কীভাবে ফেসবুকে Broadcast Channel বানাবেন?

Level 4
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা আপনারা অনেকেই হয়ত টেলিগ্রামে Broadcast Channel দেখে থাকবেন। আমরা অনেকেই জানি এইটা অথবা সেটা টেলিগ্রামের Broadcast Channel আবার অনেকেই দেখেছি কিন্তু জানিই না সেই চ্যানেলটি আসলে একটি Broadcast Channel. তবে আমরা যারা জানি অথবা দেখেছি তারা অনেকেই হয়ত ধারণা পেয়েই গেছেন Broadcast Channel আসলে কী? এর সুবিধা গুলো কী কী? তারা বেশিরভাগ লোকজন বার বার ভাবতে থাকে যদি এমন একটি ফিচার ফেসবুকেও এড করা হতো তাহলে হয়ত অনেক ভালো হতো। আসলে আপনি জেনে অবাক হবেন যে, Broadcast Channel ফিচারটি ফেসবুকেও রয়েছে। তবে হয়ত আপনি সেটা জানেন না! জানলে হয়ত আপচোষ করতেন না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা টেলিগ্রামের মতো ফেসবুকেও Broadcast Channel বানাবো। তবে আজকের টিউনটি নতুন যারা যারা পড়ছেন তাদের সুবিধার জন্য সামান্য একটু ধারণা দেওয়া যাক। তো চলুন Broadcast Channel কী? দিয়েই শুরু করা যাক আমাদের আজকের টিউন।

Broadcast Channel কি?

ফেসবুকের Broadcast Channel হলো একটি নোটিফিকেশন বা এনাউন্সমেন্ট সুবিধা যা একটি পেজ বা গ্রুপের সকল মেম্বারদের খুব সহজেই পাঠানো যায়। এই Broadcast Channel ব্যবহার করে পেজ বা গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটরগণ তাদের একটি নিদিষ্ট নিয়ম কিংবা নতুন নোটিশ খুব সহজেই মেসেজ আকারে ব্যবহারকারীদের সাথে শেয়ার করতে পারেন। এই Broadcast Channel একটি প্রাথমিক পর্যায়ের Facebook নতুন নোটিশ বা বার্তা প্রেরণ কারী মাধ্যম বলা যায়৷ Telegram Broadcast Channel এর মতো আপনার ফেসবুক অ্যাকাউন্ট FaceBook Broadcast Channel খুলুন।

Broadcast Channel কী কাজে ব্যবহার হয়?

ফেসবুকের Broadcast Channel ব্যবহার করে একটি সংগঠন বা কোম্পানি তাদের কর্মচারীদের সাথে নির্দিষ্ট কার্যক্রম, নিয়ম বা নোটিশ শেয়ার করতে পারবেন।

এই প্রযুক্তির মাধ্যমে ফেসবুকের পেজ বা গ্রুপের ম্যানেজাররা একটি নিদিষ্ট বার্তা, মেসেজ, নোটিশ খুব সহজেই অনেক দ্রুত গ্রুপের সদস্যদের কাছে পাঠাতে পারেন। FaceBook Broadcast Channel ব্যবহার করা হয় এমন কয়েকটি কারণ আলোচনা করা হলো:

  1. মার্কেটিং বা প্রমোশন: ফেসবুক পেজের ম্যানেজার বা গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটররা ব্যবহারকারীদের বর্তমানে প্রোডাক্ট, পরিষেবা অথবা অফার সম্পর্কে জানাতে বা প্রচার করতে Broadcast Channel ব্যবহার করতে পারেন। এই Broadcast Channel এর মাধ্যমে ব্যবহারকারীদের কাছে নির্দিষ্ট বার্তা, নোটিশ, অথবা প্রডাক্ট অফার সম্পর্কিত তথ্য মুহূর্তের মধ্য প্রেরণ করা যেতে পারে। এতে আপনার মার্কেটিং সেল আরো অনেক গুনে বেড়ে যাবে।
  2. ব্যবসায়িক যোগাযোগ: একটি ব্যবসা বা সংগঠন যখন কর্মচারীদের সাথে সরাসরি যোগাযোগ অথবা বার্তা আদান প্রদান করতে চায়, তখন Broadcast Channel ব্যবহার করতে পারবেন। এতে খুব সহজেই কর্মচারীদের সাথে নির্দিষ্ট কার্যক্রম, নোটিশ, নিয়ম বা নির্দেশিকা শেয়ার করতে Broadcast Channel ব্যবহৃত হয়। এতে আপনার ব্যাবসায়িক যোগাযোগ মাধ্যম আরো অনেক বেশি উন্নত হবে।
  3. নিরাপত্তা বিষয়ক বার্তা: কোনো সংগঠন বা সম্প্রতি ঘটেছে এমন কোনো ঘটনার সম্পর্কে ব্যবহারকারীদের অথবা আপনার প্রয়োজনীয় লোকদের মুহূর্তে সতর্ক করতে হলে Broadcast Channel দ্বারা সহজেই একটি নোটিশ প্রেরণ করে আপনার ব্যবহারকারীদের সতর্ক করতে পারবেন। এই Broadcast Channel বর্তমান সময়ে একটি নিরাপত্তা মেশিনারি হিসাবেও আপনি ব্যবহার করতে পারবেন। এতে আপনার কিংবা আপনার কোম্পানির ব্যাবসায়িক ব্যবস্থার নিরাপত্তা অনেক জোরদার হবে।

তো বন্ধুরা এতক্ষণ তো আমরা Broadcast Channel কী? Broadcast Channel কী কাজে ব্যবহার হয়? অথবা Broadcast Channel এর ফিচারগুলো কী কী? এই Broadcast Channel সম্পর্কে এসব বিস্তারিত জানলাম তো চলুন এবার দেখে নেওয়া যাক আপনি কীভাবে Telegram Broadcast Channel এর মতো আপনার ফেসবুক অ্যাকাউন্টে FaceBook Broadcast Channel খুলবেন। তো চলুন দেখে নেওয়া যাক -

FaceBook Broadcast Channel খোলার জন্য প্রথমেই আপনাকে একটি শর্ত পূরণ করতে হবে৷ আপনি যদি ফেসবুকের এই শর্তটি পূরণ করতে পারেন তাহলে আপনিও Telegram Broadcast Channel এর মতো আপনার ফেসবুক অ্যাকাউন্টে FaceBook Broadcast Channel খুলতে পারবেন। ফেসবুকের সেই শর্তটি হলো -

  • আপনার ফেসবুক পেজ অথবা অ্যাকাউন্টে মিনিমাম ১০, ০০০ ফলোয়ার থাকতে হবে। আপনার পেজে যদি ১০, ০০০ ফলোয়ার থেকে থাকে তো আসুন আমরা এখন পরবর্তী ধাপে যাই।

FaceBook এর শর্তগুলো পূরণ করা হয়ে গেলে FaceBook Broadcast Channel খোলার জন্য প্রথমেই আপনাকে FaceBook Broadcast Channel Early Acces লিংকটিতে ক্লিক করতে হবে। লিংকটি আমি টিউনের শেষে দিয়ে দিবো।

তারপর আপনি Early Access অপশনে ক্লিক করে, যেকোনো একটি অপশন সিলেক্ট করে Submit অপশনে ক্লিক করবেন।

১. এবার আপনারা Request Access অপশনে ক্লিক করবেন।

২. তারপর আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। প্রফাইলের একটু নিচে টিউন অপশনের নিচের দিকে Channel নামের অপশনটিতে ক্লিক করুন।

৩. এবার আপনারা Get Start অপশনে ক্লিক করুন।

৪. তারপর আপনারা আপনাদের চ্যানেলের যে নাম দিতে চান, সেটি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিন।

৫. এবার আপনার Pin Channels To Feature অপশনে ক্লিক করে ব্লু টিক মার্ক করে দিন এবং নীচ থেকে Create অপশনে ক্লিক করুন।

 

৬. ব্যাস আপনাদের FaceBook Broadcast Channel বানানোর কাজ কমপ্লিট। এবার আপনারা Copy Link এ ক্লিক করে আপনাদের FaceBook Broadcast Channel সবার মাঝে শেয়ার করতে পারবেন। এছাড়াও অন্য সব ফেসবুক পেজের মতো একইভাবে FaceBook Broadcast Channel পেজটিও কন্ট্রোল করতে পারবেন।

Facebook Broadcast Channel

Official Website @ Facebook Broadcast Channel

শেষ কথা

বন্ধুরা আজকের টিউনে আলোচনা করা Broadcast Channel সম্পর্কে হয়ত অনেকেই আগেও জানতেন। তবে যারা জানতেন না শুধুমাত্র তাদের উদ্দেশ্য করেই আজকের টিউনের যতোটা সম্ভব হয়েছে বিস্তারিত আলোচনা করেছি। ফেসবুকের এই Broadcast Channel দ্বারা আপনি সহজেই মার্কেটিং বা প্রমোশন, ব্যবসায়িক যোগাযোগ, নিরাপত্তা বিষয়ক বার্তার মতো জরুরি কাজগুলো মুহূর্তের মধ্যে সম্পূর্ণ করতে পারবেন। এতে আমি মনে করে আপনি ব্যাবসায়িক প্রতিষ্ঠানের কিছুটা হলেও উন্নয়ন হবে। বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভর বিশ্বে আপনি কেনো প্রযুক্তি থেকে পিছিয়ে থাকবেন? আপনি চাইলে আজকে থেকেই আপনার ব্যবসার জন্য ফেসবুকের এই Broadcast Channel সুবিধাটি ভোগ করতে পারেন। এছাড়াও টিউনে কোথাও ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের টিউন নিয়ে কারো কোনো গঠনমূলক মন্তব্য থাকলে তা টিউমেন্ট করে জানাবেন। আপনার করা টিউমেন্টে যদি গঠনমূলক অথবা টিউন উপযোগী কন্টেন্ট হয় তাহলে অবশ্যই আমি তা আমার টিউনে যুক্ত করে নিবো।

এভাবে আপনারা খুব সহজেই Telegram Broadcast Channel এর মতো আপনার ফেসবুক অ্যাকাউন্টেও FaceBook Broadcast Channel খুলতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, কীভাবে FaceBook Broadcast Channel খুলবেন? আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 4

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস