যেকোন ইংরেজী মুভি দেখুন সাবটাইটেল সহ

আমরা কমবেশি সবাই ইংলিশ মুভি/সিনেমা দেখি। আর ইংরেজী মুভি দেখার আসল মজা তখনই পাওয়া যায় যখন মুভি সাবটাইটেল সহ পুরো মুভির কাহিনী ভাল করে বুঝে দেখা যায়। তবে ইংলিশ মুভিগুলোর ভাষা সাবটাইটেল ছাড়া বুঝা অনেক কঠিন। তবে সাবটাইটেল থাকলে খুব সহজেই বুঝা যায়। আর অধিকাংশ মুভিরই সাবটাইটেল ডিভিডিতে বা ইন্টারনেট হতে ডাউনলোড করলেও পাওয়া যায়না। আপনাদের এই সাবটাইটেল সমস্যার সমাধান করার জন্যই আমার এই টিউন।

আপনি ইচ্ছা করলে যেকোন ইংলিশ মুভির সাবটাইটেল ইন্টারনেট হতে ডাউনলোড করে আপনার মুভির সাথে দেখতে পারেন। আর এজন্য প্রথমে আপনাকে আপনার পছন্দের মুভির সাবটাইটেল ডাউনলোড করতে হবে। সাবটাইটেল ডাউনলোড করার জন্য অনেক সাইট আছে। তবে আমার পছন্দের কিছু সাইট হল

সাবটাইটেল.নেট
[thumb]www.sub-titles.net[/thumb]

অলসাব.ওআরজি
[thumb]www.allsubs.org/[/thumb]

সাবি.কম
[thumb]www.subbiee.com[/thumb]

ওপেন সাবটাইটেল
[thumb]www.opensubtitles.org[/thumb]

এই সাইটগুলোতে গিয়ে আপনার পছন্দের মুভির নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আপনার পছন্দের সাবটাইটেল।
মুভি দেখার জন্য আপনারা VLC Media Player অথবা মিডিয়া প্লেয়ার ক্লাসিক ব্যবহার করতে পারেন। এবার কথা হল

কিভাবে আপনি সাবটাইটেল ফাইলটি মুভির সাথে যুক্ত করবেন

  • যেকোন সাবটাইটেল ফাইলগুলো জিপ আকারে থাকে ডাউনলোড করার পর আনজিপ করুন আনজিপ করার পর.srt নামের ফাইলটিই হল সাবটাইটেল ফাইল।
  • এবার VLC বা Media player classic এ আপনার পছন্দের মুভিটি চালু করুন
  • এবার মিডিয়া প্লেয়ারের ফাইল মেনু হতে LOAD SUBTITLE এবং VLC এর Video>subtitles track>open এ ক্লিক করে সাবটাইটেল ফাইলটি আপলোড করে নিন।

ব্যাস আপনার কাজ শেষ। এবার মুভি দেখুন।

মাঝে মাঝে দেখা যায় সাবটাইটেল থাকে উত্তরে আর আপনার মুভি থাকে দক্ষিণে অর্থাৎ সাবটাইটেলের সাথে মুভির মিল থাকেনা। তখন কি করবেন?

এই সমস্যার কারণ হল মুভির ফ্রেম রেট আর সাবটাইটেল ফ্রেম রেট মিল থাকেনা। সাবটাইটেল ডাউনলোড করার সময় খেয়াল করবেন প্রতিটির পাশে fps বা ফ্রেম পার সেকেন্ড লেখা আছে। আর মুভির FPS দেখতে হলে propertise এ ক্লিক করুন অথবা vlc তে মুভিটি চালু করে টুলস হতে কোডেক ইনফরমেশন এ ক্লিক করুন।

এখন যদি আপনার সাবটাইটেল না মিলে বা সমান FPS এর কোড না মিলে তখন কি করবেন?

    • সাব-কনভার্টার সফটওয়্যারটি ডাউনলোড করুন।
    • এবার সফটটি ওপেন করুন।
    • ওপেন এ ক্লিক করে সাবটাইটেল ফাইলটি ওপেন করুন।
    • ফ্রেম রেটের ঘরে মুভির ফ্রেম রেটটি লিখুন (যদি মুভির ফ্রেম রেট ২৩ আর সাবটাইটেলের ফ্রেম রেট ২৭ হয়, তবে এ ঘরে ২৩ লিখুন)
    • কনভার্ট এ ক্লিক করুন এবার কনভার্ট এজ এ ক্লিক করে ফাইলটি.srt দিয়ে সেভ করুন।

</ul
আমি সাবটাইটেল নিয়ে আরেকটি টিউন দিয়েছিলাম। ওই পদ্ধতিটি অনেক সহজ। দেখতে পারেন

ইংলিশ মুভির সাবটাইটেল সমস্যার অসাধারণ সমাধান।(ইংলিশ মুভি যারা দেখেন তারা অবশ্যই পড়বেন)


আশা করি আপনাদের ভাল লাগবে।

আমার বাংলা ব্লগে প্রকাশিত

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এতদিন পরে টিউনটা করলেন । ভালই হইছে কিছু জানলাম । এখন থেকে রেগুলার টিউন চাই ।

হূমম মামুন ভাইও সেঞ্চরী করে ফেলেন। আর আমার সেঞ্চুরী হবে টেকটিউনে আমর ১ম বর্ষপূর্তির দিন।

    হুম শাকিল ভাই ক্রিকেট খেলায়তো কোনদিন সেন্ঝুরী করতে পারিনাই।টেকটিউনসেই সেন্ঝুরী করি।আপনিও করেন তাড়াতাড়ি

    আমার সেঞ্চুরী এমনে এমনে হবে না তার জন্য পার্টি হবে কেক কাটা হবে স্টেশাল টিউন হবে পার্টি থেকে সেই টিউন ছাড়া হবে আরো কত আয়োজন চিন্তা করে রাখছি আমার সেঞ্চুরী নিয়া শুধু অপেক্ষা করেন আরো অনেক চমক আছে 🙂 🙂

    Level New

    তার মানে আমি শাকিল ভাইয়ের চেয়ে পুরান পাবলিক (টেকটিউনসের) … 😛

    হূমম মইন ভাই আমি টেকটিউনে পরে আসছি যেদিন প্রথম আসছি তার কিছুক্ষনের মধ্যেই টিউন করছি, আমার প্রথম টিউনটা দেখলেই বুঝতে পারবেন টেকটিউনে আমার আসার সময় (জনপ্রিয় তালিকার প্রথম টিউনটাই আমার প্রথম টিউন)।

    শাকিল ভাই আমি কিন্তু টেকটিউনসে টিউন করার ৪-৫ মাস আগে টেকটিউনসে এসেছি ।কিন্তু তখন শুধু পাঠক হিসেবেই টেকটিউনস পর্যবেক্ষন করেছি কারন তখন বাংলা টাইপিং করতে পারতাম না ।

সেঞ্চুরী মোবারক ………….. আচ্ছা মুভির ফ্রেম রেট আর সাবটাইটেলের ফ্রেমেরট কত?? কিভাবে জানব??

    সাবটাইটেল ডাউনলোড করার সময় খেয়াল করবেন প্রতিটির পাশে fps বা ফ্রেম পার সেকেন্ড লেখা আছে।আর মুভির FPS দেখতে হলে propertise এ ক্লিক করুন অথবা vlc তে মুভিটি চালু করে টুলস হতে কোডেক ইনফরমেশন এ ক্লিক করুন

    সেঞ্চুরী মোবারক? আমাদের টেকটিউনের মডু আইজকাইল কাজে ফাকি দেয়। কার কতটা টিউন? 😛 😀

    ঐটা আগাম ……. ঈদের আমেজ যেমন ২০ রমজানের পর শুরু হয় …… ঐরকম মনে করেন

    তাইলে আমারেও মোবারক দিতে পারেন আমিও আগামী বছর সেঞ্চুরী করব।

সেঞ্চুরী মোবারক মামুন ভাই ـــــــــــــــــــــــــــــভাল ভাল নতুন কিছু চাই , হে মামুন ভাই ,এগিয়ে যাও দোয়া রইল তাই, মুভি যেন দেখতে পারি ভাই ।

    আরে আমাকে সবাই সেন্ঝুরী মোবারক কেন দিতেছেন।আমার টিউন মাত্ত ৯৫ টা হয়েছে।

মামুন ভাইয়া চালিয়ে যান। আমার কাছে আপনার বেটিং জোস লাগে।

http://www.moviesubtitles.org
subtitleseekers.com এই দুইটা ও ভাল সাইট।আমি ফলো করি।

খুবই ভাল লাগল একজনের পর একজনের টিউন নির্বাচিত হচ্ছে । Go a Head মামুন ভাই

    তোমারো হবে ইনশাল্লাহ

ভাল টিউন।
তবে ভাই আমি তো সাম্য ভাইয়ের মত এত ছবি দেখিনা, কালেক্টও করিনা।
আমার কম্পিউটারে ছবির সংখ্যা মাত্র ০।
তাই এ ধরনের টিউন দেখলে আমার ছবির প্রতি লোভ লাগে।
Thumbs UP……

Level 0

দারুন জিনিস
ধন্যবাদ আপনাকে।

Level 0

সেঞ্চুরী মোবারক মামুন————-কালকে ধর্মসাগর পার আসহার সময় সেঞ্চুরীটা নিয়া আসিছ

    আচ্ছা কামরুল ভাই নিয়ে আসব ।আপনি টেনশন কইরেন না।আপনি মেশিন দেখেন।

Level 0

ধন্যবাদ ভাই, এইরকম একটা টিউন করার জন্য। কিন্তু আমি আপনার বর্ননা মত সব কিছু করার পর প্রথম দিকে সাবটাইটেল ঠিক মত দেখায় একটু পরেই আর কোন মিল থাকেনা। আমি VLC প্লেয়ার ব্যবহার করছি। আমার ছবির FPS 25 ছিল আমি কনভার্ট করে সাবটাইটেল ও FPS 25 করার পরও একই রকম অবস্থা। যদি কোন সমাধান থাকে তাহলে জানাবেন। আবার ও আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভাই আমি সাবটাইটেল Download

আমি সাবটাইটেল আপলোড করলে মোভি চালালে দেখায় না

subscene.com সাবটাইটেল ডাউনলোড করার আরো একটি ভালো সাইট।

অনেক উপকারি একটা টিপস দিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে…… 🙂

amar vlc te tools options ya nai,codek info o nail

vai thanks. onekdin dhore khujteilam.