ক্লাউড কম্পিউটিং এর সাথে হয়ত অনেক টিউনারদেরই পরিচয় হয়েছে এবং কোন কোন বন্ধু হয়ত এতদিনে ক্লাউড কম্পিউটিং এর ফ্যানও হয়ে গেছেন। তবে যাদের জানা নেই তাদের জন্যে বলে রাখি। সহজে বলতে গেলে, ক্লাইড কম্পিউটিংকে আপনার ওয়ার্কিং নেটওয়ার্ক বলা যেতে পারে। মানে আপনার একটি চ্যানেল থাকবে যার মাধ্যমে আপনি যে কোন স্থান থেকে আপনার কার্য সম্পাদন করে নিতে পারবেন। এই ধরনের ক্লাউডিং এর সাথে আমরা অনেক আগে থেকে পরিচিত তবে সেই সমস্ত ক্লাউডিং এ যা দেখা যেত, তাহল রিমোট পিসি অ্যাক্সেসিং এর ক্ষেত্রে শুধুমাত্র একটি অথবা নির্দিষ্ট সংখ্যক পিসি থেকে অ্যাক্সেসিং এর সূযোগ পেতাম।তবে আজ আপনাদের সাথে যে প্ল্যাটফর্মটির পরিচয় করিয়ে দেব সেখানে আপনি আনলিমিটেড নাম্বারে যে কোন পিসি তে অ্যাক্সেসিং ছাড়াও আরো ইন্টিগ্রেট করা হয়েছে কিছু সংখ্যক ওয়েব ৩.০ সফটওয়্যার, পি টু পি সফটওয়্যার এবং কিছু ওয়েব সার্ভিস। আর এই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে গ্লাডিয়েন্ট (বেটা)।
এর আসল সার্ভিস তিনটি মূলত ওয়েবওয়্যার, রিমোট পিসি অ্যাক্সেসিং এবং অনলাইন স্টোরিং এর মধ্যেই আপাতত সীমাব্ধ আছে। হয়ত ভবিষ্যতে বেটা উঠে যাওয়ার পর আরো ফিচার পাবো আমরা।
এটি একটি ক্লাউড ডেস্কটপ অ্যাপ্লিকেশান যা আপনার ওয়েব অ্যাপ্লিকেশানকে আপনার লোকাল ডেটায়, লোকাল অ্যাপ্লিকেশানকে ওয়েব ডেটায় এক্সেস করতে দেয়। আরো আছে লোকাল কম্পিউটার এবং আপনার ওয়েব প্ল্যাটফর্মকে ইন্টিগ্রেট করার অপশন এবং ওয়েবটপ ও ডেস্কটপ থেকে ডাটা অ্যাক্সেসিং।
এখানে ব্যপারগুলো আরেকটু পরিস্কার হওয়া দরকার। ধরুন আপনার একটি ফাইল আপনার অফিসের পিসিতে সেভড্ আছে। সেই কম্পিউটারের ডেস্কটপটিকে আপনি চাইলে গ্লাডিয়েন্টের সাহায্যে ওয়েবটপে পরিণত করে নিতে পারবেন এবং আপনার বাসার ডেস্কটপ থেকে স্বতস্ফুর্তভাবে অ্যাক্সেসিং করতে পারবেন। শুধু তাই নয় এখানে আরো একটি মজার ইনফরমেশান দেই, আপনার পিকাসা, ফেসবুক, ফ্লিকার, স্কাইড্রাইভে অথবা গুগল ডকসে অ্যাকাউন্ট থাকতেই পারে এং সেগুলো কিন্তু একঅর্থে আপনার জন্যে অনলাইন ড্রাইভের কাজ করে যাচ্ছে। এখন আপনি চাইলে এই সমস্ত প্ল্যাটফর্মকে ইন্টিগ্রেট করতে চান তবে সুন্দর ফিচারটিও এই অ্যাপ্লিকেশানটির আছে। আর আপনার ইন্টিগ্রেশানটি এতই জোসস্, ঠিক যেন আপনার ডেস্তটপের আলাদা আলাদা ফোল্ডারে আলাদা ইনফর্মেশান স্টোরড্ থাকে।
আরেক অর্থে আপনি আপনার ওয়েব অ্যাপ্লিকেশানে অ্যাক্সেস পাচ্ছেন লোকালি।
আপনি আরো ব্যবহার করতে পারবেন পিকনিক নামে একটি অনলাইন ফটো এডিটর যেখানে আপনি লোকাল এবং রিমোট স্টোরিং ইভয়ের সেভিংস সরাসরি নিয়ে কাজে নেমে যেতে পারবেন। কাজ হবে দুইদিক থেকেই। আরো আছে গুগল পিকাসা ইন্টিগ্রেশান নামের একটি প্ল্যাটফর্ম। তাই আপনি চাইলে আপনার গুগল এর সেভিংস এবং পিকাসার ফটোকে এডিটিং করতে আপনার লোকাল পিসির ফটোশপকেও ব্যবহার করতে পারবেন। ঘুরে ফিরে আমরা পুরো ওয়েবকে কিন্তু লোকালিই নিয়ে আসলাম!!
গ্লাডিয়েন্টে ব্যবহার করা হচ্ছে VPN টাইপের প্রযুক্তি যার মাধ্যমে আপনি আপনি আপনার রিমোট পিসির সবগুলোতেই একসাথে এক্সেস করতে পারবেন একটি পিসি থেকে। আর পিসিগুলো যদি একই নেটওয়ার্ক এর আওতাভূক্ত হয়ে থাকে তাহলে আর কোন কথাই নেই। আপনাকে আর আলাদা করে রিমোট ডেস্কটপের পোর্ট ফরওয়ার্ডিং এর ইনফরমেশান কনফিগার করে দেয়ার কোন দরকার নেই। এটি অটো কাজ করবে সেই ক্ষেত্রে।
একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই আপনি এই সমস্ত ফিচারে একসাথে একসাথে অ্যাক্সেস করতে পারবেন, আপনার অনলাইনের এই যাদুর ডেস্কটপ থেকে। এবং আপনি আপনার এই ক্লাউডে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে ফুল্লি অ্যাক্সেস করতে পারবেন।
এর আরো আছে সহজ একটি ফাইল শেয়ারিং এর এনভাইরোমেন্ট। আরো আছে একটি পাসওয়ার্ড ম্যানেজার। সিঙ্গেল সাইন ইন ইনটু গুগল মেইলে, গুগল টক এবং গুগল ক্যালেন্ডার।
সবমিলিয়ে বলা যায় যে এর সহজ সরল পিরিচিত জিআইইউ এবং ইউজার ফ্রেন্ডলি এনভাইরোমেন্ট আসলেই প্রসংসার দাবী রাখে।
So have fun my tuner friends and welcome to the GLADIENT platform ......
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
এমন একটি টিউনে কারো মন্তব্য নেই কেন? আশ্চর্য! ২২০ বার দেখা হয়েছে অথচ কেউ কোনো মন্তব্য করলেন না? ১ বছর ধরে এমন একটি পোস্টে একেবারেই মন্তব্য আসেনি এটা খুব অবাক কাণ্ড!