আশাকরি

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

প্রিয় ভাই বোন,

সময় এবং সুযোগ থাকায় আবার এলাম আপনাদের মাঝে ব্রাউজার এর খুটিনাটি নিয়ে। জনপ্রিয় ওপেন-সোর্স ব্রাউজার মোজিলা ফায়ারফক্স সাধারণ অবস্থাতেই অতুলনীয়। এর সাথে বিনামূল্যে প্রাপ্ত কিছু অ্যাড-অন যোগ করে একে আরো উন্নত ও বিভিন্ন কাজের উপযোগী করে গড়ে তোলা যায়।

ফায়ারফক্স এর অভ্যন্তরে খুঁজে দেখলে এমন অনেক সুবিধা পাওয়া সম্ভব যা একে আরো দ্রুতগতিসম্পন্ন, আকর্ষণীয় ও সুবিধাজনক করে তুলবে। নিচে এমন কিছু সুবিধা তুলে ধরা হল.

১) পৃষ্ঠা দেখার জন্য অধিক স্থানঃ

ফায়ারফক্স এর আইকনসমূহকে(হোম, রিফ্রেশ ইত্যাদি) ক্ষুদ্রতর করলে ওয়েব পেজ দেখবার জন্যে অধিক জায়গা পাওয়া যায়। এ জন্যে ভিউ মেনু থেকে টুলবার সাবমেনুতে যান। এরপর কাস্টোমাইজ অপশনে ক্লিক করে “Use small icons” এর পাশের চেকবক্সে টিকচিহ্ন দিয়ে Ok করুন।

২) কীবোর্ড শর্টকাটঃ

ফায়ারফক্স এর কিছু কীবোর্ড শর্টকাট ব্যবহারের মাধ্যমে আপনার ব্রাউজিংকে অনেক গতিশীল এবং সাচ্ছ্যন্দময় করে তোলা সম্ভব। এখানে কিছু জনপ্রিয় কী-বোর্ড শর্টকাট এবং এদের কাজ উল্লেখ করা হলঃ

  • Spacebar (পৃষ্ঠার নিচে গমন) (page down)
  • Shift-Spacebar (পৃষ্ঠার উপরে গমন) (page up)
  • Ctrl+F (খোঁজা) (find)
  • Alt-N (পরবর্তী মিল খোঁজা) (find next)
  • Ctrl+D (পৃষ্ঠা চিহ্নিত করা) (bookmark)
  • Ctrl+T (নতুন ট্যাব খোলা) (new tab)
  • Ctrl+K (সন্ধান বাক্সে গমন) (go to search box)
  • Ctrl+L (অ্যাড্রেস বারে গমন) (go to address bar)
  • Ctrl+= (লেখার আকার বড় করা) (increase text size)
  • Ctrl+- (লেখার আকার ছোট করা) (decrease text size)
  • Ctrl-W (ট্যাব বন্ধ করা) (close tab)
  • F5 (রিলোড) (reload)
  • Alt-Home (হোম পেইজে গমন) (go to home page)

৩) অ্যাড্রেসবারে স্বয়ংক্রিয়ভাবে ডোমেইন নাম পূরণঃ

এটি আরেকটি কী-বোর্ড শর্টকাট। এটি সার্বিকভাবে তেমন পরিচিত নয় কিন্তু খুবই কার্যকরী। প্রথমে আপনার অ্যাড্রেস বারে যেকোন সাইটের মাঝের অংশটি টাইপ করুন(“www” এবং ”.com” বাদ দিয়ে)। এবার Ctrl চেপে ধরে রেখে enter চাপুন। দেখবেন যে “www” এবং “.com” স্বয়ংক্রিয় ভাবে বসে গিয়েছে এবং পেজ লোড শুরু হয়েছে! :thumb: একইভাবে “.net” ডোমেইনের ঠিকানার ক্ষেত্রে Shift+enter এবং “.org” ডোমেইনের ঠিকানার ক্ষেত্রে Ctrl+Shift+Enter চাপতে হবে।
(এই ট্রিকটি ফায়ারফক্স ছাড়াও অন্যান্য ব্রাউজারের ক্ষেত্রেও প্রযোজ্য)

৪) ট্যাব পরিবর্তনঃ

ট্যাব পরিবর্তনে মাউস দিয়ে সিলেক্ট করার বিকল্প হিসাবে কিছু কী-বোর্ড শর্টকাট ব্যবহার করা যায়। শর্টকাটগুলো হলঃ

  • Ctrl+Tab (পরবর্তী ট্যাবে গমন) (rotate forward among tabs)
  • Ctrl+Shft+Tab (পূর্ববর্তী ট্যাবে গমন) (rotate to the previous tab)
  • Ctrl+1-9 (একটি অংকের সাহায্যে নির্দিষ্ট ট্যাবে গমন) (choose a number to jump to a specific tab)

৫) দ্রুততর ফায়ারফক্সঃ

আপনি যদি ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করেন তাহলে পাইপলাইনিং এর সাহায্যে পেজ লোড টাইম কমিয়ে আনা সম্ভব। এর সাহায্যে ফায়ারফক্স-এ একই সাথে একাধিক উপাদান(ছবি, শব্দ ইত্যাদি) লোড করা যায়। ব্রডব্যান্ড কানেকশনের জন্য এভাবে পাইলাইনিং সেটিং ঠিক করে নিনঃ

  • অ্যাড্রেস বারে about:config টাইপ করুন এবং এন্টার চাপুন।
  • ফিল্টার বক্সে “network.http” টাইপ করুন, এবং নিচের সেটিংসমূহ পরিবর্তন করুন(কোন সেটিং পরিবর্তনের জন্য সেটিতে ডাবল ক্লিক করুন).
  • ”network.http.pipelining” এর সেটিং দিন “true”
  • network.http.proxy.pipelining” এর সেটিং দিন “true”
  • ”network.http.pipelining.maxrequest” এ ডাবল ক্লিক করে “30” সেট করুন (ব্যবহারকারী নিজ সুবিধামত ও ইন্টারনেট সংযোগের গতি অনুযায়ী এই মান বাড়িয়ে/কমিয়ে নিতে পারেন)
  • সেইসাথে, যেকোন স্থানে রাইট ক্লিক করে New- > Integer.Name নির্বাচন করুন। এর নাম দিন “nglayout.initialpaint.delay” এবং এর ভ্যালু সেট করুন “0” এই ভ্যালু হচ্ছে যতটুকু সময় পর্যন্ত ব্রাউজার প্রাপ্ত কোন তথ্য প্রদর্শনের জন্য অপেক্ষা করে।

৬) বুকমার্কে কী-ওয়ার্ড সংযোজনঃ

বুকমার্কের সাথে কী-ওয়ার্ড সংযোজনের মাধ্যমে অধিক দ্রুততার সাথে বুকমার্ককৃত সাইটসমূহ পরিদর্শন করা সম্ভব। যেকোন বুকমার্কে রাইট ক্লিক করে প্রোপারটিজ –এ ক্লিক করুন। এরপর কী-ওয়ার্ড বক্সে একটি ছোট কী-ওয়ার্ড বসিয়ে সংরক্ষণ করুন। এখন অ্যাড্রেস বারে ওই কী-ওয়ার্ডটি টাইপ করে এন্টার চাপলেই বুকমার্ককৃত সাইটটি প্রদর্শিত হবে।

৮) অ্যাবাউট.কনফিগ(about.config):

এটি অভিজ্ঞ ব্যবহারকারীদের জন্য অত্যন্ত শক্তিশালী একটি টুল। পর্যাপ্ত অভিজ্ঞতা ব্যতীত এই টুল ব্যবহার করা উচিৎ নয়, কারণ এই টুলের ভুল ব্যবহার আপনার নেট সংযোগ ও ব্রাউজারের ক্ষতি করতে পারে। ফায়ারফক্স এর অ্যাড্রেস বারে “about:config” টাইপ করে এন্টার চাপলে এবাউট.কনফিগ স্ক্রিনটি প্রদর্শিত হবে।

ভাল লাগলে আশা করি টিউমেন্ট করবেন। আল্লাহ হাফেজ

note : ফ্রী প্রোগ্রামিং কোড পেতে চাইলে আমার প্রোগ্রামিং ওয়েবসাইট এ ক্লিক করুন http://simantoromel.ucoz.com

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার ক রার জন্য ধন্যবাদ। কিছু নতুন জিনিস জানলাম।

আমার ও ভাল লাগলো যানাতে পেরে।

এত দিন ফায়ারফক্স ব্যবহার করি কিন্তু এখনো দেখি কিছুই জানি না। ধন্যবাদ ট্রিক্স গুলো শেয়ার করার জন্য।

    দোয়া করবেন আমার জন্য । সামনে আরো মজার টিপস নিয়ে হাজির হব

khub valo khub valo…..keep going man….well done

    ভাই,আপ্নারা আছেন বলেই আমি আছি । দোয়া করবেন আমার জন্য।

আসলেই ফায়ার ফক্স নিয়ে জানার আরো অনেক কিছু বাকি আছে,
ধন্যবাদ টিপস গুলু শেয়ার করার জন্য।

ভাই চালিয়ে যান। আগে কারো জানা থাকতে পারে ভেবে সময় নষ্ট করবেন না। আপনার টিউন আপনি করে যান কারো না কারো উপকারে লাগবেই। ধন্যবাদ

    দোয়া করবেন ভাই আমার জন্য। আর সামনে আরো মজার টিপস দিব। এখন সময় পাচ্ছিনা। Thesis করার কারনে।

বুক্ মার্ক কাজে লেগেছে

facebook এ facicon এবং facebook plus যদি status এক সাথে use করি তাহলে ফেসিকন দেখতে সমস্যা করে, কেউ সমাধান দিতে পারেন??

সুন্দর হয়েছে।

অনেক ধন্যবাদ রোমেল সুন্দর টিউনস এর জন্য।

রোমেল ভাই এত সুন্দ করে কিভাবে লিখলেন? ধন্যবাদ অনেক ভাল হয়েছে।

http://cardgame007.blogspot.com/

    হহাহাঃহাঃহাঃহঃহাঃহা । আপনারা আছেন বলেই এত সুন্দর লিখা হয়ে যায়। ধন্যবাদ কামরুল ভাই।

আয় হায়! এটা কিরাম কথা গো। FireFox তো অনেক ভালো ব্রাউজার, প্রথম দর্শনেই আমি তার প্রেমে পড়েছি যে। আর নির্বাচিত যখন হইয়েই গেছে তখন FireFox এর আরো হাজার রকমের সুবিধা থেকে আরো কয়েকটা আরেকটু বিস্তারিত বললে এই ফাজিলের জন্য অনেক উপকার হত যে। আপনার শরীর এখন কেমন লাগছে গো। ধন্যবাদ।( “আপনি খুব দ্রুত গতির মন্তব্য প্রদান করছেন। ধীরে বৎস ধীরে” এর মানে কি)

    মাখনের মত কথা শুনে খুব ই মজা পাইলাম গো। আই হারতন no. আন্নের মত কতা কইতে। ধন্যবাদ মাখন। যদিও আমার কাছে পরাটা আছে। (মাইন্ড এ লইয়েন না,মজা নিলাম 🙂 )

আমি মজা করতে বেশি ভালোবাসি। আপনি এমন কি বলেছেন যে আমি মাইন্ড করব সেটাই বুঝলাম না। হা হা হা।

    ধন্যবাদ ভাই। এই জন্যই আপনাকে বেশি ভাল লাগছে। 🙂 TT ছেড়ে যাবেন না।

    আরে ভাই আমি আজই আসলাম TT পরিবারের সদস্য হিসেবে(এক বছর ধরে আমি এর মেহমান)। এখনই চলে যাবার কথা আসছে কেন।

    সবাই তো আসে আর যায়।। তাই বললাম।

খুব ভাল হইসে টিউন টা। ধন্যবাদ রোমেল ভাই 🙂

ধন্যবাদ রোমেল ভাই

মজিলা আমারও প্রিয় ব্রাউজার। মজিলা নিয়ে আমার টিউন দেখুন এখানে
https://www.techtunes.io/internet/tune-id/28108/

আমি জটিল একটি সমস্যার মধ্যে আছি ফায়ারফক্স নিয়ে আপনারা এখানে তো অনেক ফায়ারফক্স এক্সপার্টরা আছেন- একটু হেল্প দিলে উপকৃত হতাম। আমি odesk.com এর মাধ্যমে ফ্রীল্যান্স করি কিন্তু আমি ফায়ারফক্স এবং গুগোল ক্রম ব্যাবহার করে ইনবক্স এর কোন মেসেজ দেখতে পারছি না। অপেরা এবং ইন্টারনেট এক্সপ্লোলার ব্যবহার করলে কোন সমস্যা হচ্ছে না।

    আপনি Firefox Setup 4.0 Beta 4 ব্যাবহার করেন । তাহলে সমস্যা হবার কথা না।

    রোমেল ভাই, আপনার পরামর্শ মত Firefox Setup 4.0 Beta 4 দ্বারা ইনবক্স চেক করলাম কিন্তু কাজ তো হয় না। এর আগে তো ৩.৬.১২ ভারসনের মাধ্যমে মেইল করতে পারতাম হঠাত করেই একদিন এই সমস্যা দেখাদিল। ইউন্ডোজ ও রিইন্সটল করে দেখেছি কিন্তু একই অবস্থা- ইনবক্স পুরাফাকা দেখায় এবং ওডেক্সে কিছুক্ষন পরপর Loding…….এর মাধ্যমে যে আপডেটটা হত সেটাও হয় না।

    তাহলে আপনি সিস্টেম রিস্টোর করেন।

Thank U.

অনেক সুন্দর ১ টা টিউন করেছেন রোমেল ভাইয়া।

অনেক গুলো এড-ওনস 4 beta 4 এর জননো available না।

    4 beta 4 সব support করে না।। তাই এই ভার্সন ব্যাবহার না করাই ভাল। new version হলেই সেটি ভাল হয় না। ধন্যবাদ।

Level 0

এত সুন্দর একটা টিউনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

Level 0

খু—-ব সুন্দর হেয়েছে ।

রোমেল ভাই নতুন জয়েন্ট করলাম টেটির ধন্যবাদ বিভাগে। অনেক তথ্যবহুল টিউন করেছেন, এক কথায় অসাধারন, চালিয়ে যান, আরো সুন্দর টিউনের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ ।

রোমেল ভাই ফায়ারফক্সে ইমেজ অফ করে ব্রাউজ করব কিভাবে।

খুব ভালো লাগলো।

🙂
আমি আমার ফায়ার ফক্স আপন করে নিয়েছি… এবার আপনার পালা… আসুন ফায়ারফক্সকে আপন করে নিয়ে ব্রাউজ করি!!

🙂
ধন্যবাদ রোমেল ভাই…

Thank you very much for your tune.

Level 0

সুন্দর…

সুন্দর জিনিস তো কাজে লাগবে।

দারুন। ভালো লাগলো।