যদি Google কোনদিন ৩০ মিনিট বন্ধ থাকে তবে কী হবে, ভেবে দেখেছেন কি আগে?

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রযুক্তি প্রেমীদের সার্বক্ষণিক নির্ভরতা Google এর ৩০ মিনিট নিষ্ক্রিয়তায় বাস্তব জীবনে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে আমার আজকের টিউন।

আমরা সবাই গুগলের উপর কম বেশি নির্ভর করি। কারণ কম্পিউটারের ব্রাউজার যখন আমরা ওপেন করি তখন প্রথমেই আমরা সার্চ শুরু করি গুগল দিয়ে। কখনও কি ভেবেছেন যদি এই গুগল কোনদিন ৩০ মিনিট বন্ধ রাখা হয় তাহলে আমাদের বাস্তব জীবনে এর কী প্রভাব পড়বে? এই বিষয়ে বলার আগে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করার লোভ সামলাতে পারছি না। আর সেটা হলো, ২০১৩ সালের আগস্টে একবার ২-৩ মিনিটের জন্য গুগল বন্ধ হয়ে গিয়েছিলো। বিস্ময়কর তথ্য হলো শুধু এই ২-৩ মিনিটের মধ্যেই সমগ্র ইন্টারনেট ট্রাফিক ৪০% কমে গিয়েছিলো। এরকম একটা ঘটনা ২০০৯ সালের মে মাসেও ঘটেছিলো। এবার ভাবুন এই ২০১৬ কিংবা এর পরবর্তী কোন সময়ে গুগল যদি অন্তত ৩০ মিনিট বন্ধ থাকে তাহলে কী হবে? আজকের টিউনটি একটি প্রযুক্তি নির্ভর টিউন হলেও এটাকে আংশিক টেক-হিউমার হিসাবে পড়ার জন্য সকলকে অনুরোধ করছি। কারণ আমার একটা টেক-হিউমার লেখার খুব শখ ছিলো। এই টিউনের মাধ্যমে সেই শখ সামান্য পূরণ করতে চাচ্ছি। তবে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কী হবে যদি গুগল ৩০ মিনিট বন্ধ থাকে?

প্রথমে কেউ বিশ্বাসই করতে পারবে না!

প্রথমে কেউ বিশ্বাসই করতে পারবে না যে গুগল কাজ করছে না। ফলে প্রথম কয়েক মিনিট সবাই নিজেদের ইন্টারনেট কানেকশন চেক করতে ব্যস্ত হয়ে পড়বে। কেউ কেউ তাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কল দিবে সমস্যার কথা জানিয়ে। আবার কেউ কেউ তাদের কম্পিউটারের হার্ডওয়্যার ত্রুটি নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিবে। ভাবুনতো আপনিই কি সহজে বিশ্বাস করতে পারবেন এই ঘটনা?

যখন বিশ্বাস হবে তখন যা হবে

কিছু কিছু মানুষ তখন বুঝতে পারবে গুগল বন্ধ হয়ে গেছে। আবার কিছু মানুষ তখন বিশ্বাস ও অবিশ্বাসের মাঝে অবস্থান করবে। তারা মরিয়া হয়ে গুগলের হোম পেইজ রিলোড দিতে থাকবে কখন এটা কাজ করবে। কারণ যখন কোন জিনিস থাকে না তখনই তার প্রয়োজনীয়তা বেশি অনুভব করে মানুষ। আর যখন তারা বুঝতে পারবে যেগুগল বন্ধ তখন তারা যে কাজগুলো করবে-

  • সারা পৃথিবীর মানুষ গুগল সার্ভার এররের স্ক্রিনশট শেয়ার করতে ব্যস্ত হয়ে পড়বে। যেমন- Error 500!

  • ফেইসবুক নিউজ ফিডে একটা ঝড় উঠে যাবে গুগলের বন্ধ হওয়া নিয়ে। বাংলাদেশের যতো ইস্যু আছে, যেমন জঙ্গিবাদ, ভারতীয় হাতি, ধর্ষণ, দুর্নীতি সবকিছুই গুগলের নিচে হারিয়ে যাবে।
  • মানুষজন বিকল্প সার্চ ইঞ্জিন খুঁজা শুরু করবে। কিন্তু খুঁজবে কী দিয়ে? কারণ অধিকাংশ মানুষই তো জানে না গুগল ছাড়া আরও সার্চ ইঞ্জিন আছে। নিজে একবার ভাবুন তো আপনি কয়টা সার্চ ইঞ্জিন চিনেন?

  • মাইক্রোসফট Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনগুলোতে ট্রাফিক উপচে পড়বে। কারণ আসল ঘটনা জানতে এগুলোর উপরই তখন শেষ ভরসা।
  • DuckDuckGo (একটা সার্চ ইঞ্জিন, যেটা কখনও ট্র্যাক করে না) এর মতো সার্চ ইঞ্জিনগুলো নিজেদের প্রচারণায় ব্যস্ত হয়ে পড়বে। কিছু মানুষ মনে করবে গুগল বন্ধ হয়ে ভালোই হয়েছে, আপাততো মানুষকে এখন আর ট্র্যাক করা হবে না।

  • অনেকগুলো ইন্টারনেট অ্যাপ্লিকেশন যেগুলো গুগল সার্ভিস ব্যবহার করে চলে সেগুলো কাজ করা বন্ধ করে দিবে। আর শুধুমাত্র জিমেইল বন্ধ থাকার কারণেই পুরো বিশ্বের ট্রেড এন্ড কমার্সে ধ্বস নামবে।

  • শুধু গুগল নয়, বিশ্বের যে কোম্পানিগুলো গুগল নির্ভর তাদের অধিকাংশের ব্যাপক ব্যবসায়ী ক্ষতি হয়ে যাবে।
  • যারা গুগল ম্যাপ ব্যবহার করেন করেন তারা পথের মাঝখানে রাস্তা হারিয়ে ফেলতে পারেন।

  • ইউটিউব প্রেমীরা মুখ গোমড়া করে বসে থাকবেন এবং গুগলের প্রতিদ্বন্দ্বীরা এ সময় আনন্দের গান গাইতে থাকবে। কেউ কেউ বিভিন্ন ট্রল বানাতে ব্যস্ত হয়ে যাবে।

  • কিন্তু এতো কিছুর পরেও চাইনাতে কোন সমস্যা হবে না। বলুন তো কারণটা কী?

যখন গুগল আবার স্বরূপে ফিরে আসবে তখন যা হবে

গুগল যখন সব সমস্যা সমাধান করে ফিরে আসবে তখন প্রথমেই তারা এই সমস্যা বিশ্লেষণ করে একটা প্রেস ব্রিফিং দিবে। বিশ্বের প্রযুক্তি প্রেমীরা এর বিভিন্ন ধরনের কারণ উদঘাটনের চেষ্টা করবে। সত্য মিথ্যা না জেনেই তারা বিভিন্ন টিউমেন্ট করবে। সেই সাথে কিছু হ্যাকার যারা পরিচিতি পাওয়ার জন্য গল্প ছড়াতে থাকবে যে এই ঘটনার পেছনে তাদের হাত রয়েছে। বাংলাদেশি হ্যাকার গ্রুপও এই কৃতিত্বের দাবি করতে পারে। অবাক হওয়ার কিছু নেই। এছাড়াও যা হতে পারে-

  • টিউনার সানিম মাহবীর ফাহাদ টেকটিউনসে একটা মেগাটিউন করতে পারে, কীভাবে প্রযুক্তির দুনিয়া গুগলের উপর নির্ভরশীল।
  • মিডিয়াগুলো চুলচেরা বিশ্লেষণ শুরু করবে গুগলের এমন পতনে পুরো বিশ্বের কী নাজেহাল অবস্থা হয়েছিলো এই নিয়ে। কেন এটা হয়েছে, আবারও হবে কিনা, এই ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক হয়েছে কিনা। ওভার সেন্সেটিভ দেশগুলো এবং ব্যক্তিদের রাতের ঘুম হারাম হয়ে যাবে তথ্য ফাঁসের দুঃচিন্তায়।
  • অনেক মানুষই গুগলের বিকল্প নিয়ে ঘাটাঘাটি শুরু করবে। সবগুলো গুগল সার্ভিসের বিকল্প ব্যবস্থা তারা করে রাখবে। কথায় আছে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়।
  • অনেক বিখ্যাত টেকনোলজি ব্লগগুলো থেকে আর্টিকেল বের হবে, “Google went down for 30 minutes. You won’t believe what happened next.” কিংবা “10 things to do when Google goes down the next time”. আর আমার মতো কিছু টিউনার সেইগুলো নিজের মতো করে অনুবাদ করে টেকটিউনসে টিউন করবে।

যদিও এটা একটা টেক-হিউমার তবে এসব কিছুই ঘটতে পারে অদূর ভবিষ্যতে। সুতরাং সবকিছুর একটা অল্টারনেটিভ ওয়ে খোলা রাখতে হবে। কারণ যেকোনো কিছুর উপর পুরোপুরি নির্ভর করাটা বোকামি। আমরা জানি গুগলের বিকল্প কিছু নেই। কিন্তু আমরা বিপদের মূহুর্তে তো গুগল ছাড়া অন্য কিছুও ভাবতে পারি। যাহোক, আশা করি মজা পেয়েছেন। আর মজা পেয়ে থাকলে টিউনের নিচে লাইক বাটন (নির্বাচিত টিউন মনোনয়ন) চাপতে ভুলবেন না যেন।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

-

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 157 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মানুষজন বিকল্প সার্চ ইঞ্জিন খুঁজা শুরু করবে। কিন্তু খুঁজবে কী দিয়ে? কারণ অধিকাংশ মানুষই তো জানে না গুগল ছাড়া আরও সার্চ ইঞ্জিন আছে 😛

দারুন লাগলো কথাটা 🙄 সত্যিই তো গুগল ছাড়া কয়জনের প্রয়োজন পড়ে অন্য সার্চ ইঞ্জিনের? প্রিয়তে রেখে দিলাম প্রিয় টিউনটিকে :mrgreen:

I wonder what’s better. Google? Yahoo or Bing? Wait… I’ll Google it. লাইনটা পড়ে খুব হাসলাম। 😀
যাইহোক, ধন্যবাদ টিউনটির জন্য।

আসাধারন বুদ্ধিদীপ্ত টিউন।

৩য় বিশ্বযুদ্ধে ফেসবুক, গুগল সব শেষ হয়ে যাবে। আর তখন কি ঘটতে পারে, বিশেষত প্রযুক্তি নিয়ে, সেই জন্যই আপনাকে কয়েকবার ফেসবুকে, জাফর ইকবাল স্যারের ক্রেনিয়াল বইটা পড়তে বলেছিলাম।

    আসলে বর্তমানে কিছু কারণে আমি জাফ্রিকবালকে খুব ঘৃণা করি। এ কারণেই তার কোন বই আপাততো পড়ছি না। যদি পড়ি তাহলে এটা অবশ্যই পড়বো।

আমি স্পিচলেস। আপনার পূর্ণ ক্রেডিটসহ আমার সাইটে কপি করলে মাইন্ড করবেন? এই পোস্টের লিংকসহ ফুল ক্রেডিট দিব।

প্রিয়তে নিলাম। এডমিনদের উচিৎ এটাকে নির্বাচিত করা।

দারুন একটা ভিন্নধর্মী টিউন করেছেন ফাহাদ ভাই। 🙂 এই ধরনের টিউন সচরাচর টিটিতে চোখে পড়ে না। নির্বাচিত মনোনয়ন করে দিলাম। 🙂

গুগল ছড়া ইন্টারনেট! ভাবাই যায় না 🙁

ব্যক্তিগত তথ্যতে স্পাইগিরি করার কারনে আমার জানা মতে গুগল, জিমেইল চীনসহ বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ!!! এতে কি সেইসব দেশ তথ্য প্রযুক্তিতে পিছিয়ে আছে তা আমার মনে হচ্ছে না বরং সেইসব দেশ অন্য সার্চ ইন্জিন ব্যবহার করার মাধ্যমে ইনফরমেশন খোজার এক ভিন্ন এক্সপেরিয়েন্স অর্জন করছে। আসলে আমরা যখন কোন কিছুতে নির্ভরশীল হয়ে পরি তখন সেটি ছাড়া আর কিছু কল্পনা করতে পারি না। আপনাকে ধন্যবাদ একটি ব্যতিক্রমী বিষয়ে টিউন করার জন্য।

    দারুণ কথা বলেছেন। আসলে আমরা যেকোন কিছু ছাড়া চলতে পারবো যদি সেটার বিকল্প ভাবার মানষিকতা থাকে। ধন্যবাদ সুন্দর টিউমেন্টের জন্য।

অ্যান্ড্রয়েডের কথা তো বলতেই ভুলেই গেছেন দেখি। গুগলের কিছু হলে প্লে স্টোর ডেভেলপার আর ইউজাররা পথে বসবে। পুরো ওএস সিস্টেম ক্র্যাশ করতে পারে। অতএব,
গুগল মামার কিছু হলে,
জ্বলবে আগুন ঘরে ঘরে! :p
চমৎকার টিউন। 🙂

চমৎকার, আপনার গত পোস্ট আর এই পোস্টের মাঝে মণে হয়না কোন ভাল পোস্ট হয়েছে।

    আমি সব সময় চেষ্টা করি ব্যতিক্রমী কিছু করার। উৎসাহের পালে হাওয়া দেওয়ার জন্য ধন্যবাদ 🙂

অনেকদিন পর কোনো একটা ভালো টিউন পড়লাম… ভালো লিখেছেন …

তথ্যবহুল টিউন, অসাধারণ

তথ্যবহুল টিউন,অসাধার

তথ্যবহুল টিউন চালিয়ে যান

অনেক সুন্দর একটা টিউন করছেন। যদি কখন ৩০মিনিট গুগুল বন্ধ থাকে তাহলে দেখছি এলাহি কাণ্ড ঘটে যাবে।

একবার ভেবে দেখেছেন, যারা সারাদিন-সারারাত ক্ল্যাশ অফ ক্ল্যান নিয়ে ব্যস্ত থাকে, তাদের কি হবে??
ধন্যবাদ এইরকম ব্যতিক্রমধর্মী একটা পোষ্টের জন্য, আশা করছি ভবিষ্যতেও এমন কিছু পাবো……..

একবার ভেবে দেখেছেন, যারা সারাদিন-সারারাত ক্ল্যাশ অফ ক্ল্যান নিয়ে ব্যস্ত থাকে, তাদের কি হবে??
ধন্যবাদ এইরকম ব্যতিক্রমধর্মী একটা পোষ্টের জন্য, আশা করছি ভবিষ্যতেও এমন কিছু পাবো……..

ভালো থাকবেন।

Nice tune vi..

Level New

I always use google.com to check my connection is ok or not.

অসাধারন খুব সুন্দর হয়েছে এরকম টিইন আরো চাই।

সবচেয়ে সহজ কাজ বাংলাদেশীদের জন্য “https://www.techtunes.io/” লিঙ্কটা চেস্টা করা। কারন এখানেই পাওয়া যাবে সমাধান। @সানিম মাহবীর ফাহাদ আছে না? 😉

ইন্টারনেট ৩০ মিনিট বন্ধ থাকার অভিজ্ঞতাতো অাছেই…..মাঝে মাঝে সেই তিক্ত স্বাদও অাজকাল মিঠা লাগতে শুরু করেছে অামার কাছে :mrgreen:
কিন্তু গুগল যদি গায়েব হয়ে যায়, তবে অফিসের ফাঁকিবাজ পাবলিকদেরও খানিক ফুরসত মিলবে……৩০ মিনিটের বিলম্ব পরবর্তী ৩০ মিনিটের অলস অালাপের খোরাক হয়ে দাঁড়াবে……
অ্যাড এজেন্সিগুলো নতুন এই ঘটনাকে একটা অাইডিয়া বানিয়ে দুর্দান্ত কিছু অ্যাড বানাবে……
বাংলা ব্লগের সার্ভারগুলোর স্পেস কারণে-অকারণে বেদখল হতে থাকবে…..
অার টিটিপাড়ায় অাজে বাজে টিউন উধাও হয়ে গবেষণাধর্মী টিউন হতে থাকবে……

হিউমারাস টিউনের জন্য ধইন্যা 😉

    দারুন বলেছেন, ফাঁকিবাজদের যে একটা সুযোগ আসতে পারে এটা মাথায় আসেনি। বরাবরের মতো গবেষণাধর্মী টিউমেন্টের জন্য এক বস্তা ধইন্যা 🙂

আপনার পোস্টে টিউমেন্ট করার জন্যে ৬মাস লগিন করলাম 🙂 খুব সুন্দর হয়েছে ভাইয়া..

    শুনে সত্যিই আনন্দিত হলাম, ধন্যবাদ 🙂

      Level 2

      Need your help. Which processor will good from below.
      1. Intel Core i3 3.1 Ghz 2nd Generation 6MB cache.
      2. Intel dual core 3.30 Ghz 6th Gen 3MB cache.

        দুইটা থেকে আপনি দুই ধরনের সুবিধা পাবেন। যদিও আপাত দৃষ্টিতে এইগুলো বুঝা যায় না। তবে আমার মনে হয় নাম্বার ওয়ানটা বেটার। কারণ ক্যাশ বেশি থাকলে ডাটা প্রসেসিং ভালো হয়। আবার জেনারেশন ওয়াইস স্পিড, ব্যাটারী লাইফ, স্থায়িত্ব, গ্রাফিক্স প্রসেসিং এগুলোর উন্নতি করা হয়। বিশদ ঘাটাঘাটি করতে হবে আপনার নিজের। সামান্য সাহায্য পেতে আমার নিচের টিউনটি একটু দেখতে পারেন।

        https://www.techtunes.io/how-to/tune-id/381673

        https://www.techtunes.io/tech-talk/tune-id/408470

আপনার তথ্যবহুল টিউনসমূহ নিয়ে নিউজ করতে চাইলে কোন বাধ্য-বাধকতা আছে কিনা? থাকলেও সেগুলা কি? দয়া করে জানাবেন…

ধন্যবাদ

একদম ঠিক। গুগল নাই মানে দুনিয়া নাই :p

Level 0

Superb vaiya

Your tune = Best tune! [Believe it or not]

অস্থির ভাই, জোস..!! ”টিউনার সানিম মাহবীর ফাহাদ টেকটিউনসে একটা মেগাটিউন করতে পারে” এই জাগয়া টা আরও চরম লাগছে …..!!!!

নিজের বুদ্ধিমত্বাকে অসাধারন ভাবে প্রকাশ করেছেন। ধন্যবাদ ভাইয়া।

৩০ মিনিট নয় মাত্র ৩০ সেকেন্ডের জন্য গুগল বন্ধ হলেও সারা বিশ্বে ৩০ কোটিরও বেশী মানুষ অস্থির হয়ে যাবে, তখন কৌতুহল বশত খোজ নেয়া শুরু হবে বন্ধু মহলে, ইয়াহু বিং এ সুযোগে বেশ কিছু ট্রাফিক পাবে, যদিও ৩০ সেকেন্ড পর আবার ব্রাউজ করলে পাওয়া যেত, কিন্তু এর মাঝে তোলপাড়ের অন্ত থাকতো না পুরো বিশ্বের আইটি ফ্যামিলিতে ।
সৌজন্যে- news24bangladesh.com

গুগল বন্ধ হয়ে গেলে বা হারিয়ে গেলে যতটা কষ্ট পাব, তার চাইতে বেশী কষ্ট পাব আমার প্রিয় টিউনারদের ও টিউমেন্টারদের না পেলে।অসাধারন লেখা ও অসাধারন কমেন্টসের জন্য আমার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অনেক ধন্যবাধ ও শুভেছ্ছা।

এই অবস্থা হলে ফেসবুক এবং টুইটাররের সার্ভার ডাউন হয়ে যাবে একই সময়ে মাত্রাতিরিক্ত স্ক্রিনশট এবং পোস্ট আপলোড এর জন্য ।

চমৎকার ছিলো 🙂

আপনার মতো গুনী ব্যক্তীত্ব আমাদের সঙ্গে থাকা মানে জীবনে অসম্ভব কিছু পাওয়া, চালিয়ে যান ভাই সানিম মাহবীর ফাহাদ, ইনশায়াল্লাহ্ আমরাও আপনার সাথে আছি।আপনার দী্র্ঘায়ূ কামনা করছি, ধন্যবাদ।

এমন আগে কখনও চিন্তা করিনি

Tumment na koira thakte parlam na….!!! Oto shundor kore lekhesen j tar proshonsha na kore aar thakte parlam na.. dhonnobad bhai..

tnx but my web plz visit all http://armanbd.net

tnx by http://armanbd.com best misic download site bd

আর যাই হোক না কেন, ট্রেন্সলেশন কিন্তু ভালোই হয়েছে….
প্রুফ= https://www.quora.com/What-would-happen-if-Google-were-to-shut-down-for-30-minutes

    আপনার কি মনে হয় শুধু ট্রান্সলেট করলে টিউনটি এই ফরমেটে দাড়াতো? তাছাড়া কিছু লিখতে গেলে তো অনলাইন রিসার্চ লাগবেই। টেক এভরিথিং পজিটিভ 🙂

জোস টিউন 🙂

অনেকদিন পর আবার টেকটিউন্স এ হাসলাম…ধন্যবাদ ভাউ

দীর্ঘদিন পরে টেকটিউন্সে এসে ভালো কিছু পেলাম 🙂
দারুণ মজাদার টিউন 🙂

ভাই আমার ফেসবুক ছাড়া চলবে কিন্তু আমি গুগোল মুমুরে চাই।

ভাই অনেক দিন পর আবারও টেকটিউস এ লগিন করলাম শুধু আপনার পোষ্ট এ কমেন্ট করার জন্য। আপনার পোষ্ট মানেই ত হিট। আসলে এখন আর আগের মত ভাল টিউন পাই না। তায় টেকটিউস ও ভিজিট করা কমে গেছে। ধন্যবাদ ভাই এই রকম পোষ্ট করার জন্য।আশা করি এখন থেকে রেগুলার আপনার পোষ্ট পাব।