ফেসবুক আইডি ডিলিট করার সহজ উপায়

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন
Level 2
শিক্ষার্থী, শের এ বাংলা সরকারি মহাবিদ্যালয়, রানীনগর, নওগাঁ, রাজশাহী

আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট করতে চান তাহলে আজকের টিউনটি আপনার জন্যই। বর্তমানে সোশ্যাল মিডিয়া অনেক জনপ্রিয় হওয়াই আমাদের অনেকেরই একের অধিক একাউন্ট বা ফেক অ্যাকাউন্ট হয়েই থাকে। আর আপনিও যদি যেকোনো কারণে ফেসবুকে একের অধিক অ্যাকাউন্ট বা কোন ফেক অ্যাকাউন্ট খুলে থাকেন যেটি এখন আপনি ডিলেট করতে চাচ্ছেন তাহলে আজকের টিউনটি সম্পূর্ণ দেখুন। আজকের টিউনে আমি অফিসিয়াল ভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার উপায়টি আপনার সাথে শেয়ার করব। সেই সাথে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন এবং তারপরে সেটি যেকোনো প্রয়োজনে ফেরত আনতে চান সেই উপায়টিও আমি আজকের এই টিউনে শেয়ার করব।

প্রথমেই বলে দেয় এটি কোন ট্রিকস নয় আমি ফেসবুক এর অ্যাকাউন্ট ডিলিট করার যেই উপায়টি আপনার সাথে শেয়ার করব সেটি ফেসবুক থেকে অফিশিয়াল ভাবেই দেওয়া। আমি শুধু সেটি জানি তাই এটি আপনারও কাজে আসতে পারে বলে আপনার সাথে আমি শেয়ার করছি। তো অনেক কথা বলে ফেললাম, চলুন আর দেরি না করে এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট করবেন।

ফেসবুক একাউন্ট চিরতরে ডিলিট করার উপায় স্টেপ বাই স্টেপ

প্রথমে ফেসবুক অ্যাপ এ প্রবেশ করুন।

ফেসবুক আইডি ডিলিট করার উপায়।

তারপরে উপরে ডান দিকে থ্রি ডট আইকনে ক্লিক করুন।

ফেসবুক আইডি ডিলিট করার উপায়।

তারপরে সেটিংস ও প্রাইভেসিতে ক্লিক করুন।

ফেসবুক আইডি ডিলিট করার উপায়।

তারপরে সেটিংস এ কিল্ক করুন।

ফেসবুক আইডি ডিলিট করার উপায়।

তারপরে অ্যাকাউন্টস সেন্টার এ ক্লিক করুন। অ্যাকাউন্টস সেন্টার এর ভিতরে যেই অপশন গুলো রয়েছে সেগুলোর মধ্যে যেকোনো একটিতে বা স্ক্রিনশটে দেখানো যেকোনো জায়গাতে ক্লিক করলেই হবে।

ফেসবুক আইডি ডিলিট করার উপায়।

তারপরে অ্যাকাউন্ট সেটিংস এর ভিতর থেকে পার্সোনাল ডিটেলস এ ক্লিক করবেন।

ফেসবুক আইডি ডিলিট করার উপায়।

তারপরে সবার নিচে অ্যাকাউন্ট অনারশিপ এন্ড কন্ট্রোল এ ক্লিক করুন।

ফেসবুক আইডি ডিলিট করার উপায়।

তারপরে সবার নিচে ডিএক্টিভেশন অর ডিলেশান এ ক্লিক করবেন।

ফেসবুক আইডি ডিলিট করার উপায়।

তারপরে এখানে অনেকেরই ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি অ্যাটাস থাকে। তো আপনার যদি দুটি অ্যাকাউন্ট আ্যটাস থাকে তাহলে সবার উপরে ফেসবুক আইডি অপশন এ ক্লিক করবেন। আর না থাকলে শুধু ফেসবুক আইডিটি দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দিবেন।

ফেসবুক আইডি ডিলিট করার উপায়।

তারপর আপনাকে ফেসবুক থেকে বলা হবে যে, আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান নাকি ডিএক্টিভেট করে রাখতে চান। তো আপনি যেহেতু আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান সেজন্য সবার নিচের অপশন ডিলিট একাউন্ট এ সিলেক্ট করে দিয়ে  কন্ট্রিনিউ এ ক্লিক করবেন।

ফেসবুক আইডি ডিলিট করার উপায়।

তারপর ফেসবুক থেকে আপনি কি কারনে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান সেটি জিজ্ঞেস করা হবে। এখানে আপনি চাইলে যদি আপনার উপযুক্ত কারণটি এখানে থাকে তাহলে সেটি দিতে পারেন। বা আপনি ঝামেলা এড়াতে যে কোন একটি অপশনেও সিলেট করে দিতে পারেন এতে কোন সমস্যা হবে না। তো কারণটি সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন।

ফেসবুক আইডি ডিলিট করার উপায়।

তারপরে আবার কন্টিনিউ এ ক্লিক করবেন।

ফেসবুক আইডি ডিলিট করার উপায়।

তারপরে সবার নিচে এসে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন।

ফেসবুক আইডি ডিলিট করার উপায়।

তারপরে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে আবারো কন্টিনিউ এ  ক্লিক করবেন।

ফেসবুক আইডি ডিলিট করার উপায়।

তারপরে ডিলিট একাউন্ট এ ক্লিক করবেন।

ফেসবুক আইডি ডিলিট করার উপায়।

তাহলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ার জন্য অটো সিডিউলে এ চলে যাবে। লক্ষ্য করুন: এখানে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য অটো সিডিউল চালু করলেন। আপনি যেদিন এটি চালু করবেন সেদিন থেকে ৩০ দিন পর অটোমেটিক আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অফিশিয়াল ভাবে চিরতরে ডিলিট হয়ে যাবে। যেহেতু ফেসবুক আমাদের একটি গুরুত্বপূর্ণ সোশ্যাল অ্যাকাউন্ট এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ডেটা থাকে এজন্য এটি ডিলিট হওয়ার আগে কিছু সময় নিয়ে থাকে যদি এ সময়ের মধ্যে আপনি চান তাহলে আপনি আবার এই ফেসবুক অ্যাকাউন্টটি ফেরত আনতে পারবেন। আর আপনি যদি এই একাউন্টটি আর ফেরত আনতে না চান তাহলে ৩০ দিন অপেক্ষা করুন ৩০ দিন পর অ্যাকাউন্টটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে।

আর যেদিন আপনি আপনার একাউন্টটি ডিলিট করার জন্য একাউন্টটি অটো ডিলেটিং সিডিউলে রেখে দিবেন সেদিন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আর কেউ দেখতে পাবে না। তো চলুন এবার দেখে নেওয়া যাক যদি অটো ডিলেটিং সিডিউলে রাখার পর একাউন্টটি আপনার কোনো প্রয়োজনে পড়ে এবং সেটি আবার যেকোনো কারণে ফেরত আনতে চান তাহলে সেটি কিভাবে করবেন।

ফেসবুক আইডি অটো ডিলেটিং সিডিউলে রাখার পর ৩০ দিনের আগে সেটি আবার ফেরত আনার উপায় স্টেপ বাই স্টেপ

তো এটি খুবই সিম্পল ব্যাপার। ফেসবুক আইডি অটো ডিলিট সিডিউলে রাখার পর ৩০ দিনের আগে সেটি আবার যে কোন প্রয়োজনে ফেরত আনতে সেই ফেসবুক আইডিতে লগইন করুন। এখানে লগইন করা সাধারণ ফেসবুক আইডিতে লগইন করার মতই  ফেসবুকের লগইন পেজে গিয়ে নাম্বার বা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

ফেসবুক আইডি ডিলিট করার উপায়।

তারপরে "ইয়েস কোন্টিনিউ টু ফেসবুক " এ ক্লিক করুন।

ফেসবুক আইডি ডিলিট করার উপায়।

তাহলেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আবারো আগের মতোই একটিভ হয়ে যাবে। খেয়াল করুন: ফেসবুক একাউন্ট অটো ডিলেটিং শিডিউল এ রাখার পর ৩০ দিনের মধ্যেই শুধু এভাবে আবারো আপনার একাউন্টটি ফেরত আনতে পারবেন। ফেসবুকের সিস্টেম অনুযায়ী ৩০ দিন পর আপনার একাউন্টটি চিরতরে ডিলিট হয়ে যাবে। তখন আর কোনভাবেই আপনার সেই একাউন্টটি আর ফেরত আনতে পারবেন না।

তো এই ছিল আজকের টিউনে। যদি টিউনটি আপনার কাজে এসে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন। কথা হবে আবারো পরবর্তী কোনো টিউনে ভালো থাকুন, সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

Level 2

আমি মো মিনহাজ। শিক্ষার্থী, শের এ বাংলা সরকারি মহাবিদ্যালয়, রানীনগর, নওগাঁ, রাজশাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 মাস 2 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

"Welcome to TechTunes! I'm Md Minhaj, your guide to the dynamic world of technology. As an avid tech enthusiast, I'm dedicated to uncovering the latest trends, innovations, and insights in the tech realm. Through my words on TechTuness, I aim to decode intricate tech jargon, provide thoughtful analysis, and offer...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস