পাওয়ারপয়েন্ট জয়েনার – মাল্টিপল প্রেজেন্টেশান মার্জ করুন

আপনি কি নিয়মিতভাবে প্রেজেন্টেশান দিয়ে থাকেন? এবং সেগুলো বলতে গেলে এক প্রকার চেইন প্রজেন্টেশান? পূর্ববর্তী প্রেজেন্টেশানের স্লাইডগুলোকে ডিসটার্ব না করে নতুন স্লাইড কম্বিনেশান বিল্ডআপ করতে চাচ্ছেন? তাহলে আপনার যে জিনিসটি এই মুহুর্তে দরকার সেটি হল পাওয়ারপয়েন্ট জয়েনার। এর মাধ্যমে আপনি আপনার প্রেজেন্টেশানের পূর্ববর্তী কম্বিনেশান কে ডিসটার্ব না করেই নতুন প্রেজেন্টেশান অ্যাড করতে পারবেন দ্রুত এবং অত্যন্ত্য সহজ উপায়ে। আপনি চাইলে আপনারই অনেকগুলো প্রেজেন্টেশানকে মার্জ করে নতুন একটি প্রেজেন্টেশান তৈরী করতে পারবেন।পাওয়ারপয়েন্ট জয়েনার এ আপনাকে এমন ইন্টারফেস উপস্থাপন করবে যেখানে আপনার ইন্টারঅ্যাকশানের কোন প্রয়োজন থাকেনা। এটি একটি মূলত একটি টেক্সট ডকুমেন্ট এর সাহায্যে কাজ করে থাকে যেখানে আপনি যে সমস্ত পাওয়ারপয়েন্ট ডকুমেন্টকে অ্যাড করতে চান তার একটি লিষ্ট আকারে উপস্থাপিত হয়। এবং আপনি আপনার পছন্দ মত সর্ট করে শুধু অ্যাড কমান্ড দিতে হয়।

তাহলে আসুন একটু দেখে নেয়া যাক কিভাবে কাজটি সম্পাদন করতে হবে -

11.png

আপনি এখানে হয়ত এখানে কিছু অদ্ভূত ফরম্যাটের ফাইল দেখতে পারবেন, যেমন - sprintf.js, etc ... যাই হোক আপনাকে এই সমস্ত জিনিসকে গুরুত্ব না দিয়ে যা করতে হবে সেটি হল pptjoin.hta ফাইলটিতে ডাবল ক্লিক করতে হবে। এর পরেই আপনি নিচের ছবিটির মত একটি ডায়লগ বক্স দেখতে পারবেন।

এখন আপনাকে মাল্টিপল পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশান কে একটি ফাইলকে মার্জ করতে হলে আপনাকে একটি টেক্সট ফাইল ক্রিয়েট করতে হবে যেখানে আপনার কাঙ্খিত ফাইলগুলোর নাম পর পর একটি একটি লাইনে লিখবেন

1.png

লক্ষনীয় বিষয় হল সবগুলো পাওয়ারপয়েন্ট ফাইল এবং টেক্সট ফাইলটি একই ডিরেক্টরির অন্তর্ভূক্ত। তাই প্রয়োজনীয় প্রোগ্রামটি সম্পাদন করতে হলে সব পাওয়ারপয়েন্ট ফাইলকে একই ডিরেক্টরির আন্ডারে রাখতে হবে (অথবা আপনি চাইলে একই ডিরেক্টরির আন্ডারে কপি ও করে নিতে পারবেন) এবং একটি টেক্সট ফাইল ওপেন করে সবগুলো ফাইলের নাম অন্তর্ভূক্ত করে দিতে পারেন।

টিউটোরিয়াল টা একটু বিস্বাদ হয়ে যাচ্ছে তাই না ? আসুন আরেকটু সহজে করি

স্টার্ট মেনুর রান কমান্ডে গিয়ে কমান্ড প্রম্পটটি ওপেন করুন এবং CD এবং PATH টাইপ করে ডরেক্টরি তে নেভিগেট করুন যেখানে আপনার পাওয়ারপয়েন্ট ফাইলগুলো কে  সর্ট করা আছে।

2.png

এইবার কমান্ড প্রম্পটে নিচের কমান্ডটি লিখে টেক্সট ফাইল ক্রিয়েট করতে হবে

3.png

এবার মাই ফাইলস নামে এই অটোম্যাটিক ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। যেকানে ওই সমস্ত ফাইলগুলোর নামগুলো অন্তর্ভূক্ত থাকবে যেগুলো আপনি সংযোজন করতে চান। এরপর ক্লিক হেয়ার বাটনে ক্লিক করে আপনার

4.png

প্রেজেন্টেশানগুলোকে জুড়ে দিন। ব্যাস ভেরী সিম্পল।

5.png

পাওয়ারপয়েন্ট জয়েনার মূলত একটি পোর্টেবল টুল যা এক্সপি তে খুব চমৎকার কাজ করে থাকে। এটি বেটা ভার্সানে আছে।  এছাড়াও উইন্ডোসের অন্নান্য ভার্সনেও ভালো কাজ করে থাকে

এই পাওয়ারপয়েন্ট জয়েনার এর 2.0 ভার্সনটি পাওয়া যাবে গুগল কোডের ওয়েবসাইটে

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।