চলচ্চিত্র জগতে এনিমেটেড চলচ্চিত্রের এখন জয়জয়কার । যার প্রমান মিলেছে শ্রেক , ফাইন্ডিং নিমো , শার্কটেল এর মত এনিমেটেড চলচ্চিত্রের জনপ্রিয়তার দ্বারা ।ত্রিমাত্রিক চলচ্চিত্র গুলো মূলত সফওয়্যার ও হার্ডওয়্যারের সমন্বয় প্রস্তুত করা হয় । এই সফটওয়্যার গুলো আন্তর্জাতিক মানের এবং এগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে । মনে করুন এ্যানিমেশন তৈরী করার মত সৃজনশীলতা আপনার আছে । তবে দামি এ্যানিমেশন সফটওয়্যারগুলো কিনতে সক্ষম নন , তবে কি করবেন ?
ভাবুন তো এমন একটি সফটওয়্যার যেটি দিয়ে আপনি মডেলিং , টেক্সচারিং , এ্যানিমেশন , রেন্ডারিং সব কিছুই করতে পারবেন । কিন্তু সফটওয়্যারটি পেতে পারেন বিনামূল্যে।
হ্যাঁ এমনই একটি সফটওয়্যার আছে যার নাম ব্লেন্ডার । এর প্রস্তুতকারক Blender Foundation (http://www.blender.org/) । এর মাধ্যমে যে আন্তর্জাতিক মানের এনিমেশন চলচ্চিত্র প্রস্তুত করা সম্ভব তা elephants dream এর দ্বারা প্রমানিত হয়েছে ।
এবার আসি মূল আলোচনায় elephants dream চলচ্চিত্রটির প্রযোজক Ton Roosendaal। যিনি ব্লেন্ডার সফটওয়্যারটির মূল ডেভলপার এবং Blender Foundation এর চেয়ারম্যান , নির্দেশক Bassam Kurdali , আর্ট ডিরেক্টর Andreas Goralczyk যারা এই প্রজেক্টের উল্লেখযোগ্য নাম। এই প্রজেক্টটি ছিল কমিউনিটি ভিত্তিক একটি প্রজেক্ট । প্রজেক্টটির নাম দেয়া হয় " Orange Open Movie Project"।
প্রযোজক Ton Roosendaal প্রথমে এই প্রজেক্টটির প্রি-প্রোডাকশন কালে প্রজেক্টটিতে যুক্ত হবার জন্য কমিউনিটি থেকে আমন্ত্রন জানান Bassam Kurdali এবং Andreas Goralczyk কে। এরপর প্রজেক্টটির কাজ কিছুটা গুছিয়ে আনার পর তারা এই প্রজেক্টটির জন্য কমিউনিটিতে Public Application প্রকাশ করেন । যাতে অন্যরা এই প্রজেক্টটিতে যুক্ত হবার জন্য Lead Artist বা Technical Artist বা অন্য পদে আবেদন করতে পারেন । পরবর্তীতে অসংখ্য আবেদনকারী দেখে প্রযোজক নির্দেশকগন অভিভূত হয়েছিলেন।
তাদের মধ্যে বেশ কয়েকজন অত্যন্ত দক্ষ ছিলেন। তবে দক্ষতার ভিত্তিতে তিন জন Lead Artist একজন Technical Director ও একজন Music/Sound Designer ডিজাইনার নেয়া হয়। এই প্রজেক্টের পেছনে আর কারা ছিলেন তা জানতে ভিজিট করুন (http://orange.blender.org/theteam) । প্রথমদিকে তাদের কোন ধারনা ছিলনা যে এই প্রজেক্টটি কি করে সম্পূর্ন হবে । তবে পারস্পরিক সহযোগিতায় প্রজেক্টটির কাজ এগুতেথাকে । কাজ শুরুর জন্য প্রথমে প্রয়োজন ছিল একটি স্টুডিও এবং কম্পিউটার।
লিনাক্স ওএস এবং ম্যাক কম্পিউটারের সমন্বয় গড়ে তোলা হয় স্টুডিও । এই মুভিটি তৈরীর কাজে পুরোপুরি ভাবে ব্যবহৃত হয়েছে ওপেনসোর্স সফটওয়্যার Blender , ইমেজ এডিটিং এবং টেক্সচারিং এর কাজে ব্যবহার হরা হয়েছে ওপেনসোর্স ইমেজ এডিটিং সফটওয়্যার Gimp। ক্যারেকটার ডিজাইন , মডেলিং টেক্সচারিং ইত্যাদি করা তাদের জন্য খুব একটা কঠিন হয়নি । কারণ কমিউনিটির সদস্যগণ এ ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করেছেন । কেউ ক্যারেকটার সম্পর্কে আইডিয়া দিয়ে , কেউ টেক্সচার / ম্যাটেরিয়াল দিয়ে সহায়তা করেছেন ।
ফিল্মটি হচ্ছে দুটি চরিত্রের উপর ভিত্তি করে Emo এবং Proog এবং তাদের আলাদা দৃষ্টিভঙ্গি সেই বিশ্বকে দেখার যেখানে তারা বাস করছে । দর্শক এখানে এমন একটি বিশ্বে ভ্রমন করবেন যা যান্ত্রিক এবং প্রযুক্তির বিস্ময়ে ভরা যাদের রয়েছে নিজেস্ব জীবন । ছবিটি সম্পর্কে আর বলে দেখার মজা নষ্ট করতে চাইনা ছবিটি দেখতে হলে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন ।
এবার বলি কেন এটিকে বলা হচ্ছে Open Movie বা মুক্ত চলচ্চিত্র । সাধারণত যে এ্যনিমেশন চলচ্চিত্রগুলো তৈরী করা হয় সেগুলো কিভাবে তৈরী করা হয় তা জানা সম্ভবপর নয় । তবে এই চলচ্চিত্রটি কিভাবে তৈরী করা হয়েছে তা আপনি জানতে পারবেন এবং এর প্রোডাকশন ফাইল , ম্যাটেরিয়াল সবকিছুই পেতে পারেন বিনাম্যূল্যে । যা ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আওতায় রয়েছে ।
বিস্তারিত জানতে দেখুন :
এগুলো ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আওতায় ব্যবহার করতে পারেন বা শেখার কাজে ব্যবহার করতে পারেন ।
আর এই চলচ্চিত্রটি আপনি বিনামূল্যে ডাউনলোড করতে পারেন এখান থেকে :
ডাউনলোড করার জন্য আপনি অসংখ্য ভিডিও ফরমেটে ও রেজুলেশনে পাবেন । যেমন ধরুন AVI , MPEG4 , QuickTime , এমনকি PlayStation Portable, iPod video and মোবাইলের জন্য 3gp ফরমেট ও পাওয়া যাবে । এছাড়া আপনি টরেন্ট এর মাধ্যমেও ডাউনলোড করতে পারেন তবে এর জন্য বিটটরেন্ট ক্লায়েন্টটির প্রয়োজন হবে । এখান থেকে প্রোডাকশন ফাইলগুলোও ডাউনলোড করতে পারবেন ।
আশা করি বুঝতে পেরেছেন কি এই Open Film বা মুক্ত চলচ্চিত্র এটি চলচ্চিত্র জগতে এক নতুন ধারা । তবে এই চলচ্চিত্রটি শুধু ডাউনলোডের জন্যই নয় ডিভডি আকারেও পাওয়া যাবে বিস্তারিত জানতে ভিজিট করুন :
এ জাতীয় চলচ্চিত্র এ্যনিমেটরদের জন্য নতুন দরজা খুলে দিয়েছে । এ্যনিমেটর বা এ্যনিমেশন শিক্ষার্থীগণ চলচ্চিত্রটির প্রোডাকশন ফাইল সংগ্রহ করে শিখতে পারে । একটি এ্যানিমেশন চলচ্চিত্র কিভাবে তৈরী করা যায় আর এটি সংরক্ষন , কাউকে দেয়া বা কেউ যদি এটি নিজ ভাষায় ডাবিং করতে সক্ষম তবে তা করতে পারেন অনুমতি ব্যাতিত তবে ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আওতায় :
যা মূলধারার চলচ্চিত্রগুলো তে কপিরাইট আইনের কারণে আইনসম্মত ভাবে করা সম্ভব নয় ।
তথ্যের উৎসঃ
ইশতিয়াক আহমেদ ( ফয়সাল )
Contributor : mukto.org
মূল প্রতিবেদন টিঃ- http://www.mukto.org/content/view/22/41/
আমি darklord। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Share your knowledge with others..........
দারুন লেখা চমৎকার একটা নিউজ জানা গেল। ধন্যবাদ ডার্কলর্ড (শফিউল) ভাই ওপেন সোর্সের জয় হোক
তারা একই ধারায় সম্প্রতি আরো একটি এনিমেশন মুভি রিলিজ করেছে যার নাম হচ্ছে :Big Buck Bunny এটি এখানথেকে ফ্রি ডাউনলোড করা যাবে
http://www.bigbuckbunny.org/index.php/download/
এটি নিয়ে শিঘ্রই লিখবো।
এই রিভিউটা কেমন হল?