অনলাইনের রেডিও পিসিতে রেকডিং করুন

এর আগে আমি জানিয়ে ছিলাম কিভাবে অন লাইন হতে রেডিও শুনা যায়। আজ দেখবো এই অনলাইন রেডিও হতে কিভাবে তা আপনি আপনার পিসিতে রেকডিং করবেন।

কোথায় পাবো?

বিছমিল্লাহ করে Screamer-radio ডাউনলোড করে নিন এবং সেটআপ করে নিন।

কিভাবে রেকডিং করবো?

Screamer-radio চালু করুন এবং file মেনু হতে open Url এ ক্লিক করুন। এবার Url text Box আপনি যে সাইটের রেডিও শুনতে চান তার ইউ. আর এল এড্রেস টাইপ করে Ok বাটনে ক্লিক করুন। নিচের ইউ আর এল টা ব্যবহার করে দেখুন, রেডিও গুনগুন এর বাংলা অনুষ্ঠান শুনতে পারবেন।

http://208.53.138.65:7076

এবার রেকডিং করার জন্য Rec বাটনে ক্লিক করুন এবং স্টপ করার জন্য পুনঃরায় Rec বাটন ক্লিক করুন। রেকডিং করা ফাইল দেখার জন্য Recording মেনু হতে open recording folder ক্লিক করুন, রেডিও সেশ্টন অনুযায়ী ফোল্ডারের ভিতরে ফাইলগুলি পাবেন।

রেডিও এড করার জন্য এর ইউ আর এল জানাটা হলো সবচেয়ে জরুরী বিষয়

এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, আমি রেডিও জন্য ইউ আর এল কোথায় পাবো?এটা জানার বেশ কিছু পদ্ধতি আছে।

এটা জানার তিনটা পদ্ধতি আমার জানা আছে, তা শেয়ার করলাম।

  • ১। সোর্স কোড হতে
  • ২। ভিলসি প্লেয়ার
  • ৩। সেইভ করা প্লে লিস্ট ফাইল হতে

সোর্সকোড হতে দেখার জন্য :

কোন রেডিও সাইট অপেন করুন। যেমন:http://www.radiogoongoon.com/

পেইজ এর সোর্স দেখার জন্য view মেনু হতে source ক্লিক করুন। এবার স্ক্রল করে দেখুন filename এর ভ্যালুটাই হলো আমাদের রেডিও ইউ আর এল। http://208.53.138.65:7076

ভি.এল.সি প্লেয়ার হতে:

ভিলসি প্লেয়ার চালু করুন। view হতে playlist এ ক্লিক করুন, এবার manage মেনু হতে services discovery এর shoutcast radio listings এ ক্লিক করুন। shoutcast এ ডাবল ক্লিক করুন।

লিস্ট পাবনে এবং উক্ত লিস্ট হতে 24hs এর + সাইনে ক্লিক করে লিস্ট এক্সপান্ড করুন। এবার angelsFox-Radio তে ক্লিক করুন (আপনার ইচ্ছা হলে অন্য কোনটা ব্যবহার করতে পারেন)। রেডিও শুনতে পাবেন।

angelsFox-Radio নামটির উপর মাউসের রাইটবাটনে ক্লিক কের info তে ক্লিক করুন। URI যে এড্রেস টা দেখা যাচ্ছে সেটাই হল রেডিও এর জন্য ইউ. আর এল।

সেইভ করা প্লে লিস্ট হতে:

কিছু কিছু সাইটে আপনি রেডিও শুনদে চাইলে আপনাকে প্রথমে তাদের একটি asx ফাইল সেইভ করতে হয়, কারো কারো ক্ষেত্রে আবার সেইভ অপশন না এসে সরাসরি মিডিয়া প্লেয়ারে চালু হয়ে যেতে পারে, তবে এটা নির্ভর করবে আপনার কম্পিটারের সেটি্ং এর উপর। এই সাইটটা দেখুন। http://www.phayul.com/onlineradio/। রেডিও শুনতে উক্ত সাইটের মিডিয়া প্লেয়ার এর আইকনে ক্লিক করুন। সরাসরি মিডিয়া প্লেয়ারে চালু হয়ে গেলে, file মেনু হতে Properties এ ক্লিক করুন।

এখানে লোকশনে যে এড্রেস টা দেখাচ্ছে, সেটাই হল রেডিওর জন্য ইউ, আর এল।

আর যদি সরাসরি চালু না হয়ে asx ফাইল হিসাবে সেইভ হয়, তাহলে উক্ত ফাইলটি notepad দিয়ে অপেন করুন।

এখানে mms:\\70.86.171.134\radiophayul টাই হল রেডিওর ইউ. আর এল।

Level 0

আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওরে কাতার ভাই…….কি টিউনাইলেন রে ভাই………জোসস

খুবই উপকারি একটা টিউন, আমি অনেক দিন ধরে অনলাইন রেডিও শান্তিমত শোনার একটা উপায় খুজঁছিলাম। অনেক ধন্যবাদ।

Level 0

জটিল টিউন !!!! কামে দিসে!! কিনতু রেডিও ফুরতি শুনবো কেমনে

Level 0

খাইছে আমারে ,রেডিও ফূর্তি , এটা আবার কোনটা?

রেডিও ফূর্তি = 89.6 এফএম

শফিউল ভাই … সামান্য ভুল হইয়াছে । রেডিও ফূর্তি = 88.0 এফএম

Level 0

রেডিও ফূর্তি FM 88.0 ,রেডিও টুডে FM 89.6 FM

Level 0

রেডিও ফূর্তি FM 88.0 ,রেডিও টুডে FM 89.6 FM কিভাবে শুনবো? screamer radio দিয়ে?

রেডিও ফূর্তি এবং রেডিও টুডে অনলাইন থেকে শোনার কোন উপায় নাই। কারণ ওরা অনলাইন ভার্সন করে নাই। আর বাংলাদেশে বসে নিরবিচ্ছিন্ন ভাবে বিদু্ৎ এবং নেট সরবরাহ নিশ্চিত করলেই কেবল এই কাজটি করা যায়। এরকম কোন জায়গা পেলে হয়ত আমিই অনুমতি নিয়ে শুরু করে দিতাম। কিন্তু এই ধরনের কোন অপশন পাচ্ছি না।

ফ্লাশ বেসড রেডিও, যেমন নেটবেতার কিভাবে রেকর্ড করবো?

Level 0

নেটবেতার এ রেকডিং করার জন্য আই ডি এম যথেষ্ট।

ভাই অনেক অনেক ধন্যবাদ

না বল্লেই নয় যে অনেক তথ্যবহুল একটা পোষ্ট লিখছেন। আসলেই জটিল হয়েছে।

ওয়াও !! অনেক অনেক ধন্যবাদ।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ

Nice Tune,কী বলে যে ধন্যবাদ দিব।

খুবই ভাল লাগলো।
ইন্ডিয়ান কিছু station– radio one-94.3/ radio mirche-98.3/ red fm-93.5/ friends fm- 91.9/
power fm-107.8 এগুলো কি পাওয়া যাবে?
please একটু যানাবেন কি?
[email protected] এই ঠিকানায়
ধন্যবাদ।

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…

রেডিও ফুর্তি অনলাইনে এখান থেকে শুনুনঃ http://freeonlineradio.net/bangladesh/radio-foorti/
এছাড়াও, বাংলাদেশের অন্যান্য রেডিও অনলাইনে শুনতে পারবেন এই লিংক থেকেঃ https://freeonlineradio.net/bangladesh/