আমরা বাংলাদেশী হিসেবে পূর্বে অনেক অবহেলিত ছিলাম অন্যান্য দেশের কাছে, কিন্তু দিন বদলাইছে, বাংলাদেশী হিসেবে আমি গর্বিত, জানুন কি নিয়ে আমি গর্বিত এবং অন্যকে জানান...
হাজার বছরে পলি জমে জমে এই বাংলাদেশের জন্ম, তা প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বেকার কথা যখন উপমহাদেশে সর্বপ্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, নাম তার "মৌর্য সাম্রাজ্য" ইংরেজীতে "Mauryan Dynasty"।
মহান সম্রাট অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের একজন অন্যতম সম্রাট যিনি বৌদ্ধ ধর্ম গ্রহন করেন এবং গৌতম বুদ্ধের পর তাকে ২য় বৌদ্ধ ধর্ম প্রবর্তক হিসেব ধরা হয়। তার রাজ্য বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভূটান, আংশিক চীন, মায়ানমার, শ্রীলংকা জুড়ে বিস্তৃত ছিল। বর্তমান বৌদ্ধ ধর্মের বিস্তৃতি মূলত তারই অবদান। তিনি খ্রিস্টপূর্ব ২৬৯ থেকে খ্রিস্টপূর্ব ২৩২ সাল পর্যন্ত রাজত্ব করেন।
তার রাজধানী ছিল বর্তমান মহাস্থানগড়, বগুড়া । নিচে মহাস্থানগড়ের কিছু পুরাকীর্তি খননের চিত্র দেয়া হল:
খনন কাজ-১
চন্দ্রগুপ্ত মৌর্য এর শাসনামলের একটি মুদ্রায় তার ও তার স্ত্রী কুমারাদেবী এর প্রতিকৃতি।
খনন কাজ-২ (আংশিক খনন সম্পন্ন)।
আমরা গর্বিত এই জন্য যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, চীন সহ অন্যান্য দেশ গুলোকে আমরা শাসন করেছি এবং সভ্যতা শিখিয়েছি। আমরা জাতি হিসেবে সভ্য হয়েছি প্রায় ৬ হাজার বছর পূর্বে, যেখানে চীন ২৫০০ বছর, আরব ১৪৫০ বছর, মিশর ৭ হাজর বছর, গ্রীস-ইটালি ৫ হাজার বছর, ইংল্যান্ড ২০১২ বছর পূর্বে সভ্য হয়েছে। জাতি হিসেবে আমাদের সভ্য হওয়ার স্থান ২য়।
বাংলাদেশী হিসেবে আমরা গর্বিত কারণ আমাদের মাতৃভাষা বিশ্বের ৪র্থ ভাষা, যে ভাষায় কথা বলে প্রায় ৩০০ মিলিয়নেরও বেশি মানুষ।
১ম স্থান: ম্যান্ডারিন বা চীনা ভাষা
২য় স্থান: আরবি
৩য় স্থান: ইংরেজি
৪র্থ স্থান: বাংলা
অনেকে হিন্দি+উর্দু কে একসাথে ৪র্থ মনে করেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই হিন্দি ও উর্দু দুটি ভিন্ন ভাষা কারণ তাদের বর্ণমালা ভিন্ন, হিন্দি লেখা হয় গাছের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে যা সংস্কৃত ভাষা থেকে আগত আর উর্দু লেখা হয় আরবি অক্ষর দিয়ে। তাহলে দুটি ভিন্ন বর্ণমালা কখনও একটি ভাষা হতে পারে না। আর তাই বাংলা ভাষা বিশ্বের ৪র্থ বৃহত্তম ভাষা।
আমাদের বাংলা ভাষা দিবস, ২১শে ফেব্রুয়ারী (৮ই ফাল্গুন) বিশ্বের বেশিরভাগ দেশে পালিত হয় যা এখন বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের "কক্সবাজার" প্রায় ১৫০ কি:মি: এর চাইতেও দীর্ঘ।
বিশ্বের সর্ববৃহত ম্যানগ্রভ বন সুন্দরবন বাংলাদেশে অবস্থিত, যার প্রায় ৭০০০ বর্গ কি:মি: বাংলাদেশে এবং প্রায় ৩০০০ বর্গ কি:মি: পশ্চিম বঙ্গে অবস্থিত।
সুন্দরবনের ভিতর দিয়ে কাঠের রাস্তা।
বিশ্বের বৃহত্তম বিড়াল প্রজাতি রয়েল বেঙ্গল টাইগার এর আবাসস্থল বাংলাদেশ।
চিংড়ি রপতানীতে বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে অন্যতম দেশ। যা হোয়াইট গোল্ড নামে পরিচিত
বাংলাদেশের তৈরীকৃত পাট ও চামড়াজাত পন্য এবং হস্ত শিল্প পন্য বিশ্বের অন্যতম বিলাস পন্য যা প্রায় ৩৮ টির চাইতে বেশি দেশে রপতানি হয়।
ফুটবলের পর ক্রিকেট বিশ্বের ২য় জনপ্রিয় খেলা। এই ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল এক শক্তিশালী উদিয়মান নক্ষত্র, ওয়ানডে ও টেস্ট ম্যাচে শীর্ষ স্থান অধিকারী ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশী।
১০. বাংলাদেশ জাহাজ তৈরী ও রপ্তানীতে দক্ষিণ এশিয়াতে প্রথম। আমাদের তৈরিকৃত জাহাজ ইউরোপ ও আফ্রিকার বেশ কটি দেশে রপ্তানী হচ্ছে।
ইউটিউব এর তিন প্রতিষ্ঠাতার মধ্যে প্রধান হচ্ছেন একজন বাংলাদেশী বংশোদ্ভুত:
জাওয়ায়েদ করিম : বিস্তারিত: http://en.wikipedia.org/wiki/Jawed_Karim
জাওয়ায়েদ করিম যখন বাংলাদেশে বেড়াতে আসে তখনকার একটি পারিবারিক ছবি।
তাদের পরবর্তী প্রকল্প : http://www.youniversityventures.com/
আমরাই প্রথম জাতি যারা ইউরোপীয় নই এবং সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছি। (গীতাঞ্জলী-কাব্যগ্রন্থ-রবীন্দ্রনাথ ঠাকুর)
http://en.wikipedia.org/wiki/Gitanjali
details: http://en.wikipedia.org/wiki/Rabindranath_Tagore
ব্রিটিশ পার্লামেন্টে ও আমেরিকার কংগ্রেসে দুই জন বাংলাদেশী নির্বাচিত কাউন্সিলর রয়েছেন যারা আমাদের গর্ব।
http://en.wikipedia.org/wiki/List_of_British_Bangladeshis
http://en.wikipedia.org/wiki/Hansen_Clarke
Hansen H. Clarke the first Bangladeshi Congressman.
ক্ষুদ্র ঋণ প্রকল্পে শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছেন বাংলাদেশের ড: ইউনুস
কয়েকশত বাংলাদেশী চাকুরীজীবি যারা মাইক্রেসফট, গুগল, ইউটিউব, নাসা, এফবিআই, আরও অনেক খ্যাতনামা প্রতিষ্ঠানে কর্মরত।
http://fresnel-lens.blogspot.com/2009/01/bangladeshi-scientist-wins-nasa.html
http://en.wikipedia.org/wiki/Abdus_Suttar_Khan
আমরা সারা বিশ্বে "নিট ওয়্যার" তৈরীতে প্রথম স্থান অধিকারী দেশ। আমাদের প্রস্তুতকৃত গার্মেন্টস পন্য বিশ্বের ১১২টি দেশে রপ্তানী হয় যা পার্শ্ববতী অনেক দেশের চাইতে বেশি উন্নতমানের ও উন্নত দেশগুলোতে সমাদৃত।
আমরা জন-শক্তি রপ্তানী ও বৈদেশিক মুদ্রা আয়ে বিশ্বে তৃতীয়।
http://news.priyo.com/business/2012/03/26/bangladesh-may-get-14b-remitta-48824.html
http://bangladesheconomy.wordpress.com/category/human-resources-skills-manpower-and-remittance/
গাছেদের প্রাণ আছে এটি সর্বপ্রথম গবেষণার মাধ্যমে প্রমাণ করেন বাংলাদেশী বিজ্ঞানী ড: জগদীশচন্দ্র বসু। তিনি সর্বপ্রথম বেতার বা রেডিও আবিষ্কার করেন কিন্তু দুর্ভাগ্যবসত আর্ন্তজাতিক মাধ্যমকে জানাতে দেরী করেন এবং সমসাময়িক রেডিও গবেষক মারকনি দেরীতে আবিষ্কার করেও তার আগে প্রফাইল জমা দিতে সক্ষম হন, যার কারনে বিশ্ববাসী তাকে বেতারের আবিষ্কারক হিসেবে চেনেন। মুলত তিনি একজন ইউরোপীয় আর তাই সবাই তাকে সাপোর্ট করেন কিন্তু পাঠক সমাজ হয়ত জানেন নিউটন দেরীতে জমা দিয়েও আজ ক্যালকুলাসের জনক, জার্মানীর লিবনিজ আগে জমা দিয়েছিলেন ঠিকই কিন্তু তৎকালীণ সময়ে ইংরেজ আধিপত্য ছিল তাই নিউটন জয়ী হন। সে আরেক বিশাল গল্প অন্য কোনদিন বিশদ লিখব।
Details: http://en.wikipedia.org/wiki/Jagadish_Chandra_Bose
আমাদের গর্বিত সেনাদল সারা বিশ্বে অভিজ্ঞতা, সাহস ও বীরত্বের জন্য তৃতীয়। কারণ তারা সিয়েরা-লিওন, উগান্ডা, সোমালিয়া, নাইজেরিয়া, কুয়েত, কাতার, কঙ্গো, আইভরিকোস্ট, কানাডা ইত্যাদি দেশে বীরত্বের সাথে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।
http://en.wikipedia.org/wiki/Ranks_of_the_Bangladesh_Army
http://en.wikipedia.org/wiki/Bangladesh_Army
http://en.wikipedia.org/wiki/Bangladesh_Armed_Forces
বাংলাদেশ আউট-সোর্সিং এ বিশ্বে প্রথম ১০ টি দেশের মধ্যে একটি।
বাংলাদেশের বিমান বাহিনীর বিশ্ব রেকর্ড: "ডগ ফাইট" মানে বিমান থেকে বিমানে; আকাশে যুদ্ধে মাত্র দুই মিনিটে ৩টি যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম হয়, যে রেকর্ড আজও কেউ ভাংতে পারেনি।
ইংল্যান্ডের টাওয়ার হ্যামলেটস এর মেয়র বাংলাদেশী লুৎফর রহমান ইংল্যান্ডের ৬৮মত ধনী এবং প্রভাবশালী।
http://en.wikipedia.org/wiki/Lutfur_Rahman
http://www.towerhamlets.gov.uk/lgsl/1001-1050/1002_mayor.aspx
লুৎফর রহমান
নরওয়ের প্রথম বাংলাদেশী এম, পি সায়রা খান:
http://en.wikipedia.org/wiki/Saera_Khan
ইন্ডিয়া ও পাকিস্তানের আজকের এই আধুনিক পরমানু শক্তি কমিশনের জন্ম পরমানু বিজ্ঞানী ড: এম, এ, ওয়াজেদ মিয়ার হাত ধরে, যিনি উভয় দেশেই পরমানু শক্তি কমিশনে পরমানু গবেষক হিসেবে কর্মরত ছিলেন:
http://en.wikipedia.org/wiki/M._A._Wazed_Miah
বিশেষ আর কি লিখব, আরও অনেক কিছুই আছে যা নিয়ে আমরা গর্ব করতে পারি। আপনাদের ভাল লাগলে আওয়াজ দিয়েন, চেষ্টা করব আরো ভাল কিছু টিউন করার। অশেষ ধৈর্য নিয়ে পড়ার জন্য সকল পাঠকগণকে আন্তরিক শুভেচ্ছা।
বি: দ্র: টিউনটা করতে অনেক্ষন সময় লেগেছে, বেশ মানসিক পরিশ্রমও হয়েছে, তাই দয়া করে এমন কোন টিউমেন্ট করবেন না যাতে নিজেকে অপদার্থ মনে হয়।
আমি সাকি বিল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করলাম না।
এমন একটি টিউন এ প্রথম Comments করতে পেরে আমি গর্বিত।