প্রতিবাদের সুর ধ্বনিত হলে অসাধু ওয়েবসাইট বাতিল হবেই

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

অনেকদিন ধরেই দেখছিলাম bengalinewspapers.co.cc ডোমেইনে একটি ওয়ার্ডপ্রেস ব্লগ বানিয়ে একজন অসাধু ব্লগার বিভিন্ন উৎস থেকে অন্যান্য ব্লগারদের লেখা হুবুহু কপি করে ফেলছিলেন। আমরা প্রতিনিয়ত অনেক কষ্ট করে অনেক সময় ব্যয় করে কন্টেন্ট তৈরী করছি বাংলায়, অথচ কিছু অসাধু ব্যক্তির আচরণে আমাদের শ্রম নির্দ্বিধায় নিজেদের ব্লগে নিয়ে নিচ্ছিলেন অসাধু ব্লগাররা। এই bengalinewspapers.co.cc ব্লগ হোস্ট করেছে webhostingctg.com নামের ওয়েব হোস্টিং রিসেলার সংস্থা। এই সংস্থা কার তা আমি জানিনা, আপনারা কেউ কেউ হয়তো বা তাকে চিনতেও পারেন। WebhostingCTG.com আর bengalinewspapers.co.cc দুইটি ওয়েবসাইটের আইপি এড্রেস এক, 173.192.1.106 এবং এটা SoftLayer Technologies Inc. সংস্থার আইপি রেঞ্জের মধ্যে পড়ে।

গতকাল রাতে আমি সিদ্ধান্ত নিলাম যে এর প্রতিবাদের প্রয়োজন। আমি এর আগেও টেকটিউনসে এই সাইটের ব্যাপারে উল্লেখ করেছিলাম। কিন্তু নিজেদের মধ্যে আলোচনা ও সমালোচনার ঝড় তুললেই সমাধান হয়ে যায়না। অন্যায়টা দিনের পর দিন চলতেই থাকে। তাই, আর অপেক্ষা না করে আমি SoftLayer Technologies Inc. সংস্থার abuse এবং ipadmin বিভাগে নালিশ জানাই।

ফলাফল স্বরূপ আজকে দেখা যাচ্ছে bengalinewspapers.co.cc ব্লগ ACCOUNT SUSPENDED; এতোদিন কেউ প্রতিবাদ না করার ফলে এই ডোমেইন এলেক্সা'তে ১,৩০,৬২৯ র‌্যাঙ্ক পেয়েছে! বাংলাদেশ র‌্যাঙ্ক ৫৮৬! ভাবতেও কি পারেন ব্যাপারটা? আমি নিজে এতোদিন ব্লগিং করেও এই র‌্যাঙ্ক পাইনি। অথচ অসাধু ব্লগার এই র‌্যাঙ্ক পেয়েছেন আমাদেরই লেখা নিয়ে নিয়ে। কার না রাগ হয় বলুন? আমার একার লেখা তিনি নেননি, নিয়েছেন আরো অন্য অনেকের লেখাই। দিনেদুপুরে ডাকাতি করে বড়লোক হওয়ার মতো পরিস্থিতি, এটা দেখে আমি আর স্থির থাকতে পারিনি।

সব দেখেও যদি শুধু মুখেই প্রতিবাদ জানাই, কর্মে যদি তার প্রতিফলন না ঘটে তবে দিক্কার আমাকেই! ধিক্কার সেই অসাধু ব্যক্তিকে নয়। অন্যায় যে সহে সেও সমান অপরাধী, তাই আমি নালিশ জানিয়েছি অবশেষে। আজকে আমি .co.cc ডোমেইন কর্তৃপক্ষকেও নালিশ জানালাম। দেখি তারা কি করেন। ডোমেইন কর্তৃপক্ষকে নালিশ জানানোর কারন একটাই, এই ডোমেইন নাম বাতিল না করলে এই অসাধু ব্লগার আবারও এই একই ডোমেইন অন্য হোস্টিং একাউন্ট দিয়ে চালাবে, ভুলে গেলে চলবেনা যে তার কাছে ওয়ার্ডপ্রেস ডেটাবেস ফাইলটি আছে যা দিয়ে সে আবার নতুন করে ব্লগ বানিয়ে নিতে পারবে, সব লেখাগুলিও থাকবে। এই অসাধু ব্লগার যেন এই ডোমেইন ব্যবহার করতে না পারেন, এই ডোমেইন এলেক্সায় বেশ ভালো র‌্যাঙ্ক করে ফেলেছে আমার আপনার কষ্টের লেখাগুলি নিয়ে। তাই আমি ডোমেইন কর্তৃপক্ষের কাছেও আজকে নালিশ জানালাম।

আপনাদের কাছেও আমার সবিশেষ অনুরোধ, অন্যায় দেখে চুপ করে থাকবেন না। তাতে অন্যায় যিনি করছেন তার কোনো ক্ষতিই হয়না। এইসব অসাধু ব্যক্তিরা আমার আপনার মাঝেই মুখোশের আড়ালে নিজেদেরকে লুকিয়ে রেখেছে। উপরে বলা ওয়েবসাইটে যোগাযোগের পাতাটিও নেই। কোনোভাবেই এই ব্লগারকে যোগাযোগ করার উপায় ছিলোনা। আমি তার ব্লগে টিউমেন্টের আকারে জানিয়েছি, ফল হয়নি। তাই অবশেষে তিক্ত মনে নালিশের পথেই যেতে হয়েছে। আপনারাও এমন দেখলে চুপ করে না থেকে নালিশ জানান। আমাদের প্রিয় বাংলা ব্লগ জগতে যারা ক্ষতির কাজ করে চলেছে সারাক্ষণ, তাদেরকে চিহ্নিত করে তাদের ওয়েবসাইট বন্ধ করাতে হবে।

আমি অনেকদিন অনেকবার এই টেকটিউনসেও সরব হয়েছি। আপনারাও পিছিয়ে থাকবেন না। বিনা অনুমতিতে কেউ লেখা নিলেই প্রতিবাদ করুন। তবে, বুঝেশুনেই নালিশ জানাবেন, আগে নিশ্চিত হয়ে নেবেন যে হুবুহু কপি কিনা, নাকি আংশিক কপি - আংশিক কপি হলেও আপনার ব্লগের রেফারেন্স দেওয়া হয়েছে কিনা ইত্যাদি আগে দেখে নেবেন। তাড়াহুড়ো করে কারো নামে নালিশ জানিয়ে দেওয়াও কিন্তু সঠিক কাজ হবেনা। সঠিক এবং যুক্তিগ্রাহ্য নালিশ হলে অবশ্যই তা জানাবেন কর্তৃপক্ষকে। যা করবেন তা দায়িত্ব নিয়ে করবেন।

আপডেট:- ডোমেইন কর্তৃপক্ষের কাছে নালিশ জানানোর পরে এখন মেসেজ আসছে "This domain is under examination at the moment. It will be finished within 24 hours!"

টিউন সম্পাদনা করে আমি কিছু কথা যুক্ত করতে চাইছি এখানে। আমি বলতে চাই যে সবাই কিন্তু মন্দ নয়। অসাধুর পাশাপাশি অনেক ভালো মানসিকতার ব্লগাররাও আছেন যাদের কথা এখানে না বললে তাদের প্রতি অন্যায় করা হবে। আমার কাছে অনুমতি চেয়ে অনেক ইমেইল আসে। কেউ কেউ অনুমতি পরে নেন। আগেই হোক বা পরেই হোক, অনুমতি নেওয়ার প্রচুর নিদর্শন আছে আমার কাছে। শুধুমাত্র অল্প কিছু হাতে গোনা অসাধু ব্যক্তির কারনে কলুষিত হচ্ছে আমাদের ব্লগ জগত। কিন্তু আমি ধন্যবাদ জানাবো সেইসব সভ্য ভদ্র সুস্থ মানসিকতার সকল ব্লগারকে যাদের অক্লান্ত প্রচেষ্টায় বাংলা ব্লগিং এগিয়ে চলেছে উজ্জ্বল ভবিষ্যতের দিকে।

[মূল লেখা]

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

halara padani deta hoba amr website ar content o copy kora Hlar web site to dahi band

halara padani deta hoba http://www.bloggerbd.com amr website ar content o copy kora Hlar web site to dahi band

বিনা অনুমতিতে কেউ লেখা নিলেই প্রতিবাদ করুন। একমত।

Level 0

কি সাংঘাতিক ব্যাপার ! এদের কি একটুও লজ্জা নেই? ছিঃ

আপু জটিল কাজ করছো।আমি সরাসরি এই টিউনটি নির্বাচিত করার সুপারিশ করছি।এবং আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন যার ওয়েবসাইট বন্ধ হয়েছে সে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে যদি কখনো সমস্যায় পড়েন সাথে সাথে জানাবেন আমরা সবাই আছি আপনার সাথে।

    আমার মনে হয়না কিছু করবে, কারন ঐ ওয়েবসাইটে বিজ্ঞাপন ছিলোনা সুতরাং আর্থিক ক্ষয়ক্ষতি হয়নি তার কিছু। ডোমেইনটাও ফ্রি ছিলো তার। ব্লগটিও কষ্ট করে লিখতে হয়নি তাকে। শুধু ব্লগ সেটআপ ছাড়া আর কোনোই শ্রম ছিলোনা তার ঐ ব্লগে। হ্যাঁ, এখন যেটা হবে তা হচ্ছে নাম বদলে অন্য নামে আবার একই কাজ শুরু করবে।

সবারই উচিৎ প্রতিবাদ করা।

”চোরের দশ দিন, গেরস্তের এক দিন”
টেকটিউনস্-এ যে ক’জন জিনিয়াস ব্লগার আছেন, তাঁদের মধ্যে আপনি অন্যতম। বুঝা যাচ্ছে, শুরু থেকেই আপনি ব্লগিং নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
আন্তরিক ধন্যবাদ আপনাকে।

আমি ও টিউনটি নির্বাচিত করার সুপারিশ করছি এবং রিয়া আপু এমন চমৎকার একটি কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

Great work, Ria apu. Ei content churi korar bepar ta khub beshi poriman biroktikor. Apni ja korechhen ta shotti upojukto chhilo.

Ami amr nijer ekta experience share korte chai ei bishoye….

Amr ekta sports blog achhe (ekhon r ovabe manage kori na jodio). Shekhane ami Bangladesh Cricket er jabotio highlights diye thaki. Ekdin hothat search diye dekhi j amr lekhatai onno ek website e publish kora. khub e obak hoi, karon e rokom oviggota amr age r hoy ni. ami tokhon Hosting shomporke kichhui jantam na, tai ami tader Host k notify korte pari ni. Ami oi blog owner k mail pathai, abong bolai bahullo, tara amr kothay kan dey ni. 🙁 R ha, oi website er PR abong Alexa rating 2tai amr blog er che onk better chhilo…. jar fole jokhon keu oi particular match ti google e search korto, amr lekhar age oi lekha ashto, ja khub e koshtodayok.

Ekhon different ekti bishoye kotha boli….

Alexa rating ashole temon kichhui na. Eta just website owner der nijer bepar e valo feel koray. Karon ami emon onk website dekhechhi jader PR amr website er che beshi but alexa rating amr che onk kharap. Alexa rating better korar onk chora buddhi achhe ja ei rating system k foul banay felse. So, ei rating niye matha na ghamiye PR er dike drishti dile shobar jonnoi mongol hobe bole ami personally mone kori. For example, apner blog er PR 3 r amr Forum er PR just 1. But amr Alexa rating 129,000 and apnar 542,000.

PR is far more important than Alexa Rating.

Onek onek valo thakben
irtiza104

রিয়া আপু আপনি কয় টা ব্লগ এর বিপক্ষে এ কাজ করবেন । যার চুরি করার সে চুরি করবে । টেকটিউনস এ আমার সকল টিউন বিভিন্ন ব্লগ এ কপি করেছে , এমন কি আমার নাম ত দুরের কথা টেকটিউনস নাম পযন্ত তর্থসুত্রে উল্লেখ করেনি । এদের মানুষিকতা কখনই পরিবর্তন হবে না । তারপর ও আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা পদক্ষেপ নেয়ার জন্য ।

    🙂 অল্প যেটুকু করতে পারি সেটুকুই লাভ। আমার একার লাভ নয় এটা, ক্ষতি হচ্ছে আমি ছাড়াও অনেক ব্লগারদের। জানি সবটা ক্ষতি আটকাতে পারবোনা, তাই বলে যেতুকু পারি সেই চেষ্টাও করবোনা তা কি হয়? নিজের বিবেকটা বড় কথা, নিজের বিবেকের কাছে জবাব তো দিতে পারবো যে একেবারেই চুপ করে বসে থাকিনি কিম্বা সমালোচনা করেই হাল ছেড়ে দিইনি আমি। আমি খুব সাধারন মানুষ, এই সমাজের প্রতি অতি অল্প যেটুকুও বা অবদান রেখে যেতে পারবো তাতেই গর্বিত বোধ করবো। আজ যে কাজ আমি একলা চেষ্টা করছি, কাল আমাকে দেখে অন্যেরাও চেষ্টা করলে নিশ্চয় মিলিত প্রচেষ্টায় অনেকটাই করা যাবে। আমি সেইজন্যই এই টিউন এখানে দিয়েছি। অন্যথায় এই টিউন এখানে দেওয়ার কোনোই অর্থ নেই।

    রিয়া আপু আপনি এগিয়ে যান আমরা আপনার সাথেই আছি ।

“This domain is under examination at the moment. It will be finished within 24 hours!”
পরের কাহিনী জানার অপেক্ষায় ……

Level 0

লজ্জা-শরমের মাথা ন্ খাইলে এরকম চুরি কেউ করে না, বেকবি হলেও এরকম নকলবাজি করতে পারে। এদের ব্লগে না দিয়া ফটোস্টাটের দোকানে দিলে ভাল আয় উন্নতি করতো মনে হয়

    Ami personally erokom ekjon “BLOGGER” k chini j copy paste marte khub pochhondo kore. Keno emon kore jigesh korle mishti kore hashi mare…r amr mejaj ta gorom hoy. Bondhu manush bole koshe mair lagate pare na. afsos.

এই চোর টার কাছে মোস্থফা জব্বারের কপি রাইট নোটিস টা পাঠানো দরকার

Level 0

আমি মাঝে মাঝে টিউন আমার নিজস্ব ব্লগে কপি করে রাখি, তবে অবশ্যই টিউনারের নাম এবং সোর্স উল্লেখ করে। কোন পাবলিক ব্লগ নয়, এবং কারো সাথে সেয়ারও করি না, গুগল সার্চ এও এড করা নেই। তবে কিছু কিছু টেউন গুগল সার্চ এ চলে আসে, কারন সেগুলো টেকটিউনের লিঙ্ক দেয়া থাকে। আশা করি আপনাদের কোন আপত্তি নেই।

রিয়া আপু,
অসাধারণ টিউন। আসলে ডিজিটাল বাংলাদেশে এখন চুরিও ডিজিটাল হয়ে গেছে। অ্যানালগ চোরকে আসলে ধরা যত সহজ, ডিজিটাল চোরকে ধরা তত সহজ নয়। আসুন, ব্লগের লেখা কপি-পেষ্টের ব্যাপারে সবাই প্রতিবাদের ঝড় তুলি একসঙ্গে। আপু, আমি আছি আপনার সঙ্গে।

    Level 0

    আসুন সবাই এগিয়ে আসি

সাথে আছি। প্রয়োজন হলে আওয়াজ দিয়েন।

আমি ও সাথে আছি। প্রয়োজন হলে miss call দিয়েন। 🙂

খুব ভাল টিউন, ধন্যবাদ 😀

টিউনের জন্য ধন্যবাদ।

শেয়ার করার জন্য ধন্যবাদ। [email protected]

গুড জব ! খুব ভালো হইসে!

ধন্যবাদ আপু একটি ভাল বিয়ষ তুলে ধরেছেন আমাদের সবাইকে এগিয়ে আসা দরকার

এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

সাইটা কার ….. জানা গেলে ভালো লাগতো

Level 0

সাইট-টা কার সেটা বড় কথা নয়. সবচেয়ে বড় কথা হচ্ছে সে একজন চোর । এটা একটা চোরের সাইট।…….

এই মানুষগুলো জন্মগত ভাবেই এই স্বভাব পেয়ে থাকে, তাই এদের জন্ম নিয়ে আমার সন্দেহ হয়। সুপরিবারে সুসন্তান জন্ম হয়, কুপরিবারে কুলাঙার জন্মে। পরিবার হলো সকল শিক্ষার সুতিকাগার। ওর পিতামাতা যদি ভাল হতো তাহলে নিশ্চয় এমন করতো না। এদের নাক, কান সবই কাটা গেছে, তাই কোন লজ্জা-শরম নেই।

    না না পলাশ, “মানুষ” কখনোই খারাপ হয়না, খারাপ তার “কর্ম” খারাপ হতে পারে। দোষী ব্যাক্তিকে আমরা চিনিনা জানিনা, তার পিতামাতার নামে এইভাবে বলা একেবারেই ঠিক নয়। আমার প্রতিবাদ “মানুষ”-এর বিরুদ্ধে নয়, প্রতিবাদ একটি অন্যায় কর্মের বিরুদ্ধে।

আমি জানতে পারি সাইট টি কার
co.cc এর whois প্রাপ্ত তথ্য গুলো নিচে তুলে ধরলাম
নাম: আব্দুল জলিল
ঠিকানা ৩১২ ঢাকা,ঢাকা
বাংলাদেশ
ইমেইল: [email protected]

এই মহৎ……… ব্যাক্তি(বাকিটা আপনারা বসিয়ে নিয়েন) মোবাইল নাম্বার ও দেয়া আছে 8801911310310
আরো জানতে ও প্রমাণ পেতে যেতে পারেন http://www.co.cc/whois/whois.php?domain=bengalinewspapers&button=Whois+Lookup এই লিংক.
বেটা আমারেও খুব জালাইছিল;তারে আমিও মন্তব্য করে আমার টিউন গুলো মুছে ফেলার কথা বলেছিলাম।কিন্তু শোনে নি এবার বোঝ মজা।
আর হা রিয়া আপুকে অনেক ধন্যবাদ এমন একটা প্রতিবাদ করার জন্য

Eshb onnayer protibad evabei howa uchit…চোরের দশ দিন, গৃহস্থের একদিন।