আপনার বিস্তৃত অনলাইন জীবনকে ম্যানেজ করার জন্য ডিগসবাই নিয়ে অনেক আগেই লিখেছি। এই অনলাইন জীবন এর একটি গুরুত্বপূর্ন সাবজেক্ট হল পাসওয়ার্ড ম্যানেজমেন্ট। এই সাবজেক্টে কিন্তু ফেল মারলে শেষ! কতজন যে এই কারনে কত রকমের সমস্যায় ভূগেছে তার কোন ইয়াত্তা নাই। আমরা সবাই ভিন্ন ভিন্ন সাইটে আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করে থাকি।
তাই ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটাই অস্বাভাবিক রকমের ভয়ংকর হয়ে উঠতে পারে একটুখানি অসতর্কতার কারনে। তাই রিস্ক না নেয়া টা ই বুদ্ধিমানের কাজ হবে।
আমরা অনেকেই অনলাইন পাসওয়ার্ড ম্যানেজমেন্ট "পাসপ্যাক" এর সাথে পরিচিত। পাসপ্যাক তাদের ডেস্কটপ ভার্সন রিলিজ করেছে। ডেস্কটপের এই ভার্সন আরও অধুনিক করে তৈরী করা হয়েছে। এই ডেস্কটপ ভার্সনে আপনার পাসওয়ার্ড গুলো কে ম্যানেজ করার পর পর অটোমেটিক্যালি তা তাদের অনলাইন সার্ভিসের সাথে সিন্ক্রোনাইজ করে নেয়।
যার ফলে আপনাকে কষ্ট করে পাসপ্যাকে আর অ্যাকাউন্ট করার ঝামেলা পোহাতে হবে না। আর যতবার আপনি আপনার পাসপ্যাকের কনটেন্ট আপলোড করবেন ততবার তা অটোমেটিক্যালি সিন্ক্রোনাইজ করে নেবে।
অফিসিয়াল সাইট @ Passpack
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
ফ্রি ভাবে আপনি ১০০ পাসওয়ার্ড রাখতে পারবেন। তার মানে পুরা ফ্রি না। আমি KeePass ব্যাবহার করি অনেক দিন থেকে। আর আমার ওয়েবে ৫০০ এর উপর সাইট আছে আমার পাসওয়ার্ড লাগে।
যারা মনে করেন ১০০ সাইট ঠিক আছে তাদের জন্য ভাল।
দারুন একটি এপলিক্যাশনের কথা জানালেন। আমার সত্যিই অনেক কাজে দিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।