পেন ড্রাইভের প্রধান সমস্যা ভাইরাস ছড়ানো। আর প্রথমত ছড়ায় নিচের ভাইরাস/ম্যালওয়্যার গুলো:
সহজ সমাধান!
ডিস্ক হিল এ সকল সমস্যার সমাধান করবে মাত্র কয়েক ক্লিকেই।
আমি এস বি মেহদি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন জুতা চোর, প্রতি শুক্রবার আমি মসজিদ থেকে জুতা চোরি করি।
ভাইরে ভাই অটোরান ইটার জবরদস্ত কাজ করে। এইটা একটা জটিল সফটওয়্যার। এইটা দিয়ে ফোল্ডার অপশন, রেজিস্ট্র এডিটর ইত্যাদিও ফিক্সড করা যায় সাথথে সাথথে কাজ করে। ছাগলের ডাকটা যা সুন্দর লাগে। ভাই আমি বহুদিন যাবত ব্যবহার করতাছি। খুব শান্তিতে আছি। তাই আপনারাও ব্যবহার করুন। আর ইউএসবি ডিভাইস থেকে ভাইরাস রোধ করার জন্য ভালো একটা সফ্টওয়্যার পাইছি।
ভাই জীবন বাচানো এই টিউনটি করার জন্য হাজারো ধন্যবাদ। এখন থেকে পেনড্রাইভ ভাইরাস বিদায়!