কীভাবে ফেসবুকের ভাইরাল ইল্যুশন ফটো তৈরি করবেন?

Level 4
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা বর্তমানে ফেসবুকের ভাইরাল একটি বিষয় হলো কারো ছবি দিয়ে প্রাকৃতিক ইল্যুশন ফটো বানানো। বর্তমানে এটি ফেসবুকের একটি ট্রেন্ডিং টপিকও বলতে পারেন। আজকে আমরা সেটাই শিখবো কীভাবে যে কারো ছবি দিয়ে প্রাকৃতিক ইল্যুশন ফটো বানাবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে কাজে নেমে পরি। তার আগে স্যাম্পল হিসেবে দেখে নিন আপনারা বানানো ইল্যুশন ফটোগুলো আসলে কেমন হবে।

আপনি চাইলে উপরের মতো যেকোনো ফটোকে প্রাকৃতিক যেকোনো ইল্যুশন ফটোতে পরিণত করতে পারবেন। কাজটি করার জন্য আপনার ৩ টি ধাপ পার হতে হবে।

  1. ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে৷
  2. PicsArt অ্যাপে ফটোটির Black And White FX যুক্ত করতে হবে।
  3. তারপর Ai টুলস ব্যবহার করে Comment দিয়ে ফটোটিকে ইল্যুশন ফটোতে রুপান্তর করে নিতে হবে।

১. তো আমরা আমাদের সর্বপ্রথম ধাপে চলে যাই। আমরা আমাদের কাজের জন্য যেকোনো একটি ফটো বাছাই করে নিলাম। এবার আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিবেন। আপনারা Remove.Bg এই ওয়েবসাইট থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবেন।

২. এবার আপনারা আপনাদের ফোনে থাকা PicsArt App টি ওপেন করবেন। যাদের ফোনে PicsArt Photo Editor App টি নাই, তারা প্লেস্টোর থেকে PicsArt Photo Editor App টি আপনাদের ফোনে ইন্সটল করে নিবেন। তারপর ওপেন করলে ঠিক আমার মতো ইন্টারফেস পাবেন।

৩. তারপর আপনারা (+) আইকনে ক্লিক করে একটু আগেই যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন বা যে ইমেজটির ইল্যুশন ফটো বানাতে চান সেই ইমেজটি সিলেক্ট করে দিবেন। ফটোটি সিলেক্ট করে দেওয়ার পর নিচের FX লেখায় ক্লিক করবেন।

৪. এবার আপনারা নীচ থেকে স্ক্রোল করে Color Option ক্লিক করুন। তারপর আবারো নীচ থেকে স্ক্রোল করে Black And White অপশন টি বাছাই করে নিবেন।

৫. তারপর ফটোটি Save ক্লিক করে আপনাদের গ্যালারিতে সেভ করে নিন।

৬. এবার আপনাদের মেইন কাজটি করতে হবে। আপনারা Ai Tools কে কমান্ড দিয়ে বাকি কাজগুলো করতে হবে৷ তো এর জন্য আপনারা Huggingface Ai Tools টিতে প্রবেশ করুন।

৭. তারপর আপনারা Upload Photo তে ক্লিক করে আপনাদের ইমেজ টি এখানে আপলোড করে দিন।

৮. এবার আপনারা স্ক্রোল করে একটু নিচে আসুন। তারপর এখানে আপনারা যেমন বানাতে চান তেমন টিউমেন্ট লিখবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটি টিউমেন্ট লিখছি। আপনারা বুদ্ধি খাটিয়ে আরো অনেক টিউমেন্ট নিজেরাই বানাতে পারবেন।

  • jungle tree, mountain, wildlife, blue sky

৯. কমেন্টগুলো লেখা হয়ে গেলে নিচের Run অপশনে ক্লিক করুন।

১০. তারপর একটু লোডিং নিবে আপনারা অপেক্ষা করবেন। তবে মাঝে মাঝে Error আসতে পারে। সার্ভারে অনেক বেশি ইউজারের কারণে এমন হয়। আপনারা একটু অপেক্ষা করে আবারো ট্রাই করবেন। তারপর যখন কাজ করবে তখন আপনাদের টিউমেন্ট দেওয়া সেই ফটোটি ঠিক এইভাবে লোডিং হতে থাকবে।

১১. বন্ধুরা দেখুন আমাদের Huggingface Ai Tools টি আমাদের Elon Mask এর ছবিতে সুন্দর একটি ইল্যুশন ফটো তৈরি করে দিয়েছে। আপনারা ডাউনলোড আইকনে ক্লিক করে ইমেজটি স্টোরেজে সেভ করে নিতে পারবেন।

Huggingface Ai

Official Website @ Huggingface Ai

শেষ কথা

আজকের পোস্টটি শুধুমাত্র বিনোদনের জন্য শেয়ার করা হয়েছে। হয়ত পোস্টটি আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেলো। কারণ আমি এমন ফিচার আছে এই রকম ফ্রি Ai খুঁজে পাচ্ছিলাম না। যার কারণে আপনাদের সাথে এমন মজার একটি ট্রিক শেয়ার করতে পারি নি। অবশেষে আপনাদের জন্য এমন একটি Ai খুঁজে পেয়েছি। সাথে সাথে আপনাদের সাথে তা শেয়ার করেছি। মানুষ মানেই ভুল, আমিও তার ব্যতিক্রম নই। কোথাও ভুলত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বিষয়ে আপনাদের গঠনমূলক কোন পরামর্শ থাকলে অবশ্যই তা টিউন করে জানাবেন। আমি পরবর্তী তা আমার টিউনে যুক্ত করে নিবো।

তো বন্ধুরা, এভাবেই আপনারা Ai ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই ইল্যুশন ফটো এডিট করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, কীভাবে ফেসবুকের ভাইরাল ইল্যুশন ফটো এডিট করবেন? আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন। ধন্যবাদ।

Level 4

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস