সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যেকোনো ওয়েব সাইটকে ফুল ফাংশনাল অ্যান্ড্রোয়েড অ্যাপ্লিকেশনে রূপান্তরের সুপার হট টিপস নিয়ে আমার আজকের টিউন।
আজ দিনের শুরুটাই হয়েছে কেমন মেঘলা আবহাওয়া দিয়ে। খানিক পরপর বৃষ্টির আবহ দিনটাকে কেমন ঘরমুখো করে ফেলেছে। ভার্সিটির হল এ শুয়ে শুয়ে এমন দিনে রবীন্দ্র সংগীত শুনছিলাম, “আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে; জানি নে, জানি নে; কিছুতেই কেন যে মন লাগে না। এই চঞ্চল সজল পবন-বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায়, মন চায় ঐ বলাকার পথখানি নিতে চিনে”। সত্যিকার অর্থেই মনটা কেমন উদ্ভ্রান্ত হয়ে যাচ্ছিলো। হঠাৎ মনে হলো, টেকটিউনস কমিউনিটির সাথে অনেকদিন কোন যোগাযোগ নেই। এরকম বাদলা দিনে হয়ে যাক একটা টিউন। যেই ভাবা সেই কাজ, বসে গেলাম টিউন লিখতে। কয়েক মিনিটের ব্যবধানে টিউনটি দাড়িয়ে গেলো। জানিনা টিউনটি স্ট্যান্ডার্ড কিনা, তবে টেকটিউনস কমিউনিটি লেখাটা পড়বে এটা আমার সব সময়ের বিশ্বাস। বহুদিন পরে টিউন লিখতে বসে পটভূমি নিয়ে অনেক কথায় বলে ফেললাম। এবার টিউনের মূল আলোচনায় আসি।
অ্যান্ড্রোয়েড ফোনগুলোর ব্যাটারি চার্জ খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। দেখা যায় যারা একটু অতিরিক্ত ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাদের ফোনের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়। এর পেছনে কারণ হলো ওয়েব অ্যাপ্লিকেশনগুলোর অধিকাংশই ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করে। ফলে আপনি সেই অ্যাপ্লিকেশন চালান কিংবা না চালান সে আপনার ফোনে রান করবেই এবং ব্যাটারি এবং র্যাম এর বারোটা বাজাবে। ফেসবুক, টুইটার, মেসেঞ্জার সহ অন্যান্য অ্যাপগুলোর কথা একবার ভেবে দেখুন সেগুলোর আশাকরি।
আজ আমরা এমন একটা অ্যান্ড্রোয়েড অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করবো যেটা যেকোনো ওয়েব সাইটকে একটা ফুল ফাংশনাল অ্যান্ড্রোয়েড অ্যাপ (ভার্চুয়াল) হিসাবে কনভার্ট করে দিবে। পুরোপুরি বুঝতে পারছেন না? তাহলে চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক। তার আগে অ্যাপ্লিকেশনটির নামটা জেনে নেওয়া যাক। বিশেষ অ্যাপটির নাম Hermit (নির্জন বাসী ব্যক্তি)। কাজের সাথে এর নামের কী মিল সেটা অবশ্য বুঝতে পারিনি।
সত্যিকার অর্থে হারমিট হলো একটি আধুনিক ওয়েব ব্রাউজার। আমি মনে হয় বছর খানেক আগে একটি টিউনে দেখিয়েছিলাম, গুগল ক্রোম ব্যবহার করে পিসিতে কীভাবে যেকোনো ওয়েব সাইটকে একটি ওয়েব অ্যাপ্লিকেশন হিসাবে ব্যবহার করা যায়। হারমিট সফটওয়্যারটি ঠিক একই ভাবে কাজ করে। তবে গুগল ক্রোম এর সাথে এর প্রধান পার্থক্য হলো এটি ওয়েব পেইজকে একটি স্বতন্ত্র অ্যাপ্লিকেশন হিসাবে ব্যবহারের সুযোগ দেয়। যেখানে গুগল ক্রোম ওয়েব পেইজকে একটি ট্যাব হিসাবে ব্যবহার করতে দেয়।
আপনি যখন হারমিট ব্যবহার করবেন তখন এটা আপনার কাঙ্ক্ষিত ওয়েব পেইজকে একটি ওয়েব অ্যাপ্লিকেশনে কনভার্ট করে দিবে যা আইকন হিসাবে আপনার ফোনের হোম স্ক্রিনে থাকবে এবং যেকোনো সময় সেটাকে ট্যাপ করে আসল অ্যাপ্লিকেশনের মতো স্বতন্ত্রভাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু যখন ব্যবহার করবেন না তখন এটা ব্যাকগ্রাউন্ডে প্লে হবে না। ফলে আপনার ব্যাটারি এবং র্যাম এর উপর বাড়তি কোন চাপ পড়বে না।
অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা খুবই সহজ। আমি না দেখিয়ে দিলেও আপনারা হয়তো পারতেন। তবুও নতুনদের জন্য আমি বিস্তারিত বলছি। তবে তার আগে এই অসাধারণ অ্যাপ্লিকেশনটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। এটা একটা ফ্রি ভার্সন, এর প্রিমিয়াম ভার্সনটা আমি অনেক খুঁজেও বের করতে পারলাম না। যা আছে সেগুলো আসলে কাজ করে না। যাহোক, দুধের স্বাদ আপাততো ঘুলে মিটিয়ে নিন।
আশা করছি কোন প্রকার ঝামেলা ছাড়ায় অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। তবে এর জন্য বাড়তি কিছু রিকোয়ারমেন্ট আছে। অ্যান্ড্রোয়েড ৫.০ ললিপপ এবং এর পরবর্তী ভার্সনগুলো ছাড়া এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে না। আমার একটা ৪.৪ কিটক্যাট ফোনে এটা ভালো কাজ করেনি। সুতরাং ললিপপের চেয়ে আগের ভার্সনগুলোতে ব্যবহারের ক্ষেত্রে নিজ দায়িত্বে ব্যবহার করবেন। এছাড়া কেউ অ্যাপ্লিকেশনটির প্রিমিয়াম ভার্সন পেয়ে থাকলে শেয়ার করতে ভুলবেন না।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
রবীন্দ্রনাথ নাকি বৃষ্টি কে যে আপনাকে টিউন করতে উৎসাহিত করল বুঝতে পারলাম না। তবে বহুদিন পরে আপনার ফেইসবুক পেইজে নতুন টিউনের লিঙ্কটা আমাকে টেকটিউনস ভিজিট করতে উৎসাহিত করেছে আজ। জানি খুবই ব্যস্ত থাকেন, তবুও শত ব্যস্ততার মাঝে এমন চমৎকার টিউনের জন্য অনেক ধন্যবাদ। টিউনটি প্রিয়তে রেখে দিলাম, ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে।