আপনি Android ইউজার? একদিন এই টিউনই হয়ত আপনি খুঁজবেন!!

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামুয়ালাইকুম।
গ্রীষ্মের প্রচণ্ড গরমে হয়ত ভাল থেকেও স্বস্তিতে নেই, স্বস্তিতে থাকার কথাও না ! তবুও আমি  লিখতে বসলাম।

মোবাইল Operating System হিসাবে Android এর প্রতিদ্বন্দ্বী নেই। তাই আজ Android ফোন Root, Unroot, Flash, Stock Room Install, Frameware Update করা দেখাব আমি। আমার এ সম্পর্কে জানার জ্ঞান খুবই সীমিত, তাই টিউনে ভুল থাকবেই, আশা করি এটা তেমন একটা আমলে নিবেন না।

ছবি - Shutter Stock

Android একটা ফোন (Samsung-GT-s5282) কিনার পর যখন দেখলাম আজেবাজে এই সেই application দিয়ে ফোন ভর্তি, যা ফোনকে স্লো করে রাখে, আর  Always RAM এর ৮০%-৮৫% Use হয়ে পড়ে থাকে, তখনই মূলত ফোনটা ROOT করে ওইসব ও-প্রয়োজনী Application রিমুভ করার জন্যই আমি আমার ফোনটা ROOT করি। ROOT করার পর ও-প্রয়োজনী Application  রিমুভ করায় কি হল জানি না, তবে ভাল একটা ফল পেলাম RAM useing আর ব্যাটারি'র স্থায়িত্ব এর ক্ষেত্রে। ও-প্রয়োজনীয় সেই সব Application যেহেতু ব্যবহার হচ্ছে না, তাই RAM free থাকে, Always Use হয় ৪০%-৫০% ! কিন্তু জানেন, সেই সুখ বেশী টিকল না, কি করলাম? আরও বেশী লাভের আশায় বড় সাইজ দেখে কয়েকটা System File ও Delete করে দিলাম :O অতি লোভে তাঁতি নষ্ট, তাই যা হওয়ার তাই হল। ফোনটা সেই যে অফ হল, অন তো হয় না :(:cry:

তার পরের গল্পটা আরও কষ্টের, দয়াল বাবা Google এ মাথা বেঁধে লেগে গেলাম, কিন্তু এই সমস্যার সহজ সমাধান নেই। যা আছে, সেটা হল এই- নতুন করে Stock Room Install দিতে হবে। মানে ফোন ফ্ল্যাশ... :(কিন্তু আমার কাছে তো Frameware নেই :O ভাল মানের Fremeware Download এর সাইট ও পাচ্ছিলাম না, পরে টেকটিউনসে টিউন করে ভাল একটা লিঙ্ক পেলাম। আর দয়াল বাবার সার্চক্রীত রেজাল্ট দেখে দেখে ভাল একটা সাইট এর অনুকরণে Odin নামক একটা সফটওয়্যারের সাহায্যে Stock Room re-Install করে সেই যাত্রায় রক্ষা পেলাম 😀 কিন্তু যাত্রার অনবদ্য অভিজ্ঞতা নিজের মাথায় ভাল করে পুরে নিলাম। আর সেটাই আজ সুন্দর ভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ! জানি না কতটুকু সুন্দরভাবে লিখতে পারব, তার পরও চেষ্টা করলাম... তাতে তো দুষ নাই? কি বলেন? 😀

ডিভাইস ROOT করা :

আপনার ফোন কি ভাবে ROOT করবেন, সেটা নিয়ে একবার টেকটিউনসে একবার সার্চ দিন। আশা করি এত রেজাল্ট পাবেন, সেখান থেকে ভাল ভাবেই আপনার ফোনটি ROOT করতে পারবেন, কিন্তু এর পরও আমার খুঁজে পাওয়া ROOT করার সিস্টেমটা Share করছি-

প্রথমে Impector নামের software টি Dawnload করে নিন --->> https://cydia.saurik.com/api/latest/2  [Direct Download]

এইবার মন দিয়ে পড়ুন। প্রথমে আপনার ফোনের Driver টা PC তে Install দিন। যদি Driver খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে টিউমেন্টে বলবেন, আমি চেষ্টা করব ভাল Download Link দিতে। Driver Install দেয়ার পর ফোনটি Data Cable এর সাহায্যে PC তে Connect করুন। নিচের ছবির মত উইন্ডো আসবে-

এবার আপনি RAR ফাইল থেকে নিচের ছবির মত Impector নামক Softwere টি Run করুন, এবং "Start" এ ক্লিক করুন।

সব কিছু টিকটাক থাকলে নিচের ছবির মত উইন্ডোতে কিছু  Installing Command দেখবেন-

সব শেষে আবার প্রথম লেখাটা আসবে, তার মানে আপনার ফোনটি এখন ROOT করা ! 😀 কি বিশ্বাস হল না?
আপনার ফোনটি Successful ভাবে ROOT হয়েছে কি না, এ জন্য নিচের APK টা install করে Chack করে নিন।
APK Link--->> http://www13.zippyshare.com/d/83719607/69535/Root%20Checker%20Pro.apk   [Direct Download]

শেষ হয়ে গেল ROOT করার কাজ, এখন চাইলে ভাল মানের একটা Uninstaller দিয়ে ও-প্রয়োজনী Application রিমুভ করে নিতে পারেন। ও ভাল কথা, রিমুভ করার আগে Backup রাখতে ভুলবেন না... তা না হলে আমার মত ভুগতে হবে। Backup রাখা ও Uninstall এর জন্য নিচের লিঙ্ক থেকে APK টা নামিয়ে নিতে পারেন, আমি এটাই Use করি।
APK Link--->> http://www38.zippyshare.com/d/18701808/17549/Root%20Uninstaller%20Pro%20v.4.0.apk   [Direct Download]

শেষ হল ROOT এর সাতকাহন ! 😀

Unroot, Flash, Stock Room Install, Frameware Update করা :

আমার মতে Unroot, Flash,Stock Room Install, Frameware Update সবই এক সুতায় বাঁধা। আপনি টিউনটা পড়ছেন, So আপনি টেকটিউনসের Membar না হউন, অন্তত Visitor তো ? So আপনি কেন এর যেকোন একটা কাজের জন্য মোবাইল সার্ভিসিং সেন্টারে যাবেন ??? চেষ্টা করুন, আপনি ও পারবেন। আমি পারব না বলে বসে থাকলে সত্যিই আপনি পারবেন না, আপনাকে চেষ্টা করতে হবে। আর টেকটিউনস শিখার জায়গা, এখানে শিখতে আসলে আপনি ফিরত যাবেন, এটা টিটির কেও মানবে না। টিটির সাম্প্রতিক একটা জরিপে দেখেছিলাম দিনের শুরুতে বেশির ভাগ মানুষ ফেসবুক Chack করে, Than টেকটিউনস 😀 আমার মনে হয় যারা টেকটিউনস কে মনের মত ভালবাসেন, যারা প্রযুক্তি-কে ভালবাসেন, তারা আগে টিটি Chack না করে শান্তি পান না 😀 anyway, কাজের কথায় আসি। Unroot, Flash, Stock Room Install, Frameware Update এর যেকোন একটি করতে নিচের ধাপগুলু অনুসরন করুন, আশা করি নিরাশ হয়ে ফিরবেন না 😀 🙂

কি কি প্রয়োজন হবে ?

  •   ফোনের Driver,
  •   Odin নামক Software
  •   আর আপনার ফোনের Stock Room বা Frameware

প্রথমে Odin Download করে নিন -->> http://samsung-updates.com/Odin307.zip   [Direct Download]

এবার আপনার ফোনের নাম model লিখে দয়াল বাবা Google এ সার্চ দিয়ে Frameware টা নামিয়ে নিন। অথবা আপনার ফোনের নাম মডেল লিখে টিউমেন্ট করুন, আমি আপনার Device এর Frameware এর লিঙ্ক দেয়ার Try করব।

কাজ শুরু করে দেই, কি বলেন ? খুব সাবধান, কাজে উল্টাপাল্টা হয়ে বা বিদ্যুৎইক গোলযোগের জন্য যদি আপনার Device টি ব্রিক বা স্পট ডেড হয়, এ ক্ষেত্রে আমাকে কোন দায়ী করবেন না।

প্রথমে আপনার ফোনটি অফ করে নিন, Than অন করার সময় Vol Down+Home+Power বাটনে ধরতে হবে, যার ফলে ফোন Downloading Mode এ অন হবে। কিন্তু এটা আমার ফোনের Downloading Mode এ যাওয়ার পদ্ধতি, Brand অন্যটা হলে এটা পরিবর্তনীয়, কিন্তু আপনি যদি আপনার ফোনের Downloading Mode যেতে না পারেন, তাহলে টিউমেন্ট করুন। আমি বলে দিব ইনশাআল্লাহ্‌। Anyway, নিচের ছবিতে দেখুন আমার Device এ আমি Downloading Mode এ গেছি-

Odin ওপেন করুন। আর আপনার ফোনটি Data Cable এর সাহায্যে PC তে Connect করুন এবার নিচের ছবির দিকে তাকান-

  •   Auto Reboot এ টিক বসিয়ে ক্লিক করুন।
  •   F.Reset Time এ টিক বসিয়ে ক্লিক করুন।
  •   দেখুন ফোন Add হয়েছে বলে বার্তা দেখাচ্ছে।

4. এবার PDA তে ক্লিক করুন-

PDA তে ক্লিক করার সাথে সাথে Open নামে একটা উইন্ডো ওপেন হবে।
5. আপনি আপনার ফোনের জন্য Dawnload করা Fremeware বা Stock Room এর Location এ গিয়ে MD5 ফাইল-টা
সিলেক্ট করুন।
6. এবং Open এ ক্লিক করুন।

এবার লক্ষ করুন, PDA তে MD5 ফাইলটা লোড দেয়ার পর কিছু সময় লাগবে, এমনকি Program "Not Responding" ও Show করতে পারে। কিন্তু Program ক্লোজ করবেন না, ২-৩ মিনিট Wait করুন, একটু পরে সব টিকটাক হয়ে যাবে।

7. এবার "Start" এ ক্লিক করুন।

দেখুন আবার লোডিং শুরু হয়েছে-

আর অন্য দিকে ফোনে ও Downloading হচ্ছে, মানে Load হচ্ছে-

কিছু সময় পর নিচের ছবির মত বার্তা Show করে "Reset" লেখা উঠবে-

পরে ফোনে এ রকম একটা লোডিং হয়ে ফোনটি Restart হবে।

অপেক্ষা করুন, সবশেষে কত সময় লাগল তার হিসাব সমেত "Pass" লেখা উঠবে-

আপনার কাজটি যদি ফ্রেমওয়ার Update হয়, তাহলে আপনার কাজ শেষ। দেখুন আপনার Download ক্রিত Fremeware Install হয়ে নতুন কিছু পরিবর্তন হয়েছে। আর যদি Unroot বা  Flash করার উদ্দেশে কাজটি করে থাকেন, তাহলে আপনাকে আরও ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হল ফোনটা আবার অফ করুন, আগে Downloading Mode যাওয়ার জন্য Vol Down+Home+Power বাটন ধরেছিলেন না? এবার আপনাকে Vol UP+Home+Power একত্রে ধরতে হবে। একটু wait করুন, দেখবেন PC'র BOIS মেনুর মত একটা মেনু এসেছে। আপনি ভলিউম কী'র সাহায্যে "Wipe data/factory reset" এ যান-

এখন Home কী-তে prass করুন, দেখবেন ৫ বার "No" than একবার "Yes -- Delete all user data" লেখা আরও একটা পেজ আসবে, আপনি "Yes -- Delete all user data" এ প্রেস করুন Home বাটনের সাহায্যে।

এখন  "Reboot System Now" এ প্রেস করে ফোনটি রিস্টার্ট করে নিন 😀 কাজ শেষ বস...
মার্কেট থেকে কিনার পর প্রথম অন করার সময় যে সমস্ত কাজ করেছিলেন, মানে Language সেট, Google ID Login Or Create, Samsung ID Log-In Or Create Etc Etc... এগুলো সম্পন্ন করে ধীর হয়ে বসে পড়ুন আর আমার জন্য হাল্কা গরম এক কাপ লাল চায়ের অর্ডার করুন, আমি আবার গরম খেতে পারি না, তাই টাণ্ডা লাল চা খাই  😀

[বিশ্বাস করুন আর নাই করুন, শুধু মাত্র টেকটিউনসে এই টিউনটি করার জন্যই গতকাল ফোনটা ফ্ল্যাশ করলাম। কারো উপকার হলেই আমার প্রচেষ্টা সফল।]

ভাল থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।

Level 2

আমি অন্য মানুষ ফয়সাল। President, Bekar Somiti, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 357 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একসময় নদীর জলের মতো আইটি স্যাকশন-কে ভালবাসতাম, স্রোতের মতো এ ধারা বহমান ছিলো...! আজ এ নদী শুকিয়ে মরু হয়ে গেছে, সব স্বপ্ন হয়ে গেছে মরুর মরীচিকা ! তবুও উন্মাদ নেশায় বুঁদ হতে এখনও টেকটিউন এ ডুব দেই, যদি অতীত তৃষ্ণা কিছু মিঠে... এই আশায় :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফয়সাল ভাই, অনেক সুন্দর টিউন করছেন, ভালো লাগলো, প্রিয় তে রাখলাম। ধন্যবাদ

    @রাহাতুল ইসলাম: স্বাগতম

      ফয়সাল ভাই আমি টেকটিউনে নতুন। ভাই আপনার কাছে পরামর্শ চাই আমার আ্যানড্রয়েডের রুট করেছিলাম। তারপর আমি কিছু কাষ্টম রম ব্যাবহার করি । 3D chaine faire নামক এই সফটওয়্যার open করার পর আমার ফোন রিষ্টার্ট নেয় তারপর ফোনের শুধু walton এর লগো আসে তারপর আর কিছু আসে না । এখন কী করলে ভাল হবে যদি বলতেন তাহলে উপকৃত হতাম।
      আমার মোবাইলের মডেল নাম্বার walton primo e2

      @Onno Manush Foysal: foysal ভাই আমি টেকটিউনস এ নতুন। আমার china android samasung galaxy s4 আছে। আমি একটা সফটওয়্যার ইন্সটল করছিলাম তারপর restart হয় কিন্তু সেট অন হলে scene কালো হয়ে তাকে এবং android আসে।আর চালু হয় না। আমি সেট টেস্ট দিয়ে rebot করছিলাম তাও কাজ হয়না। যদি একটু সাহায্য করতেন……।

        এই পোষ্ট দেখে দেখে কাজ করলেই চলত ! হোক না চাইনা, রম তো আছে 🙂 নাকি ? হা হা হা

      @Onno Manush Foysal: foysal ভাই আমি টেকটিউনস নতুন। আমার চায়না samsung galaxy s4.android আসে আর স্টার্ট হয় না এখন কি করব……।

Level 0

সুন্দর Post……

ধন্যবাদ share করার জন্য …..

Odin দিয়া samsung এ stock রম ইনস্টল দেয়া..খুব এ সহজ…..আমি নিজেও দিয়াছি একবার…..

কিন্তু Sony Xperia এর জন্য এমন সহজ কন উপাই পেলাম না….অনেক খুঁজেছি….

আপনার জানা থাকলে..pls….Share করেন….

thanx ভাই দেক্ষাই বুঝা জাইতাসে কত কষ্ট কইরা টিউন তা করসেন আশা করি কষ্ট সারথক হবে

    @IHK শাওন: কষ্টটা আপনি উপলব্ধি করায় ভাল লাগল 😀
    You’re Most Welcome…….. 😀

Driver খুঁজে পেতে সমস্যা হয় Maximus
maxtab enigma7.1 3G

darun tune vai..thnx

tnx ভাইয়া

Level 2

Foysal vai ami walton premo d2 use kori. local host file delet korar karone akhon amar set r on hossena bar bar on hote abar off hosse kono recovary mode jya jassena plz…kono upai jana thakle ektu janale ato upokar hoto je bole bujate parbo na. Plz help me…..

Ekta kotha mone hoy vule gachen
Samsung mobile drive er kotah
Jeta na thakle kichui hobe na

    @মনিরুল ইসলাম: আপনি আমার পোস্টই ভাল করে পড়েন নি…

    প্রথম স্ক্রিন শর্ট টা দেখুন, আর তার উপরের কথা গুলো পড়েন…

উক্ত ডাউনলোড লিংক গুলি কাজ করেনা প্লিজ replace
http://goo.gl/I4ywst
http://goo.gl/OlCRVj
http://goo.gl/8QyVB

    জি ভাই, এগুলো কাজ না করায় আমি টিউন করার ১০-১৫ মিনিট পরেই লিঙ্ক Update করেছি…!

symphony w35 এর স্টক রম দিতে পারবেন ভাই?

Level 0

Sony-Ericssion Neo-V পরামর্শ দিন।

Maximus maxtab enigma7.1 3G এর Frameware লাগবে আমাকে পারলে এর লিঙ্ক দেন

    @আল-আমিন: Sorry ভাই… এটার Frameware খোঁজতে হবে…!

Level 0

ফয়সাল ভাই, আমার wolton R2 ফোন, এটার ড্রাইভার কোথায় পাবো। আর wolton R2 কি Kitkat আপডেট করা যাবে। আপনার কাছে কি wolton R2 এর জন্য Kitkat লিংক আছে? অথবা কিভাবে Kitkat আপডেট করতে পারি, জানাবেন প্লিজ!!!!!!

Level 2

vai amar phon ta kisukkhon age brick hoyse ki korbo bole dite paren?

ভাই আনেক উপকারি একটা পোষ্ট।কিন্তু ভাই যদি আর কয় দিন আগে দিতেন তাহলে আর একটু ভাল কারন কয়েকদিন আগে আমার W72 তে Root করার পর কোন এক App Install করার পর ফোন সেই যে অফ হল, আর অন হয় না তাই বাধ্য হয়ে ৫৫০ টাকা দিয়ে সারাতে হয়।তখন তো আর এসব কিছু এতটা বুঝতাম না।আর সেই জন্য আর Root করতে ভয় পাচ্ছি।
তবে আনেক ধন্যবাদ কষ্ট করে এগুলো জানানোর জন্য।পরে কাজে আসবে।

Level 2

Foysal vi, দারুন আপনার পোষ্ট অনেক ভালো লাগছে….
আমাকে একটু হেল্প কোরবেন ?
ame kesudin aga stok rom install korse amar symphony w125 a…….. kintu akhon ame r customige korta parse na. mana… sd card thaka kono zip install korta parse na…… field dhakhay…. ke kore bolan to……….. but set ok kono problem nay…..ame muloto camarar problam ar jonna ata korselam…..amar samnar camara astona ….. flash korar por astesa…sudhu zip install korta parsena…. please help………

    @AYUB_RTV: আপনার ভাল লেগেছে জেনে আমার ও ভাল লাগল ।

    আপনার প্রবলেম টা হার্ডওয়্যারে ও তো হতে পারে ? o.O

    এর পরে ও আপনি Stock Rom Install দিয়েছেন, আমার মনে হয় সেই স্টক রম মানে Frameware এ Bug ছিল । আপনি এটা Try করে দেখতে পারেন ►►► https://docs.google.com/uc?id=0B-9tyB-auwzhel9ST0hkTkRIWWc

প্রথমেই, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সুন্দরভাবে গুছিয়ে লিখার জন্যে ধন্যবাদ।। Symphony Xplorer W35 এর ড্রাইভার ও ফার্মওয়্যার প্রয়োজন।। ভালো কোন ডাউনলোড লিংক জানা থাকলে শেয়ার করবেন আশা করছি, ধন্যবাদ।। @ফয়সাল ভাই

u r great bro………….. যদিও এসব জানি কিন্তু আপনার এই কষ্ট করে দেয়ার জন্য বহু মানুষের উপকার হবে তাই Lot’s of Thx! Just go ahead!

    @polashbd2012: 😀 Feeling- Too Much Happy 😀 😀 🙂 😀

    You’re Most Welcome ভাই 😀

Level 2

Foysal vai ami walton premo d2 use kori. local host file delet korar karone akhon amar set r on hossena bar bar on hote abar off hosse kono recovary mode jya jassena plz…kono upai jana thakle ektu janale ato upokar hoto je bole bujate parbo na. Plz help me…..

Level 2

Foysal vai@ ami walton premo d2 use kori. local host file delet korar karone akhon amar set r on hossena bar bar on hote abar off hosse kono recovary mode jya jassena plz…kono upai jana thakle ektu janale ato upokar hoto je bole bujate parbo na. Plz help me…..

খুব সুন্দর হইচে বাইয়া…… থেঙ্কু্‌……।

    @প্রযুক্তির মায়াজাল: শুনে ভাল লাগল 😀

    স্বাগতম…

Level 0

HTC রুট করতে এই পদ্ধতি অনুসরণ করলে কী হবে। না কি অন্য Software লাগবে ।

ভাই micromax canvas A 74 রুট করতে এই পদ্ধতি অনুসরণ
করলে কী হবে। না কি অন্য Software
লাগবে

অসাধারন টিউন।
ভাই আমার সেটে কিভাবে জাভা ফাইল তথা. Jar ফাইল ইউজ করবো।
আমার সেট মডেলঃ Symphony W82

    @আবু বকর জিলানী: বুঝলাম না ভাই, কি এমন জাভা ফাইল, যা আপনি Android এ চালাতে চান 😀

    আচ্ছা এর পর ও আপনি এটা Try করুন > http://shawon.heck.in/post-title-169.xhtml

আপনা পোষ্টা আমার অনেক ভালো লেগেছে কিন্তু আমার ফোনের জন্য Maximus maxtab enigma7.1 3G এর Frameware লাগবে আমাকে পারলে এর লিঙ্ক দেন

Foysal Vai, কি লোভ দেখাইলেন। ভোর ৫ টা পর্যন্ত ট্রাই মারলাম কিন্তু হইল না। একটু খুলে বলছি।

আমার সেটটি স্যমসাং গ্যালাক্সি এস (কোরিয়ান ভার্সন)। এটাতে র‍্যাম শো করে ৩৩৬ এমবি। এটাতে অনেক অপ্রয়োজনীয় এপস আছে যা আমার প্রয়োজন হয় না। ওগুলা আনইন্সটল ও করা যায় না। র‍্যাম সবসময় ৭০-৮০% বিজি থাকে। আমি মুলত ওগুলা আনইন্সটল করার জন্যই আমার সেটটি ROOT করতে চাচ্ছি।

আপনার টিউন এর সাথে আমি এই http://www.idroidspace.com/root-samsung-galaxy-s-gt-i9000-and-install-cwm-recovery-how-to/ লিঙ্কটিও দেখলাম। step 5 দেখুন, কিন্তু আমি “cf-root-xx_oxa_xxx-xx.x-cwm3rfs.tar” কোথাও খুঁজে পাচ্ছিনা।

আবার আপনিও বলেছেন, PDA তে ক্লিক করার সাথে সাথে Open নামে একটা উইন্ডো ওপেন হবে ।
5. আপনি আপনার ফোনের জন্য Dawnload করা Fremeware বা Stock Room এর Location এ গিয়ে MD5 ফাইল-টা সিলেক্ট করুন ।
6. এবং Open এ ক্লিক করুন ।
কিন্তু ওই ফাইল টা তো আমি কোথাও পাচ্ছিনা। আর, আমি কিন্তু Samsung Kies এই সফটওয়্যার টা ব্যবহার করে আমার Firmware টা Update করেছি। Update করার পরে এটা হয়েছে Android 4.3.2

আমি কি আমার সেট এর Android Version আরও আপডেট করতে পারবো ? পারলে সেটা কিভাবে।

    আপনি ফ্রেমওয়ার ফাইলটা যেকোন ড্রাইভ এ Extract করুন । তারপর PDA তে ক্লিক করে tar Formet এর সেই MD5 file তা সিলেক্ট করুন ।

    আর সম্ববত আপনি জেলি বিন এর 4.3.3 পর্যন্ত Update করতে পারবেন, তবে এ বিষয়ে কোন নিশ্চয়তা নেই ।

    ধন্যবাদ…

amar driver lagbe samsung tab 2 7.0 gt-p3100

Level 0

আমার ড্রাইভ লাগবে SAMSUNG GT-S6012. Impector টা ডাউনলোড করেছি কিন্তু extract করতে গেলেই error দেখাচ্ছে।

    Level 0

    @bisukgp: সব ঠিক হয়ে গেছে

aker vitor anek. dhonnobad

Level 0

Thank you,Thank you,Thank you,Thank you,Thank you,Thank you,Thank you,Thank you,Thank you,Thank you,Thank you,Thank you,Thank you,Thank you,Thank you,Thank you,Thank you,Thank you,, এটা দিন পর মোবাইল টা রুট হল।আমার খুশি টা হয়তো বোঝাতে পারছি না আপনাকে।

    @bisukgp: WoooW WoooW WoooooW 😀 😀 এত Thanks 😀

    অনেক ধন্যবাদ আপনাকে ও কাজ সম্পন্ন করতে পারার জন্য 😀

Level 3

এক কথায় অসাধারণ একটি পোষ্ট অনেক অনেক ধন্যবাদ | Symphony W71 এর জন্য Frameware দিতে পারবেন? ?

osthir lagse vai

    ভাই গরমে 😉 নাকি পোস্টে 😀 হা হা হা

symphony xplore w69 drivet pachi na plzলিঙ্ক dhan

vaii, xda-developer theke custom rom/stock rom pawa jabar kotha,

    @onlinesaumen: পাওয়ার কথা তো বুঝলাম, But আপনি কি বলতে চাইচেন, সেটা Clear বুঝলাম না ভাই…

Level 0

ভাই কষ্ট করে লেখার জন্য ধন্যবাদ – শিপন

    @sheponmiah: স্বাগতম । আপনি ও কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ।

vai amar comments ta delete holo keno ?

Level 0

অসাধারন! এইরকম ডিটেইলস করে সবাই লিখলে অন্যান্য সবারই উপকার হবে। খুব ভাল।

    সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ ভাই 😀

ভাই আমার স্যামসাং গ্র্যান্ড ডুয়াস(GT-I9082)OS 4.2.2
দয়াকরে drive driver এবং stock room/frameware এর লিঙ্ক দিবেন।
আমার একটি china tab 7“ আছে। সেটাকে কিভাবে রুট দিব? একই নিয়মে হলে driver, stock room/frameware এর লিঙ্ক দিলে খুবই উপকৃত হতাম। টিউনের জন্য ধন্যবাদ।

    ভাই আপনার ডিভাইস এর Driver ►► http://www.usb-drivers.org/samsung_galaxy_grand.exe

    আর Frameware ►►► http://terafile.co/155f2b6d28c3/I9082XXUBNB2_I9082ODDBNB1_INU.zip

      @Onno Manush Foysal: vai driver install dilam then data cable connect corlam but 1st picture ar moto aslona.tarporeo impactor run kore start dilam,no device found dekhai. amar koronio ki plz janaben.plz

        ভাই যদি Driver টিক ভাবে ইন্সটল হয়, তাহলে ফোন না পাওয়ার কোন কারন নাই । তবে আপনি USB debugging মোড অন করেছিলেন তো ? O.o

          @Onno Manush Foysal: usb debugging on korechi. vai akhon ipactor run kore start korle testing dekhar por signature bugs unavailable thekhai.ki korbo? vai birokto korar jonno sorry…

      @Onno Manush Foysal: ভাই http://www.androidscreed.com/root-samsung-galaxy-grand-duos-i9082-jellybean-422-412/ এটা কি ট্রায় করা যাবে।

        এটা তো ভাই জটিল… 🙁 আপনি Impectar দিয়ে Try করুন, তবে তার আগে USB debugging টা অন করে নিন 😀

        @hasan675542: Okay, যেহেতু Impector দিয়ে কাজ হচ্ছে না… তাহলে ওই লিঙ্ক এর টা Try করুন… তবে লিঙ্ক এর টা খুব গেদারিং করে…

          @Onno Manush Foysal: ভাই এটা দিেয়ও হলনা।ভাই আমি কি রুট করতে পারবো না? কোন উপায় থাকলে বলেন।গুগলে অনেক উপায় পািচ্ছ কিন্তু ভয় পাচ্ছি। নিচের লিঙ্ক টা ট্রায় করা যাবে? http://rootmyandroid.org/root-galaxy-grand-samsung-2-ways.html

            ভয় কিসের ? এক নিয়তে Try করুন… হয়ে যাবে ইনশাআল্লাহ্‌ 😀 Go Ahead….

Vi amar Samsung GT-8262 etak ki Root & Unroot korte parbo
Plz janan parle kivabe parbo plz plz plz janan…

    @masud08rana: কেন পারবেন না??? অবশ্যই পারবেন 😀

    আগে ROOT করে নিন… আর Unroot এর সময় fremeware Download করে নিবেন, না পেলে আমায় বলবেন 😀

Ok vi onek onek dhonnobad..
R na parle janabo.,

Vi amak Samsung GT-8262 etar frameware er download link dite parben plz

    @masud08rana: ভাই আপনার ফ্রেমওয়ার > http://terafile.co/3d4373099466/I8262XXAMI2_I8262OJVAMI1_DKR.zip (কেনিয়া ভার্সন)

      @Onno Manush Foysal: ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ.
      আরও অনেক অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর tune এর জন্য..
      ভাল থাকবেন আর সুন্দর সুন্দর tune করবেন এই কামনা করি..

        @masud08rana: আপ্নাকেও অনেক ধন্যবাদ 😀

Level 0

ভাই পারলে আমার samsung s2 4g (i9210t) এর root করার link টা দিয়েন।

    @Fuad: ভাই, আপনি কি Impector দিয়ে ROOT করতে পারেন নি ?

দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর এবং পরিপুর্ন টিউন যদিও রুট বিষয়ে আমি অভিজ্ঞ না ৷ ভাই আমি Walton f2 root করতে চাই এ সম্পর্কে কিছু বলেন ৷ আর usb driver টা দরকার ৷

Level 0

অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি টিউন উপহার দেওয়ার জন্য…।।

ফয়চাল ভাই আপনি আমার symphony w69 er driver link dichen. http://adbdriver.com/upload/AdbDriverInstaller.exe .amar win8.1 সাপোট করছে না।তাইলে আমি কি রুট করবার পারমু না?

Level 0

vai symphony w20 te custom rom kivave install korbo plz help….btw tune er jonno thanks

প্রথমেই আপনাকে জানাই প্রান ঢালা অভিনন্দন এরকম একটা তথ্যবহুল টিউন করার জন্য। আমি নিশ্চিত বলতে পারি আপনার কষ্ট সার্থক হয়েছে। তার প্রমান আমি সহ 84 টা টিউন।আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই।

১। ভাই আমি সিমফোনি T8i TAB ব্যবহার করি। এটায় OTG Support করে। আমি কিবোর্ড মাউছ লাগালে তা Support করে। কিন্তু যদি Pendrive লাগাই তাহলে মেসেজ আসে USB Damage. But আমার ল্যাপটপে পেনড্রাইভ সাপোর্ট করে। সমস্যাটা বুঝতেছি না।

২। ভাই আমার ট্যাবে কি কিটকাট ব্যবহার করতে পারবো?

৩। আমি চাচ্ছি ট্যাবটাতে কাষ্টম রোম ব্যবহার করব। কিন্তু frameware টা কোথায় পাবো? আপনি একটু হেল্প করলে উপকার হাতো।

    @Mehedi Hasan: আপনাকে ও অসংখ্য ধন্যবাদ 😀

    1••• আপনার USB Damage প্রবলেম এর বাপার এ বলতে পারলাম না… আপনি পেন ড্রাইভ NFTS ফরম্যাট এ ফরম্যাট করে দেখতে পারেন ।

    2••• জি না ভাই, আপনি ICS 4.0.4 to 4.2.1 Jelly Bean এ Update হতে পারবেন 🙂

    আপনার ট্যাবের ফ্ল্যাশ টুল অ্যান্ড ফ্রেমওয়ার > http://www.4shared.com/rar/eFDB1Y1U/T8i.html (ICS 4.0.4)

      @Onno Manush Foysal: অসংখ্য ধন্যবাদ।

Level 0

Foysal ভাই , আপনি কি আমার মোবাইলের জেলিবিন frameware টা দিতে পারবেন। অনেক খুজেছি , xda-developer থেকে যেটা পাচ্ছি সেটা ডাউনলোড ই হচ্ছে না। আর একটা ব্যাপার- এবার আমার মোবাইলের বর্তমান frameware সহ পুরো সিস্টেম এর ব্যাক- আপ কিভাবে রাখবো। এই ব্যাক- আপ গুলো পিসি তে রাখতে চাই। mobile samsung music GT-S6012

    @bisukgp: পুরো সিস্টেম ব্যাক আপ রাখতে অবশ্যই আপনার ফোন ROOT করতে হবে, Than নিচের লিঙ্ক থেকে APK টা ইন্সটল করে সব ফাইল ব্যাক আপ রাখতে পারবেন । APK লিঙ্ক > http://www38.zippyshare.com/d/18701808/17549/Root%20Uninstaller%20Pro%20v.4.0.apk [Direct Download]

    আর আপনার ফোনের Firmware > terafile.co/9995a2e29585/S6012XXUBMK1_S6012OXXBMK1_EUR.zip

    অথবা, >>> terafile.co/0ccd01a81e61/S6012XXUBMK1_S6012OXXBMK1_SEB.zip

      Level 0

      @Onno Manush Foysal: আপনার দেওয়া লিঙ্ক থেকে চারবার চেষ্টা করলাম , প্রত্যেক বারই 250mb থেকে 350mb পর্যন্ত ডাউনলোড হয়ে থেমে যাচ্ছে। 1gb খরচা করে ফেলেছি তবুও পারলাম না, তাই বলছি যদি রিজিউম সাপোর্ট লিঙ্ক দেন তো খুবই ভালো হতো । ধনবাদ। 🙂

        @bisukgp: আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে এই হেরাসিং করার জন্য, But আমি নিজেও টেরাফাইল থেকে আমার ফ্রিমওয়ার Download করেছিলাম । এটার চেয়ে ভাল ফ্রিমওয়ার সাইট আমার জানা নেই… আর অন্য সাইটের লিঙ্ক দিয়ে ভয় লাগছে, যদি আবার আপনি কস্তে পড়েন ? 🙁

Level 0

impector soft er download link to kaj korchena, r zte v807 er driver kothai pabo
?

    @aarshad: আপনি লিঙ্কটা Copy করে Addres Bar এ Paste করলেই হয়ে যেত, এর পর ও আপনার জন্য > http://www.cydiaimpactor.com/ (Windows এ Click করে Download করে নিন) ।

@ফয়সাল ভাই: ‍আমি Symphony W69 ব্যবহার করি আমার জন্য কোন ব্যবস্থা কি নাই?

    @Rowsun Ahmed: ব্যবস্থা বলতে আপনি বুঝতে চেয়েছেন? মানে আপনি ফোন কে কি ROOR করতে চান? না কি অন্য কিছু ?

      @Onno Manush Foysal</aআমি আমার ফ্ল্যাশ করতে চাই।

      @Onno Manush Foysal</aআমি আমার Symphony W69 ফ্ল্যাশ করতে চাই।

Level 0

ভাই আমি samsung galaxy y ইউজ করি। আমার পিসিতে samsung kies ইন্সটল করা আছে তার পরে ও কি আমাকে আলাদা করে আমার ফোনের জন্য driver নামাতে হবে?আর ভাই আমি যদি custom rom ইন্সটল দিতে চাই কিভাবে দিবো আর কোন সাইট থেকে ভালো কাস্টম রম পাওয়া যাই ?প্লিক একটু ডিটেলস বলবেন প্লিজ ভাই।

    @rhriyad: জি না, আপনাকে আর আলাদা Driver Use করতে হবে না 🙂

    আর আপনার samsung galaxy y এর Custom Rom > http:// terafile.co/d7398c56a464/S5360XXMK1_S5360VDPML1_VDP.zip

    আপনি এই পোস্টে দেখনো পদ্ধতিতে custom rom ইন্সটল দিতে পারবেন ।

কাজটা আমি নিজেও করেছি আমার Samsung S3 তে কিন্তু অনেক কষ্ট হয়েছিল।
এতো সুন্দর করে গুছানো কোন টিউন পাইনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আশা করি এমন ভাল ভাল কিছু টিউন আরো পাওয়া যাবে।

    @Shahadat Hossain: স্বাগতম ভাই 😀 😀 ইনশাআল্লাহ্‌ হয়ত আরও ভাল পোস্ট দেয়ার আশায় আছি 😀

Level 0

ভাই আমি htc desire hd ইউজ করি.আমার জন্য কোন ব্যবস্থা কি নাই???আমি কি রুট করবার পারমু ?পারলে সেটা কিভাবে?please

Level 0

vai aita kivabe korte hobe????just click na onno kono process ase????

    @fuad: আপনি Driver Install দিয়ে ROOT Tools দিয়ে One Click রুট ও করতে পারবেন 😀

Level 0

dada Ami Sony Ericsson w8 phn use kori…amar phn ta root korar kono prosses plllllllllzzzzzzz bolun….Ami onek din try kor6i…kintu parini …plzzz help me…

ধন্যবাদ। আপনি খুব কষ্ট করে টিউনটি করেছেন। আমি আমার প্রিমো GH2 কে কিবাবে রুট করব? উল্ল্যেখিত নিয়মে হবে কি?

    আপনি উল্লেখিত নিয়মে Try করুন, যদি না হয়, তাহলে বলবেন অন্য ব্যবস্থা হবে ইনশাআল্লাহ্‌ 😀

অনেক সুন্দর করে লিখেছেন! অনেক ভাল লাগল টিউনটি @ ধন্যবাদ

    @হোছাইন আহম্মদ: টেকটিউনের 2nd টপ টিউনার আমার পোস্টে :O :O বিশ্বাসই হয় না আপনিও এসে সুন্দর লিখেছি বললেন 😀 feeling- গর্বিত 😀 😀

    স্বাগতম ভাইয়া 😀

      @Onno Manush Foysal: ফয়সাল ভাই আপনার ফেইসবুক আইডিটা দেওয়া যাবে।

        @হোছাইন আহম্মদ: আপনি Already খুঁজে পেয়েছেন হয়ত 😀

        আসলে ফেসবুক এ আমি মুটেও বসি না… বিরক্তি এসে গেছে…

Level 0

ফয়সাল ভাই, ধন্যবাদ আপনাকে। আমি জানতে চাচ্ছি, আমার Walton R2 কি Kitkat-এ আপডেট করা যাবে না?xda-developer থেকে কি Kitkat এর কোন Custom Rom এর লিংক আপনার জানা আছে অথবা Walton R2 এর Configaration অনুযায়ী ব্যবহার করার মত কোন Custom Rom এর লিংক যদি আপনার জানা থাকে তাহলে Please জানাবেন। আবারো আপনাকে অসংখ ধন্যবাদ।

    @Himadri: আমি আগের কমেন্ট Feedback এ আপনাকে বলেছি আপনি 4.2.1 থেকে 4.2.2 2 তে Improved করতে পারবেন ! মানে Jelly Been এর মধ্যেই Improved হবেন । কিন্তু আমার মনে হয় না এটি কিটকাট পর্যন্ত Upgrade করা যাবে… এর পরও আপনি টিটির কোন Android গুরু কে Ask করে দেখতে পারেন ।

    আর আপনার Firmware & Flashtools Download লিঙ্ক – http://www.mediafire.com/?mwl858ey3ikettd (Jelly Been)

    @Himadri: আর আপনাকে আরো একবার আমার তরফ হতে “স্বাগতম” ভাই 😀

Level 0

dada Ami bujhte par6ina j Sony Ericsson w8 er jonno ki download korbo????apni plllzzz j gulo lagbe sei gulor direct Download link din….plllzzz dada…plllllzzzzzz….:-D

    @sovon das: আপনি আগের টিউনে বলেছিলেন ফোন রুট করতে চান, তাই রুট করার Tools টা দিয়েছিলাম । আবার দিচ্ছি > forum.xda-developers.com/attachment.php?attachmentid=778098&d=1320906597 [Direct Download]

    And Driver > http://www.sonymobile.com/gb/tools/pc-companion/ [Direct Download]

    @sovon das: প্রথম লিঙ্কটা কপি করে Addres Bar এ Paste করুন…

Level 0

Excellent bro…. Soja priyote rakhlam….

Level 0

dada super one click diye ki root kora hoye jabe???

    @sovon das: আপনি ROOT করতে যাবেন না… আপনার রুট এর কোন প্রয়োজন নেই ।

Level 0

r akta kotha:-dada custom Rom ki????ota korle ki hoy???AR amar Sony Ericsson w8 ki “ICS/jelly bean” kora jabe????ki vabe korbo????

    @sovon das: আপনি ROOT করতে গিয়ে বিপদে পড়বেন ভাই… ফোনটা উল্টো ডেড করবেন ।

Level 0

ফয়সাল ভাই, অনেক সুন্দর টিউন করছেন এর জন্য ধন্যবাদ।আমি samsung galaxy s gt-i9003 ব্যবহার করি আমার সেট টি ROOT করতে হলে আপনার টিউন অনুযাঅয়ী করলে হবে কি? আর ভাই আমার মোবাইলের জন্য USB Drive ও Frameware প্রয়োজন ভালমানের download link দিলে উপকৃত হব,………।

Level 0

ফয়সাল ভাই কষ্ট করে driver এর লিংকটা দেয়ার জন্য অনেক ধন্যবাদ।kies দিয়ে কি ভাবে update করব দয়াকরে বলবেন…plz।।

    @joy12003: আমার কাছে Kies না থাকায় Process টা দেখাতে পারলাম না । তবে আপনি আপনার ফোনের জন্য 4.2.2 Jelly Bean এর একটি Custom ROM Try করে দেখতে পারেন > http://http://d-h.st/sRP

    আপনার ফোনের জন্য আরো ফ্রেমওয়ার > http://narod.yandex.ru/disk/14574272001/I9003.ZIP.html (GINGERBREAD 2.3.4)

    অথবা > http://www.mediafire.com/download/swsk4j35zejt1ck/I9003JPKP5.rar (GINGERBREAD 2.3.6)

    আর আপনি প্রথম কমেন্টে বলেছিলেন এই Process এ কাজ হবে কি না, অবশ্যই হবে… যেহেতু আপনার ফোন Samsung.

      Level 0

      ফয়সাল ভাই ধন্যবাদ, আবারো আমার প্রশ্নের উত্তর দেয়ার জন্য।

Level 2

Very Helpful Tune. God Bless You Bro…

Level 0

ফয়সাল ভাই অনেক অনেক ধন্যবাদ।আপনার সাথে অন্য ভাবে যোগাযোগ করার ব্যবস্থা থাকলে দয়াকরে বলবেন(ফেইসবুক-মোবাই)………।।

    @joy12003: আমি ফেসবুক এ নিয়মিত না, তবে আপনি কি কারনে চাইচেন সেটা একটু বলুন… মানে এখানে বলুন ভাই ।

Level 0

vai apnar ai soft dia ki sudhu samsung mobile er farmware e update kora jaba naki jkono android mobile er e farmware update kora jabe.??? :/

    @Fahim007: জী না ভাই, Odin দিয়ে সব Android ই ফ্ল্যাশ করা যাবে ।

Level 0

vai amar driver pay na,ami driver install disi kintu pay na,ki korbo???please vaia bolen.

    @fuad: USB ডাব্লিঙ্ক অন করে নিন । Than দেখুন কি হয়… জানাবেন কিন্তু ।

Level 0

ভাই আমার Symphony W35 এর Farmware পাইছি, কিন্তু এটা Setup দিব কিভাবে? দয়াকরে একটু যদি বলতেন..

    @shimul1990: USB ডাব্লিঙ্ক অন করে

    @shimul1990: USB ডাব্লিঙ্ক অন করে নিন, Than এই পদ্ধতিতেই কাজ হবে ।

Level 0

আমার সেট TWRP Root করা আছে…

Level 0

ফয়সাল ভাই,আমি samsung drive instal দিএছি,কিন্তু odin এ add হচ্ছেনা।ভাই আপনার মোবাইল কিংবা facebook id টা কি দেয়া জাবে?দারুন বিপদে পরছি ভাই।plz help me

    @new moon: Setting এ গিয়ে USB debugging মোড অন করেছেন তো ? এটা কিন্তু পোস্টে লিখি নি ????

      Level 0

      vai amar mobile on hole USB debugging on kortam,samsung logo eshe theme thake

        জটিল সমস্যা o.O 🙁
        But এ অবস্থা থেকে Odin এ Connect এর পথ পাচ্ছি না…

এ পর্যন্ত আমার দেখা কোন পোষ্ট এ সবচেয়ে বেশি টিউমেন্ট।

    @Mehedi Hasan: আপনার দৃষ্টিগোছর রাখায় কৃতজ্ঞ 😀 😀

      Level 0

      আমারে মাইরলান।।তবুও উপায় বলেন ভাই

Level 0

Symphony W-35Official Firmware 1000% Test (Gsm Ariful)
এই Firmware Download করছি, এটার সাইজ হচ্ছে 699.09MB কিন্তু এটা হচ্ছে নাতো, ভাই একটু যদি বুঝিয়ে বলতেন

    @shimul1990: 1000% Tased লিখা দেখেই নিয়ে নিলেন? মানে Download করে নিলেন ??? What Is This…

    Symphony W-35 এর ফ্রিমওয়ার এত মেগাবাইট হয় কি করে…?
    আমাকে বললেই তো আমি ভাল লিঙ্ক দিতাম…

    Okay পারলে এটা Download করে নিন ► https://drive.google.com/uc?id=0B-9tyB-auwzhZGpQMGRVNUQ2Nzg

    (Android : 4.1, ROM Size: 460MB)

Bro, thnk u so much. root korar onek try korechi, but pari ni. apanr jonno aj possible holo….

ami akta problem-a pore gechi…. ami “Odin and Frameware” ta pacci na, aktu help korben pls…

Name: Samsung Galaxy s4
Model number: GT-I9500
Android version: 4.2.2

Kernel version :
3.0.13
1313 V75
SMP PREEMPT Wed Sep 25 09:48:20 CST
2013

pls help……

Level 0

ফয়সাল ভাই আপনাকে আবার ধন্যবাদ।আপনার দেয়া 4.2.2 JellyBean Custom ROM টি zip ফরমেটে এবং frimware টি rar ফরমেটে download হইছে। JellyBean Custom ROM টি কি extract না করে odin দ্বারা মোবাই update করা যাবে।আর ২য় প্রশ্ন frimware টি extract করলে চারটি ফাইল দেখাই (১MODEM_I9003JXKP3_REV_00_CL1040711.tar.tar *
২CODE_I9003JPKP5_CL482273_REV08_user_low_ship.tar.tar *
৩I9003OJPKP6_CL491426_CSC.tar.tar *
৪MODEM_I9003JXKP3_REV_00_CL1040711.tar.tar *) যদি frimware update করতে চাই কি ভাবে করব দয়াকরে বলবেন……।।

    @joy12003: যে ফাইল এর সাইজ বড়, সেটাই সিলেক্ট করুন… তবে আগে extract করে নিন ।

Level 0

ধন্যবাদ ভাইয়া আপনার দেয়া Rom টি Download করছি। আমার আরেকটা সেট Samsung GT-I9070 এটা কিছুক্ষন চলার পর রিস্টার্ট নিতো, তার পর কয়দিন বন্ধ ছিল। এখন দেখি এটা আর Open হচ্ছেনা। মনে হয় Boot এ সমস্যা এখন এটাকে কি করা যায়। সেটের হার্ডওয়ারে কোন সমস্যা নাই। এটাকে কি করা যায় বলেন। PLZ

    @shimul1990: যেকোন উপায়ে Downloading Mode এ জেতেই হবে ভাই…

ভাইজান, আপনি যেহেতু রুট করে সেট ব্যবহার করছেন এজন্য আপনার সাহায্য আশা করছি। আমি আগে স্যামস্যাং গ্যালাক্সি কোর ইউজ করতাম, সেখানে সেটের যে ডিফল্ট T Memo ছিল তাতে আমার বেশ কিছু তথ্য গুগল সিন্ক্রোনাইজ করাছিল। কিন্তু বর্তমানে আমি গ্যালাক্সি গ্রান্ড ২ ব্যাবহার করছি। এটাতে ডিফল্টT Memo বা S Memo নেই এজন্য আমি আগের তথ্য গুলো কোনভাবেই সিন্ক্রোনাইজ করতে পারছি না। প্লে স্টোর থেকে নামালে সেগুলো গুগল সিন্ক্রোনাইজ হয় না। এজন্য আপনি যদি আপনার সেটের ডিফল্ট T Memo বা S Memo টা আমাকে মেইল করে দিতেন তবে খুবই কৃতজ্ঞ থাকতাম। ইমেইল – [email protected]

Level 0

ভাইয়া Symphony w92 firmware এর ডাউনলোড লিংকটা দেওয়া যাবে কি??…আমি যেটা ডাউনলোড করছিলাম ওইটা password protected ছিল।

Level 0

dada akta tab kine6i….micromax funbook alpha P250….android v4.0.4…..tab ta te recovery mod open hoy…..apni pllzzzz akta jelly bean/kit kat er custom Rom er direct download link din…..pppplllllzzzzzzzzz dada plllzzz…

ভাই আমার primo gh2 টাকে পারলামনা এই নিয়মে রুট করতে। আমাকে কি অন্য কোন প্রসেস বলতে পারেন বা লিংক দিতে পারেন?

@ Onno Manush Foysal, এগুলো আমি ১০ /১২ টা ট্রাই করেছি কিন্তু কোনটাই গুগল সিন্ক্রোনাইজ হয় না। আসলে স্যামস্যাং এর ডিফল্ট মেমো ছাড়া হবে না। আপনারটাও ডাউনলোড করলাম কিন্তু কাজ হয় না।

    sorry আমার কাছে আমার ফোনেরটা ও back-up নেই…!

Level 0

ভাই আমি MMD X360 spin মডেলের ফোন ব্যবহার করি।এটা একটি মালয়শিয়ান ব্র্যান্ড যার official page link http://www.mmd.com.my।
যাই হোক আমি আমার ফোনটা রুট করতে পারছি।কিন্তু আমি এর custom rom /framewire update কোথায় পাব? প্লিজ যদি হেল্প করেন…

    @sohel5452: কোথায় ছিলে উস্তাদ তুমি? হা হা হা পেলাম না ভাই… অ……নে……ক খুঁজেও পাইনি ।

ভাই আমি maximus max991 মডেলের ফোন ব্যবহার করি। এটার firmware/custom rom কোথায় পাব? please একটু সাহায্য করেন।

    @দেবাশীষ: আসলে সত্যি বলতে কি maximus বা Walton এর ফ্রামওয়ার যেগুলো পাওয়া যায়, সেগুলো প্রচুর Bug এ ভর্তি থাকে বলে অনেকে বলেন । আর সবচেয়ে ভাল maximus এর Customar Care এ গিয়ে এর ফ্রামওয়ারে সম্পর্কে Information জানলে ।

      @Onno Manush Foysal: @Onno Manush Foysal: Thanks Bro. Customer Care এ কল করে ছিলাম। তারা বলে ফার্ম্ওয়ার দেয়া যাবে না।

        এটা দেখতে পারেন, But ব্যাটা মনে হয় Password মেরে রেখেছে > http://www.4shared.com/rar/gxXyvNcVba/Maximus_max991_Flash_File_Offi.html

        মেইন লিঙ্ক > http://gsmtelecom90.blogspot.com/2014/04/maximus-max991-flash-file-officeil.html (যদি Password লাগে তাই এটা দিলাম, But এসব লিঙ্ক আমি দেওয়া আমি পছন্দ করিনা, কারণ এরা বিজনেসের জন্য সাইট খুলেছে । তবুও দিলাম কারণ আপনি হয়ত পাচ্ছেন না, তাই)

          @Onno Manush Foysal: আপনাকে ধন্যবাদ। এই ফাইলটা আমি আগেই ডাউনলোড করে ছিলাম। কিন্তু Password দেয়া।

            এখানে একটা ফোন নাম্বার দেয়া আছে, Call করে হারামির কাছ থেকে জেনে নিন ।

@Onno Manush Foysal

Happy? happy na akon dance korchi…

Thank you Bro, thank you so much…. you are really helpful

Bro, apna-k ar aktu kosot dibo, amr mobile-r jonno tutorial dite parben pls….
Or,
Amr mobile-r honno ki ki korte hobe aktu bole din….
first to last… everything….

pls Bro…. plsssssss

    @Cleaver Munna: আপনার ব্র্যান্ড Maybe “mobile-r” বলছেন… না কি ? নাকি আপনার Mobileএর বলছেন ?

    mobile-r নামে কোন ব্র্যান্ড আমি জানি না 😛

    অন্যটা হলে বলুন ভাই, Try করি… 😛

মারাত্মক কারবার জেভাবে আপনি সাপোর্ট করতাছেন পোলা গুলারে !! দেখে মনে হচ্ছে আপনি কোন কম্পানি তে customer supporter হিসাবে নিযুক্ত আছেন !!! খুব ভাল টিউন করেছেন আর অনেক বেসি রিস্পন্স দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্নবাদ লজ্জাই আপনার কাছে হেল্প চাওয়ার ইচ্ছা করতাছেনা 😀 আপনার ফেছবুক আইডি থেকে যদি একটা এড দিতেন খারাপ হতনা 😀 fb/mahbubdjj

    @mahbub rahman: ধন্যবাদ আপনাকেও । টিটি সাপোর্ট এর জায়গা । পোস্ট করলাম, কিন্তু কেউ কমেন্ট করলে খবর নাই, এমন মানুষ আমি নয় 😉 অন্য মানুষ তো 😉 তাই… হা হা হা 😀 😀

    আমি ফেসবুক এ নিয়মিত নই, That’s Why অ্যাড দিতে পারলাম না 😀

      @Onno Manush Foysal: vai CWM install dewar valo upay ase naki without pc ?

      @Onno Manush Foysal: আমার ফোন ওয়াল্টন প্রিম EF অইটার সকল ড্রাইভার গুলা পাইলেও দয়া করে দিবেন আর CWM Recovery mode ইন্সটে দেওয়ার পদ্ধতি টা বলবেন মোবাইল দিয়া হলে ভাল না হইলে পিছি দিয়াও করা যাবে সমস্যা নাই !! প্লিজ ব্র !! ফোন টা CWM না করলে কোন কাজ করে সাহস পাচ্ছিনা 😀

        @mahbub rahman: Phone দিয়ে CWM Install করার way আমার জানা নেই ।
        আপনার Primo’r জন্য সব সমাধান অ্যান্ড Driver > https://www.techtunes.io/android/tune-id/175444

        এই টিউন দেখলে আপনার সব সমস্যার সমাধান । এর পরে ও না পারলে বলবেন ।

Level New

আমি আমার ZTE V882 (SoftBank 009z) মোবাইলটি brick হয়ে গেছে। Root করেছিলাম কিন্তু CWM Install দিতে পারিনি। কোন Back Up নাই। মোবাইলটি Open হলে শুধু Android logo পর্যন্ত আসে। Recovery Mood ও FTM এ ঢুকা যায়।কোনভাবেই কিছু করতে পারছিনা। আমাকে একটু হেল্প করবেন।
Android version: 2.3.5
Baseband version: P885D10_SHOPB01
Kernel version: 2.6.35.7-perf+
zte-kernel@Zdroid-SMT
Build number: GB_SHOP_P855D10V1.0.0B01

আমাকে একটু সাহায্য করেন, Please….Please….Please

    @Ashiqe: প্রায় ৩০ মিনিট Try করেও কিছু পেলাম না ভাই । Sorry For That..

Samsung Galaxy s4-a Downloading Mode-a jete parchi na… help pls….

Samsung Galaxy s4 er jonno পরামর্শ দিন

    @Cleaver Munna: Volume Down + Home + Power এই তিনটা বাঁটনের মাধ্যমে আপনি Samsung Galaxy s4 এ Downloading Mode এ যেতে পারবেন । আর অন্যান্য সকল কাজ এই পোস্টের মত-ই কাজ হবে ।

ভাই আপনারে কি বইলা যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না । আপনার সিস্টেম অনুযায়ি আমি আমার uninstall হওয়া App আবার পাইছি

    @মিনহাজ: ধন্যবাদ দিতে হবে না ভাই, কাজ হয়েছে এটাই বড় কথা । 😀

But samsung s4-a Volume (Down+Home+Power) hocce na…
And

ami eMMC clear kore felechi, akhon ar s4 lekha-ta asche na, help pls….

    @Cleaver Munna: Press and hold Volume Down, Home and Power button…..! try it for s4

দারুণ লেখা, ধন্যবাদ ফয়সাল ভাই।

    @আই,টি সরদার: স্বাগতম ভাই 😀

Level 0

bhai, firmware download korle kisho phone-er jonno pai ekti part r kisho phone-r jonno pai 3ti part(pit,tar,etc). konti volo?

pit file flash-er jonno ki compulsory?(maje modde pit chai flash korte gele)

    @mana: আমি .tar ই Use করেছি… অন্য গুলার ব্যাপারে বলতে পারছি না ।

Level 0

Nice tune but please correct the spelling mistakes in title. It’s looking odd.

    @emtiazemon: আমার সব টিউন ই এমন টাইটেল এর 😛 মানুষটাই তো অন্য মানুষ 😉

Salam niben vie, Amar Phn Lenovo A607t Ami root korte chi, amar phn er custom ROM er backup rakhte chi….. driver nai , kivabe korbo plz …..

    @MD. Wahiduzzaman</One Click Root নাম এ একটা Softwere দিয়ে Try করতে পারেন ।

Vi post sheiram hoyese. Thank you.

    @sagoronline: আপনাকে ও সেইরাম এক বস্তা welcome 😉

Vai amar phone ta china Brand
model: strawberry flame mtk
android version :4.0.4 ics
base band version:MAUI.11AMD.W12.22.SP.V7,2012/08/2016:49
kernel Version:3.0.13

amar phone ta root kora amake stock Room and Frameware ta manage kore dea jabe ??

    @Imran Hossain: চাইনা ব্র্যান্ড So What… আপনি জেলি বিন পর্যন্ত Upgrade করতে পারবেন ।

Level 2

FOYSAL vai onek dhonnobad ekti sundor tune korar jonno……..
Amar Symphony W30 te Gingerbred ase…..atate kivabe jelly bean dite pari…….please janaben…
Factory reset deyar por INVALID IMEI show korse…..ar somadhan khub dorkar….karon majhe majhe SIM detect korte pare na……

আমার GT-N7000 ফোন, আর GT-N7000 কি Kitkat আপডেট করা যাবে। আপনার কাছে কি GT-N7000 এর জন্য Kitkat লিংক আছে?

nice post. Thanks

Level 0

Bro আমি Maximus MAX908 User.
আমার কাছে Maximus MAX908 এর Official Firmware , Smart Phone Flash Tool এবং AdbDriverInstaller ও আছে । এছাড়া আমার কাছে কিছু Custom Rom ও আছে।

1. আমি যদি Official Firmware Install করতে চাই তাহলে কিভাবে Install দেব ? Phone কি Rooted থাকতে হবে? (Already Rooted)

2. আর Custom Rom Install করার পুরো Process টা যদি বলতেন খুব ভাল হত। এর জন্য Smart Phone Flash Tool কিভাবে Use করতে হবে? Phone কি Rooted থাকতে হবে? (Already Rooted)

3. আমার কাছে Symphony W68 এর কিছু Custom Rom আছে , সেগুলো কি আমি MAX908 এ Install করতে পারব কি ? যদি পারি তাহলে কিভাবে দেব ?

    @Taukir4u: রুটেট থাতে প্রবলেম নেই । আর ফ্রামওয়্যার বা Custom ROM করার সাথে রুটেট এর সম্পর্ক নেই । আপনি এই প্রসেস এই কাজ করুন । w68 এর টা কাজ করবে বলে মনে হয় না…

ধন্যবাদ।অনেক কাজের ।সামনে আবার কাজের টিউন চাই

    @Md.Ishaq Mia: জানি না আর টিউন করতে পারব কি না… দোয়া করবেন আমার জন্য ।

ধন্যবাদ ভাই। অসাধারন একটি টিউন শেয়ার করার জন্য।

    @এ.এস.ডি: আপনাকে ও ধন্যবাদ ।

মাইক্রোম্যাক্স a26 এর ফার্মওয়ার টা কি দিতে পারবেন ভাই…।

টিউন টিকে নির্বাচিত করা উচিত হয়নি। কারন এখানে শুধুমাত্র স্যামসাং এর সকল পদ্ধতি দেয়া হয়েছে। Odin, Impector এগুলা স্যামসাং এর বাইরে কাজ করে না।
কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করতে গেলে, বেশির ভাগ এন্ড্রয়েড ব্যবহার কারীরাই সিম্ফোনি আর ওয়াল্টন ইউজার। তাই আমি মনে করি, শিরোনামে এন্ডয়েড না লিখে লিখা উচিত ছিল স্যামসাং এন্ড্রয়েড। যাই হোক, ভুল বলে থাকলে ক্ষমা করবেন ছোটোভাই হিসেবে।
Take care

    @ধীমান সরকার বাপ্পী: আপনি কয়টা ফোন এ try করে ডায়লগ মারলেন ভাই ?

Level 0

Very good tune but my phone is HTC Desire HD how I can root it please help me.

    @mostofa007: ভাই HTC Root করার ভাল কোন way আমার জানা নাই ।i’m sorry for that

Level 0

I’m not finding driver for my handset- s4 (gt-i9505). Though I have read all the comments.

Can u pls. give url to download the driver ???

Level 0

Now I installed usb driver and check on usb debugging mode.

But after opening Impactor – Start it replied “Device Unauthorized. Please check the confirmation dialog on your device.”

Sloution needed…..

Level 0

Now after opening Impactor – Start it replied “Device Unauthorized. Please check the confirmation dialog on your device.” problem is solved.

But it shows “Signature Bugs Unavailable”

Solution needed….

    @amin.a1: Sorry আমি টিক বুঝি নি ।

    যদি ড্রাইবার টিক মত ইন্সটল হয়ে থাকে, থাহলে তো এমন হওয়ার কথা না ।

Symphony w66 জন্য অফিসিয়াল ফার্মওয়্যার খুঁজে পেলাম না। আপনার হেল্প প্রয়োজন। 🙂

যেটা পেয়েছি সেটা আবার পাসওয়ার্ড প্রটেক্টএড। ফাইলটা পেয়েছি 4shared থেকে। কিছু করা যায় আমার জন্য?

    @রনি সাটিয়ার: এ রকম ই, যেখান থেকে নামিয়েছেন, সেখানে নাম্বার পাবেন, ব্যাটাকে ৫০-৬০ টাকা ফ্লেক্সি দিয়ে password টা জেনে নিন ।

আপনাকে ধন্যবাদ জানানোর জন্য কষ্ট করে Log in করলাম, এমন একটা Tune করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ……

    আর একটা জিনিস জানার ছিল, Device Root কেন করব বা এর প্রয়োজনীয়তা কি ? যদি দয়া করে বলতেন

      @Golam Mostofa: টিটি-তে সার্চ দিন, এ নিয়ে অনেক টিউন হয়েছে ।

    @Golam Mostofa: কস্ট করার জন্য ধন্যবাদ ভাই 😀 😀 😀

১. ভাই আমি এখান http://androidxda.com/samsung-galaxy-star-s5282-stock-rom থেকে Samsung galaxy STAR(GT S5282) এর firmware ডাউনলোড করেছি। এটা কি কাজ হবে? যদি না হয় তাহলে লিঙ্কটা দিয়েন।
২. অপ্রয়োজনীয় apps রিমুভ করার জন্য কি শুধু রুট করলে চলবে নাকি firmware install করতে হবে?
৩. Firmware install করলে কি ফোনের সব ডাটা-মেসেজ,মেমো,অডিও,ভিডিও ফাইল ডিলিট হয়ে যাবে?
যদি তাই হয় তাহলে এগুলা backup রাখার apps টা দিয়েন।

    @নাজমুল:

    ১. হবে ।
    ২. শুধু Root করলেই হবে ।
    ৩. জী, delete হয়ে যাবে । Data Move করে কার্ড এ নিয়ে নিয়েন । আর Apps Back-up এর জন্য > http://file.appsapk.com/wp-content/uploads/downloads/App%20Backup%20&%20Restore.apk

      @Onno Manush Foysal: অনেক অনেক ধন্যবাদ।
      symphony w30 এর download mode কিভাবে যেতে হয়? এর firmware link টা দিয়েন।

        আপনাকে স্বাগতম ! এখন আর লিঙ্ক দিয়ে কি করব হে হে হে

Level 0

Bhai ami symphony W128 use kori. Ami ki amar mobile ta root korte parbo? janaben please.

    @HASIB: FRAMEROOT naman google playstore theke. easily root hobe. ato jhamelao nai

    @HASIB: One Click Root Use করে দেখুন, হয়ে যাবে । উপরের কমেন্ট গুলো দেখুন, লিঙ্ক আছে ।

Level 0

এগুলো সম্পন্ন করে ধীর হয়ে বসে পড়ুন আর আমার জন্য হাল্কা গরম এক কাপ লাল চায়ের অর্ডার করুন, আমি আবার গরম খেতে পারি না, তাই টাণ্ডা লাল চা খাই- puro lekhatai oshadharon hoeche. onek dhonnobad apnake.

    @ahsaneee: হা হা হা আপনাকে ও ধন্যবাদ । 😀

@Imran Hossain: চাইনা ব্র্যান্ড So What… আপনি জেলি বিন পর্যন্ত Upgrade করতে পারবেন ।

Vai kamne kormu please janan link thakle den vai amar to r tor soitese na

    @Imran Hossain: google এ সার্চ দিয়ে বের করে নিন । আমার নেট স্লো, বহু কস্টে feedback দিচ্ছি…

Level 0

ভাইয়া আমি কি odin দিয়ে symphony stock rom flash দিতে পারব ?

    @Ahsan255: Try করুন, মনে হয় না হবে । কারন এগুলোর আলাদা Flash Tools আছে ।

টিউনে ট্যাগের পরিমান অল্প (টিউনে কমপক্ষে 3 টি ট্যাগ থাকতে হবে, টিউনটিতে আছে 0 টি) aitar mane ki?kono kisu tune krte chaile aita dekhay ai karone kono tune krte partesi na

amr net connection auto disconnect hoye jaitese ki krbo bujtesina 3bar windows change krsi ami windows 8 use kori

    মডেম টা আগে দেখুন, পরে OS change করতে পারতেন 😀

ফয়সল ভাই, আমার ওয়ালটন প্রিমো ডি৪ ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে ওয়াইফাই করা যাচ্ছেনা। কানেক্টেড হয় কিন্তু ডাটা ট্রানস্ফার হয়না। একটা তিনকোনা হলুদ রং এর চিহৃ ল্যাপটপে দেখায়। নেট ঘেটে কারন উদঘাটনের চেষ্টা করেছি কিন্তু পারিনি।
এটাকে রুট করলে কি হতে পারে? যদি রুট করতে হয় তাহলে কিভাবে করবো?

    Root এর সাথে এটার কোন সম্পৃক্ততা নেই ভাই !

Level 0

ফয়সল ভাই,
আমার সেমসাং গ্র্যান্ড ডউস মোবাইল ভারসন ৪.১.২, Baseband version-I9082XXAME4,Kernel version 3.0.31-1170506, se.infra@So210-07#1,Buld number JZ054K.I9082XXAMF2.

প্রথম কথা হল সামসাং এর USB driver instol হয়না। বাংলাদেশের জন্য ৪.২.২ ভারসন পাইনা।

দয়া করে ৪.২.২ এ আপডেট করার জন্ন আমাকে help korben pls.

Pls send Me framwear for galaxy grand dous I9082.
USB driver for this phone

    আমার জানা মতে এটা অফিসিয়ালি-ই ৪.২.২ তে যায় !

      লিঙ্ক দিলাম না কারন আমি এত দিন সময় পাইনি টিটি তে বসার !

Level 0

ভাই আমার ফোন এর মডেল নং PEACE modil:P1 pattern Lock হয়েছে এভাবে ট্রাই করেছি
Volume Down + Volume Up + Power button.
Volume Down + Power button.
Volume Up + Power button.
Volume Up + Home + Power button.
Volume Up + Camera button.
Home + Camera button.
Home + Power button
কাজ হচ্ছে না, প্লিজ হেল্প

Level 0

Bro, আমি যখন ই Impactor এ Start দিচ্ছি তখন ই Error দিচ্ছে “More the one Device”। কিন্তু আমার pc আর কোন Mobile Device এর সাথে join নাই। কি করতে পারি??? আমি Samsung চালাচ্ছি আর আমার USB Device ও install করা আছে।

    হয় আপনার OS এর প্রবলেম, নয়ত Driver এর প্রবলেম ছিল !

Level 0

Vi amar Samsung GT-7562 (Samsung galaxy s duos)
Etar frameware er download link dite parben plz

    Sorry ভাই, অনেক দেরি করে ফেলেছি ! 🙁

Level 0

ভাই, আমার ওয়াল্টন primo gh2.root করা আছে।kitkat update করতে পারবো কিনা? পারলে লিঙ্ক দিবেন।

    এসব লিঙ্ক দিব ন আভাই, কারন Use না করে বুঝা যায় না কোন রমে Bug আছে !

vai w68 er driver ki pawa jabe??

Vaiaa amar micromax A110 (Canvas-2) Odin softwere deye hobe kina plz info me & your mobile no,

    হবে ভাই ! try করে দেখতেন আগে…

ফয়সাল ভাই আমার নতুন মোবাইলটার মডেল হচ্ছে samsung sm-g350. আমাকে ফোনের ড্রাইভার লিংকটা দয়া করে দিন,আর এই সেটটা রুট করার সহজ সিস্টেমটা যদি শেয়ার করতেন খুব উপকৃত হতাম। samsungমোবাইলে আমি একেবারেই নতুন।

আমার ফোনের মডেল micromax a60। এটা অন করার সময় micromax এর লোগো দেখিয়ে হ্যাং করে যায়। আর কিছু করা যায়না। এই সেটটা root আর flash করার সহজ উপায় জানালে উপকৃত হতাম। আর সাথে যদি প্রয়োজনীয় সফটওয়্যারের লিঙ্ক গুলিও দেন তো সুবিধা হয়। ধন্যবাদ।

    ২০১৪ সালের comment 😛 এখন ২০১৫ !!!

Level 2

Ainol Ax1 tab এর জন্য Flash, Stock Room Install, Frameware Update দেয়া যাবে কি?

    যাবে ভাই, But China device এর ঝুকি অনে………………ক !

Level 2

Ainol Ax1 tab এর জন্য Flash, Stock Room Install, Frameware Update দেয়া যাবে কি? আমার ই মেইল [email protected]

Level 2

Foysal vai amar walton primo g5 a cwm mode a jassa na.ke korbo

    Maybe কোন SIM কোম্পানির প্যাকেজ আ কিনেছিলেন… ওগুলো Already Custom করা থাকে !

samsung galaxy GT I9060 Firmware Link plz

ভাই প্লিজ samsung gt s5830 firmware দেন । আমি ডাউনলোড করেছি জিপ ফাইল এসেছে কিন্তু চায় .tar.md5 এখন কি করব প্লিজ বলেন ভাই

    আপনার ভাত বাড়া টারা সব শেষ, এখন বলছেন খাব কেমন করে 😀 😀 😀 হা হা হা জিপ ফাইল টা আন-জিপ করলেই পেয়ে জেতেন ভাই 😀

ফয়সাল ভাই, প্লিজ একটু দেখেন, আমিও আপনার মত আমার মোবাইল samsung GT S7562 টা রুট করার পর কিছু ডিফল্ট apps যেমন chatON, gamehub, default কিছু live wallpaper etc…uninstall করে ফেলেছি, রুট করার আগে পরে আর কিছুই করিনি, কোন সমস্যা নাই ভাল চলছে, কিন্তু এখন চাচ্ছি মোবাইল টা কে অরিজিনাল অবস্থায়(মোবাইল কেনার পর যেমন ছিল) নিয়ে যেতে, কিভাবে করব? মোবাইল আন রুট করলে কি ডিফল্ট apps গুলা ফিরে আসবে,দয়া করে জানান।

    শুধু Apps ফিরিয়ে আনতে হলে Hard Reset করে দেখতে পারেন ! না হলে কিন্তু আমার মত ফ্ল্যাশ করতে হবে 🙂

আমার গ্লাক্সী এস4 কে 4.3 জেলি বীনে আপডেট করার পর IMEI : null / null
Baseband : UNKNOWN দেখাইতো, এক জায়গায় রিপেয়ার করতে দেওয়ার পর নতুন সমস্যা যোগ হল সাউন্ড আসেনা, অডিও বা ভিডিও রেকর্ডিং হয়না এবং কোন কিছু প্লেও হয়না। আবার আরেক যায়গাতে রিপেয়ার করতে দেওয়ার পর আবার নতুন সমস্যা ওয়াইফাই কানেক্ট হয় না। তাই এখন আমি চাচ্ছি 4.2 তে ফিরে যেতে অথবা 4.4 বা 5.1 এ আপগ্রেড করে দেখতে চাই। কিন্তু সমস্যা হচ্চে রম খুজে পাচ্ছি না। যাও পাচ্ছি ডাউনলোড লোকেশন হটফাইল তাই ডাউনলোড করতে পারতেছি না। মিডিয়া ফায়ার বা টরেন্ট বা অন্য যে কোন সাইট থেকে দিলে ডাউনলোড করতে পারবো। তাই যদি আমাকে সঠিক ডাউনলোড লিংক দিতে পারেন তাহলে উপকার হয়। মোবাইলের বিস্তারিত তথ্য দেওয়া হলোঃ
মডেলঃ Samsung Galaxy S4 LTE (GT-I9505)
বিল্ড নংঃ JSS15J.I9505XXUEMI8

    আপনার জন্য আমার দুঃখ হচ্ছে, কারন আপনার কাস্টম রম এ Bug এর সমারোহ ছিল ! এখন আর রম দিয়ে ও লাভ নাই, কারন এত দিনে হয়ত আপনি S6 এ চলে গেছেন… হা হা হা 😀

ভাই অনেক অনেক ধন্যবাদ এত ভাল একটি টিউন করার জন্য। স্যামসাং কান্ট্রি লক খোলার জন্য সুন্দর একটি টিউন করবেন প্লিজ

    আমি এক বছর ধরে হার্ডওয়ার সেকশনে ! That’s why PC তে বসার Time অ্যান্ড way কোনটাই নেই… করব ইনশা-আল্লাহ কোন এক দিন !

ভাই, আমাকে কি কোন ভাবে সাহায্য করতে পারবেন WALTON Primo F2 এর ভাল একটা রম দিয়ে?
দিলে অনেক খুশি হব।

ভাই আমি maximus ix user আমি কাস্টম রম ব্যবহার করতাম
আমি এখন আগের অবস্হায় যেতে চাই Odin নামক Software দিয়ে কি কাজ করতে পারবো।

যদি kitkat or lolipop য়ের MAXIMUS iX FLASH FILE থাকে দয়াকরে লিংটা দিন্

    kitKat বা ললিপপ এর Genuine কোন Version জানা নেই, তবে Custom ROM use করে ললিপপ এ নিতে পারবেন… এ ক্ষেত্রে বিপদের শেষ নেই ! কারন কাস্টম রম এ Bug থাকে…

ভাই আমি “symphony w30” ব্যবহার করি। আমি sp flash tool দিয়ে আমার ফোন কয়েকবার ফ্ল্যাশ দিয়েছি এবং সফলও হয়েছি। কিন্তু কয়েকদিন আগে sp flash tool দিয়ে ফ্ল্যাশ করার সময় ভুল করে format অপশনে ক্লিক করি। পুরো ফরম্যাট হওয়ার পর আমি ডাটাক্যাবল খুলে সেট অন করতে যেয়ে দেখি সেট আর অন হয় না।তারপর আমি সেট টি চার্জআর এ কানেক্ট করি কিন্তু ফোনের লাইট ও আসে না।এখন আমার ফোন পুরা ডেড। এখন আমি কি করবো একটু সাহায্য করেন প্লিজ

    SP তে restore আছে কি না, জানি না ! এ ক্ষেত্রে এসব কাজে আগে restore Point Create করা উচিত ! আর আপনি এই টিউন Follow করেই Again OS টা দিতে পারবেন ! ভাল করে টিউন দেখুন, than কাজ করুন !

সবশেষে আমি আন্তরিক ভাবে দুঃখিত সবার কাছে, আসলে এই টিউন-টা নির্বাচিত হওয়ার দিন কয়েক পরেই আমি হার্ডওয়্যার এর কাজে লেগে যাই ! সফলতা পাই নি, কিন্তু Always Miss করেছি টিটি-কে ! কারন দিনে ৫-৬ চক্কর যে এই আঙ্গিনায় দিতাম…তাই ! কিন্তু এত দিন পরে একটু সময় পেলাম, তাই বাদ-বাকি Comment এর ans দিলাম !

সব থেকে ভাল লেগেছে অনেকেই আমাকে Facebook এ খোঁজে Text করেছেন ! যদিও আমি কোন facebook link দেই নি, তবুও !

Okay ভাল তাকুন সবাই ! দোয়া করবেন… আসসালামুয়ালাইকুম !

ভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর টিউন করার জন্য

    ধন্যবাদ আপনাকে ও, পড়ার জন্য !

ভাই আমার SYMPHONY W68 এর ডাইভার টার DOWNLOAD লিংক দিলে খুবই ভাল হত.

    এই নিন- xdafirmware.com/sw/UniversalAdbDriver.zip (ডিরেক্ট লিঙ্ক)

SYMPHONY W68 (JELLY BEAN), NO W68Q.

Model Number: P-01D. ভাই আমি অনেক কষ্টে আমার ফোনটা ROOT করছি। আমি তাদের ওয়েব পেইজ এ ড্রাইভার পাইছি ইন্সটল দিলাম কিন্তু কাজ করে না।এই মডেলের Stock Room বা Frameware ও পাইনা। দয়া করে আমাকে একটু সাহায্য করুন।

    ভাল করে ব্যান্ড এর নামটা দিলেও পারতেন… Maybe চায়না ডিভাইস ভাই ! কিছু করার নাই..

ভাই আমার Samsung galaxy s duos 2 gt s7582 ফোনটা গত রাতে ব্রিক খাইছে।আমার ফোনে volume down + power + home বাটন ধরে রাখলে download modeআসে না factory mode আসে। volume up+ power + home ধরলে recovery mode, fastboot mode, normal mode আসে। xda forum এর একটা পোষ্ট থেকে আমার ফোনের মডেল এর একটা রিকভারী ইমেজ পেলাম আর তা ইনিস্ট্রাকশন অনুযায়ী rashr app দিয়ে ফ্লাস দিলাম। তারপর থেকে recovery mode এ যায় না। সিম সাপোর্ট করে না। তারপর বেশী লাভের আশায় custom ROM এর .zip extention পাল্টে .IMG করে rashr app দিয়ে ফ্লাস দিলাম। তারপর থেকে phone আর চালু হচ্ছে না। এখন volume up+ power + home দিলে recovery mode, fastboot mode, normal mode আসে।দয়াকরে সাহায্য করবেন ।

    আপনার কমেন্টটা দুই বার পড়লাম, আমার মাথায় অন্তত কোন সলিউশন নেই !

পড়ে ভাল লাগল।

ভাই আমি এই এ রকম একটি টউন বহু দিন খুজছিলাম, কিন্তু আমি আমার সেম্পুনী ডব্লউ 125 সেটটি ফরমেট করে ছিলাম সফ্টওয়্যার ডাউন লোড দিয়েছিলাম কিন্তু সেটটি পাওয়ার আসতেছেনা। দয়া করে আমাকে ভালো একটা লিংক দেন কিভাবে মোবাইলের চেঞ্চ/পাওয়ার আনা যায় এবং কিভাবে কি করিব যদি কোন উপায় দেন তাহলে আমি চির কৃতজ্ঞ থাকিব।

ভাই আমি “symphony w125″ ব্যবহার করি। আমি sp flash tool দিয়ে আমার ফোন কয়েকবার ফ্ল্যাশ দিয়েছি এবং সফলও হয়েছি। কিন্তু কয়েকদিন আগে sp flash tool দিয়ে ফ্ল্যাশ করার সময় ভুল করে format অপশনে ক্লিক করি। পুরো ফরম্যাট হওয়ার পর আমি ডাটাক্যাবল খুলে সেট অন করতে যেয়ে দেখি সেট আর অন হয় না।তারপর আমি সেট টি চার্জআর এ কানেক্ট করি কিন্তু ফোনের লাইট ও আসে না।এখন আমার ফোন পুরা ডেড। এখন আমি কি করবো একটু সাহায্য করেন প্লিজ

কি করলে সিস্টেম ফাইল এবং ভাইরাস যাবে?

    তাজুল ভাই, রুট করা না থাকলে System File এ Virus Attack এর ঝুকি নাই..

    আর ও হে, যাবে!

Vai apnat FACEBOOK ID ta diben?

Khubi valo Tune… Onek derite deklam… 🙂

আমার ফোনে কাজ হচ্ছে না, ফোনটাকে ডিটেক্টই করছে না। আমার ফোন ‘Symphony W128’, প্লিজ এর জন্য কোন সমাধান দিন।

    এলিন ভাই, সিম্ফনি’র জন্য Sp Flash Tools দেখতে পারেন..

এ ক্ষেত্রে Customer
Care এ দেখাতে পারেন… Dead এর Solution জানি না..

Level 0

mobile somporka ja kisu shikhasi ta apnader moto expert der kollanai r ae tech tunes er maddomae.
apnara j onak kosto kora tune koren sata bujta pari.

ami samsung s3 mini use kori(GT-18190) . amar set ti ka ki ami Lolipop a update korta parbo?? AMAR set ti root kora asa.

Level 0

ans me pls

Level 0

ভাই আমার Lenovo A3300-T তে Downloading Mode কি ভাবে দিবো এবং usb driver খোজে পাই না । আপনি কি আমাকে এই বেপারে সাহায্য করতে পারেন ?

Symphony W35 e kaj korbe?

ধন্যবাদ পোস্টটি করার জন্য।
আমার ফোন Symphony W128 এবং আমার পিসিতে উইন্ডোজ ১০ প্রো রয়েছে। আমি এখন কি করতে পারি ফ্লাশ দিতে?

    এলিন ভাই, Symphony তে Odin ঝামেলা করে, কিন্তু SP দেখতে পারেন! > http://indishare.co/s6ngvi1b7whk

    কিন্তু Win10pro তে এই Version হবে কি না, এটা নিশ্চিত না ! তবে যেটা বলার, সেটা হলো ভালো হয় Official File Use করলে ।

ভাই আমি Samsung Note II SHV 250s use করি এবং আমার সেট এ মাঝে মাঝে network থাকে না, মানে কোন কল আসে বা যায়না কিন্তু restart করলে ঠিক হয়ে যায়। আমি কোরিয়ান ভার্সন থেকে ইন্টাঃ ভার্সন(GT N7100) করতে চাচ্ছি এর উপায় কি? এবং আমার network ঠিক হবে কি না?

    হতে পারে কপি ফোন তাই এ রকম প্রবলেম করছে, অথবা এমন ও হতে পারে হাত থেকে পড়ে পেছনের কোন স্ক্রু Lose হয়ে গেছে! তাই নেটওয়ার্ক থাকছে না…

    আর Version সম্পর্কে আমি নিশ্চিত কিছু বলতে পারছি না ~!

samsung j1 root korar jay kmn kore bolben dhorjer bad vengge jassr vai doya korun plz

onek kisu diyea try koreci odin diyea try kore set bondho kore fhelcilam. r j soft diyea try kori bole not supported. plz j1 root korar tip tricks bolen plz

    ভাই এটা নিয়ে চিন্তার কি? j1 তো Impetcor দিয়েই হয়, Be 100% Sure! আর Odin দিয়ে কে বলল যে আপনি Root করবেন? Odin Flash এর জন্যে…

    এরপর ও না পেলে KingRoot, BaiduRoot, অথবা One Click Root Try করতে পারেন !

vai SM-G318HZ er firmware ta ektu dite parben??

samsung grand 2 mobile battery dite automatically on hoi but 4-5 second por abar auto restart nicce ..recovery mood a geleo restart hocce ..ki kora jai ??

    এটার ব্যাপারে কিছু বলার নেই আমার…!

vai jan impector. king. one click kisui kaj korlona. r jodi impector diyea hoyi tahole screen shot ar maddhome onno vhabe hole bolben

Walton Primo VX কি হবে? @Onno Manush Foysal

    হবে ভাই ! তবে Odin দিয়ে নয়… মনে হয় MediaTek ফোন !

Level 0

As Salamu Olaikum, Vai amar Samsung j5 Er custom ROM, Windows Driver lagto. Ami google e khujesi valo ba trusted kono ROM khuje painai. Help me Please.

    ভাই J5 Use করিনি, So Trusted ROM কি করে দেই বলেন? তাও কাস্টম রম…

ভাই আমার samsung GT I9060 এর firmwere এর ডাউনলোড লিংকটা দিবেন?

khub valo post vai

ভাই প্রথমেই জানাই অনেক অনেক ধন্যবাদ! আশাকরি ভাল আছেন। অন্যতম সেরা একটি টিউন। ইতিমধ্যেই সর্বকালের সেরা টিউনে জায়গা করে নিয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা!
Any way, আমার “GT-I9105P” এর ড্রাইভার এবং যা যা বললেন সব কিছু লাগবে, যদি দিতেন উপকৃত হতাম। আমি একটু ট্রাই করেছি। কিন্তু পারিনি। তাই আপনার সরনপণ্য হলাম।

    ধন্যবাদ এতো কিছু খেয়াল করার জন্যে ! আসলে আপনার কি, কেন… কি কাজে লাগাবেন, বুঝি নি… আপনি কি চাইছেন, সেটা লিখবেন, আমি দেওয়ার চেষ্টা করবো ভাই 😀

Many many thanks vai..
Amar GT-I8160 er driver ta jodi doya kore diten tahole khub upokrito hotam…

Bro apni jevabe shobar question er ans dicchen ta dekhe asholei ami hotobak…thanx man… I need some help amar mobile hocche lenovo k3note k5a40 model…. Mt6752 processor… Android 6…. Jodi etar root korar and after root and befor root ki ki ki kora drkr ta jodi janaten khub khusi hotam…. Thanx in advance

    ধন্যবাদ, অনেক দিন বাদে লগ-ইন করলাম আপনার উত্তর দেয়ার জন্যে, আসলে টিটিতে আর আসা হয়না তেমন একটা । আর আপনার K-3 নিয়ে A-Z গাইডলাইন পোষ্ট আছে Android এর ‘মেগা বস’ দের তীর্থস্থান XDA তে । দেখলেই বুঝবেন, See Here- https://goo.gl/2qJxy5

ভাই অামরা মোবাইলে download আসছে না । ৩ টা বাটন এক সাথে টিপলাম তবুও না । এখন কি করবো ? samsung j1 ace

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…