কিছু সেটিংস করে রাখলেই কেউ সার্চ করেও খুঁজে পাবেনা আপনার ফেসবুক অ্যাকাউন্ট

আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যাঁ আমি আশাবাদী সবাই নিজ নিজ স্থানে ভালো আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, আশাকরি আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন আর দেরি না করে মূল টিউনে চলে যাই।

ফেসবুকে এমন একটি সেটিংস আছে যেটি করে রাখলে কেউ যদি আপনার ফোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডি সার্চ করে খুঁজে পাবে না, কেউ যদি আপনার নাম দিয়ে ফেসবুকে সার্চ করে খুঁজে পাবে না এমনকি আপনাকে সার্চ ইঞ্জিনে ও খুঁজে পাবে না, এই সেটিংস গুলো আসলে ফেসবুক নতুন করে এড করেছে। আপনি যদি চান যে ফেসবুকে আপনাকে কেউ সার্চ করে খুঁজে পাবেনা তাহলে এই সেটিংস এর মাধ্যমে কিন্তু সেটা ও করতে পারেন।

ফেসবুকে কেউ আপনাকে সার্চ করে খুঁজে পাবে না, এটি করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন

১. তার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপ ওপেন করে নিতে হবে।

২. ফেসবুক অ্যাপ ওপেন করার পর উপরের ডানপাশে আপনার ফেসবুক প্রোফাইল অথবা থ্রি লাইন যেটাই থাকবে সেটার উপর ট্যাপ করে দিবেন।

৩. তারপর উপরের দিকে একটি সেটিং আইকন দেখতে পাবেন এই সেটিংস আইকন এর উপর ক্লিক করবেন।

৪. সেটিং আইকনে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে স্টল করলেই দেখতে পাবেন Privacy Checkup নামে একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন।

৫. Privacy Checkup এ ক্লিক করার পর আপনার সামনে কয়েকটি অপশন শো হবে এখান থেকে How People Can Find You On Facebook এর উপর ট্যাপ করবেন।

৬. How People Can Find You On Facebook এ ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, এই পেজে ফেসবুক আপনাকে বলছে যে কোন কোন অপশন থেকে আপনাকে কেউ সার্চ করে খুঁজে পাবে না, এটা দেখা হয়ে গেলে আপনি নিচে থেকে Continue অপশনে ক্লিক করবেন।

৭. এবার এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে Who Can Send You Friend Request এটার উপর ট্যাপ করবেন।

৮. Who Can Send You Friend Request এ ক্লিক করার পর স্ক্রিনের নিচের দিকে দেখতে পাবেন ২টি অপশন শো করছে, এখানে প্রথমটা হচ্ছে Everyone মানে কারা আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আপনি যদি Everyone সিলেক্ট করে দেন তাহলে কিন্তু যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। আপনি যদি এখানে দ্বিতীয় অপশন Friends Of Friends সিলেক্ট করেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টের যারা রয়েছেন তাদের ফেসবুক ফ্রেন্ড যারা রয়েছেন তারা চাইলে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এটা আপনি নিজের মতো সেট করে দিবেন।

৯. তারপর স্ক্রিনের নিচে Next একটি অপশন পাবেন এটার উপর ট্যাপ করবেন।

 

১০. Next এ ক্লিক করার পর আপনার সামনে ২টি অপশন শো হবে প্রথমটা হচ্ছে People With Your Phone Number এটার ডান পাশে যে Edit অপশন রয়েছে এটার উপর ক্লিক করবেন। Edit এ ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে কয়েকটি অপশন শো হবে, এটা আগের মতো আপনি নিজের মতো করে সেট করে দিবেন, No One সিলেক্ট করলে ফোন নাম্বার কেউ আপনাকে খুঁজে পাবে না।

১১. তারপরের অপশন হলো People With Your E-mail Address এটার ডান পাশে যে Edit অপশন রয়েছে এটার উপর ট্যাপ করে দিবেন। তারপর আবারও আপনার সামনে কয়েকটি অপশন শো হবে এখান থেকে যেটি সিলেক্ট করা আপনার প্রয়োজন সেটি সিলেক্ট করে দিবেন, No One সিলেক্ট করলে Email দিয়ে সার্চ করলে আপনাকে কেউ খুঁজে পাবে না।

১২. আবারও স্ক্রিনের নীচ থেকে Next অপশনে ক্লিক করবেন।

১৩. এখানে ৩ টি অপশনের মধ্যে শেষ অপশনে বলছে Do You Want Search Engines Outsite Of Facebook To Link To Your Profile? আগে যে দুটি অপশন নিয়ে কথা বলেছি একটা হলো ই-মেইল আর অন্যটি হলো ফোন নাম্বার। এখন এই অপশন হলো Search Engines কেউ যদি গুগলে গিয়ে আপনার নাম লিখে সার্চ করে তাহলে ও খুঁজে পাবে না, তার জন্য ডান পাশে থাকা এই অপশনটি অফ করে দিতে হবে।

এখন আপনি যদি চান যে আপনি ফেসবুকে থাকবেন অথচ আপনাকে কেউ খুঁজে পাবে না, তাহলে যে তিনটি অপশন দেখিয়েছি এই তিনটি অপশন ফেসবুকে আপনাকে অফ করে রাখতে হবে, তাহলেই আপনাকে কেউ কোনোভাবেই সার্চ করে পাবে না। আমরা বেশিরভাগ মানুষ ফেসবুক ব্যবহার করে থাকি, তাতে আমাদের অনেক সমস্যা থাকে যে আমরা চাই একজন আমাকে খুঁজে না পাক, এখন সে যদি চায় তাহলে ফেসবুকে গিয়ে আমার নাম এবং কিছু ডিটেইলস দিয়ে সার্চ করলে সহজেই আমাকে পেয়ে যাবে তাই আমি যদি এই ৩টি সেটিংস করে নেই তাহলে আর কেউ খুঁজে পাবে না।

আজকের মতো এখানেই বিদায় নিলাম, পরবর্তী টিউন নিয়ে খুব শীঘ্রই কথা হবে আল্লাহ হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস