আমার এই নতুন চেইন টিউন ধামাকা! চেইন টিউন ‘ফেসবুক Power Hidden ফিচার’ এ আপনাকে দারুণ ভাবে স্বাগতম!
আপনি যদি আগের পর্ব গুলো পড়ে না থাকেন তবে অবশ্যই আগের পর্ব গুলো পড়ার অনুরোধ রইল।
অনেক সময় আমাদের সিকিউরিটি দুর্বলতার কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ লগইন করতে পারে। আপনার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টটি বর্তমানে কে ব্যবহার করছে বা কোন ডিভাইসে লগইন অবস্থায় আছে, তা জানতে চান?
১. এজন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগইন করতে হবে এবং তারপর Setting থেকে Security and login অপশনে যেতে হবে। এরপর আপনি এখানে দেখতে পাবেন, আপনি কোন কোন ডিভাইসে ইতিমধ্যে লগইন করেছিলেন এবং বর্তমানে কোন কোন ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগইন অবস্থায় রয়েছে। এবার আপনি চাইলে সেসব একাউন্টগুলোকে এখান থেকে লগ-আউট করে দিতে পারেন।
২. এখানে আপনি যদি চেক করে দেখেন যে, এমন সব ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করা হয়েছে, যে ডিভাইসটি আপনার নয়; তাহলে ডান পাশের থ্রি ডট আইকনে ক্লিক করে সেই ডিভাইস থেকে একাউন্টটি Log out করে দিন।
এই ফিচার টি আপনার জন্য তখনই অনেক উপকারী হতে পারে, যখন আপনি আপনার বন্ধুর ল্যাপটপ বা কম্পিউটারে ফেসবুক একাউন্টে লগইন করেছিলেন এবং পরবর্তীতে সেটিতে লগ আউট করার কথা মনে নেই। এবার আপনি বাড়িতে এসে আপনার ডিভাইস থেকে চাইলে সেই ল্যাপটপ বা কম্পিউটারটি থেকে আপনার ফেসবুক একাউন্ট লগ আউট করে দিতে পারবেন।
যাই হোক, আপনি যদি আপনার একাউন্টের জন্য অতিরিক্ত কোনো ব্যবস্থা না নিয়ে থাকেন, তাহলে আপনার অবশ্যই উচিত হবে নিয়মিত এই সেটিংটি চেক করা। আর নিয়মিত সিকিউরিটি চেকের অংশ হিসেবে আপনি এগুলো চেক করতে পারেন।
আজকের পর্ব এখানেই শেষ। কেমন লাগছে আমার এই চেইন টিউন? টিউমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর আমার টিউন গুলো জোসস বাটনে ক্লিক করে জোসস দিতেও ভুলবেন না। আমার দারুন সব টিউন পেতে টেকটিউনসে ফলো বাটন ক্লিক করে আমাকে ফলো করুন এবং আমাকে টেকটিউনসে ফ্রেন্ড হিসেবে যুক্ত করুন।
দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহাফেজ!
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 381 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)