কীভাবে আপনার ফেসবুক ফ্রেন্ডদের ব্লক এবং আনব্লক করবেন?

Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা বর্তমানের সেরা আর জনপ্রিয় একটি অনলাইন Messageing কিংবা সোশ্যাল মিডিয়ায় ওয়েবসাইট হলো ফেসবুক। ফেসবুকে আমরা জানা অজানা অনেক মানুষকে আমাদের ফ্রেন্ড বানিয়ে ফেলি। তাদের সাথে পরিচিত হই তাদের সাথে নানান বিষয়ে আড্ডা দেই। তাদের আপলোড দেওয়া বিভিন্ন ভিডিওগুলো আমরা দেখার জন্য তাদের ফলো দেই বা ফ্রেন্ড লিস্টে নিয়ে নেই।

বন্ধুরা আমরা অনেকেই আছি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অনেক বেশি ফ্রেন্ড রাখা পছন্দ করি না। আবার অনেকেই আছি চেনা বা অচেনা অনেক মানুষকেই ফ্রেন্ড লিস্টে এড করে নেন। তারপর দেখা যায় অনেক সময় তারা অযথা ইনবক্সে মেসেজ দিয়ে বিরক্ত করে কিংবা আমরা তাদের চিনি না অথচ বার বার আলাদা আলাদা ফেসবুক চ্যাটিং গ্রুপে এড করে আমাদের বিরক্ত করে তুলছে। আবার অনেক সময় দেখা যায় ইনবক্সে অনেক বাজে বাজে কথা কিংবা ছবি দিয়েও আমাদের বিরক্ত করে তুলছে।

আবার অনেক সময় দেখা যায় একটা ছেলে মেয়ের অনেক ভালো সম্পর্কের মধ্য ঝামেলা লাগার কারণে তারা মেসেজ ব্লক এর জায়গায় ভুল করে ডিরেক্ট ব্লক দিয়ে ফেলে। যার কারণে পরে আনব্লক করার সময় ঝামেলা পড়ে। আবার অনেকেই আছে কীভাবে ফেসবুকে অন্যজনকে ব্লক করতে হয় সেটাই জানে না। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই সমস্ত বিষয় ক্লিয়ার করে দিবো। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফেসবুকে অন্যজনকে ব্লক দিবেন আবার ব্লক খুলবেন। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টিউন - কীভাবে ফেসবুকে যে কাউকে ব্লক করবেন আবার আনব্লক করবেন।

১. তো ফেসবুকের যেকোনো ফ্রেন্ড কে ব্লক করার জন্য আমরা সর্বপ্রথম প্লেস্টোর থেকে মেসেঞ্জার অ্যাপ টি আমাদের ফোনে ইন্সটল করে নিবো। তারপর আমাদের ফেসবুক অ্যাকাউন্ট টি লগ-ইন করে নিবো।

২. এবার আপনারা যে ফেসবুক অ্যাকাউন্ট টি ব্লক করতে চান সেই ফেসবুক অ্যাকাউন্ট টির ইনবক্সে প্রবেশ করুন।

৩. তারপর ডানকোণের একদম উপরে (i) বাটনে ক্লিক করুন।

৪. এবার আপনারা স্ক্রোল করে একদম নিচে আসুন। আর Block লেখায় ক্লিক করুন।

ব্লক লেখায় ক্লিক করার পর আপনারা আমার মতো ২ টি অপশন পাবেন। এখানে খুব মনোযোগ দিয়ে বিষয়টি বুজবেন। অপশন ২ টি হলো।

  1. ‌ব্লক মেসেজ এন্ড কল।
  2. ব্লক অন ফেসবুক।

বন্ধুরা এবার আমি আপনাদের এই ২ টি বিষয় একটু ক্লিয়ার ধারণা দেই। নয়তো এই ২ টি অপশনে আপনারা ঝামেলা পাকাবেন। যার ফলে বিপদে পরবেন। এখানে -

  1. ব্লক মেসেজ এন্ড কলঃ আপনি যদি আপনার ফ্রেন্ড কে ব্লক করার উদ্দেশ্য নিয়ে এই ১ নম্বর অপশনটিতে ক্লিক করে ব্লক দেন তাহলে আপনার ফ্রেন্ড সম্পূর্ণ ব্লক হবে না। আপনার ফ্রেন্ড শুধুমাত্র আপনাকে মেসেজ অথবা কল দিতে পারবে না। তবে সে আপনার টাইমলাইনে আসতে পারবে৷ আপনার টিউন বা ভিডিও দেখতে পারবে৷ এছাড়াও আপনার বিভিন্ন টিউনে লাইক, টিউমেন্ট করতে পারবে।
  2. ব্লক অন ফেসবুকঃ এটিই মূলত ফেসবুকের মেইন ব্লক অপশন। আপনি যদি চান যাকে আপনি ব্লক দিবেন সে যেন আপনার অ্যাক্টিভিটি, টিউন, মেসেজ, কল, লাইক, টিউমেন্ট অথবা আপনাকে আইডিতেই যেন আর সে ভিজিট করতে না পারে তাহলে আপনাকে এই ব্লক ফেসবুকে অপশনটি বাছাই করে নিতে হবে। আপনি কাউকে ব্লক অন ফেসবুক অপশন থেকে ব্লক দিলে সে আর আপনার ফেসবুক আইডিতে ভিজিট করতে পারবে না।

বন্ধুরা আপনারা যদি কাউকে সামরিক সময়ের জন্য অথবা অল্প কিছুক্ষণ এর জন্য ব্লক করতে চান তাহলে তাকে ব্লক মেসেজ এন্ড কল অপশন থেকে ব্লক দিবেন। আর আপনি যদি কাউকে ব্লক অন ফেসবুক করেন তাহলে সে আর কখনো আপনার ফেসবুক অ্যাকাউন্টে ভিজিট করতে পারবে না। পরে আপনি আপনার ইচ্ছামতো আনব্লক করতে পারবেন।

এবার আপনি তাকে যেভাবে ব্লক দিতে চান সেই অপশন টিতে ক্লিক করুন। তারপর Block অপশনে ক্লিক করুন। ব্যাস আপনার সেই কাঙ্ক্ষিত ফেসবুক ফ্রেন্ড টি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্লক হয়ে যাবে।

কীভাবে ফেসবুকে ব্লক করা ফ্রেন্ড আনব্লক করবেন

বন্ধুরা আপনি কাউকে রাগের কারণে ফেসবুক থেকে ব্লক করলেন। তারপর যখন আপনার রাগ কমবে কিংবা আপনাদের মাঝে ভুল বুঝাবুঝি শেষ হবে তখন কীভাবে আপনি আপনার সেই ব্লক করা বন্ধুকে আনব্লক করবে। এটি এখন চিন্তার বিষয় তাই না? বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের ব্লক করা ফ্রেন্ডকে আনব্লক করবেন।

১. ফেসবুকের ব্লক করা ফ্রেন্ডকে আনব্লক করার করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মেসেঞ্জার অ্যাপের বাম কোণের একদম উপরে থ্রি-ডট মেনুবারে ক্লিক করতে হবে।

২. এবার আপনারা ডানকোণের Setting অপশনে ক্লিক করবেন।

৩. তারপর স্ক্রোল করে একটু নিচে আসবেন আর Privacy & Safety অপশনে ক্লিক করবেন।

৪. এবার আপনার একটু নিচের Blocked Accounts অপশনে ক্লিক করুন।

৫. তারপর আপনি আপনার ব্লক করা ফ্রেন্ডের একটি লিস্ট দেখতে পারবেন।

৬. এখান থেকে আপনি যে অ্যাকাউন্ট টি আনব্লক করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট টি খুঁজে বের করে অ্যাকাউন্টিতে একটি ক্লিক করবেন।

৭. এবার আপনারা একটু নিচে Unblock In FaceBook নামে একটি অপশন দেখতে পারবেন। আপনারা সেই অপশন টিতে ক্লিক করবেন।

৮. তারপর একটু নীচ থেকে Unblock অপশনে ক্লিক করলে আপনার ফেসবুক ফ্রেন্ডটি ব্লোম থেকে আনব্লক হয়ে যাবে। তারপর সে আবারো আগের মতো আপনাকে মেসেজ, কল, লাইক, টিউমেন্ট সহ যাবতীয় সকল ধরনের কাজ করতে পারবে।

তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, কীভাবে ফেসবুকের যেকোনো ফ্রেন্ডকে ব্লক করবেন অথবা যেকোনো ব্লক ফ্রেন্ডকে আনব্লক করবেন? আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস