বেসিস BASIS (বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইন্ফরমেশন সার্ভিসেস) দেশের আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংকে স্বীকৃতি ও উৎসাহ দিতে ২০১১ সাল থেকে আয়োজন করে আসছে BASIS Outsourcing Award. বিশাল পরিসরে দারুন জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে দেশের সফল আইটসোর্সার ও ফ্রিল্যাংন্সাদের পুরষ্কার প্রদান করে আসছে বেসিস।
সেই ধারাবাহাকতায় এই বছর ২০১৪ সালে বেসিস BASIS (বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইন্ফরমেশন সার্ভিসেস) ৪ র্থ বারের মত আয়োজন করেছে BASIS Outsourcing Award 2014. ফ্রীলান্সারদের ও প্রাতিষ্ঠানিক আউটসোর্সিং উদ্যোক্তাদের বৈদেশিক মূদ্রা অর্জনের স্বীকৃতি স্বরূপ এই অ্যাওয়ার্ড দেয়া হবে।
গত বারের মত এবার ও BASIS Outsourcing Award 2014 তে ৪টি ক্যাটাগরিতে এবার সব মিলিয়ে মোট ১০০ টি অ্যাওয়ার্ড দেয়া হবে। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে জেলা ভিত্তিক District-wise Outsourcing Award এ ৬৪ টি জেলার প্রতিটিতে একজন করে ফ্রীলান্সারকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সারা দেশে নানা পেশা, অর্থনৈতিক ও সামাজিক লোকজনকে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর প্রতি উৎসাহিত করতে এই আয়োজন। এছাড়াও নারী ফ্রীলান্সারদের জন্য আলাদা ৩টি অ্যাওয়ার্ড দেয়া হবে।
দেশের আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং খাতকে উৎসাহিত করতে বেসিস গত ২০১১ সাল থেকে নিয়মিত ভাবে এই আয়োজন করে আসছে। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন দেশের যে জেলাতেই থাকুন না কেন রেজিস্ট্রেশন করুন BASIS Outsourcing Award 2014 তে।
অনলাইন-এর মাধ্যমেই শুধু এই অ্যাওয়ার্ড এর জন্য রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন এবং বিস্তারিত তথ্যের জন্য ভিসিট করতে হবে http://www.outsourcingaward.basis.org.bd রেজিস্ট্রেশন -এর শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী ২০১৪।
রেজিস্ট্রেশন শেষ হবার পরে Jury Board বিচারকরা (বিচারকদের মধ্যে থাকবে তথ্য প্রযুক্তি এক্সপার্ট, মিডিয়া প্রতিনিধি, শিক্ষক এবং পূর্বের অ্যাওয়ার্ড প্রাপ্ত উদ্যোক্তা) যাচাই বাছাই করে short-list করবে এবং সবশেষে ইন্টারভিউ (face-to-face অথবা online) -এর মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে। সিলেকশন প্রক্রিয়া বিস্তারিত জানতে দেখুন http://www.outsourcingaward.basis.org.bd/process.php
আসন্ন বেসিস সফট-এক্সপো (জুন ৫-৮ -http://www.softexpo.com.bd) তে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ও সার্টিফিকেট/ক্রেস্ট প্রদান করা হবে।
প্রয়োজনে BASIS Outsourcing Award 2014 Help Desk এ যোগাযোগ করুন
আমি বেসিস BASIS। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ এইরকম একটি উদ্দ্যোগ নেবার জন্য।