মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের কী হবে? তার ব্যবস্থা করুন

বিসমিল্লাহির রহমানির রহিম, আশাকরি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আমি আরেকটি টিউন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে, তাহলে চলুন শুরু করি।

আপনি বা আমি মারা যাবার পর ফেসবুক অ্যাকাউন্টের কি হবে সেটা কি কখনো ভেবে দেখেছেন। ফেসবুকে একটি নতুন অপশন এসেছে এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনি মারা যাবার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন সবার ভেতরে একটি প্রশ্ন জাগতে পারে যে, আপনি বা আমি মারা যাবার পরে সেটা ফেসবুক বুঝবে কীভাবে? হ্যাঁ এই প্রশ্নটা আশা স্বাভাবিক একটি বিষয়। আপনি বা আমি মারা যাবার পর ফেসবুক কীভাবে বুঝবে যে আমরা মারা গিয়েছি এই বিষয়টি নিয়ে আমি টিউনের শেষ অংশে আলোচনা করব। আগে আমি আপনাদের বলে রাখি এই সেটিংস টা অথবা এই অপশনটা চালু করে রাখার সুবিধা হচ্ছে আপনি বা আমি কখনো যদি মারা যাই, মারা যাওয়ার পরে দেখা গেলো যে ওই অ্যাকাউন্টে কেউ ট্যাগ করতে পারবে না এবং টিউমেন্ট করতে পারবে না এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, তাই আমার মনে হয় যে এই সেটিংস অনেকেই চাইলে অন করে রাখতে পারবেন। এবং কীভাবে অন করে রাখবেন চলুন আপনাদের দেখিয়ে দেই।

আপনি মারা যাবার পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট অটোমেটিক ডিলিট হওয়ার জন্য নিচে দেখানো সেটিংস অন করে রাখুন

১. শুরুতেই আপনি আপনার স্মার্টফোনে থাকা ফেসবুক ওপেন করে নিবেন।

২. ওপেন করার পর উপরে ডান পাশে থ্রী-লাইন একটি অপশন পাবেন, এটার উপর ট্যাপ করে দিবেন।

৩. এখানে যে সেটিংস আইকন আছে এটার উপর ট্যাপ করে দিবেন।

৪. সেটিংস আইকনে ক্লিক করার পরে আপনার সামনে কয়েকটি অপশন শো হবে। এখান থেকে Personal Details এ ট্যাপ করতে হবে।

৫. Personal Details এ ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। একটু নিচে স্ক্রল করে আবারও Same আরেকটি অপশন পাবেন এটার উপর ক্লিক করে দিবেন।

৬. এখন আপনার সামনে একটি অপশন শো হবে, Account Ownership And Control এটার উপর ক্লিক করে দিবেন।

৭. এখানে দেখতে পাবেন Memorialisation একটি অপশন এটার উপর ট্যাপ করে দিবেন।

৮. আপনার সামনে আপনার প্রোফাইল শো হবে, আপনি আপনার প্রোফাইলে উপর ট্যাপ দিবেন।

৯. একেবারে নিচে একটি অপশন পাবেন Delete After Death এটা সিলেক্ট করে Next এ ক্লিক করে দিবেন।

১০. এবার এখান থেকে Save বাটনে ট্যাপ করে দিবেন।

আপনার কাজ এই পর্যন্ত শেষ, এখন আপনি মারা যাবার পর কিছু দিনের ভেতরে ডিলিট হয়ে যাবে।

আপনি যে মারা যাবেন এটা ফেসবুক বুঝবে যেভাবে

আপনি মারা যাবার পর ফেসবুকের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা AIA সে তাদের মাধ্যমে। আর সেটা বুঝার মূল উপায় হলো যে আপনি বা আমি যদি মারা যাই, মারা যাওয়ার পর দেখা যাবে যে আমাদের ফ্রেন্ড লিস্টে আরা আছে তারা তো আমাকে বা আপনাকে নিয়ে টিউন দিবে মৃত্যু নিয়ে, হয়ত বা অনেক গুলো টিউন যখন আসবে বা অনেক গুলো টিউমেন্ট যখন আসবে অর্থাৎ আপনাকে নিয়ে আপনাকে ট্যাগ করে, আপনাকে নিয়ে ম্যানশন করে, আপনাকে নিয়ে ম্যানশন দিয়ে টিউমেন্ট করা হবে তখন আপনি আমি যদিও নরমাল ভাবে না বুঝতে পারি তবে কিন্তু ফেসবুক আর্টিফিশিয়াল যারা আছে তারা কিন্তু ঠিক বুঝে যাবে এরকম সূত্র ধরেই কিন্তু তারা পরবর্তীতে অ্যাকাউন্ট ডিলিট করে দিবে।

মানুষ বলতেই মরণশীল, সবাইকে একদিনও মৃত্যু বরণ করতেই হবে। একজন মানুষ যখন মারা যায় তখন তার আইডি ফরগট করে অথবা যেকোনো ভাবে ফেসবুক আইডি সংগ্রহ করে বিভিন্ন ধান্দা করে বা প্রতারণা করে। তাই সব থেকে ভালো এই সেটিংস অন করে রাখা। তাতে কেউ আপনার মৃত্যুর পর আপনার আইডি দিয়ে প্রতারণা করার সুযোগ পাবে না। আমি মনে করি এই সেটিংস সবার জন্য অনেক উপকারের।

আশাকরি আজকের এই টিউন সবার উপকারে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে আবার নতুন আরেকটি টপিক নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফেজ।

Level 5

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস