আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
দারুন কাজ করছে। আমি অবশ্য Pidgin ব্যবহার করি। আমি একটা পোর্টেবল নামিয়ে ছিলাম কিন্তু একদম ভাল না। এটা খুবই ভাল কাজ করছে। ধন্যবাদ আপনাকে।
কাতার ভাই,
ডাউনলোডে সমস্যা হচ্ছে, ফাইলটি খুজেই পাওয়া যাচ্ছে না। এখন কী উপায়?
কাতার ভাই, ডাউনলোডে সমস্যা হচ্ছে।অনেক চেস্টা করলাম ফাইলটি খুজেই পাওয়া যাচ্ছে না। (সমস্যাটা কোথায়….?)
১০০% কাজ করে। আমি এই মাত্র ডাউনলোড করে দেখলাম। দারুন দারুন সব টিউটোরিয়াল। কাতার ভাই জিন্দাবাদ।
ভালো