ফেসবুক Post রিয়েকশন সংখ্যা হাইড করুন খুব সহজে

Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা বর্তমানে জনপ্রিয় একটি অনলাইন সোশ্যাল মিডিয়া মাধ্যম হলো ফেসবুক। এখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও বা লেখা টিউন আমাদের টাইমলাইনে পাবলিশ করে থাকি। এগুলো আমাদের ফ্রেন্ডরা দেখে অনেকেই আমাদের টিউন বা ভিডিওতে বিভিন্ন ধরনের রিয়েকশন বা রিয়্যাক্ট দিয়ে থাকে।

বন্ধুরা আমাদের অনেকের ফ্রেন্ড লিস্টে ছেলে বা মেয়ে ফ্রেন্ড থাকে। আপনার পাবলিশ করা টিউন বা ভিডিওগুলোকে আপনার যে ফ্রেন্ডগুলো রিয়্যাক্ট দিবে বাকি অন্য ফ্রেন্ডগুলো সেই রিয়েকশন বা রিয়েকশন সংখ্যা বা ফ্রেন্ডগুলোকে দেখতে পারবেন। এক্ষেত্রে আমাদের যারা মেয়ে বন্ধু আছে বা যাদের আইডিতে অনেক বেশি মেয়ে ফ্রেন্ড আছে তাদের। প্রাইভেসি নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় তারা নানা রকম ঝামেলায় পরতে পারে।

মেয়ে ফ্রেন্ডদের প্রাইভেসি রক্ষায় কিংবা নিজের প্রাইভেসি রক্ষায় অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের টিউন থেকে রিয়েকশন বা রিয়্যাক্ট সংখ্যা হাইড করার প্রয়োজন পরতে পারে। এতে আপনার বা আপনার ফ্রেন্ডের প্রাইভেসি অনেক বেড়ে যায়। নিজের প্রাইভেসি রক্ষায় জন্য আজকে আমরা ফেসবুকের Post থেকে কীভাবে রিয়েকশন বা রিয়্যাক্ট সংখ্যা হাইড করবেন সে বিষয়টি শিখে নিবো। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে ফেসবুক থেকে রিয়েকশন সংখ্যা হাইড করবেন?

১. কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করতে হবে। ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি আপনাদের ফোনে ইন্সটল করা না থাকলে প্লেস্টোর থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি আপনাদের ফোনে ইন্সটল করে নিবেন।

২. এবার আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট টি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিতে লগ-ইন করে নিবেন।

৩. তারপর আপনারা ডান কোণের একদম উপরে থ্রি-ডট মেনু বারে ক্লিক করবেন।

৪. এবার আপনারা নীচ থেকে Setting And Privacy অপশনে ক্লিক করবেন।

৫. তারপর আবারো Setting অপশনে ক্লিক করবেন।

৬. এবার আপনারা Preference অপশন থেকে সাবমেনু Reaction Preference অপশনে ক্লিক করুন।

৭. এবার আপনাদের সামনে ২ টি অপশন শো করবে৷ এখানে আপনারা একটু মনোযোগ দিয়ে পড়ে নিবেন।

  1. ‌On Post From Other : এই অপশনটির কাজ হলো, আপনি যখন অন্য কারো নিউজফিডের টিউন দেখবেন তখন আপনি তাদের টিউনের রিয়েকশন সংখ্যা দেখতে পারবে না৷ তবে আপনি বিভিন্ন ফেসবুক মার্কেট প্লেসের, রিলস, গ্রুপের টিউনের রিয়েকশন সংখ্যাগুলো অবশ্যই দেখতে পারবেন। এই সেটিং করলে আপনার টিউনের রিয়েকশন সংখ্যা হাইড হবে না। সবাই আপনার টিউনের রিয়েকশন সংখ্যা দেখতে পারবেন।
  2. ‌On Your Post : এই সেটিংটিই আমাদের করতে হবে। এই সেটিংটি অন করলে আপনার টিউনে কতোটি রিয়েকশন হলো সেই রিয়েকশন সংখ্যাগুলো কেউ দেখতে পারবে না। তবে আপনি গ্রুপের টিউন, পেজের টিউন, রিলস ভিডিও সহ সব জায়গার রিয়েকশন সংখ্যা দেখতে পারবেন।

এভাবে আপনারা কোনো সমস্যা বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করেই খুব সহজে আপনাদের পোস্টগুলোর রিয়্যাক্ট সংখ্যা হাইড করতে পারবেন।

শেষ কথা

আপনি যদি একজন সাধারণ ফেসবুক ইউজার হন অথবা মেয়ে ইউজার হন তাহলে আমি মনে করি আপনার টিউন থেকে রিয়েকশন সংখ্যা হাইড করা উচিত। এতে আপনার ফ্রেন্ডলিস্ট প্রাইভেসি পুরোপুরি সুরক্ষিত না থাকলেও অনেকটাই সুরক্ষিত থাকবে। তবে আপনি যদি সেলিব্রিটি অথবা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে রিয়েকশন সংখ্যা হাইড না করাই বেটার। এতে আপনার টিউনের রিচ অথবা লাইক টিউমেন্ট এর পরিমাণ কমতে পারে। যদি এই সেটিং টিউন রিচ কম বা বেশির বাধা হয় না। তবুও আমার বলার কারণ হলো, টিউনের রিয়কেশন সংখ্যা দেখেও অনেকে তাল মিলিয়ে লাইক, টিউমেন্ট করে সেগুলো আর আপনি আর পাবেন না। সব কিছু জেনে আপনি এই ফেসবুকের রিয়েকশন হাইড সেটিং করতে চাইলে আপনাকে স্বাগতম।

তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, কীভাবে ফেসবুকের post রিয়েকশন সংখ্যা হাইড করবেন? আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস