওয়া।(মুক্ত)
কুলমুভস-সহজেই ফ্লাশ এনিমেশন তৈরী করা।
টারবাইন এনকোডার- সচল চিত্র(ভিডিও) কে স্টিমিং ফ্লাশে পরিবর্তন করা (মুক্ত)
এমএসএন সাইটসার্চ-আপনার সাইটে সার্চ সবিধা যোগ করতে।(মুক্ত)
পিএইচপিবিবি-পিএইচপি-ভিত্তিক ফোরাম তৈরী করার জন্য।(মুক্ত)
এক্সপিএফ মিউজিক প্লেয়ার-সাইটে এমপিফ্রি ফাইল চালানো।(মুক্ত)
আমি diganto। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Network & Voice Engineer,Malaysia MCSA,CCNA,SCJP
ড্রিমওয়েভার নিজেই দারুন একটি সি.এস.এস এডিটর। আমার মতে ড্রিম ওয়েভার জানা থাকলে অন্য এডিটরের প্রয়োজন নাই।
ওয়াও দারুন একটা লিস্ট বানিয়েছেন। আপনাকে ধন্যবাদ।