ফেইসবুকে পেইড বুস্টিং করে সেল পাচ্ছেন না?
ফেইসবুক তাদের মার্কেটিং স্ট্রাটেজি এমনভাবে তৈরি করেছে যেন আমাদের লম্বা সময় ধরে বুস্টিং করতে হয়। তাই ৫/৭ ডলারের বাজেটের বুস্টিং এ তেমন একটা সেল আসে না।
আপনার যদি কোন ওয়েবসাইট থাকে যেখান থেকে সরাসরি অর্ডার করা যায় তাহলে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যেতে পারেন। আর আপনার ওয়েবসাইট যদি খুব বেশি রিচ না হয় তবে আপনার হোয়াটসঅ্যাপের বিজনেস একাউন্টে নিয়ে যেতে পারেন।
আমার হোয়াটসঅ্যাপের বিজনেস একাউন্টে কয়েক হাজার কাস্টমারের চ্যাটিং হিস্ট্র্র রয়েছে। তারা বিভিন্ন সময়ে আমার ফেইসবুক মার্কেটিং থেকে আমার সাথে আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে। তারা অধিকাংশই প্রথমে আমার সাথে যোগাযোগ করে তারপর আর সার্ভিস নেয়ার জন্য তেমন রেসপন্স করে নি। আমি তাদের কারও ডাটাই হিস্ট্র থেকে ডিলিট করি নি। বরং কিছুদিন পর পর তাদের সাথে যোগাযোগ রাখি। এতে কাস্টমারের সাথে একটি ভাল সম্পর্ক তৈরি হয়। এবং পরবর্তীতে তারা আমার সার্ভিস নিয়ে থাকে। তাই এরকম কিছু রিটার্গেটিং অডিয়েন্স এককালীন সংগ্রহ করে রাখলে আজীবন তাদের কাছে সেল করার একটা পরিকল্পনা করতে পারেন। কোন ওয়েবসাইট কিংবা বড় ধরনের কোন একট্রা খরচ ছাড়া এই কাজ করতে পারেন।
হ্যা একথা সত্য যে, ভিডিও মার্কেটিং বেশী রিচ এনে দেয়। তাই আপনার ক্যাম্পেইনটিকে একটি ভিডিওতে সহজে কিভাবে উপস্থাপন করা যায় সে পরিকল্পনা করা যেতে পারে।
সার কথা - কখনোই বড় কোন প্রজেক্টকে ফাস্ট সেল টার্গেট করা উচিত না। প্রথমে ছোট্ট কোন প্রজেক্টে যা কম রেটে এবং ভাল সেল দেয়া সম্ভব এবং মানুষের আগ্রহ রয়েছে এমন একটি প্রডাক্টকে চোজ করা উচিত। এতে অধিক কাস্টমারের ডাটা সংগ্রহে রাখা যাবে। পরবর্তীতে তাদের কাছে আপনার অন্য সার্ভিস বা প্রডাক্টও সেল করতে পারবেন। তাই আপনার কাস্টমারের ডাটা বেশি কিভাবে সহজে সংগ্রহ করা সম্ভব সেভাবে পরিকল্পনা করে মার্কেটিং প্লান করুন।
আমি ভুলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন ফ্রিলেন্স মার্কেট: https://upclerks.com/ আমাকে পাবেন : https://www.kulauranews.com/ মোবাইল: +8801929766847 (whatsapp)